ট পৃষ্ঠা ২০
- Bengali Word টোটকা English definition [টোট্কা] (বিশেষ্য) শাস্ত্রীয় ওষুধের তালিকা-বহির্ভূত ওষুধ; মুষ্টিযোগ; তন্ত্র শাস্ত্রানুযায়ী চিকিৎসাবিশেষ (ফুফু টোট্কা ঔষধের প্রলেপ তাহার বুকে দিয়া-নজিবর রহমান)। □(বিশেষণ) সামান্য; তুচ্ছ। টোটকা-টুটকি (বিশেষ্য) মুষ্টিযোগ (তার টোটকা-টুটকি দাওয়া-দরুতে রক্ত বন্ধ হল না-জগলুল হায়দার আফরিক)। {(তৎসম বা সংস্কৃত) ত্রোটক>টোটকা}
- Bengali Word টোটা ১ English definition [টোটা] (বিশেষ্য) ১ বন্দুকের কার্তুজ; cartridge। ২ জ্বলমান বাড়ির শেষ অংশ। {(তৎসম বা সংস্কৃত) ত্রুট>(ইংরেজি) cartridge}
- Bengali Word টোটা ২ English definition [টোটা](বিশেষ্য) বাগান; বাগিচা; উদ্যান। {তে. তোট্টিম্}
- Bengali Word টোটা ৩ English definition [টোটা] (বিশেষণ) ভাঙা; ভগ্ন; সামান্য। {(তৎসম বা সংস্কৃত) ত্রুটি>টুট+আ}
- Bengali Word টোটাল English definition [টোটাল্] (বিশেষ্য) মোট; সমষ্টি; একুন (লেজারে টোটালের জায়গায় হাতের কলমটি-রাজশেখর বসু (পরশু))। {(ইংরেজি) total}
- Bengali Word টোটেম English definition (বিশেষ্য) আদিম বা উপজাতিদের গোত্রস্মারক; গোত্ররক্ষক ও গোত্রপ্রতীক পশু পাখি বৃক্ষবিশেষ, যেমন-নাগ, বাজ, পেচক, সাপ, সিংহ, কুকুর প্রভৃতি। {(ইংরেজি) totem}
- Bengali Word টোণ ১ English definition ⇒ টোন১
- Bengali Word টোণ ২ English definition ⇒ টোন২
- Bengali Word টোন ১, টোণ ১, টোয়াইন English definition [টোন্, টোন্, টোয়াইন্] (বিশেষ্য) পাকানো শক্ত সুতা। {(ইংরেজি) twine}
- Bengali Word টোন ২, টোণ ২ English definition [টোন্] (বিশেষ্য) তূণ; বাণাধার। {(তৎসম বা সংস্কৃত) তূণ>(প্রাকৃত) তোণ>}
- Bengali Word টোন ৩ English definition [টোন্] (বিশেষ্য) কণ্ঠস্বর; মেজাজজ্ঞাপক কণ্ঠস্বর; mood। {(ইংরেজি) tone}
- Bengali Word টোনা English definition [টোনা] (বিশেষ্য) ১ বশীকরণের মন্ত্র। ২ তন্ত্রমন্ত্র; তুক; যাদু; গুণ; বশীকরণের প্রকরণ। ৩ কুনজর; কুদৃষ্টি। টোনা দেওয়া, টোনা লাগানো (ক্রিয়া) কুনজর দেওয়া; অশুভ দৃষ্টিপাত করা। {(তৎসম বা সংস্কৃত) তন্ত্র>}
- Bengali Word টোপ ১ English definition [টোপ্] (বিশেষ্য) ১ বড়শিতে গাঁথা মাছের খাদ্য। ২ প্রলোভনের জিনিস (টোপ গেলা)। ৩ কৌশল (নারী আটকানোর নানারূপ টোপ আছে-জগলুল হায়দার আফরিক)। টোপ ফেলা (ক্রিয়া) ফাঁদ পাতা। টোপ খাওয়া (ক্রিয়া) টোল খাওয়া বা গর্ত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ> (অপভ্রংশ) টোপ}
- Bengali Word টোপ ২ English definition [টোপ্] (বিশেষ্য) ১ অলঙ্কারাদিতে টোপ বা স্তূপের সদৃশ গঠন। ২ কাপড়ের বোতামবিশেষ। ৩ মুকুট; শিরোভূষণ। ৪ টুপি। ৫ শিরস্ত্রাণ (তোদের ও টুপী পরার চাইতে আমানের টোপ পরা শতগুণ ভালো-গোলাম মোস্তফা)। ৬ এক জাতীয় গিলাপ বা ঢাকনা। টোপসা (বিশেষ্য) টোপ বা বিন্দু। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
- Bengali Word টোপর English definition [টোপর্] (বিশেষ্য) ১ শিরস্ত্রাণ; বড় টুপি (চামের টোপর শোভে শিরে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ২ হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুট; বরের মাথার শোলার বড় টুপি। ৩ মুকুট; শিরোভুষণ (আলীর টোপর মাথে দিলেক তুলিয়া-হেয়াত মাহমুদ; সোনার টোপর মাথায়-ছড়া)। ৪ চূড়া; শীর্ষদেশ; ঊর্ধ্বদেশ (সাত পুরুষের ডিঙ্গা তোমার সোনার টোপর-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৫ উঁচু জায়গা; উন্নত ভূমি। ৬ ফোঁপরা; ফাঁপা। টোপরপানা (বিশেষ্য) ১ গোলাকার ফাঁপা পানাবিশেষ যা পানিতে ডুবে না (টোপর পানায় ভরল ডোবা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ টোপ অপেক্ষা বড়। টোপসা=টোপ। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ; স্টুপির>(প্রাকৃত) টোপ্পর>;ওরাওঁ. তোরপোর; (তুলনীয়) গ্রি. topos; (ইংরেজি) top}
- Bengali Word টোপলা English definition [টোপ্লা] (বিশেষ্য) পুঁটুলি; পোঁটলা (হাতে একটা টোপলা ছিল-শাহেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত) টপ্পর>টোপলা>পোঁটলা>(বর্ণ বিপর্যয়ে)}
- Bengali Word টোপা English definition [টোপা] (বিশেষণ) ১ টোপযুক্ত; টোপের মতো গোল (টোপা কুল)। ২ গোল বয়ার মত ফাঁপা যা পানিতে ভাসে (মন আমার টোপা পানা ডুবতে চায় না-রামরাম বসুরাম বসু)। □(বিশেষ্য) ১ ফাঁপা। ২ দেশি কুলবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
- Bengali Word টোপানো English definition [টোপানো] (ক্রিয়া) টুপটাপ করে ফোঁটায় ফোঁটায় ঝরা (শিশির টোপারে পড়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {√টোপা+অন}
- Bengali Word টোপী English definition ⇒ টুপি
- Bengali Word টোরা English definition [টোরা] (বিশেষ্য) শিশুদের কটিভূষণ বা কোমরের এক প্রকার অলঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) কটিত্র>}