দ পৃষ্ঠা ৪৭
- Bengali Word দুহ্যমান English definition [দুজ্ঝোমান্] (বিশেষণ) দোহন করা হচ্ছে এমন। এ, ম দুহ্যমানা স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) √দুহ্+মান(শানচ্)}
- Bengali Word দুৎ English definition ⇒ ধুৎ
- Bengali Word দুড়দুড়, দুড়দাড়, দুদ্দাড় English definition [দুড়্দুড়্, দুড়দাড়্, দুদ্দাড়্] (অব্যয়) দৌড় বা দ্রুত পদক্ষেপের শব্দ; মেঘগর্জন; ক্রমাগত প্রহার ও ভয়াদি হেতু হৃৎপিণ্ডের প্রবল স্পন্দনজাত শব্দ (চটির মায়া ছেড়ে দুড়দুড় করে সিঁড়ি নামা .....-সুকুমার রায়; দোকানীরা দুদ্দাড় করে দরজা জানালা বন্ধ করছে-সৈয়দ মুজতবা আলী)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দুড়া English definition [দুড়া] (বিশেষ্য) কচ্ছপ (পাত্র কহে মহারাজ যে না শুনে কথা যেমন দেখিল দুড়া দেখে সে সর্বথা-হেয়াত মাহমুদ)। {(প্রাচীন বাংলা) দুলি>}
- Bengali Word দুড়ুম English definition [দুড়ুম] (অব্যয়) ১ বন্দুকের গুলি প্রভৃতির শব্দ। ২ ভারী বস্তুর পতনের শব্দ। দুড়ুম দুড়ুম (অব্যয়) ক্রমাগত বন্দুক বা কামান ছোড়ার আওয়াজ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word দুয়জ, দুঅজ ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দুয়জ্] (বিশেষণ) ১ দ্বিতীয় (দুয়জ পহরে মো চিন্তিলো একসরী-বড়ু চণ্ডীদাস)। ২ দ্বিগুণ (তাহার দুঅজ আর গজমুতী হার-বড়ু চণ্ডীদাস)। (সর্বনাম) উভয় (দুয়জে লেখিল পত্র-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>}
- Bengali Word দুয়া, দুয়ো English definition [দুয়া, দুয়ো] (বিশেষণ) ভাগ্যহীনা; দুর্ভাগ্য; স্বামীর সোহাগ বঞ্চিতা। {(তৎসম বা সংস্কৃত) দুর্ভগা>(প্রাকৃত) দুহআ>}
- Bengali Word দুয়াদশ ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দুয়াদশ্] (বিশেষণ) দ্বাদশ; বারো (দোয়াদশ দণ্ড-ময়নামতীর গান)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>}
- Bengali Word দুয়াপতি English definition [দুয়াপোতি] (বিশেষ্য) দাবা বা সতরঞ্চ খেলা যাতে দুই পক্ষেই হাতি, নৌকা, ঘোড়া, বড়ে ইত্যাদি সমান সংখ্যায় থাকে (পাঁচকন্যা দুয়াপতি খেলা-ময়নামতীর গান)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>দুয়া+(তৎসম বা সংস্কৃত) পট্ট>পাতি>পতি}
- Bengali Word দুয়ার, দোর, দুয়োর English definition [দুয়ার্, দোর্, দুয়োর্] (বিশেষ্য) ১ দরজা; দ্বার। ২ বাড়ির ফটক (হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ বাড়ি ঢুকিল না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। দুয়ারি, দুয়ারী (বিশেষ্য) ১ দৌবারিক; দ্বারী; দ্বাররক্ষক; দারোয়ান (দ্বিরদ নির্মিত দ্বারে দুয়ারী দ্বিরদ-মাইকেল মধুষূদন দত্ত)। ২ দ্বারযুক্ত (হাজার দুয়ারি)। দুয়ারে কাঁটা দেওয়া (ক্রিয়া) প্রবেশ পথ বন্ধ করা (তর ঘরে আসিলে দুয়ারে দিও কাঁটা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দুয়ারে হাতি বাঁধা (ক্রিয়া) খুব অর্থশালী হওয়া। {(তৎসম বা সংস্কৃত) দ্বার>}
