দ পৃষ্ঠা ২৯
- Bengali Word দিধক্ষু English definition [দিধোক্খু] (বিশেষণ) দহনেচ্ছু (হব্যবাহন ..... খাণ্ডব দাব দিধক্ষু হইয়া প্রজ্বলিত হইয়া উঠিলেন-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) √দহ্+সন্+উ}
- Bengali Word দিধিষু English definition [দিধিশু] (বিশেষ্য) দ্বিতীয়বার বিবাহ হয়েছে এমন নারীর স্বামী; পুনর্ভূ। {(তৎসম বা সংস্কৃত) দিধি+√সো+উ}
- Bengali Word দিন ১ English definition [দিন্] (বিশেষ্য) ১ সূর্যোদয় থেকে সূর্যাস্ত সময়; দিবস; দিবা (নিশিদিন, দিনরাত)। ২ চব্বিশ ঘন্টাকাল; একত্রে এক দিবা ও এক রাত্র; অহোরাত্র। ৩ সময়কাল (সুদিন, দুর্দিন)। ৪ আয়ু (দিন ফুরিয়েছে)। ৫ (জ্যোশা) চান্দ্রমাসের ত্রিশ ভাগের এক ভাগ; তিথি। দিন আনা দিন খাওয়া (ক্রিয়া) দিনমজুরি করে সংসারযাত্রা নির্বাহ করা। দিনকর, দিননাথ, দিনপতি, দিনমণি (বিশেষ্য) সূর্য; ভাস্কর (ঘন আবরিলে দিননাথে; কনক উদয়াচলে দিনমণি যেন অংশুমালী-মাইকেল মধুষূদন দত্ত)। দিন কাটানো (ক্রিয়া) সময় যাপন করা (একলা শুধু বসে দিন কাটাচ্ছি)। দিন কাটে তো রাত কাটে না-অতিকষ্টে দিন কাটানোর অবস্থা; দুঃখ-দুর্দশাপূর্ণ সময়ের অবস্থা। দিনকাল (বিশেষ্য) ((আলঙ্কারিক)) দুঃসময়; খারাপ অবস্থা (যে দিনকাল পড়েছে)। দিনকে দিন (অব্যয়) দিনের পর দিন (দিনকে দিন ভোল বদলে যাচ্ছে-মনোজ বসু)। দিনকে রাত করা (ক্রিয়া) সত্যকে মিথ্যা প্রমাণিত করা। দিনক্ষণ (বিশেষ্য) (জ্যোশা) শুভাশুভ দিন ও সময়। দিনক্ষয় (বিশেষ্য) ১ সন্ধ্যাবেলা; তিথিক্ষয়; অহোরাত্রে তিন তিথির সংযোগ; ত্র্যহস্পর্শ। দিনখাটা (বিশেষণ) দৈনিক খেটে রোজগার করে এমন (তার আর দিন-খাটা শ্রমিকের ভেতর পার্থক্য রইল কোনখানে-হুমায়ুন কবীর)। দিনগত পাপক্ষয় ১ প্রতিদিনের পাপস্খালনের জন্য প্রতিদিনের কৃত্যসাধন। ২ উৎসাহবিহীন গতানুগতিকভাবে প্রতিদিনের কাজ করে সময় অতিবাহন। দিন গুজরানো (বিশেষ্য) দিন অতিবাহন (কোন প্রকারে দিন গুজরান করিতে লাগিলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান)। দিন গোনা (ক্রিয়া) বহুদিন ধরে প্রতীক্ষা করা। দিন ঘনিয়ে আসা (ক্রিয়া) ১ মৃত্যু নিকটবর্তী হওয়া। দিন চলা (ক্রিয়া) দৈনন্দিন জীবন নির্বাহ হওয়া (কোনো রকমে দিন চলছে)। দিনদগ্ধা (বিশেষ্য) (জ্যোশা) বার ও তিথির একত্র যোগের ফলে যেদিন পূজাপার্বণ ও অন্যান্য শুভ কাজ নিষিদ্ধ। দিন-দিন (ক্রিয়াবিশেষণ) ১ প্রত্যহ; প্রতিদিন; রোজ রোজ। ২ ক্রমশ; ক্রমে ক্রমে; উত্তরোত্তর (দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে)। দিন-দুপুরে (ক্রিয়াবিশেষণ) ১ প্রকাশ্য দিবালোকে; জনসাধারণের সমক্ষে। দিন-দুপুরে ডাকাতি, দিনে ডাকাতি ১ ((আলঙ্কারিক)) নির্লজ্জ প্রতারণা ও