ন পৃষ্ঠা ১৪
- Bengali Word নর্মাচার English definition ⇒ নর্ম
- Bengali Word নর্মাল English definition [নর্মাল্] (বিশেষণ) স্বাভাবিক; নিয়মিত (ঐ রঙ লাগানো অবস্থাই ছিল তাঁর নর্মাল অবস্থা-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষ্য) শিক্ষক-প্রশিক্ষণ বিদ্যালয় ও পরীক্ষাবিশেষ (নর্মাল পাস পণ্ডিত)। {(ইংরেজি) normal}
- Bengali Word নল English definition [নল্] (বিশেষ্য) ১ একপ্রকার তৃণ; শর, খাগড়া-যা দিয়ে দরমা, শস্য রাখার পাত্র প্রভৃতি প্রস্তুত হয় (জমিরের নলের দরমার জায়নামাজখানি দাওয়াতেই ছিল-কাজী আবদুল ওদুদ)। ২ চোঙ; পাইপ; ফাঁপা লম্বা চোঙ; pipe (পানির নল, বন্দুকের নল)। ৩ জমি মাপার দণ্ডবিশেষ (দশহাতি নল)। ৪ দময়ন্তীর স্বামী। ৫ রামায়ণে রামের সহায়ক বানরবিশেষ। নলকূপ (বিশেষ্য) যে নল দ্বারা মাটির বহু নিম্নস্তর থেকে পানীয় জল সংগ্রহ করা হয়; tubewell। নল চালা (ক্রিয়া) (লোকবিশ্বাস অনুযায়ী) হারানো বস্তু সন্ধান করার জন্য মন্ত্র পড়ে নল চালনা করা। {(তৎসম বা সংস্কৃত) √নল্+অ(অচ্)}
- Bengali Word নলক ১ English definition [নলোক্] (বিশেষ্য) ১ নলের মতো লম্বা শূন্যগর্ভ অস্থি। ২ ডাঁটা। {(তৎসম বা সংস্কৃত) নল+ক(কন্)}
- Bengali Word নলক ২ English definition ⇒ নোলক
- Bengali Word নলকূপ, নলচালা English definition ⇒ নল
- Bengali Word নলখাগড়া, নলখাড়া English definition [নলখাগ্ড়া, নলখাড়া] (বিশেষ্য) খড়্গের মতো ধারালো পাতাবিশিষ্ট নলতৃন। {(তৎসম বা সংস্কৃত) নল+খড়্গ>}
- Bengali Word নলখড়ি English definition [নল্খোড়ি] (বিশেষ্য) খড়জাতীয় এক প্রকার নলতৃন (নলখড়ির বন-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {নল+খড়ি}
- Bengali Word নলচে English definition ⇒ নলিচা
- Bengali Word নলপত (মধ্যযুগীয় বাংলা) English definition [নলোপতো] (ক্রিয়া) মিষ্ট কথায় ভুলানো (হাতে পায়ে ধরি নলপত করি তারে-রামেশ্বর ভট্টাচার্য)। {(হিন্দি) নল্লোপত্তো}
- Bengali Word নলা ১ English definition [নলা] (বিশেষ্য) নলের মতো লম্বা সরু হাড় (পায়ের নলা)। {(তৎসম বা সংস্কৃত) নল+ (বাংলা) আ}
- Bengali Word নলি, নলী English definition [নোলি] (বিশেষ্য) ১ সুতা জড়াবার ছোট নল; পাকি (চাকের বিধেয় নলি টুকিয়ে বনবনিয়ে পাক খায়ানো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ছোট নলের মতো হাড়; নলা (হাড়ের নলি)। □ (বিশেষণ) নলযুক্ত; নলা (দুনলি বন্দুক)। {(তৎসম বা সংস্কৃত) নল+ (বাংলা) ই}
- Bengali Word নলিকা English definition [নোলিকা] (বিশেষ্য) ১ ডাঁটা; খাড়া। ২ চোঙ। ৩ সরু নল। ৪ নাড়ি। {(তৎসম বা সংস্কৃত) নল+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word নলিচা, নলচে, নইচা, নইচে English definition [নোলিচা, নল্চে, নোইচা, নোইচে] (বিশেষ্য) হুকার যে দণ্ডের উপর কলিকা বা কলকে থাকে। খোল-নলিচা দুই বদলানো (ক্রিয়া) আমূল পরিবর্তন (এর খোলা নল্চে দুই বদলে একেবারে নতূন করে সৃষ্টি করব-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) নইচ্হ}
- Bengali Word নলিত, নলিতা English definition ⇒ নালতা
- Bengali Word নলিন English definition [নোলিন্] (বিশেষ্য) পদ্ম; কমল। □ (বিশেষণ) পদ্মের মতো গন্ধযুক্ত (আর দুটি ছলছল নলিন নয়ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। নলিনি, নলিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পদ্মিনী; কুমুদিনী। □ (বিশেষ্য) পদ্মসমূহ। নলিনীদল (বিশেষ্য) পদ্মপাতা বা পাপড়ি (শীতল জলার্দ্র নলিনীদল লইয়া কিয়ৎক্ষন বায়ুসঞ্চালন করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নলিনীরূহ (বিশেষ্য) মৃণাল পদ্মনাল। {(তৎসম বা সংস্কৃত) নল(গন্ধ)+ইন্(ইনচ্)}
- Bengali Word নলিয়া, নলে English definition [নোলিয়া, নোলে] (বিশেষ্য) যে নল চালিয়ে পাখি মারে; বেদে। {(তৎসম বা সংস্কৃত) নল+ (বাংলা) ইয়া>ই}
- Bengali Word নলী English definition ⇒ নলি
- Bengali Word নলুয়া, নলো English definition [নোলুয়া, নোলে] (বিশেষ্য) নলের চাটাই নির্মাণকারী। {(তৎসম বা সংস্কৃত) নল+ (বাংলা) উয়া>}
- Bengali Word নলে English definition ⇒ নলিয়া