ট পৃষ্ঠা ১৬
- Bengali Word টেঁটরা, টেটরা, ট্যাড্রা English definition [টেঁট্রা, টেট্রা, ট্যাড্রা] (বিশেষ্য) ১ ঢেঁড়া; ঢাক। ২ বিজ্ঞাপন; ঢোল শোহরত। টেঁটরাওয়ালা (বিশেষ্য) যে লোক নগরময় ঢাকজাতীয় বাদ্যযন্ত্র বাজিয়ে উচ্চৈঃস্বরে সরকারি আদেশাদি ঘোষণা করে। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টেঁটা, ট্যাঁটা, টেটা, ট্যাটা English definition [ট্যাঁটা, ট্যাঁটা, ট্যাটা, ট্যাটা] (বিশেষ্য) মাছ মারবার লোহার ফলাযুক্ত দীর্ঘ দণ্ডবিশেষ যা সাধারণ অস্ত্ররূপেও ব্যবহৃত হয়। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকন্টক>তেকাঁটা>টেঁটা}
- Bengali Word টেঁপা, টেপা, ট্যাপা English definition [ট্যাঁপা, ট্যাপা, ট্যাপা](বিশেষ্য) ১ পেট মোটা বিষাক্ত মৎস্যবিশেষ; পোটকা মাছ। ২ পুরুষ শিশুর নাম। টেঁপী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
- Bengali Word টেঁপারি, ট্যাঁপারি, টেপারি English definition [ট্যাঁপারি, ট্যাঁপারি, ট্যাপারি](বিশেষ্য) ১ ছোট কুলের মতো এক প্রকার ফল; কুলজাতীয় অম্লমধুর ফলবিশেষ। cape gooseberry। ২ বাক্স; পোঁটলা; পেটিকা। আহ্লাদের টেপারি বা ট্যাপারি (বিশেষ্য) আদরের পোঁটলা; অত্যধিক স্নেহের জন্য বাক্সের মতো প্রিয়। {টেঁপা+আরি; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) পেটারি}
- Bengali Word টেঁপি English definition [টেঁপি](বিশেষ্য) বালিকার নাম। {টেঁপা+ই}
- Bengali Word টেংরা ১, ট্যাংরা, টেঙরা, টেংগরা, টেঙ্গরা English definition [ট্যাঙ্রা, ট্যাঙ্রা, ট্যাঙ্রা, ট্যাঙ্গ্রা, ট্যাঙ্গ্রা](বিশেষ্য) তিন কাঁটাযুক্ত ক্ষুদ্র আঁশশূন্য মৎস্যবিশেষ। টেংরাগেঁটে (বিশেষণ) খাঁটি অথচ কঠিন দেহ; গাট্টা-গোট্টা। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকন্টক>}
- Bengali Word টেংরা ২ English definition [ট্যাঙ্রা](বিশেষ্য) উচ্চ জায়গা; উচ্চভূমি।{(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>}
- Bengali Word টেংরি, টেঙরি, টেংগরি, টেঙ্গরি English definition [টেঙ্রি,টেঙ্রি,টেঙ্গ্রি, টেঙ্গ্রি](বিশেষ্য) ১ ছাগাদি পশুর পায়ের নিম্নাংশের হাড়। ২ পা; ঠ্যাং। টেংরিতে জুত হওয়া, টেংরি বাড়া (ক্রিয়া) স্পর্ধা বর্ধিত হওয়া; অহমিকাপূর্ণ দুঃসাহস বেড়ে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) ত্রিকণ্টক>}
- Bengali Word টেক ১, টেঁক English definition [টেক্, টেঁক্](বিশেষ্য)১ নদী প্রভৃতির বাঁক। ২ টেকনা। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>}
- Bengali Word টেকর, টিকর English definition [টেকর্ টিকর্](বিশেষ্য) ১ উচ্চস্থান; উঁচু জায়গা (যদি বর্ষে মকরে ধান হবে টেকরে-খনার বচন)। ২ আলি; বাঁধ। ৩ উচ্চ স্তূপ (এক একটা কুত্তার সামানে গোস্তের এক একটা টিকর-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>