- Bengali Word দুয়েম, দোয়েম English definition [দুয়েম্, দোয়েম্] (বিশেষণ) দ্বিতীয়; উৎকৃষ্ট শ্রেণির নয় এমন। দুয়েমজমি (বিশেষ্য) নীরস জমি যাতে অপেক্ষাকৃত কম ফসল ফলে। {(ফারসি) দুরম}
- Bengali Word দুয়ো ১ English definition ⇒ দুয়া
- Bengali Word দুয়ো, দুও English definition [দুয়ো] (অব্যয়) নিন্দা, ভর্ৎসনা বা ধিক্কারসূচক ধুত ধুত ধ্বনি (আগে দেব দুয়ো তালি তার পরে দেব গালি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ধুত>}
- Bengali Word দূত English definition [দুত্] (বিশেষ্য) ১ সংবাদ বহনকারী; বার্তাবহ (এ দূতের মুখে শুনি সুতের নিধন-মাইকেল মধুষূদন দত্ত)। ২ চর (প্রজার বচন শুনি, রোষযুক্ত বীরমণি দূত দিল ভাঁড়ুতে ধরিতে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৩ সংযোগ রক্ষাকারী প্রতিনিধি (রাষ্ট্রদূত)। দূতাবাস (বিশেষ্য) রাষ্ট্রদূতের অফিস ও আবাস। দূতালি (বিশেষ্য) দূতের কাজ; দৌত্য। দূতি, দূতী, দূতিকা, দোতি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ সংবাদবাহিকা; স্ত্রীদূত। ২ প্রণয়ী ও প্রণয়িনীর মধ্যে সংবাদ আদানপ্রদান করে যে স্ত্রীলোক; সংযোগরক্ষা-কারিণী; কুটনী (দোতি মিলায়ল কানুক সঙ্গ-বিদ্যাপতি)। দূতিয়ালি, দূতিগিরি, দূতীগিরি (বিশেষ্য) ১ দূতি বা কুটনির কাজ (দুষ্ট চোরের দুষ্টামী সে নুতন দূতিয়ালি-মোম)। ২ প্রতিনিধিত্ব (সৌহার্দ্যের তিনিই দূতিয়ালি করলেন-মনোজ বসু)। ভগ্নদূত (বিশেষ্য) যে দূত রণক্ষেত্র থেকে স্বপক্ষের পরাজয়ের খবর নিয়ে আসে। রাষ্ট্রদূত (বিশেষ্য) অন্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অবস্থাকারী; ambassador। {(তৎসম বা সংস্কৃত) √দু+ত(ক্ত)}
- Bengali Word দূন English definition [দুন্] (বিশেষ্য) খেদ; দুঃখ আক্ষেপ; পরিতাপ। □ (বিশেষণ) ক্ষুব্ধ; দুঃখিত। {(তৎসম বা সংস্কৃত) √দূ+ত(ক্ত)}
- Bengali Word দূর English definition [দুর্] (বিশেষ্য) ১ নিকটে নয় এমন স্থান (দূর হতে দূরে বাজে পথ শীর্ণ তীব্র দীঘ্র তান সুরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্তর; ব্যবধান। (দূরে দূরে থাকা)। □ (বিশেষণ) ১ অনিকট; দূরবর্তী; দূরে অবস্থিত (দূরদেশ, সুদূর)। ২ গভীর; ব্যাপক; বিতাড়িত; বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করে দাও)। ৩ দূরীভূত; অপগত (দূর করা)। □ (অব্যয়) অবজ্ঞা, বিরক্তি, ঘৃণা, লজ্জা, অসম্মতি ইত্যাদি জ্ঞাপক ভর্ৎসনা; দুৎ; ধুৎ; ধেৎ (দূর বোকা!দূর ছাই!)