দ পৃষ্ঠা ৩০
- Bengali Word দিল্লগি, দিল্লাগি English definition [দিল্লোগি, দিল্লাগি] (বিশেষ্য) হাসি-তামাশা; মস্করা; ঠাট্টা (দিলে আজ খুনসুড়ি করে দিল্লগী-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দিল>}
- Bengali Word দিল্লি, দিল্লী English definition [দিল্লি] (বিশেষ্য) ভারতের রাজধানী নগরী; প্রাচীন হস্তিনাপুরী। ইল্লি-দিল্লি, হিল্লি-দিল্লি (বিশেষ্য) বহু দূরবর্তী অজানা দেশ (বহু হিল্লি-দিল্লী ঘুরে এসেছে)। {(তৎসম বা সংস্কৃত) দিলীপ>}
- Bengali Word দিল্লিকা লাড্ডু English definition [দিল্লিকা লাড্ডু] (বিশেষ্য) ১ দিল্লিতে প্রস্তুত এক ধরনের মিষ্টান্ন। ২ ((আলঙ্কারিক)) অসার বস্তু; যে আকাঙ্ক্ষিত বস্তু মানুষ না পেলে হতাশ হয় কিন্তু পেলেও হতাশ হয়। {হিন্দি}
- Bengali Word দিশ ((ব্রজবুলি)) English definition [দিশ্] (বিশেষ্য) দিক (চকিত নয়নে ঘন দশদিশ চাই-কশে; অরুণ পূরব দিশ-বিণ)। দিশপাশ (বিশেষ্য) ইয়ত্তা; কূলকিনারা; সীমা (কাজের দিশপাশ নেই)। {(তৎসম বা সংস্কৃত) দিশ্}
- Bengali Word দিশা, দিশে English definition [দিশা, দিশে] (বিশেষ্য) ১ দিক। ২ সন্ধান; খোঁজ; হদিস; উপায় (তিনি দিশা দেন সহজ পথের তিনিই সর্বজ্ঞাতা-কাজী নজরুল ইসলাম)। ৩ রীতি; পদ্ধতি; ধরন (দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া-বৃন্দাবন দাস)। ৪ দিগ্ভ্রম; বাঁধা (পথে লাগে দিশা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দিশাবিশা, দিশামিশা (বিশেষ্য) দিক-বিদিক; কর্তব্য ও অকর্তব্য নির্ধারণ। দিশারি, দিশারী (বিশেষ্য) পথপ্রদর্শক; দিকদর্শনকারী; দিগ্দর্শক (সকলেই তাকে সৌন্দর্য কল্যাণের দিশারী বলে গ্রহণ করত-মোতাহের হোসেন চৌধুরী)। দিশাহারা, দিশেহারা (বিশেষ্য) দিকভ্রান্ত; যার দিকবোধ নেই। □ (বিশেষণ) ((আলঙ্কারিক)) কিংকর্তব্যবিমূঢ়; হতভম্ব। {(তৎসম বা সংস্কৃত) √দিশ্>}
- Bengali Word দিশি ১ ((পদ্যে ব্যবহৃত)) English definition [দিশি] (বিশেষ্য) ১ দিকে (পেল নাকো খুঁজে সকল দিশির দিশারী যার-কাজী নজরুল ইসলাম)। ২ চারদিক; দিগ্দেশ (অন্ধকারে ঢাকে দিশি-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়াবিশেষণ) দিকে। দিশিদিশি (ক্রিয়াবিশেষণ) দিকে দিকে; সবদিকে; সর্বদেশে (নব নব প্রেরণায় দিশি দিশি তারা ধায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। নিশিদিশি (বিশেষ্য) নিশিদিন। {(তৎসম বা সংস্কৃত) দিশ্>}
- Bengali Word দিশি ২, দিশী English definition ⇒ দেশি
- Bengali Word দিশে English definition ⇒ দিশা
- Bengali Word দিষ্ট English definition [দিশ্টো] (বিশেষ্য) ১ ভাগ্য। ২ আদিষ্ট; উপদিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √দিশ্+ত(ক্ত)}
- Bengali Word দিষ্টি English definition [দিশ্টি] ⇒ দৃষ্টি। দিষ্টির ব্যামো (বিশেষ্য) কুদৃষ্টিজাত রোগ (দিষ্টির ব্যামোয়ে পেয়েছে নাকি তাকে-জাকের)। {(তৎসম বা সংস্কৃত) দৃষ্টি>}
- Bengali Word দিস ১ English definition [দিশ] (-প্রাচীন বাংলা) (বিশেষ্য) প্রকার; রকম; বিধ (দক্ষিনা আছিলা বহু দিস-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word দিস ২ (-প্রাচীন বাংলা) English definition [দিশ্] (বিশেষ্য) দিন (ধারি বহু দিস-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দিবস>}
- Bengali Word দিস্তা, দিস্তে English definition [দিস্তা, দিস্তে] (বিশেষ্য) (বিশেষণ) চব্বিশ তা; চব্বিশ খানা (এক দিস্তা কাগজ, এক দিস্তা লুচি)। □ (বিশেষ্য) মূষল; দাণ্ডা; ডাণ্ডা (হামানদিস্তা)। দিস্তা পড়া, দিস্তা দিস্তে পড়া (বিশেষণ) মোট বাঁধা থাকায় দিস্তার চিহ্ন বা দাগ ধরিয়াছে এমন (দিস্তাপড়া কাপড়)। {(ফারসি) দস্তহ্}
- Bengali Word দিহ ((ব্রজবুলি)) English definition [দিহ্] (ক্রিয়া) দিও (দিহ পিয়া ঠাম-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √দা>√দে}
- Bengali Word দিৎসা English definition [দিত্শা] (বিশেষ্য) দান করার ইচ্ছা; দিবার ইচ্ছা (ওর উৎসুক হাতে দিৎসা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দিৎসু (বিশেষণ) দিতে ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) √দা+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word দিড়, দিঢ় ((পদ্যে ব্যবহৃত)) English definition [দিড়্] (বিশেষণ) দৃঢ়; শক্ত (আল্লার বন্দেগী কর দিড় মন হয়া-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) দৃঢ়>}
- Bengali Word দিয়া, দিয়ে English definition [দিয়া, দিয়ে] (অব্যয়) ১ দ্বারা; মাধ্যমে; সাহায্যে (লাঠি দিয়া মারা; ভূতের ভয় দিয়ে ভরিয়ে তোলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সংযোগে; মিশ্রণে (ঘি দিয়ে তৈরি)। ৩ মারফত (চাকরকে দিয়ে পাঠিয়ে দাও)। ৪ অনুসরণ করে; ধরে (এই দিক দিয়ে)। ৫ থেকে (ঘরের ছাদ দিয়ে পানি পড়ে)। {(তৎসম বা সংস্কৃত) দ্বারা>}
- Bengali Word দিয়াটি, দেউটি English definition [দিয়াটি, দেউটি] (বিশেষ্য) প্রদীপ; দীপ (দুইটা চক্ষু দিয়াটি-রামরাম বসু)। {(তৎসম বা সংস্কৃত) দীপ>দিয়া>টি>দেউটি}
- Bengali Word দিয়ান English definition ⇒ দেওয়ান
- Bengali Word দিয়াম English definition [দিয়াম্] (ক্রিয়া) দেবো (বল্যাম দিয়াম তারে-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) √দা>}