ট পৃষ্ঠা ১৯
- Bengali Word টেঢ়ঢ়া English definition ⇒ টেড়া
- Bengali Word টো English definition [টো](বিশেষ্য) ১ সতর্কতা; সাবধানতা। ২ গোপনতা অবলম্বন; চুপিসাড়। ৩ খোঁজ; অনুসন্ধান। ৪ উঁকি। {(তৎসম বা সংস্কৃত) টক্ক্>}
- Bengali Word টো টো English definition [টোটো] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) ১ লক্ষ্যহীনভাবে টহল দিয়ে ফেরা। ২ ক্লান্তিকর ও নিস্ফল ভ্রমণসূচক (টো টো করে ঘোরার চেয়ে এ কাজ অনেক ভাল-আবু ইসহাক)। ৩ ক্রামগত ঘোরাফেরা বা ঘোরাঘুরি (সারাদিন টো টো করেও সব কাজ শেষ করা গেল না)। টো টো কোম্পানি (বিশেষ্য) ভবঘুরের দল; উদ্দেশ্যহীন ভ্রমণকারীর দল। {(তৎসম বা সংস্কৃত) তত্র>(প্রাকৃত) তহ>}
- Bengali Word টোঁড়ি, টোঁড়ী English definition [টোউড়ি] (বিশেষ্য) সংগীতের একটি রাগিণী। {(তৎসম বা সংস্কৃত) ত্রোটকী>; (তুলনীয়) তোড়ী}
- Bengali Word টোং English definition ⇒ টং৩
- Bengali Word টোকচা English definition [টোক্চা] (বিশেষ্য) ১ স্মারক পুস্তক; note book। ২ মনে রাখার জন্য যা খাতায় টুকে রাখা হয়; note। {(ফারসি) টোক+চহ্}
- Bengali Word টোকরা English definition [টোক্রা] (বিশেষ্য) বাঁশ শর ইত্যাদি দ্বারা তৈরি চুবড়ি; বড় ঝুড়ি; টুকরি অপেক্ষা আকারে বড়। টোকরি, টুকরি (বিশেষ্য) ছোট ঝুড়ি। {(তুলনীয়) (হিন্দি) টোকরা}
- Bengali Word টোকলা English definition [টোক্লা] (বিশেষ্য) দৈনিক সংগৃহীত খাদ্যের পরিমাণ। টোকলা সাধা (ক্রিয়া) ঘুরে ঘুরে টুকে টুকে (খুঁটে খুঁটে), অল্প অল্প করে সংগ্রহ করা। {√টুক্+লা}
- Bengali Word টোকা ১ English definition [টোকা] (বিশেষ্য) ১ শুকনা পাতা, বাঁশের চটা প্রভৃতি দিয়ে তৈরি ছাতা; মাথাল (চাষীরা টোকা মাথায় দিয়া বাহির হইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধুচুনি; চাল ধোয়ার ছিদ্রযুক্ত পাত্রবিশেষ। {(পর্তুগিজ)touca}
- Bengali Word টোকা ২ English definition [টোকা] (বিশেষ্য) আঙুলের অগ্রভাগ দ্বারা লঘু আঘাত; টুসকি; ছোট ধাক্কা (নিশ্চয় টোকা দেবে দরজায়-আলাউদ্দীন আল আজাদ)। {(তৎসম বা সংস্কৃত) ছোটিকা>}
- Bengali Word টোকা ৩, টুকা English definition [টোকা, টুকা] (ক্রিয়া) ১ লিখে নেওয়া; নোট করা; স্মরণার্থ লিখে রাখা। ২ কপি করা না নকল করা। ৩ অসাধু উপায়ে একে অপরের খাতা দেখে লেখা। ৪ দোষ দেখানো বা ধরা; দোষের কথা বলা (সে সবাইকে টোকে)। ৫ কুড়ানো (ফল টোকায়)। ৬ পিছু ডাকা। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) অন্যায়ভাবে নকল করা হয়েছে এমন। {√টুক্+আ}
- Bengali Word টোকা ৪ English definition [টোকা] (ক্রিয়া) সেলাই করা; জোড়া দেওয়া। □(বিশেষ্য) সেলাই কাজ; সীবন। {(তৎসম বা সংস্কৃত) টঙ্কন>}
- Bengali Word টোকা ৫ English definition [টোকা] (ক্রিয়া) ধীরে ধীরে করা; অল্প পরিমাণে একাধিকবার খাদ্যগ্রহণ করা; টুক টুক করে খাওয়া। {ধ্বন্যাত্মক}টোকাই (বিশেষ্য) স্থায়ী ঠিকানা ও পরিচিতিহীন পথে বেড়ানো অনাথ নিঃস্ব ছেলে-ছোকড়া যারা পথের ধারে ফেলা জঞ্জাল থেকে (ডাস্টবিন থেকে) পরিত্যক্ত শিশি-বোতল কিংবা কাগজের টুকরা সংগ্রহ করে, এমন কি খাদ্য কুড়িয়ে খায়; টোকায় বা টোকানোর কাজ করে যে। {√টুক্+আই; (তৎসম বা সংস্কৃত) তোক (শিশুসন্তান)>+আই}
- Bengali Word টোকানো, টোকান English definition [টোকানো] (ক্রিয়া) কুড়িয়ে নেওয়া; কুড়ানো; সন্ধান করা। {√টুক্+আনো}
- Bengali Word টোকাপানা English definition [টোকাপানা] (বিশেষ্য) জলজ লতাবিশেষ (পুকুরের টোকা পানা)। {(তৎসম বা সংস্কৃত) ছোটিকা>টোকা+পানা}
- Bengali Word টোকো English definition [টোকো] (বিশেষণ) অম্লস্বাদযুক্ত; টক (দই দম্বল টোকো অম্বল-সুকুমার রায়)। টোকো মিঠে (বিশেষণ) অম্লমধুর স্বাদবিশিষ্ট খাটা-মিঠা (টোকোমিঠে কিসমিস-কাজী নজরুল ইসলাম)। {টক+উয়া>}
- Bengali Word টোগান English definition [টোগান্] (বিশেষ্য) খোঁজ; হদিস; সন্ধান; কুড়ানো; উঞ্ছকর্ম (টোগান লইল-(পূর্ববঙ্গ গীতিকা))। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>টাঁক>টোগা>}
- Bengali Word টোঙ, টোঙ্গ English definition ⇒ টং৩
- Bengali Word টোঙর, টোঙ্গর English definition [টোঙর্, টোঙ্গর্] (বিশেষ্য) ((মধ্যযুগীয় বাংলা)) মুসলমান। {তাতার বংশীয় তৈমুর লং অথবা তাতার দেশের টাঙ্গুস বংশীয় চেঙ্গিস খাঁ বা তাঁর অনুচরদের নাম থেকে}
- Bengali Word টোটক English definition [টোটক্] (বিশেষ্য) এক প্রকার পক্ষী। {ধ্বন্যাত্মক}