ট পৃষ্ঠা ২১
- Bengali Word টোল ১ English definition [টোল্] (বিশেষ্য) ১ চতুষ্পাঠী; যেখানে সংস্কৃত পড়ানো হয়; সংস্কৃত বিদ্যালয় (প্রকৃতির টোলে আমি কখনো নিইনি পাঠ-শামসুর রাহমান)। ২ অস্থায়ী কুটির; কুঁড়েঘর। ৩ পাড়া; গ্রামের একটা অংশ (বেদের টোল)। টুলো (বিশেষণ) ১ টোলে শিক্ষিত। ২ টোলসম্পর্কীয় বা টোল বিষয়ক। টুলো পণ্ডিত (বিশেষ্য) ১ টোলে সংস্কৃত পড়ানো যে পণ্ডিতের কাজ বা পেশা। ২ কেবল পুঁথিগত বিদ্যায় অভিজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) তলিম>টোল; (তুলনীয়) (আরবি) তালীম্; (তুলনীয়) (হিন্দি) চোল}
- Bengali Word টোল ২ English definition [টোল্] (বিশেষ্য) ১ ছোট গর্ত (গুলবদনীর চিবুক গালের টোল-কাজী নজরুল ইসলাম)। ২ তোবড়ানো ভাব বা অবস্থা। টোল খাওয়া (বিশেষ্য) তুবড়ে যাওয়া; বেঁকে যাওয়া (বদনাটাই খেল টোল-সৈয়দ মুজতবা আলী)। টোল পড়া (বিশেষ্য) গর্ত হওয়া; কিঞ্চিৎ ডেবে যাওয়া। গালে টোল পড়া (বিশেষ্য) মুখ নাড়লে গালে গর্তের মতো হওয়া। {(তৎসম বা সংস্কৃত) তট>(প্রাকৃত) তড়>তল>টল>টোল}
- Bengali Word টোল ৩ English definition [টোল্] (বিশেষ্য) তিরস্কার; গঞ্জনা; কর্কশ বা কটু কথা। {(তুলনীয়) (হিন্দি) টর}
- Bengali Word টোল ৪ English definition [টোল্] (বিশেষ্য) শুল্ক; রাজকর; মাশুল। {(ইংরেজি) toll}
- Bengali Word টোলা English definition [টোলা] (বিশেষ্য) পাড়া; পল্লি (আর্মানিটোলা, বালুটোলা)। টুলি, টুলী (বিশেষ্য) (ক্ষুদ্রার্থে) ছোট পাড়া (গণকটুলি)। {(হিন্দি) টোলা}
- Bengali Word টোসা English definition [টোশা] (বিশেষ্য) বিন্দু; ফোঁটা। {ধ্বন্যাত্মক টোপসা>}
- Bengali Word টোস্ট, টোষ্ট English definition [টোস্ট্] (বিশেষ্য) আগুনে-সেঁকা পাউরুটির টুকরা; toast। {(ইংরেজি) toast}
- Bengali Word টোড়ি, টোড়ী English definition ⇒ তোড়ি
- Bengali Word টোয়ত ((ব্রজবুলি)) English definition [টোয়তো] (ক্রিয়া) খোঁজ করছে (টোয়ত অব ধনী-গোবিন্দদাস)। {(তুলনীয়) (হিন্দি) টোহ}
- Bengali Word টোয়াইন English definition ⇒ টোন
- Bengali Word টোয়ান English definition ⇒ টুয়ান
- Bengali Word ট্যাঁ English definition [ট্যাঁ] (অব্যয়) ১ শিশুর ক্রন্দধ্বনি। ২ পাখির চিৎকার শব্দ। ট্যাঁ ট্যাঁ (অব্যয়) ক্রমাগত ট্যাঁ শব্দ। ট্যাঁ ফোঁ (বিশেষ্য) উচ্চবাচ্য; ভালোমন্দ কথন; সামান্য প্রতিবাদ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ট্যাঁ-ফোঁ English definition [ট্যাঁ-ফোঁ] (বিশেষ্য) বিন্দুমাত্র বা সামান্যতম প্রতিবাদ; কোনোরূপ উচ্চবাচ্য। {টুঁ>ট্যাঁ; ফোঁস>ফোঁ}
- Bengali Word ট্যাঁক English definition ⇒ টেঁক
- Bengali Word ট্যাঁকট্যাক, ট্যাঁকটেঁকে, ট্যাঁকট্যাঁকান English definition ⇒ টেঁকটেঁক
- Bengali Word ট্যাঁকশাল English definition ⇒ টাকশাল
- Bengali Word ট্যাঁটা English definition ⇒ টেঁটা
- Bengali Word ট্যাঁপারি English definition ⇒ টেঁপারি
- Bengali Word ট্যাঁস English definition [ট্যাঁশ্] (বিশেষ্য) মিশ্র জাতি; দো-আঁশলা জাতিবিশেষ; ইঙ্গ-ভারতীয় সঙ্কর জাতি; ফিরিঙ্গি; ইউরেশীয়। {(ইংরেজি) trash>(?)}
- Bengali Word ট্যাঁসট্যাঁস English definition [ট্যাঁশ্ট্যাঁশ্] (অব্যয়) অপ্রিয় এবং আপত্তিসূচক উক্তি বা ধ্বনি বোঝাতে (কালে না নোয়ালে বাঁশ পাকলে করে ট্যাঁস ট্যাঁস-প্রবাদ)। ট্যাঁসটেঁসে বিণ। {ধ্বন্যাত্মক}