মিথ্যাভাষণ। ২ ((আলঙ্কারিক)) অত্যন্ত দুঃসাহসিক কাজ। দিনপঞ্জি (বিশেষ্য) বর্ষপঞ্জি; calendar (আলযাজারীই সর্বপ্রথম আরব বর্ষ গণনা সুনিয়ন্ত্রিত করে দিনপঞ্জি প্রণয়ন করেন-আকবর আলী)। দিনপত্রী (বিশেষ্য) ডায়েরি; দিনলিপি; প্রতিদিনের বিবরণ লিখে রাখার খাতা। দিন পাওনা (ক্রিয়া) সুদিনের উদয় হওয়া। দিনপাত, দিনযাপন (বিশেষ্য) কালযাপন; সময় কাটানো; সংসারযাত্রা নির্বাহ। দিনমুজর (বিশেষ্য) যে মজুর হিসেবে পারিশ্রমিক পায়। দিনমান (ক্রিয়াবিশেষণ) দিনের বেলা; সূর্যোদয় থেকে সূর্যাস্তকাল পর্যন্ত; দিবাভাগ (দিনমানেও ঘরগুলির মধ্যে ভালো আলো যায় না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। দিনমুখ (বিশেষ্য) ১ প্রাতঃকাল। ২ সূর্য। দিনমুখরবি (বিশেষ্য) প্রাতঃকালের সূর্য (দিনমুখরবি কোকনদ ছবি অতুল পদ দু’খানি-ভারতচন্দ্র রায়গুণাকর)। দিন-যামিনী (বিশেষ্য) দিবানিশি (দিন-যমিনী কেবল সেই প্রতিমূর্তির সন্দর্শন করেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দিনশেষ, দিনাত্যয়, দিনান্ত, দিনাবসনা বিন দিনের শেষ; সন্ধ্যা; সায়ংকাল (দিনান্তে বারেক যদি পাই দরশন-দীনবন্ধু মিত্র)। দিনহি ((ব্রজবুলি)) (ক্রিয়াবিশেষণ) দিনের বেলা (দন্দ দিনহি দীনহীরা সো পুন পালটি ক্ষণে ক্ষণে ক্ষীণা-বিদ্যাপতি)। দিনে দুপুরে ডাকাতি (বিশেষ্য) প্রকাশ্য দিবালোকে দস্যুতা বা রাহাজানি। ((আলঙ্কারিক)) দুঃসাহসিক ও অচিন্তনীয় দুষ্কার্য সাধন। দিনে দিনে (ক্রিয়াবিশেষণ) ক্রমশ; ক্রমে ক্রমে; উত্তরোত্তর (দিনে দিনে বাঢ়ি গেল রূপ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √দো+ইন(ইনচ্)}
- Bengali Word দিন ২, দীন, দ্বীন English definition [দিন্] (বিশেষ্য) ধর্ম (আপোনা দিনের বোল এক না বুঝিল-সৈয়দ সুলতান; শারাব দাও; যদি মোর খারাব করিলে দীন-কাজী নজরুল ইসলাম; তান দ্বীন প্রচারে কুফর হৈল নাশ-সৈয়দ আলাওল)। দিনআখেরি, দিনআখেরী (বিশেষ্য) ধর্ম ও পরকাল (সবার চোখেই জলের ধারা দীন-আখেরীর ভাবনা লয়ে-জসীমউদ্দীন)। দিনদার (বিশেষণ) ধার্মিক (তিনি দিনদার পরহেজগার মানুষ-কাজী ইমদাদুল হক)। দিন-দুনিয়া, দিন-দুনিয়া (বিশেষ্য) কিয়ামত ও পৃথিবী; পরকাল ও ইহকাল (তুমি বিনে গতি নাই দীন-দুনিয়ার-নবী)। দিনদুনিয়ার মালিক, দীনদুনিয়ার মালিক (বিশেষ্য) পরকাল ও ইহকালের প্রভু; সর্বশক্তিমান আল্লাহ। দিন-পানা, দীন-পানা (বিশেষ্য) ধর্মের মালিক; আল্লাহ (দীনহীন বেশে আছে দাঁড়াইয়া ‘দীন-পানা’ আর ‘জাহান-পানা’-সত্যেন্দ্রনাথ দত্ত)। দিনি, দীনি, দীনী (বিশেষণ) ধর্মীয় (আন্নয়া দীনী ফরমান দরাজ দিলের দৃপ্ত গান-কাজী নজরুল ইসলাম)। দিনি ইলম, দীনি ইলম (বিশেষ্য) ধর্মীয় শিক্ষা (পাশ-করা মৌলবী হতে পারত-দীনী ইলম হাসেল করত-কাজী ইমদাদুল হক)। {(আরবি)দীন}