। দূর করা (ক্রিয়া) ১ বিতাড়িত বা বহিষ্কৃত করা; তাড়িয়ে দেওয়া (দেশ থেকে দূর করা)। ২ অপনীত করা; সরিয়ে দেওয়া (ময়লা দূর করা)। ৩ ঘুচানো; আরোগ্য করা (রোগ দূল করা)। দূরগ, দূরগামী (-মিন্) (বিশেষণ) দূরে গমনকারী; দূরে যায় বা গিয়েছে এমন। দূরগামিনী (স্ত্রীলিঙ্গ)। দূরছাই করা (ক্রিয়া) ঘৃণা বা অবজ্ঞা করা। দূরজ ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষণ) দূরবর্তী (দূরজ মঞ্জিলে যায়া উত্তরিল গিয়া-হেয়াত মাহমুদ)। দূরত, দূরতঃ (অব্যয়) দূর থেকে; দূরে থেকে। দূরতা, দূরত্ব (বিশেষ্য) ব্যবধান; অনৈকট্য; পার্থক্য। (দূরতা রহিল বা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দূরদর্শন (বিশেষ্য) ১ দূরের জিনিস দর্শন। ২ ভারতীয় টেলিভিশন সার্ভিসের নাম। দূরদর্শী (-র্শিন্) (বিশেষণ) ১ ভবিষ্যতের ফলাফল অনুধাবন করতে পারে এমন; পরিণামদর্শী। ২ বিচক্ষণ; বিজ্ঞ; বহুদর্শী। দূরদর্শিতা বি। দূরদারাজ (বিশেষ্য) অনেক দূর; দূরবর্তী (দূর দারাজের রাহা কি ডর আমার-সৈয়দ হামজা)। দূর দূর (অব্যয়) ১ বিতাড়নসূচক; দূর হ। ২ ছি-ছি; ভর্ৎসনা। দূর দূরান্তর (বিশেষ্য) বহুদূরের; অনেক দূরের ব্যবধান। দূরদৃষ্টি (বিশেষ্য) ১ ভবিষ্যৎ দৃষ্টি; পরিণাম সম্পর্কে সাবধানতা। ২ দূর থেকে বা দূরব্যাপী দৃষ্টি। দূরবর্তী (-র্তিন্) (বিশেষণ) দূরস্থিত; দূরে থাকে এমন। দূরবীক্ষণ, দুরবিন (বিশেষ্য) দূরস্থিত বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্র; telescope (দূরবীন কসে বিজ্ঞেরা ঘোষে-সত্যেন্দ্রনাথ দত্ত)। দূরবেধী (বিশেষণ) দূর থেকে বা দূরস্থিত কোনো বস্তুকে বিদ্ধকারী (দূরবেধী, শরের মতো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। দূরযায়ী (বিশেষণ) দূরগামী; দূরে গমনকারী। দূরশ্রুত (বিশেষণ) দূর থেকে শ্রবণ করা হয়েছে এমন (সেই দূরশ্রুত স্নিগ্ধ হাসি-মনির)। দূরস্থ, দূরস্থিত (বিশেষণ) দূরে রয়েছে এমন; দূরবর্তী (একটি দূরস্থ ধনী কুটুম্ব-রবীন্দ্রনাথ ঠাকুর; কোনো দূরস্থিত সহচরীর সঙ্গ লাভ-রবীন্দ্রনাথ ঠাকুর)। দূরস্মৃত (বিশেষণ) বিস্মৃত; স্মৃতি থেকে অদৃশ্য (হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলই-রবীন্দ্রনাথ ঠাকুর)। দূর হোক/হউক (অব্যয়) বিরক্তিপ্রকাশক উক্তি। দূরহি ((ব্রজবুলি)) (ক্রিয়াবিশেষণ) দূরে (তুয়া ওরে হই সব দূরহি পলায়ন-বিদ্যাপতি)। দূরাগত (বিশেষণ) দূর থেকে আগমনকারী; দূর থেকে এসেছে এমন। দূরশ্রবণ (বিশেষ্য) দূ রথেকে শোনা বা শোনার যন্ত্র; টেলিফোন; telephone। {(তৎসম বা সংস্কৃত) √দূর্+√ই+র(রক্)}
- Bengali Word দূরান্ত English definition [দুরান্তো] (বিশেষ্য) বহু দূরব্যাপী স্থান। {(তৎসম বা সংস্কৃত) দূর+অন্ত}
- Bengali Word দূরায়নী English definition [দুরায়োনি] (বিশেষণ) দূর থেকে আগত (ঐ দূরায়নী আজানের ধ্বনি-শামসুর রাহমান)। {দূর+আয়নী}
- Bengali Word দূরীকরণ English definition [দুরিকরোন্] (বিশেষ্য) ১ বিতাড়ন; বহিষ্করণ। ২ অপসারণ। ৩ মোচন; মুক্তি (দুঃখ দূরীকরণ)। {(তৎসম বা সংস্কৃত) দূর+চ্বি(ঈ)+করণ}
- Bengali Word দূরীকৃত English definition [দুরিক্ক্রিতো] (বিশেষণ) ১ বিতাড়িত; বহিষ্কৃত। (সেখানে দেবগণ একেবারে দূরীকৃত বলিলেই হয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ অপসারিত। ৩ মোচিত। {(তৎসম বা সংস্কৃত) দূর+ঈ(চ্বি)+√কৃ+ত(ক্ত)}