ট পৃষ্ঠা ১৭
- Bengali Word টেঙ্গরা, ট্যাংরা English definition ⇒ টেংরা
- Bengali Word টেঙ্গরি English definition ⇒ টেংরি
- Bengali Word টেটন English definition ⇒ টেঁটন
- Bengali Word টেটা English definition ⇒ টেঁটা
- Bengali Word টেটারি English definition [টেটারি] (বিশেষ্য) টেসকোনা নামক পাখি। {টেটা+কারী}
- Bengali Word টেটিঁয়া English definition [টেটিয়া] (বিশেষ্য) চতুর; ধূর্ত; শঠ। {টেঁটন+ইয়া}
- Bengali Word টেডি English definition [টেডি] (বিশেষণ) বখাটে (আঁট পোশাক পরিহিত টেডিবয়, টেডীগার্ল-হাবীবুর রহমান)। {(ইংরেজি) teddy}
- Bengali Word টেণ্ডাই মেণ্ডাই English definition [টেন্ডাই মেন্ডাই] (বিশেষ্য) ক্রোধোক্তি; তেড়েমেড়ি; ক্রুব্ধ আস্ফালন। টেণ্ডাই মেণ্ডাই করা (ক্রিয়া) রাগের বশে কড়া কথায় গর্ব ও দম্ভ প্রকাশ করা (টেণ্ডাই মেণ্ডাই করে একে ফেরানো হয়ত যেতে পারে-শওকত ওসমান)। {টণ্ডাই>টেণ্ডাই+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)মেণ্ডাই}
- Bengali Word টেনা English definition ⇒ তেনা
- Bengali Word টেন্ডল, টেণ্ডল English definition [টেন্ডল্] (বিশেষ্য) ১ জাহাজের লস্করদের উপরস্থ কর্মচারীবিশেষ। ২ বিটলে। {মা. টন্ডল; (আরবি) জনরল >জণ্ডিল>টেণ্ডল; ইঙ্গ-ভারতীয় tindal}
- Bengali Word টেন্ডার, টেণ্ডার English definition [টেন্ডার্] (বিশেষ্য) দরপত্র; মূল্যোদ্ধৃতি; ঠিকাদারির আবেদনপত্র; হার (rate) প্রদানের দরখাস্ত। টেন্ডার প্রদান-টেন্ডার দেওয়া। {(ইংরেজি) tender}
- Bengali Word টেপ English definition [টেপ্] (বিশেষ্য) ১ বস্ত্রের প্রান্ত; কোঁচার খুঁট। ২ ফিতা। টেপ করা (ক্রিয়া) গান বক্তৃতা ইত্যাদি বিশেষ ধরনের ফিতায় ধরে রাখা। টেপ রেকর্ডার (বিশেষ্য) যে যন্ত্রে স্বরধারণ করে পরে চালিয়ে শোনা যায়। {(ইংরেজি) tape}
- Bengali Word টেপ, ট্যাপ English definition [ট্যাপ্] (বিশেষ্য) উদরী রোগে পানি বের করার জন্য পেটে যে ছিদ্র করা হয়। □(ক্রিয়া) টেপ করা। {(ইংরেজি) tap}
- Bengali Word টেপা ১, টিপা English definition [টেপা, টিপা] (ক্রিয়া) ১ নিষ্পেষণ করা; চাপ দেওয়া; মর্দন করা; ডলে দেওয়া (শরীর টেপা)। ২ আঙুরের অগ্রভাগ দ্বারা চাপ দেওয়া (মাথা টেপা)। ৩ ঠারা; ইঙ্গিত করা; ঠারে ঠোরে সাবধান করা (চোখ টেপা)। ৪ অতি সাবধান সতর্কতার সাথে স্থাপন করা (পা টিপে হাঁটা)। ৫ ইঙ্গিত বা ইশারায় গোপনে সতর্ক করা বা প্ররোচিত করা। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ টেপে এমন (নাড়ী-টেপা ডাক্তার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কৃপণ। ৩ টিপতে বা চাপ দিতে হয় এমন (টেপা কল)। টেপা গোঁজা (বিশেষ্য) ১ কার্পণ্য বা আঁটাআঁটি (টেপা-গোঁজা করে সংসার চালাতে হয়)। ২ অপ্রশস্ত জায়গা (এই টেপা-গোঁজার মধ্যে চোদ্দগুষ্টির জায়গা হবে কি করে)। ৩ চাপাচাপি (টেপা-গোঁজা করে বসলে কোনো রকমে জায়গা হয়ে যাবে)। টিপাটিপি, টিপাটিপি (বিশেষ্য) পরস্পরের গোপন ইঙ্গিত বা ইশারা। টেপানো, টেপনো, টিপনো (ক্রিয়া) ১ পেষণ করানো; মর্দন করানো। ২ মালিশ করানো; চাপ দেওয়ানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। কলা টেপা (ক্রিয়া) গোপনে কৌশল করা বা পরামর্শ দেওয়া। নাড়ি টেপা (বিশেষ্য), (বিশেষণ) হাতুড়ে; যে নাড়ি টিপে চিকিৎসা শাস্ত্র জানবার ভান করে। {√টিপ্+আ}
- Bengali Word টেপা ২ English definition ⇒ টেপা
- Bengali Word টেবলেট English definition ⇒ ট্যাবলেট
- Bengali Word টেবিল English definition [টেবিল] (বিশেষ্য) মেজ; উচ্চ অথচ ক্ষুদ্র চৌকি। {(ইংরেজি) table}
- Bengali Word টেবো, ট্যাবা English definition [টেবো, ট্যাবা] (বিশেষণ) গোলগাল; ফুলো; নিটোল (টেবো গাল)। {টোপা>; টাবা>}
- Bengali Word টেমাই, ট্যামাই English definition [ট্যামাই্] (বিশেষ্য) এক প্রকার বাদ্যযন্ত্র; ট্যামটেমি (রনশিঙ্গা কাড়া পড়া টমক টেমাই-ঘনরাম চক্রবর্তী)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word টেমি English definition [টেমি] (বিশেষ্য) দীপবিশেষ; কুপি; ডিবা (কেরোসিনের টেমি হাতে বৌদি অপুর পিছনে পিছুনে চলিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {(ইংরেজি) tin>}