- Bengali Word দিনার, দীনার English definition [দিনার্] (বিশেষ্য) ইরাক, জর্দান প্রভৃতি দেশে প্রচলিত বিভিন্ন মানের মুদ্রা (আশিটি দিনার ছিল কামিজের তলে-আজহার)। {(আরবি)দীনার}
- Bengali Word দিনেমার English definition [দিনেমার্] (বিশেষ্য) ইউরোপের ডেনমার্ক নামক দেশের অধিবাসী (আবমানি অলন্দাজ দিনেমার ইংরাজ-সৈয়দ আলাওল)। {(ফারসি) Danemark}
- Bengali Word দিনেশ English definition [দিনেশ্] (বিশেষ্য) রবি; সূর্য; দিবাকর (প্রকাশে কমল শোভা দেখিতে দিনেশ-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) দিন+ঈশ; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দিব ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দিবো] (বিশেষ্য) দিব্য; শপথ (তব ধনী দিব দেই-জ্ঞাদা)। {(তৎসম বা সংস্কৃত) দিব্য>}
- Bengali Word দিবস English definition [দিবশ্] (বিশেষ্য) ১ দিন; সারাদিন; দিনমান। ২ অহোরাত্র। {(তৎসম বা সংস্কৃত) √দিব্+অস(অসচ্)}
- Bengali Word দিবস্পতি English definition [দিবশ্পোতি] (বিশেষ্য) স্বর্গের রাজা ইন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) দিবঃ+পতি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word দিবা English definition [দিবা] (বিশেষ্য) দিনের বেলা; দিনমান; সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। □ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) দিনের বেলায়; দিনমানে। দিবাকর, দিবাবসু, দিনামণি (বিশেষ্য) সূর্য; রবি (সৃজিলেক দিবাকর শশী দিবারাতি-সৈয়দ আলাওল)। দিবানিদ্রা (বিশেষ্য) দিনের বেলায় ঘুম। দিবানিশি ((পদ্যে ব্যবহৃত)), দিবারাত্র (ক্রিয়াবিশেষণ) অহোরাত্র; দিনরাত; সর্বক্ষণ (দিবানিশি অন্নপুর্ণা জপ-ভারতচন্দ্র রায়গুণাকর)। দিবান্ধ (বিশেষ্য) (বিশেষণ) ১ দিনকানা; যে দিনের বেলা দেখতে পায় না। ২ পেচক। দিবাবিহার (বিশেষ্য) ১ মধ্যাহ্নকালীন বিশ্রাম। ২ দিনের বেলা যৌনমিল। দিবাভাগ (বিশেষ্য) দিনের বেলা; সারাদিন; দিনমান। দিবাস্বপ্ন (বিশেষ্য) দিবাভাগে নিদ্রায় দেখা স্বপ্ন; day-dream; reverie। ২ ((আলঙ্কারিক)) আকাশ-কুসুম কল্পনা; মিথ্যা বা অবাস্তব কল্পনা। {(তৎসম বা সংস্কৃত) √দিব্ ৩য়া (একবচন)}
- Bengali Word দিব্ব, দিব্বি English definition ⇒ দিব্যি
