ন পৃষ্ঠা ১৭
- Bengali Word নাই আঁকড়া, নেই আঁকড়া English definition [নাই আঁক্ড়া, নেই আঁকড়া] (বিশেষণ) (আলঙ্কারিক) একগুঁয়ে; জেদি; নাছোড়বান্দা; তর্ক ছাড়তে চায় না এমন; তর্ক আঁকড়ে ধরে থাকে এমন। নেই আকড়ি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+আঁকড়া (আঁকাশির মতো জড়িয়ে ধরে যে)}
- Bengali Word নাই ১, নেই ১, নাহি English definition [নাই, নেই, নাহি] (অব্যয়) ১ ক্রিয়ার অঘটনজ্ঞাপক (খায় নাই)। ২ প্রশ্নসূচক (যায় নাই?)। ৩ নিষেধবাচক (নাইবা গেলে)। ৪ নাশ; ধ্বংস (আহা শরীর একেবারে নাই হয়ে গেছে-কাজী আবদুল ওদুদ। {(তৎসম বা সংস্কৃত) নঞ্> প্রা.নাইং>}
- Bengali Word নাই ২, নেই ২ English definition [নাই, নেই] (ক্রিয়া) ১ না আছে; না হয় (ঠাঁই নাই ঠঁই নাই ছোট সে তরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ চলে যাওয়া (গিয়া দেখি সে ঘরে নাই)। □ (বিশেষ্য) জীবিত না থাকা (তিনি আর নাই)। □ (বিশেষণ) অস্তিত্বহীন; শূন্য (নাই মামার চেয়ে কানা মামা ভাল)। নাই ঘরে খাই বেশি (বিশেষ্য) অভাবের লোভ বেশি হওয়া। নাই মামার চেয়ে কানা মালা ভালো-একেবারে কিছু না থাকার চেয়ে অকিঞ্চিৎকর কিছু থাকা ভালো। {(তৎসম বা সংস্কৃত) নাস্তি> (প্রাকৃত) নত্থি>}
- Bengali Word নাই ৩ English definition [নাই] (বিশেষ্য) আশকারা; প্রশ্রয়; অতিরিক্ত স্নেহ (বোধ হয় বালককাল অবধি বিশেষ নাই পাইয়া থাকিবে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স্নেহ>নেহ>নাই}
- Bengali Word নাই ৪ English definition [নাই] (বিশেষ্য) ১ নাভি। ২ চাকার কেন্দ্রস্থল। ৩ কীলক; গোঁজ। ৪ বেলুন। ৫ কামারের নেহাই। {(তৎসম বা সংস্কৃত) নাভি>; (ফারসি) নাফ}
- Bengali Word নাই ৫ English definition [নাই] (বিশেষ্য) নাপিত। {(তৎসম বা সংস্কৃত) নাপিত>}
- Bengali Word নাই ৬ English definition [নাই] (ক্রিয়া) স্নান করি। {(তৎসম বা সংস্কৃত) স্নান> (প্রাকৃত) নাহ>}
- Bengali Word নাইওর English definition ⇒ নাইয়র
- Bengali Word নাইট্রোজেন English definition [নাইট্রোজেন্] (বিশেষ্য) একটি মৌলিক গ্যাস; যবক্ষারযান। {(আরবি) nitrogen}
- Bengali Word নাইল (মধ্যযুগীয় বাংলা) English definition [নাইলো] (ক্রিয়া) আসিল না (গোকুলক নাইল পরল গোপাল-বড়ু চণ্ডীদাস)। {না. আইল}
- Bengali Word নাইলন English definition [নাইলন্] (বিশেষ্য) কৃত্রিম সুতার বস্ত্রবিশেষ (নাইলনের রঙীন স্লিপার দিয়ে-হাবীবুর রহমান)। □ (বিশেষণ) নাইলনের তৈরি (নাইলন শাড়ি)। {(ইংরেজি) nylon}
- Bengali Word নাইসে (মধ্যযুগীয় বাংলা) English definition [নাইশে] (ক্রিয়া) আসে না (চক্ষুত নাইসে নিন্দ্রে-বড়ু চণ্ডীদাস)। {না+আইসে}
- Bengali Word নাইয়র, নাইওর, নায়র ১ English definition [নাইয়োর্, নাইওর, নায়োর্] (বিশেষ্য) বিবাহিতা নারীর বাপের বাড়ি (সোনা ভাইর ঠাঁই কইও বুধবারে নাইয়র নিতে মোরে-গান; বিদায় হইয়া আমি যাইব নায়র-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। নাইয়র করা (ক্রিয়া) বাপের বাড়িতে স্ত্রীলোকের কিছুদিনের জন্য অবস্থানকরণ। নাইয়র যাওয়া (ক্রিয়া) বিবাহিতা নারীর পিতৃগৃহে গমন করা। নায়রি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কুটুম্বিনী; বিবাহাদিতে আগত ঘনিষ্ঠ আত্মীয়াগণ। {(তৎসম বা সংস্কৃত) জ্ঞাতিগৃহ>}
- Bengali Word নাইয়া, নেয়ে English definition [নাইয়া, নেয়ে] (বিশেষ্য) যে নৌকা চালায়; নাবিক; মাঝি; কাণ্ডারি (দরিয়ায় ঘোর তুফান পার কর নাইয়া-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নাবিক>}
- Bengali Word নাউজুবিল্লা, নাউজবেল্লা English definition [নায়ুজুবিল্লা, নাউজবেল্লা] (অব্যয়) অশুভ থেকে সর্তকতাসূচক (এ বাত শুনিল নবী বাঘের জবানে হায় নাউজবেল্লা বলে হাত দিল কানে-ফকির গরীবুল্লাহ)। {(আরবি) না’ঊযুবিল্লাহ}
- Bengali Word নাউড়ে ১ (মধ্যযুগীয় বাংলা) নাউরিয়া English definition [নাউড়ে, নাউরিয়া] (বিশেষ্য) নাবিক; নৌকার মাঝি (ওরে নাউড়ে জলেত রচিলা স্থান-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) নাব>নাও>+ড়িয়া>}
- Bengali Word নাউড়ে ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [নাউড়ে] (বিশেষণ) নিম্ন; নাবাল (নাউড়ে জলেত রচিলা স্থান-রামাই)। {(তৎসম বা সংস্কৃত) নিম্ন>উড়িয়া}
- Bengali Word নাও English definition ⇒ না১
- Bengali Word নাওন English definition ⇒ নাওয়া
- Bengali Word নাওম্মেদ English definition ⇒ না-উম্মেদ।