দ পৃষ্ঠা ২৮
- Bengali Word দিগ্বিজয়, দিগ্বিজয় English definition [দিগ্বিজয়্] (বিশেষ্য) ১ যুদ্ধ করে বিভিন্ন দেশ জয়; সংগ্রাম দ্বারা সর্বদিক জয়। ২ বাকযুদ্ধ বা পাণ্ডিত্য দ্বারা সকল পণ্ডিতের উপর আধিপত্য লাভ। দিগ্বিজয়ী, দিগ্বিজয়ী (-য়িন্) (বিশেষণ) যে যুদ্ধ বা পাণ্ডিত্য দ্বারা সর্বদিক বা নানা দেশ জয় করে; সমস্ত দিক বা দেশ জয়কারী। {(তৎসম বা সংস্কৃত) দিক্+বিজয়; ২(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দিগ্বিদিক, দিগ্বিদিক English definition [দিগ্বিদিক্] (বিশেষ্য) ১ সর্বদিক; অনুকূল ও প্রতিকূল দিক (সম্মুখে শয়ান সিদ্ধু দিগ্বিদিক হারাইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ন্যায়-অন্যায়; ভালো-মন্দ; হিতাহি; গুরু-লঘু (কৃষ্ণ ক্রীড়ারস দিগ্বিদিগ্ নাহি মনে-জ্ঞাদা)। {(তৎসম বা সংস্কৃত) দিক্+বিদিক্; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word দিগ্বিলীন, দিগ্বিলীন English definition [দিগ্বিলিন্] (বিশেষণ) দূর-বিস্তৃত (দিগ্বিলীন পথভ্রান্ত হতে-সুফিয়া কামাল)। {(তৎসম বা সংস্কৃত) দিক্+বিলীন; ৭(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দিগ্ভ্রম, দিগভ্রান্তি English definition [দিগ্ভ্রোমো, দিগ্ভ্রান্তি] (বিশেষ্য) ১ দিক স্থির করতে অক্ষমতা; দিক নির্ণয়ে ভুল। ২ বেতাল হওয়া। দিগ্ভ্রান্ত, দিকভ্রান্ত (বিশেষণ) দিশাহারা; হতভম্ব (দর্শন দিয়ো দিগ্ভ্রান্তে-রবীন্দ্রনাথ ঠাকুর; দিক্ভ্রান্ত পান্থ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দিক্+ভ্রম, ভ্রান্তি; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দিঘ English definition ⇒ দীঘ
- Bengali Word দিঘল, দীঘল ((পদ্যে ব্যবহৃত)) English definition [দিঘল্] (বিশেষণ) ১ দীর্ঘাকার; সুধীর্ঘ (শিরে না দীঘল কেশ পড়ে কন্যার পায়-ময়মনসিংহ গীতিকা)। ২ আয়ত (দিঘল চোখ)। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ>দীঘ+ল}
- Bengali Word দিঘালি-পাথালি English definition [দিঘালি-পাথালি] (ক্রিয়বিশেষণ) দৈর্ঘ্য ও প্রস্থের দিক থেকে (দিঘালি পাথালি দেয় পোচ-দ্বির)। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ> (বাংলা) আলি+(তৎসম বা সংস্কৃত) প্রস্থ>+আলি>}
- Bengali Word দিঘি, দীঘি, দিঘী English definition [দিঘি] (বিশেষ্য) বড় পুকুর বা জলাশয় (দীঘির জলে ঝলক ঝলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘিকা>}
- Bengali Word দিঙ্নাগ English definition [দিঙ্নাগ্] (বিশেষ্য) ১ দিগ্গজ; হিন্দুমতে অষ্টদিক রক্ষক হস্তী। ২ বিখ্যাত বৌদ্ধ দার্শনিক। ৩ ((ব্যঙ্গার্থ)) স্থূলদর্শী কঠোর সমালোচনা; নিন্দুক। {(তৎসম বা সংস্কৃত) দিক্+নাগ; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
- Bengali Word দিঙ্নির্ণয় English definition [দিঙ্নির্নয়্] (বিশেষ্য) বিভিন্ন দিক নির্ধারণ; দিক স্থিরীকরণ। দিঙ্নির্ণয়-যন্ত্র (বিশেষ্য) যে যন্ত্র দ্বারা নাবিকেরা সমুদ্রবক্ষে দিক নির্ণয় করে; compass। {(তৎসম বা সংস্কৃত) দিক্+নির্ণয়; ২(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দিঙ্মণ্ডল English definition [দিঙ্মন্ডল্] (বিশেষ্য) দিগ্বলয়; দিকচক্রবাল; horizon (দিঙ্মণ্ডল তিমিরাবৃত হইল-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) দিক্+মণ্ডল; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দিঙ্মূঢ় English definition [দিঙ্মুঢ়ো] (বিশেষণ) দিক্ভ্রান্ত; দিক ঠিক করতে না পারায় হতভম্ব। {(তৎসম বা সংস্কৃত) দিক+মূঢ়; (কর্মধারয় সমাস)}
