ট পৃষ্ঠা ১৪
- Bengali Word টুকটাক English definition [টুক্টাক্] (বিশেষণ) অতি সামান্য; ছোটখাটো; টুকিটাকি (টুকটাক জিনিসপত্র)। □(বিশেষ্য) ছুটকো-ছাটকা কাজ বা ছোটখাট কাজকর্ম (লোকটি টুকটাক করছে)। টুকটাক করে (ক্রিয়াবিশেষণ) সামান্য কর্মের দ্বারা; কোনো প্রকার (কোনো রকমে টুকটাক করে সংসার চলে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টুকটুক English definition [টুক্টুক্](বিশেষণ) ১ গাঢ় অথচ সুন্দর ভাবসূচক। ২ উক্ত সকল অর্থে (টুকটুক হৈল বুক-দৌলত উজির বাহরাম খান)। □(অব্যয়) ১ গতির মৃদুতাসূচক (টুকটুক করে চলা, টুকটুক করে খাওয়া)। ২ ভয়ের অনুভূতিব্যঞ্জক। টুকটুকে (বিশেষণ) ১ অতি মনোহর; জ্বলজ্বলে; রক্তবর্ণবিশিষ্ট (টুকটুকে লাল)। ২ সুন্দর বা ফর্সা; রাঙা (একটি টুকটুকে বউ এনে এবারে ঘর আলো করো)। {(তৎসম বা সংস্কৃত) টুষ্ঠক>(কড়া রঙবাচক); টকটক}
- Bengali Word টুকনি, টুকনী English definition [টুক্নি](বিশেষ্য) ১ টুকরি; ছোট ঝুড়ি। ২ ভিক্ষাপ্রাপ্ত; ভিক্ষা করে যে পাত্রে সংগ্রহ করা হয়। টুকনি হাতে করা (বিশেষ্য) ১ নিঃস্ব হইয়া ভিক্ষুকের দশাপ্রাপ্ত হওয়া। ২ ভিক্ষাবৃত্তি অবলম্বন। টুকনি হাতে দেওয়া (ক্রিয়া) ভিক্ষুকের দশা করা। {(তুলনীয়) (হিন্দি) টুক্নী=ছোট পিতলের ঘটি; (হিন্দি) টোকরী}
- Bengali Word টুকরা, টুকরো English definition [টুকরা, টুকরো] (বিশেষ্য) ছিন্ন বা কাটা অংশ। □(বিশেষণ) ১ ছুটকো; বিচ্ছিন্ন (চাপা হাসি টুকরো কথার নানান জোড়াতাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত খণ্ডিত (টুকরা কাগজ, টুকরা জমি)। টুকরা-টাকরা, টুকরো-টাকরা (বিশেষ্য) ছোট বড় খণ্ড; ছাঁটছুট। টুকরা জমি (বিশেষ্য) ক্ষুদ্র জমি; ক্ষুদ্র ভূ-খণ্ড। টুকরা টুকরা, টুকরো টুকরো (বিশেষণ) ১ খণ্ডে খণ্ডে বিভক্ত। ২ খণ্ড; বিভক্ত; কুচিকুচি। টুকরা দাখিলা (বিশেষ্য) ক্ষুদ্র দাখিলা; রাজস্ব প্রাপ্তির ক্ষুদ্র রসিদবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) স্তোক>}
- Bengali Word টুকরি, টুকরী English definition [টুক্রি] (বিশেষ্য) বাঁশের তৈরি ঝুড়ি বিশেষ; ছোট ঝুড়ি বা চুপড়ি বা চেঙাড়ি। {(তুলনীয়) (হিন্দি) টোকরী}
- Bengali Word টুকলি English definition [টুক্লি](বিশেষ্য) নকল (পরের খাতা টুকলি করে জাহির করা বিদ্যে-ফররুখ আহমদ)। {√টুক্+লি}
- Bengali Word টুকা ১, টোকা ১ English definition [টুকা, টোকা] (ক্রিয়া) ১ নেওয়া; নকল করা; লিখে রাখা; টোকা; note। ২ দোষ-ত্রুটি ধরা; তিরস্কার করা। ⇒ টোকা। {√টুক্+আ}
