দ পৃষ্ঠা ৪৫
- Bengali Word দুষ্কার্য English definition [দুশ্কার্জো] (বিশেষ্য) অপকর্ম; দুষ্কর্ম; পাপের কাজ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+কার্য; প্রাদি.}
- Bengali Word দুষ্কাল English definition [দুশ্কাল্] (বিশেষ্য) কু বা অশুভ সময়; খারাপ সময়। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+কাল; প্রাদি.}
- Bengali Word দুষ্কৃত English definition [দুশ্ক্রিতো] (বিশেষ্য) দুষ্কর্ম; অসৎ বা পাপকার্য; নিন্দিত কাজ। □ (বিশেষণ) ১ অন্যায়ভাবে বা অতিকষ্টে কৃত। ২ পাপী। দুষ্কৃতকারী, দুষ্কৃতিকারী (বিশেষণ) দুষ্কর্মকারী; পাপী। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+কৃত; প্রাদি.}
- Bengali Word দুষ্কৃতি English definition [দুশ্ক্রিতি] (বিশেষ্য) ১ দুষ্কর্ম; অসৎ বা পাপের কাজ। ২ পাপ। ৩ দুর্ভাগ্য। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+কৃতি}
- Bengali Word দুষ্কৃতী English definition [দুশ্ক্রিতি] (-তিন্) (বিশেষণ) কুকর্মী; পাপী; পাপাচারী। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+কৃত+ইন্(ইনি); দুঃ+কৃতী}
- Bengali Word দুষ্ক্রিয়া English definition [দুশ্ক্রিয়া] (বিশেষ্য) অপকর্ম; কুকর্ম; পাপের কাজ। দুষ্ক্রিয় (বিশেষণ) কুকর্মে বা পাপে রত বা আসক্ত (দুষ্ক্রিয় দুর্জনে সখ্য দেয়-বুদ্ধদেব বসু)। দুষ্ক্রিয়ন্বিত (বিশেষণ) কুকর্মে রত; দুষ্কর্মপরায়ণ; পাপাচারী। দুষ্ক্রীত (বিশেষণ) ১ অন্যায়ভাবে বা অত্যাধিক মূল্যে ক্রয় করা হয়েছে এমন। ২ কষ্টে দাম দিয়ে কেনা। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+ক্রিয়া; প্রাদি.}
- Bengali Word দুষ্ট English definition [দুশ্টো] (বিশেষণ) ১ দূষিত; দোষবিশিষ্ট (দুষ্ট লোক)। ২ খারাপ; অসৎ (দুষ্ট চরিত্র)। ৩ অশুভ (দুষ্টগ্রহ)। ৪ দুরন্ত; অশান্ত; ডানপিটে (দুষ্ট ছেলে)। দুষ্টক্ষুধা ⇒ ক্ষুধা। দুষ্টব্রণ (বিশেষ্য) মারাত্মক ব্রণ যা সহজে সারে না বা অনেক সময়ে প্রাণনাশের কারণ হয়। দুষ্টশ্বাস (বিশেষ্য) দূষিত শ্বাস বা বায়ু (দুষ্ট শ্বাস জনতা আঁধারে-বিষ্ণু দে)। দুষ্টামি, দুষ্টুমি (বিশেষ্য) ১ দুষ্টের ভাব; দুষ্টতা। ২ দুরন্তপনা; দৌরাত্ম্য। দুষ্টাশয় (বিশেষণ) দুরভিসন্ধিযুক্ত; দুর্বৃত্ত। দুষ্টা সরস্বতী (বিশেষণ) দুর্বুদ্ধি; কুবুদ্ধি। দুষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কুচরিত্রা; দুঃস্বভাবযুক্তা। দুঃশীলা; খারাপ স্ত্রীলোক; নষ্টা; ভ্রষ্টা; ব্যভিচারিণী। {(তৎসম বা সংস্কৃত) √দুষ্+ত(ক্ত)}
- Bengali Word দুষ্টু English definition [দুশ্টো] (বিশেষণ) (আদরে) দুরন্ত; দুষ্ট। {(তৎসম বা সংস্কৃত) দুষ্ট>}
- Bengali Word দুষ্টুমি English definition ⇒ দুষ্টামি
- Bengali Word দুষ্পচ English definition ⇒ দুষ্পাচ্য
- Bengali Word দুষ্পরাজেয়, দুষ্পরাজয় English definition [দুশ্পরাজেয়ো, দুশ্পরাজয়্] (বিশেষণ) ১ পরাজিত করা কঠিন বা দুঃসাধ্য এমন; দুর্জয়। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+পরাজেয়, পরাজয়}
- Bengali Word দুষ্পরিহর, দুষ্পরিহার্য English definition [দুশ্পরিহর্, দুশ্পরিহার্জো] (বিশেষণ) ১ পরিহার বা ত্যাগ করা দুঃসাধ্য এমন। ২ দুরপনেয়; অপসারিত বা দূর করা কঠিন এমন (ত্রিলোক বিখ্যাত বংশকে দুষ্পরিহর কলঙ্ক পঙ্কে লিপ্ত করিয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+পরিহর; প্রাদি.}
- Bengali Word দুষ্পর্শ English definition [দুস্পর্শো] (বিশেষণ) কঠোর কর্কশ তীক্ষ্ণ কষ্টদায়ক স্পর্শ এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+স্পর্শ; প্রাদি.}
- Bengali Word দুষ্পাচ্য, দুষ্পচ English definition [দুশ্পাচ্চো, দুশ্পচো] (বিশেষণ) হজম করা কঠিন এমন। দুষ্পাচ্যতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+পাচ্য, পচ}
- Bengali Word দুষ্পূর, দুষ্পূরণীয় English definition [দুশ্পুর্, দুশ্পুরোনিয়ো] (বিশেষণ) কোনো রকমে কষ্ট পূরণ করা যায় এমন; পূরণ করা সহজ নয় এমন। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+পূর, পূরণীয়}
- Bengali Word দুষ্প্রধর্ষ, দুষ্প্রধর্ষণীয় English definition [দুশ্প্রধর্শো, দুশ্ধর্শোনিয়ো] (বিশেষণ) দুর্দমনীয়; দুর্জয়। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+প্র+√ধৃষ্+অ(খল্), +অনীয় (অনীয়র্)}
- Bengali Word দুষ্প্রবৃত্তি English definition [দুশ্প্রোবিত্তি] (বিশেষ্য) কুপ্রবৃত্তি; অসদভিলাষ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+প্রবৃত্তি; প্রাদি.}
- Bengali Word দুষ্প্রবেশ English definition ⇒ দুষ্প্রবেশ্য
- Bengali Word দুষ্প্রবেশ্য, দুষ্প্রবেশ English definition [দুশ্প্রোবেশ্শো, দুশ্প্রোবেশ্] (বিশেষণ) প্রবেশ করা কঠিন এমন; দুর্গম; দুরধিগম্য (দুষ্প্রবেশ বিস্মৃতির প্রতিধান প্রহত গহ্বরে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+প্রবেশ্য, প্রবেশ}
- Bengali Word দুষ্প্রমেয় English definition [দুশ্প্রোমেয়ো] (বিশেষণ) পরিমাণ নির্ধারণ দুরূহ এমন; অপরিমেয়; অমেয়। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+প্রমেয়}