দ পৃষ্ঠা ১১
- Bengali Word দর্পক English definition [দর্পোক্] (বিশেষ্য) কামদেব; কন্দর্প; মদন। □ (বিশেষণ) উত্তেজক; উদ্দীপক। {(তৎসম বা সংস্কৃত) √দৃপ্+অক(ণ্বুল্)}
- Bengali Word দর্পণ, দরপন ((পদ্যে ব্যবহৃত)) দরপণ ((পদ্যে ব্যবহৃত)) English definition [দর্পোন্] (বিশেষ্য) আয়না; মুকুর; আরশি (সুরেশ রচিয়া করে লইয়া দর্পণ-সৈয়দ আলাওল; মরকত দরপণ হেরইতে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √দৃপ+অন (ল্যুট্)}
- Bengali Word দর্পহর, দর্পহারী, দর্পিত, দর্পী English definition ⇒ দর্প
- Bengali Word দর্বি, দর্বী English definition [দোর্বি] (বিশেষ্য) রন্ধনকালে ব্যবহৃত হাতাবিশেষ (একটি বৃহৎ দারুময় দর্বী নিমজ্জিত করিয়া-রাজশেখর বসু (পরশু))। দর্বিকা (বিশেষ্য) ক্ষুদ্র হাতা; চামক (করস্থ রত্ন দর্বিকা সুপান পাত্র শর্মদে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+বি(বিন্)}
- Bengali Word দর্ভ English definition [দর্ভো] (বিশেষ্য) তৃণ; কুশ, কাশ, দূর্বা ইত্যাদি তৃণজাতীয় উদ্ভিদ (দর্ব তব আসনখানি-সত্যেন্দ্রনাথ দত্ত)। দর্ভপাণি (বিশেষণ) কুশহস্ত; কুশ হাতে এমন। দর্ভময় (বিশেষণ) ১ কুশনির্মিত। ২ কুশব্যাপ্ত। দর্ভাঙ্কুর (বিশেষ্য) কুশাঙ্কুর। দর্ভাসন (বিশেষ্য) কুশাসন; তৃণনির্মিত আসন। {(তৎসম বা সংস্কৃত) √দৃ…+ভ(ভন্)}
- Bengali Word দর্মা ১ English definition ⇒ দরমা
- Bengali Word দর্মা ২ English definition [দর্মা] (বিশেষ্য) হাঁস-মুরগি রাখার স্থান (দর্মার হাঁস না আসে আসিবে মুক্তপক্ষ পাখী-কাজী নজরুল ইসলাম)। {(তুলনীয়) (হিন্দি) দরমা}
- Bengali Word দর্শ English definition [দর্শো] (বিশেষ্য) ১ অমাবস্যা। ২ অমাবস্যায় অনুষ্ঠিত যজ্ঞবিশেষ। ৩ দর্শন। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্+অ(ঘঞ)}
- Bengali Word দর্শক English definition [দর্শোক্] (বিশেষণ) ১ দ্রষ্টা; দর্শনকারী। ২ প্রদর্শক; দর্শয়িতা। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্+অক(ণ্বুল্)}
- Bengali Word দর্শন, দরশন ((পদ্যে ব্যবহৃত)) English definition [দর্শোন্] (বিশেষ্য) ১ দেখা; অবলোকন; দৃষ্টি (এ পাপমুখ আর দর্শন করবো না; জীএ রাহি তার দরশনে-বড়ু চণ্ডীদাস)। ২ সাক্ষাৎকার (মহামানবের দর্শন লাভ)। ৩ ভক্তিভরে দেখা (কা’বা দর্শন)। ৪ জ্ঞান; উপলব্ধি; অভিজ্ঞতা (ভূয়োদর্শন)। ৫ তত্ত্ববিদ্যা; চিন্তা-বিষয়কশাস্ত্র; philosophy (দর্শনশাস্ত্র; মার্কসীয় দর্শন)। ৬ চক্ষু; দৃষ্টিশক্তি। ৭ আরশি; দর্পন। ৮ চেহারা (সুদর্শন যুবা)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্+অন(ল্যুট্)}
- Bengali Word দর্শনদারি, দর্শনদারী, দর্শনডালি, দর্শনডারি, দর্শনডারী English definition [দর্শোন্দারি, দর্শোন্দারি, দর্শোন্ডালি, দর্শোন্ডারি, দর্শোন্ডারি] (বিশেষ্য) ১ রূপ বা সৌন্দর্য বা দেহাকৃতি বিচার (আগে দর্শনদারি পরে গুণ বিচারি-প্রবাদ)। ২ বাহ্য আকৃতি। □ (বিশেষণ) সুদর্শন; ভালো চেহারা; সুরূপ (দর্শনদারী লোক)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্+অন(ল্যুট্)+(ফারসি) দার + ই}
- Bengali Word দর্শনশাস্ত্র English definition [দর্শোন্শাস্ত্রো] (বিশেষ্য) যাবতীয় তত্ত্বজ্ঞান প্রতিপাদকশাস্ত্র; তত্ত্ববিদ্যা; অধ্যাত্মবিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) দর্শন+শাস্ত্র}