- Bengali Word দিব্য English definition [দিব্বো] (বিশেষণ) ১ অলৌকিক; ইহলোকের নয় এমন; স্বর্গীয়। ২ সুন্দর; মনোহর; মনোরম (ঈশ্বরী পাটনীকে দিব্য বস্ত্র আস্তরণে সন্তুষ্ট করিয়া-রাজীবলোচন মুখোপাধ্যায়)। □ (বিশেষ্য) শপথ (মাথার দিব্য দিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। দিব্যচক্ষু, দিব্যদৃষ্টি, দিব্যনেত্র (বিশেষ্য) অতীন্দ্রিয় বিষয় বা বস্তু দেখার বা উপলব্ধি করার মতো অলৌকিক দৃষ্টিশক্তি বা অন্তর্দৃষ্টি। দিব্যজ্ঞান (বিশেষ্য) অলৌকিক জ্ঞান; পরমজ্ঞান; অতীন্দ্রিয় বিষয় বা বস্তু সম্পর্কে জ্ঞান। দিব্যদর্শী (-র্শিন্) (বিশেষণ) অলৌকিক দৃষ্টিশক্তিসম্পন্ন। দিব্যযোনি (বিশেষ্য) দেবতা (নিভে যায়-জ্বলে উঠে, ছায়া, ছাই, দিব্যযোনি মনে হয় তাকে-জীবনানন্দ দাশ)। দিব্যরথ (বিশেষ্য) আকাশগামী রথ; ব্যোমযান। দিব্যলোক (বিশেষ্য) স্বর্গ। দিব্যাঙ্গনা (বিশেষ্য) অপ্সরা; স্বর্গের নারী; স্বর্গের নর্তকী। দিব্যাস্ত্র (বিশেষ্য) ১ দেবতাদের অস্ত্র। ২ অলৌকিক শক্তিসম্পন্ন অস্ত্র (তুমি শিকারে দিব্যাস্ত্রধারী-বড়ু চণ্ডীদাস)। দিব্যোদক (বিশেষ্য) ১ স্বর্গের জল। ২ বৃষ্টি। ৩ শিশির। {(তৎসম বা সংস্কৃত) দিব্+য(যৎ)}
- Bengali Word দিব্যি, দিব্বি, দিব্ব English definition [দিব্বি, দিব্বি, দিব্বো] (বিশেষণ) উত্তম; চমৎকার; সুন্দর (দিব্যি চেহারা, দিব্যি মোটা, দিব্বি খুশী, কানে হীরের ফুল-রখা)। □ (ক্রিয়াবিশেষণ) বেশ ভালোভাবে; পরিষ্কার করে; স্পষ্টভাবে (ঠিক যে কোথায় হাসতে হবে একেক সময় দিব্যি বুঝে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শপথ (দিব্যি করে বলছি)। {(তৎসম বা সংস্কৃত) দিব্য>}
- Bengali Word দিরহাম, দরহাম, দারহাম English definition [দিরহাম্, দরহাম্, দারহাম্] (বিশেষ্য) মুদ্রাবিশেষ (লক্ষ দিরহাম তুমি দবে-ফররুখ আহমদ)। {(আরবি)দির্হাম}
- Bengali Word দিল ১, দেল English definition [দিল্, দেল্] (বিশেষ্য) ১ হৃদয়; মন; আত্মা (করেছ তার দিল দখল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মহাপ্রাণতা; উদার হৃদয়। (লোকটার দিল আছে)। দিল-আবুল ফজলরোজ (বিশেষ্য) যা হৃদয়কে উজ্জ্বল করে (দিল চাহে সদা দিল-আবুল ফজলরোজ-কাজী নজরুল ইসলাম)। দিলওয়ার, দিলাবার, দেলোয়ার (বিশেষণ) ১ সাহসী (দিলওয়ার তুমি জোর তলওয়ার হানো আর নেস্ত-ও-নাবুদ কর-কাজী নজরুল ইসলাম; লহ বিদায়ের সালাম আজিকে দিলাবার মুসলিম-শাহাদাত হোসেন)। □ (বিশেষ্য) (বিশেষণ) হৃদয়বান (আল্লাহ মত দিলাওয়ার যেই-মোহিতলাল মজুমদার)। দিল-কোঠা (বিশেষ্য) হৃদয় প্রকোষ্ঠ; হৃদয়-কোণ (বাঁধব তায় আল্লাহ নামের রজ্জুতে দিল্-কোঠায়-কাজী নজরুল ইসলাম)। দিলখোলসা, দিল-খোলা (বিশেষ্য) অকপট; মনখোলা; মনের মধ্যে কিছুই গোপন রাখে না এমন (দরাজ এ যে দিল-খোলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। দিল-খোলা মানুষ (বিশেষ্য) ১ অকপট ও উদারচেতা লোক। ২ মন সঙ্কীর্ণ নয় এমন লোক। দিলখোশ, দিলখুশ, দিলখোস (বিশেষণ) ১ আনন্দিত-হৃদয়; প্রফুল্লচিত্ত (যাতে দেল খোস হয়, যাতে আরাম বোধ হয়-মীর মশাররফ হোসেন)। ২ চিত্তাকর্ষক; মনোরম। দিলগির, দেলগীর (বিশেষণ) বিষণ্ন; ম্রিয়মাণ (মুনি জাহাঙ্গীর বড় দিলগির হয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর; দেলগীর হইল বিবী-সৈয়দ হামজা)। দিল-জাগানো (বিশেষণ) মন-মাতানো (ফুল-জাগানো দখিন হাওয়া দিল-জাগানো দক্ষিণতা-সত্যেন্দ্রনাথ দত্ত)। দিল-দরাজি (বিশেষ্য) বদান্যতা; সদাশয়তা (নওয়াবের দিল-দরাজির অন্ত নেই-জগলুল)। দিল দরিয়া (বিশেষণ) ব্যয়ে বা দানে মুক্তহস্ত; বদান্য; যার মন সমুদ্রের মতো উদার (সত্যই কি প্যারিস-সুন্দরীরা বড্ডই দিল দরিয়া?-সৈয়দ মুজতবা আলী)। দিল-দাগা (বিশেষণ) হৃদয়ে আঘাত করে এমন (চিবুকের সেই তিলটি যে তার দিল-দাগা-মোহিতলাল মজুমদার)। দিলদার (বিশেষণ) ১ উদারহৃদয়; মহৎ; মহানুভব (তুমি ভারি দরাজ, দিলদার-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ প্রিয় বা প্রিয়া (দিল গিয়েছে দিলদারেতে প্রাণ মিশেছে প্রাণে-মীর মশাররফ হোসেন)। দিল-পিয়ারা (বিশেষ্য) অন্তরঙ্গ বন্ধু (দুশ্মন তবু দিল-পিয়ারা হামেশা তার রবে না-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। দিলবন্দ, দেলবন্দ (বিশেষণ) প্রিয়; স্নেহাস্পদ (হানিফা আলীর বেটা, মরতবা নাহি ছোটা, দেলবন্দ নাতি সে আমার-সৈয়দ হামজা)। দিল-মাতানো (বিশেষণ) ১ প্রাণ-মাতানো; মনোমুগ্ধকর (ঝরা শেফালীবকুলের দিলমাতানো খোশবু-কাজী নজরুল ইসলাম)। দিল-মোজাম্মেল হকর (বিশেষ্য) হৃদয়ের মোহর অঙ্কন; হৃদয়ের ছাপ। ২ ((আলঙ্কারিক)) চুম্বন (সাহস-ভরে অধর পরে দিলাম চুপে দিল্-মোজাম্মেল হকর-মোহিতলাল মজুমদার)। দিলরুবা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দয়িতা (হেথা কোলে নিয়ে দিল্রুবা শারাবী গজল গাহে যুবা-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দিল্}
- Bengali Word দিল ২, দিলো English definition [দিলো] (ক্রিয়া) দান করল। {(তৎসম বা সংস্কৃত) √দা>(বাংলা) √দে>}
- Bengali Word দিলাবার English definition [দিলাবার্] (বিশেষণ) সাহসী (সেই বিদায়ের সালাম আজিকে দিলাবার মুসলীম-শাহাদাত হোসেন)। {(ফারসি) দিলআরর}
- Bengali Word দিলাসা, দেলাসা English definition [দিলাশা, দেলাসা] সান্ত্বনা; ভরসা (ঘন ঘন ডাকি গিধি করিয়া দেলাসা-ফকির গরীবুল্লাহ)। দিলাসা করা (ক্রিয়া) সান্ত্বনা দেওয়া; ভরসা দেওয়া (গৌড় হইতে রাজমহলে উত্তরিয়া মাসুম খাঁকে বড়ই একটা দেলাসা করিল-রামরাম বসুব)। {(ফারসি) দিলাআসা}
- Bengali Word দিলির, দিলীর English definition [দিলির্] (বিশেষণ) সাহসী; নির্ভীক; অসমসাহসী (নাহি নাচে কিরে তোর মরদের ওরে দিলীরের গোর্দায়?-কাজী নজরুল ইসলাম; দিলীরের খুন ঢেলেছে এখানে আরব বীর-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) দিলীর}