দ পৃষ্ঠা ৪৪
- Bengali Word দুলি, দুলী English definition [দুলি] (-প্রাচীন বাংলা) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) এক ধরনের মাদি কাছিম; কচ্ছপী। {(তৎসম বা সংস্কৃত) √দুল+ই (যে জল বা কাদা আলোড়িত করে)}
- Bengali Word দুলিচা English definition [দুলিচা] (বিশেষ্য) ক্ষুদ্র আকারের গালিচা (সোনার দুলিচা তাতে বসাইল প্রাণনাথে-ফকির গরীবুল্লাহ)। {গালিচার সহচর শব্দ দুলিচা; (তুলনীয়) (হিন্দি) দুলীচা}
- Bengali Word দুলিত English definition [দুলিতো] লম্বিত। {(তৎসম বা সংস্কৃত) দোলিত>}
- Bengali Word দুলে, দুলিয়া English definition [দুলে, দুলিয়া] (বিশেষ্য) ডুলি, পালকি ইত্যাদির বাহক হিন্দু সম্প্রদায়বিশেষ (এদিকে দুলে, বেয়ারা, হাড়ি ও কাওরারা নূপুর পায়ে উত্তরী-সূতা গলায় দিয়ে নেচে বেড়াচ্চে-কালীপ্রসন্ন সিংহ)। দুলেনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দুল>; দোলা>}
- Bengali Word দুল্যমান English definition [দুল্লোমান্] (বিশেষণ) কম্পমান; দোদুল্যমান। {(তৎসম বা সংস্কৃত) দোদুল্যমান>}
- Bengali Word দুল্লিল, দুল্লীল English definition [দুল্লিল্] ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) অতিরিক্ত স্নেহ; মাত্রাতিরিক্ত আদর (যথা তথা যাই সে দুল্লীল করে মোরে, দুল্লীল লাগিয়া কেহ পড়াইতে নার-কৃষ্ণদাস কবিরাজ)। {(মধ্যযুগীয় বাংলা)দুলাল>দুল্লীল}
- Bengali Word দুশমন, দুষমন English definition [দুশ্মন্] (বিশেষ্য) শত্রু; বিপক্ষ; বৈরী; প্রতিকূল (মোর অপরাধে অপরাধী তুমি-রাজ্যেরি দুষমন-মোহিতলাল মজুমদার; বুজদিল ঐ দুশমন সব বিলকুল সাফ হো গিয়া-কাজী নজরুল ইসলাম)। ২ শয়তান; দুর্বৃত্ত। □ (বিশেষণ) বিকট; ভীষণ; ভয়ঙ্কর (দুশমন চেহারা)। দুশমনি, দুষমনি (বিশেষ্য) ১ শত্রুতা; বৈরিতা। ২ দুর্বৃত্ততা; শয়তানি। {(ফারসি) দুশ্মন্}
- Bengali Word দুশ্চর English definition [দুশ্চর্] (বিশেষণ) দুর্গম; বিচরণ বা গমন দুঃসাধ্য এমন; আচরণ করা কঠিন এমন; কৃচ্ছ্রসাধ্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√চর্+অ(খল্)}
- Bengali Word দুশ্চরিত্র, দুশ্চরিত English definition [দুশ্চোরিত্ত্রো, দুশ্চোরিত্] (বিশেষণ) ১ চরিত্র বা স্বভাব খারাপ এমন; মন্দ চরিত্র; কুস্বভাব। ২ লম্পট। দুশ্চরিত্রতা বি। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+চরিত্র; চরিত}
- Bengali Word দুশ্চারিণী English definition [দুশ্চারিনি] (বিশেষ্য) (বিশেষণ) দুশ্চরিত্রা বা ব্যভিচারিণী। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√চর্+ইন(ণিনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word দুশ্চিকিৎসা English definition [দুশ্চিকিত্শা] (বিশেষ্য) খারাপ বা ভুল চিকিৎসা। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+চিকিৎসা; প্রাদি.}
- Bengali Word দুশ্চিকিৎস্য English definition [দুশ্চিকিত্শো] (বিশেষণ) চিকিৎসকের পক্ষে আরোগ্য করা কঠিন এমন; দুরারোগ্য (দুশ্চিকিৎস্য ব্যাধি)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+চিকিৎসা}
- Bengali Word দুশ্চিন্তা English definition [দুশ্চিন্তা] (বিশেষ্য) দুর্ভাবনা; অশুভ চিন্তা; কুচিন্তা; উৎকণ্ঠা। দুশ্চিন্তাগ্রস্ত (বিশেষণ) দুশ্চিন্তা করে এমন; দুর্ভাবনায় সময় কাটে এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+চিন্তা}
- Bengali Word দুশ্চেষ্টা English definition [দুশ্চেশ্টা] (বিশেষ্য) অপচেষ্টা; অন্যায় কাজে চেষ্টা; অসাধ্য কাজ করবার প্রয়াস (প্রকৃতিতে প্রধান পরিবর্তন ঘটায় প্রেম, এবং পুরুষের ঘটায় দুশ্চেষ্টা-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুশ্চেষ্টিত (বিশেষণ) অন্যায় বা অসাধ্য চেষ্টাযুক্ত। □ (বিশেষ্য) ১ দুশ্চেষ্টা। ৩ অসদাচরণ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+চেষ্টা}
- Bengali Word দুশ্ছেদ্য English definition [দুশ্ছেদ্দো] (বিশেষণ) ছেদন করা অত্যন্ত কঠিন এমন। {(তৎসম বা সংস্কৃত) দু+ছেদ্য}
- Bengali Word দুষমন, দুষমনি English definition ⇒ দুশমন
- Bengali Word দুষা English definition ⇒ দোষা১
- Bengali Word দুষী English definition ⇒ দোষী
- Bengali Word দুষ্কর English definition [দুশ্কর্] (বিশেষণ) সাধন করা কঠিন এমন; করা দুরূহ এমন; দুঃসাধ্য (দুষ্কর ব্রতে করেছে ব্রতী; একথা প্রমাণ করা দুষ্কর-আনিস চৌধৃরী)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√কৃ+অ(খল্); প্রাদি.}
- Bengali Word দুষ্কর্ম English definition [দুশ্কর্মো] (বিশেষ্য) ১ অপকর্ম; কুকর্ম; পাপের কাজ। ২ পাপ। দুষ্কর্মা (বিশেষণ) ১ কুকর্মকারী; অপকর্ম করে এমন। ২ পাপাত্মা। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+কর্মন্; প্রাদি.}