- Bengali Word দর্শনি, দর্শনী English definition [দর্শোনি] (বিশেষ্য) ১ দর্শন করার জন্য দেয় অর্থ; দেখবার জন্য মূল্য বা প্রবেশমূল্য; fee (বাজারে ঘর ভাড়া কল্লেন, দর্শনী দু পয়সা রেট হলো-কালীপ্রসন্ন সিংহ)। ২ পরীক্ষা করা বাবদ পারিশ্রমিক; ভিজিট (ডাক্তারের দর্শনী)। ৩ পীর, গুরু, দেবাদি দর্শন বাবদ প্রদেয় নজরানা। {(তৎসম বা সংস্কৃত) দর্শন+(বাংলা) ই}
- Bengali Word দর্শনীয় English definition [দর্শোনিয়ো] (বিশেষণ) ১ দেখার যোগ্য; দর্শনযোগ্য। ২ মনোরম; সুন্দর; মহোহর; মনোজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্+অনীয় (অনীয়র্)}
- Bengali Word দর্শনেন্দ্রিয় English definition [দর্শোনেন্দ্রিয়ো] (বিশেষ্য) চক্ষু। {(তৎসম বা সংস্কৃত) দর্শন+ইন্দ্রিয়; (কর্মধারয় সমাস)}
- Bengali Word দর্শা English definition [দর্শা] (ক্রিয়া) ফল দেখানো; ঘটা (পরিণাম দর্শিবে)। দর্শানো (ক্রিয়া) দেখানো; প্রদর্শন করা (কারণ দর্শানো)। ২ উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্+ণিচ্>}
- Bengali Word দর্শিত English definition [দোর্শিতো] (বিশেষণ) দেখা হয়েছে এমন; প্রকটিত; প্রতিবাদিত (আমার দর্শিত দোষ সকল যথার্থ দোষ নয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √দৃশ্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word দর্শয়িতা English definition [দর্শোয়িতা] (বিশেষণ) ১ প্রদর্শন; দর্শন করায় এমন; guide। ২ প্রকাশক। {(তৎসম বা সংস্কৃত) √দর্শি+তৃ(তৃচ্)}
- Bengali Word দল English definition [দল্] (বিশেষ্য) ১ পত্র; পল্লব; পাতা (নলিনীদল)। ২ পাপড়ি (এখন কমল মেলিতেছে দল সলিল মাঝে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ সমূহ; পাল (সৈন্যদল)। ৪ সম্প্রদায়; পার্টি (কীর্তনের দল)। ৫ জোট (দলবদ্ধ)। ৬ ((ব্যঙ্গার্থ)) অসৎ সংসর্গ (দলে মেশা)। ৭ বেধ; স্থূলতা (তক্তাখানা দলে পুরু)। ৮ দাম; জলজ তৃণবিশেষ (কলমির দল)। ৯ পক্ষ; তরফ (দুই দলে লড়াই)। ১০ খণ্ড। দলকচু (বিশেষ্য) বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ; পাতাকচু। দলচ্যুত, দলছাড়া, দলভ্রষ্ট (বিশেষণ) ১ স্বীয় সমাজ বা সম্প্রদায় থেকে বিচ্যুত বা বহিষ্কৃত; যূথভ্রষ্ট। ২ একক; দল থেকে স্বতন্ত্র। দলপতি (বিশেষ্য) ১ নেতা; সম্প্রদায়ের পরিচালক। ২ সেনাপতি। দল পাকানো, দলবাঁধা (ক্রিয়া) ১ সঙ্ঘ তৈরি করা; দলে একত্র হওয়া। ২ কোনো বিশেষ উদ্দেশ্যে জোট পাকানো। দলবদ্ধ (বিশেষণ) সঙ্ঘবদ্ধ; একদলে মিলিত। দলবল (বিশেষ্য) নিজের পক্ষের লোকজন; স্বপক্ষীয় সৈন্যসামন্ত। দলভুক্ত (বিশেষণ) দলের অন্তর্গত; দলীয় (বিশেষণ) ১ দলসংক্রান্ত (দলীয় স্বার্থ)। ২ দলভুক্ত; এক দলের। দলে দলে (ক্রিয়াবিশেষণ) ১ বহুদলে বিভক্ত হয়ে। ২ অধিক সংখ্যায়। দলে ভারী, দলে পুরু (বিশেষণ) সংখ্যায় বহু। {(তৎসম বা সংস্কৃত) √দল্+অ(ক)}
- Bengali Word দলই, দলুই English definition [দলোই, দলুই] (বিশেষ্য) ১ দলপতি; সর্দার; সৈন্যাধ্যক্ষ; বিশেষত গ্রাম্য সৈন্যদলের; পরিচালক। ২ হিন্দু পদবি বা উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) দলপতি>}