- Bengali Word টেকসই, টেঁকসই, টেকসহি English definition [টেক্শোই,টেঁকসই, টেকশোহি](বিশেষণ) মজবুত; পোক্ত; দীর্ঘস্থায়ী। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>টেক+(আরবি) সহীহ}
- Bengali Word টেকস্ট English definition [টেক্স্ট্](বিশেষ্য)পাঠ্যপুস্তক (কেটস্ট বুক)। {(ইংরেজি) text}
- Bengali Word টেকা, টেঁকা, টিকা English definition [টেকা, টেঁকা, টিকা] (ক্রিয়া) ১ থাকা; অবস্থান করা। ২ তিষ্ঠানো (স্কুলে আমাদের আর টেকা দায়-সুকুমার রায়)। ৩ স্থায়ী হওয়া (এ চাকরি কি টিকবে?)। ৪ বেঁচে থাকা (এ রোগী আর টিকবে না)। ৫ বজায় থাকা (মত টেকা)। টেকানো, টিকানো, টিকানো (ক্রিয়া) ১ বজায় থাকা (মত টেকা)। টেকানো, টিকনো, টিকানো (ক্রিয়া) ১ বজায় রাখা। ২ দীর্ঘস্থায়ী করা। ৩ প্রাণ রক্ষা করা। ৪ উক্ত সকল অর্থে। টিকে থাকা (ক্রিয়া) ১ বেঁচে থাকা। ২ স্থায়ী হয়ে থাকা। টিকে যাওয়া (ক্রিয়া) ১ মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়া। ২ কোনো কাজে স্থায়ী হওয়া বা দীর্ঘদিন থেকে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>(তৎসম বা সংস্কৃত) তিষ্ঠ>(প্রাকৃত) তিট্ঠ>}
- Bengali Word টেকারি English definition [টেকারি](বিশেষ্য) এক প্রকার ছোট গুল্ম। {(তৎসম বা সংস্কৃত) টঙ্কারী>}
- Bengali Word টেকাল English definition ⇒টিকালো
- Bengali Word টেকুয়া ১, টেকো ১ English definition [টেকুয়া, টেকো] (বিশেষ্য) ১ সুতা পাকাবার যন্ত্র; spindle (টেকুয়া ও চরখায় সুতা কাটিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরচরকার টেকো গড়াইয়া দিব-দীনবন্ধু মিত্র)। ২ চর্মে ছিদ্র করার যন্ত্রবিশেষ; আরা; awl। ৩ চুবড়ি; ক্ষুদ্র আকারের ধামা। {(তৎসম বা সংস্কৃত) তুর্ক>(প্রাকৃত) তক্কু>}
- Bengali Word টেকো ২ English definition [টেকো](বিশেষণ) টাকওয়ালা; মাথায় চুল নেই বা উঠে গেছে এমন।{টাক+উয়া = টাকুয়া>টেকো}
- Bengali Word টেক্কর English definition [টেক্কর্](বিশেষ্য) ১ তীক্ষ্ণ পরিহাস; ঠাট্টা। ২ নিন্দা; অপবাদ (টিটকারী টেক্কারে হইনু পরাজয়-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) তীক্ষ্ণ>তিক্কর>; ধ্বন্যাত্মক অবজ্ঞাসূচক টিক্+(তৎসম বা সংস্কৃত) কার}
- Bengali Word টেক্কা English definition [টেক্কা](বিশেষ্য) ১ এক ফোঁটাবিশিষ্ট তাস (সেখানে কেবল তাসের সাহেব তাসের বিবি টেক্কা এবং গোলামের বাস-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রতিযোগিতা; টক্কর; পাল্লা। □(বিশেষণ) প্রধান; সেরা; শ্রেষ্ঠ। টেক্কা দেওয়া, টেক্কা মারা (ক্রিয়া) ১ অতিক্রম করা; ছাড়িয়ে যাওয়া। ২ প্রতিদ্বন্দ্বিতা করা; টক্কর বা পাল্লা দেওয়া; পরাজিত করা (ফ্যাশান ও ষ্টাইলে এরা মেম সাহেবদের টেক্কা দেন-বেগম শামসুন্নাহার মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) একতিলকা (একটি লালের দ্বারা চিহ্নিত>; (হিন্দি) টিক্কী}
- Bengali Word টেগুনী English definition ⇒টেঁটন