দ পৃষ্ঠা ৪৬
- Bengali Word দুষ্প্রসহ, দুষ্প্রসহনীয় English definition [দুশ্প্রোশহো, দুস্প্রোসহনিয়ো] (বিশেষণ) অসহ্য; অসহনীয়; অত্যন্ত দুঃসহ। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+প্রসহ, প্রসহনীয়}
- Bengali Word দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ English definition [দুশ্প্রাপ্পো, দুশ্প্রাপো] (বিশেষণ) দুর্লভ; সহজলভ্য নয় এমন (মনুষ্যবুদ্ধির কতদূর দুষ্প্রাপ্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দুষ্প্রাপ্যতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) দু+প্র+√আপ্+অ(খল্)}
- Bengali Word দুস English definition = দুঃ
- Bengali Word দুসর ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দুসর্] (বিশেষণ) দোসর; সঙ্গী। {(তুলনীয়) (হিন্দি) দুসর}
- Bengali Word দুসরা English definition ⇒ দোসরা
- Bengali Word দুসলি ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দুশোলি] (বিশেষ্য) লাঙলের ছিদ্রে দেওয়ার গোঁজকাঠি (দুদিগে দুসলি দিআ জআলে কৈল বিন্ধা-শূন্যপুরাণ)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>+শলাকা>}
- Bengali Word দুসুতি, দোসুতি, দোসূতী English definition [দুশুতি, দোসুতি, দোসূতি] (বিশেষ্য) দেহারা (ডবল) সুতায় বোনা বস্ত্র বা চাদর। {দুই> সুতা>}
- Bengali Word দুস্তর English definition [দুস্তর্] (বিশেষণ) ১ দুর্লঙ্ঘ্য; পার হওয়া কঠিন এমন (দুর্গম গিরি কান্তার মরু পারাবার হে-কাজী নজরুল ইসলাম)। ২ প্রচুর; অনেক (বাড়ীর আগে ফুট্টা রইছে কেতকী দুস্তর-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) দুঃ+√তৃ…+অ(খল্)}
- Bengali Word দুস্তি English definition = দোস্তি
- Bengali Word দুস্ত্যজ English definition [দুস্তজ্] (বিশেষণ) ত্যাগ করা কঠিন এমন; দুঃখে ত্যাজ্য। {দুঃ+√ত্যজ্+অ(খল্)}
- Bengali Word দুস্থ, দুস্থিত, দুস্থিতি English definition = দুঃস্থ
- Bengali Word দুহা ১, দুহাঁ English definition ⇒ দুঁহ
- Bengali Word দুহাকার English definition ⇒ দোঁহা
- Bengali Word দুহাতিয়া English definition ⇒ দু
- Bengali Word দুহান ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দুহান্] (বিশেষণ) দ্বিধাবিভক্ত; দুই জনের (দু’খান শরীর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>+স্থান>হান}
- Bengali Word দুহারা English definition = দোহারা
- Bengali Word দুহি English definition [দুহি] (বিশেষ্য) দু; দুই। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>দু}
- Bengali Word দুহিতা English definition [দুহিতা] (বিশেষ্য) মেয়ে; কন্যা; তনয়া; নন্দিনী। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্+তৃ(তৃচ্)}
- Bengali Word দুহু, দুহুঁ English definition ⇒ দুঁহ
- Bengali Word দুহ্য English definition ⇒ দোহন