- Bengali Word টুকা ২, টোকা ২ English definition [টুকা,টোকা] (ক্রিয়া) সেলাই করা। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
- Bengali Word টুকানো, টোকানো English definition [টুকানো] (ক্রিয়া) ১ খুঁটে নেওয়া (কঠিন পায়ের আঘাত হানিয়া গরুগুলি ঘাস টুকে-জসীমউদ্দীন)। ২ বিক্ষিপ্তভাবে তোলা; এখান ওখান থেকে বিশৃঙ্খলভাবে নেওয়া। □(বিশেষণ) মধ্যে মধ্যে তুলে নেওয়া (টুকানো অভ্যাস)। {√টুক্+আনো}
- Bengali Word টুকি ১ English definition [টুকি](বিশেষণ) অত্যন্ত অল্প; অত্যন্ত সামান্য। □(বিশেষ্য) ১ ছোট খণ্ড। ২ ছোট গ্রাস। {(তৎসম বা সংস্কৃত) স্তোক>}
- Bengali Word টুকি ২, টুকী English definition [টুকি(বিশেষ্য)খুকি; অল্পবয়স্কা বালিকা; শিশুকন্যা। টোক-টুকি (বিশেষ্য) খোকাখুকি। {(তৎসম বা সংস্কৃত) তোক(শিশু); (তুলনীয়) টোকাই}
- Bengali Word টুকিটাকি English definition [টুকিটাকি] (বিশেষণ) ১ ছোটখাট বা তুচ্ছ বিষয় বা জিনিস। ২ ছোটখাট (টুকিটাকি কাজ)। ৩ অতি সামান্য; একটু আধটু (টুকিটাকি দান)। □(বিশেষ্য) ১ অল্পস্বল্প; ছোট ছোট টুকরা। □(ক্রিয়াবিশেষণ) অল্পে অল্পে; একটু একটু করে (টুকিটুকি খেলে পরে রসে ভরে গাল-ঈশ্বর গুপ্ত)। {টুকি+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)টাকি}
- Bengali Word টুগবুগুনি English definition [টুগ্বুগুনি](বিশেষ্য) ১ আগুনের উত্তাপে পানি বা ভাত ফোটার শব্দ। ২ মনের কথা প্রকাশ করার জন্য ব্যাকুলতা বা অস্থিরতা। (তুলনীয়) টগবগ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টুঙি, টুঙ্গি, টুঙ্গ, টঙ্গী English definition [টুঙি, টুঙ্গি, টুঙ্গো, টোঙ্গি] (বিশেষ্য) মঞ্চের উপর নির্মিত কুটির বা ক্ষুদ্র গৃহ। জলটুঙি (বিশেষ্য) জলাশয়ের মধ্যে তৈরি গৃহ। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>}
- Bengali Word টুট English definition [টুট্] ((ব্রজবুলি)) ত্রুটি; অল্পতা। {(তৎসম বা সংস্কৃত) ত্রুটি>}
- Bengali Word টুটা English definition [টুটা] (ক্রিয়া) ১ ভগ্ন করা বা হওয়া; ভাঙা বা ভেঙে যাওয়া। ২ করা বা হওয়া। ৩ দূর করা বা হওয়া; ঘুচানো বা ঘোচা (খাইতে সোয়াস্তি নাই নাহি টুটে ভুক-বড়ু চণ্ডীদাস)। ৪ লাঘব হওয়া বা করা (সতী ঝির প্রতি কেন টুটিল সম্মান-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। □ক্রি, (বিশেষণ) হ্রাস করা বা হওয়া; কমা বা কামানো (আহার টুটান মাতা দিবসে দিবসে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। □(বিশেষ্য) ১ ছিন্ন করা বা হওয়া; ভেদ করা বা হওয়া (স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল-রবীন্দ্রনাথ ঠাকুর)। □(বিশেষণ) ১ ভগ্ন; চূর্ণ (ইরাকের টুটা তখ্ত্-কাজী নজরুল ইসলাম)। ২ ছোট; অল্প; কম (তুমি যে রাজার বেটা কে তোমাতে টুটা-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। টুটই ((ব্রজবুলি)) (ক্রিয়া) টুটায়; ভাঙে; দূর করে। টুটইতে ((ব্রজবুলি)) (অসমাপিকা ক্রিয়া) টুটিতে; টুটিলে; টুটালে (টুটইতে নাহি টুটে প্রেম অদ্ভুত-বিদ্যাপতি)। টুটন (বিশেষ্য) ১ ভগ্না হওন। ২ ছিন্ন হওয়া। ৩ চূর্ণ হওন। ৪ দূর হওন। ৫ লাঘব হওন। ৬ হ্রাস হওন। ৭ লাঘ; হ্রাস (এত করিতে নারিব সুগ্রীব বলের টু্টুন-কৃত্তিবাস ওঝা)। টুটব ((ব্রজবুলি)) (ক্রিয়া) টুটিব (টুটব বিরহ কি ওর-বিদ্যাপতি)। টুটল ((ব্রজবুলি)) (ক্রিয়া) টুটিল; ছিঁড়িল (টুটল গীমক মোতিম হার-বিদ্যাপতি)। টুটানো, টুটান (ক্রিয়া) ১ ভগ্ন করা; দূর করা; ঘুচানো। ২ হ্রাস করা; কমানো। ৩ লাঘব করা বা হানি করা। টুটাফুটা (বিশেষণ) বিণ ১ ভাঙাচোরা; ফুটাফাটা (টুটাফুটা বাটি)। ২ অর্ধনগ্ন; আধাভাঙা। ৩ অর্ধশুদ্ধ; ভাঙা ভাঙা (টুটাফুটা আরবী-সৈয়দ মুজতবা আলী)। টুটায়ব ((ব্রজবুলি)) (ক্রিয়া) টুটাবে টুটবে; নষ্ট করবে; ভাঙ্গবে; দূর করবে (হামারি গৌরব তুঙ্গ বাঢ়ায়লি অব টুটায়ব কে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √ক্রট্>}
- Bengali Word টুন ১ English definition [টুন্](অব্যয়) টন অপেক্ষা অধিকতর মধুর ও মৃদু ধ্বনি। টুন টুন (অব্যয়) ধারাবাহিক টুন শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টুন ২ English definition (বিশেষ্য) লালবস্ত্র; রঙ। {(তৎসম বা সংস্কৃত) টুন্টুক>}
- Bengali Word টুনটুনি English definition [টুন্টুনি](বিশেষ্য) স্বনামখ্যাত এক প্রকার ছোটো পাখি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টুপ English definition [টুপ্] (অব্যয়) ১ ফোঁটা পড়বার শব্দ; লঘু ও ক্ষুদ্র দ্রব্য পতনের শব্দ। ২ মজ্জনের বা গলাধঃকরণের শব্দ। টুপটাপ (অব্যয়) ১ জলীয় দ্রব্য বা ফল প্রভৃতি দ্রব্যের এক একটি করে পতনের শব্দ। □ (ক্রিয়াবিশেষণ) ঐ প্রকার শব্দ বুঝাতে (টুপটাপ করে শিশির ঝরে পড়া)। টুপটুপ (অব্যয়) ধারাবাহিকভাবে টপ শব্দ। টুপুরটুপুর (অব্যয়) টুপ অপেক্ষা অধিকতর মধুর ধারাবাহিক শব্দ; শুষ্ক পত্রজাতীয় দ্রব্যের উপর ধারা পতনের শব্দ (পাতায় পাতায় টুপুর টুপুর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}