- Bengali Word দিঞাঁ (-প্রাচীন বাংলা) English definition [দিয়াঁ] (অসমাপিকা ক্রিয়া) ১ দান করে। ২ খাইয়ে (মায় যশোদা পুষিলেক দিঞাঁ খীর-বড়ু চণ্ডীদাস)। ৩ বিন্যস্ত করে (কাহ্নের উরে শুতিলোঁ দিঞাঁ শিয়রে-বড়ু চণ্ডীদাস)। ৪ দ্বারা (দূতা দিঞাঁ পাঠায়িলোঁ গলায় গজমুতী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √দা>}
- Bengali Word দিঠি, দিট, দিঠ, দীঠ, দীঠিয়া English definition [দিঠি, দিট্, দিঠ্, দিঠ, দিঠিয়া] (বিশেষ্য) দৃষ্টি; নজর; ঠিকানা (দূর একাকীয়া শূন্যের পথে খুঁজি ও মোদের দিঠি-জসীমউদ্দীন; দেয়ল দিট-বিদ্যাপতি; এক দিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে-চণ্ডীদাস; অবহি মদন বাঢ়ায়ল দীঠ-বিদ্যাপতি; ফুটিল আধ দীঠিয়া-বিদ্যাপতি)। দিঠে, দীঠে (-প্রাচীন বাংলা) (ক্রিয়াবিশেষণ) দৃষ্টিতে; নজরে (চাহ মোরে আড়কারী দীঠে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) দৃষ্টি>(প্রাকৃত) দিট্ঠি>}
- Bengali Word দিত ১ English definition [দিতো] (ক্রিয়া) দান করত। {(তৎসম বা সংস্কৃত) √দা>}
- Bengali Word দিত ২ English definition [দিতো] (বিশেষণ) ছিন্ন করা হয়েছে এমন; ছেদিত। {(তৎসম বা সংস্কৃত) √দো+ত(ক্ত)}
- Bengali Word দিতি English definition [দিতি] (বিশেষ্য) কশ্যপ মুনির পত্নী ও দৈত্যমাতা। {(তৎসম বা সংস্কৃত) √দো+তি(ক্তিন্)}
- Bengali Word দিদার English definition [দিদার্] (বিশেষ্য) দর্শন; সাক্ষাৎকার (আমার কারার যেই, বাহাল রাখিবে সেই, পাইবে সে আমার দীদার-সৈয়দ হামজা)। {(ফারসি) দীদার}
- Bengali Word দিদি, দিদা, দিদু, দি English definition [দিদি, দিদা, দিদু, দি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হিন্দু সমাজে জ্যেষ্ঠা ভগ্নী বা তৎস্থানীয়া, যেমন-বড় জা, বড় সতিন ইত্যাদি। ২ পিতামহী; মাতামহী)। ৩ পৌত্রী; দৌহিত্রী; কনিষ্ঠা ভগিনী বা তৎস্থানীয় কাউকে স্নেহের সম্বোধন। ৪ যে কোনো নারীকে ভদ্রতাসূচক সম্বোধন। দিদিঠাকুরানী, দিদিঠাকরুন (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শ্রদ্ধেয়া হিন্দু মহিলাকে সম্বোধন। দিদিমণি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ শিক্ষয়িত্রী বা দিদিসম্পর্কীয়ার প্রতি আদরের ডাক। ২ অল্পবয়সী প্রভু-কন্যাকে সম্বোধন। দিদিমা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মাতামহী; পিতামহী। দিদিশাশুড়ি (বিশেষ্য) শ্বশুর বা শাশুড়ির মাতা বা মাতৃস্থানীয়া নারী। {দাদা>দাদী>; (তৎসম বা সংস্কৃত) দেবী>}
- Bengali Word দিদৃক্ষা English definition [দিদৃক্খা] (বিশেষ্য) দর্শনের ইচ্ছা। দিদৃক্ষমাণ, দিদৃক্ষু (বিশেষণ) ১ দর্শনেচ্ছু; দেখতে ইচ্ছুক। ২ দর্শনোদ্যত। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্+স(সন্)+অ+আ(টাপ্)}