ন পৃষ্ঠা ১৫
- Bengali Word নলে ২ English definition ⇒ নলুয়া
- Bengali Word নলেন English definition [নোলেন্] (বিশেষণ) খেজুরের নতুন রসে তৈরি (রাঁধে পরমান্ন নগেনের গুড়ে-ঈশ্বর গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) নূতন>}
- Bengali Word নশ্বর English definition [নশ্শর্] (বিশেষণ) ১ বিনাশশীল; অস্থায়ী; ক্ষয়শীল; অনিত্য (নশ্বর জীবন)। ২ সংহারক; ভীষণ (নিষাদ বিঁধিলে মৃগেন্দ্রে নশ্বর পরে-মাইকেল মধুসূদন দত্ত)। নশ্বরতা (বিশেষ্য)। নশ্বরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √নশ্+বর(ক্বরপ্)}
- Bengali Word নষ্ট English definition [নশ্টো] (বিশেষণ) ১ বিনাশপ্রাপ্ত; ধ্বংসপ্রাপ্ত (নষ্ট নই নষ্ট সঙ্গে হয়েছে মিলন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অপব্যয় করা হয়েছে এমন (নষ্ট পরিশ্রম)। ৩ ব্যর্থ; বিফল; নিস্ফল (কাজ নষ্ট করা)। ৪ বিকৃত; ব্যবহারের অযোগ্য (নষ্ট দুধ)। ৫ দোষযুক্ত (নষ্ট চরিত্র)। ৬ হারিয়ে গেছে এমন; গত; লুপ্ত (নষ্টচেতন)। ৭ পণ্ড (আয়োজন নষ্ট)। ৮ অসৎ; কুচরিত্র (নষ্ট স্ত্রীলোক)। ৯ অনুদ্দিষ্ট (নষ্টোদ্ধার)। ১০ তিরোহিত (নষ্ট গৌরব)। নষ্ট কোষ্ঠী (বিশেষ্য) যে কোষ্ঠী যথাসময়ে তৈরি হয়নি। নষ্টচন্দ্র (বিশেষ্য) ভাদ্র মাসের শুক্লা ও কৃষ্ণা চতুর্থীর চাঁদ-যা দেখলে হিন্দুদের মতে দোষ বা কলঙ্ক হয়। নষ্টচেতন (বিশেষণ) চেতনাহীন; সংজ্ঞাহারা; মূর্ছিত। নষ্ট-চেতন (স্ত্রীলিঙ্গ)। নষ্টচেষ্ট (বিশেষণ) ১ জড়; স্পন্দনহীন। ২ সকল চেষ্টা রহিত হয়েছে এমন; নিশ্চেষ্ট। নষ্টচেষ্টতা, নষ্টচেষ্টত্ব (বিশেষ্য)। নষ্টচেষ্টা (স্ত্রীলিঙ্গ)। নষ্টবীজ (বিশেষণ) ১ বীজ বিকৃত বা খারাপ হয়ে গেছে এমন। ২ যার বীজ বিকৃত বা খারাপ। নষ্টমতি (বিশেষণ) ১ দুষ্টবুদ্ধি। ২ দুষ্ট চরিত্র; কুস্বভাব। নষ্টস্মৃতি (বিশেষ্য) অবলুপ্ত স্মৃতি। নষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ বিনাশপ্রাপ্তা। ২ দুষ্টা। ৩ কুচরিত্রা; ভ্রষ্টা; অসতী; ব্যভিচারিণী; কুলটা। দুষ্টামি, দুষ্টামো (বিশেষ্য) ১ দুষ্টামি; শয়তানি; বদমায়েশি (কমলাকান্তের নষ্টামি হাকিম আর সহ্য করিতে পারিলেন না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ পরিহাস। নষ্টোদ্ধার (বিশেষ্য) ১ যা নষ্ট হয়েছে তা পুনর্গঠন। ২ বিলুপ্ত বর্ণ বা শব্দের আনুমানিকভাবে লিখন। ৩ অপহৃত বস্তুর পুনঃপ্রাপ্তি। {(তৎসম বা সংস্কৃত) √নশ্+ত(ক্ত)}
- Bengali Word নস English definition ⇒ নহিস
- Bengali Word নসব English definition ⇒ নছব
- Bengali Word নসরা, নাসারা, নসরানী English definition [নসোরা, নাসারা, নসরানি] (বিশেষ্য) খ্রিস্টান (তিনি মুসলমান-তিনিও নসরার চাকরি করিতে যাইবেন না-গোপাল হালদার; একজন নাসারাকে মুসলিম করার গৌরব ও পুণ্যের অধিকারী হতে পারবে-কাজী নজরুল ইসলাম; হিসপানী আরমানী চোলদার নসরানী নানা জাতি আর পর্ত্তুগীজ-সৈয়দ আলাওল)। {(আরবি) নসারা}
- Bengali Word নসিব, নছিব, নসীব English definition [নোসিব, নছিব, নসিব] (বিশেষ্য) ভাগ্য; অদৃষ্ট; কপাল (মোদের নসিব বড় বুরা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর; কেমন নছিব তাঁর-রওশন ইজদানী)। নসিবের গর্দিশ/গর্দেশ (বিশেষ্য) ভাগ্য-বিড়ম্বনা। নসিবের ফের (বিশেষ্য) কপালের ফের; নিয়তি। খোসনসিব, খুশনসিব (বিশেষণ) সৌভাগ্যবান (আমার খোসনসীব যে আমি মুসলমান)। {(আরবি) নসিব}
- Bengali Word নসিহত, নছিহত, নছিহত, নছীহত English definition [নোসিহত্, নোছিহত্, নোছিহত, নোছীহত] (বিশেষ্য) ধর্মসম্বন্ধীয় উপদেশ (শুনিবেক আলিমের পন্দ নসিহত-সৈয়দ আলাওল; এমরান শাহার তরে থোরা নছিহত করে থাকে যেন বাহাল ঈমান-সৈয়দ হামজা)। {(আরবি) নসিহাত}
- Bengali Word নসীব English definition ⇒ নসিব
- Bengali Word নসীহত English definition ⇒ নসিহত
- Bengali Word নস্কর English definition ⇒ লশকর
- Bengali Word নস্টালজিয়া, নস্ট্যালজা English definition [নস্টাল্জিয়া, নস্ট্যাল্জা] (বিশেষ্য) গৃহকাতরতা; অতীতের প্রতি অতিমুগ্ধ; অতীত-বিধুরতা। নস্টালজিক (বিশেষণ) গৃহকাতর; অতীত স্মৃতি-বিধুর। {(ইংরেজি) nostalgia}
- Bengali Word নস্তিত, নস্তোত English definition [নস্তিতো, নস্তোতো] (বিশেষ্য) বলদ প্রভৃতি যেসব পশুর নাক ফোঁড়া হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) √নস্+ত(ক্ত)+ইত(ইতচ্)}
- Bengali Word নস্য, নস্যি English definition [নোশ্শো, নোশ্শি] (বিশেষ্য) ১ তামাকের গুঁড়া যা নেশার উদ্দেশ্যে অত্যল্প পরিমাণে নাকে নেওয়া হয়; নাস; snuff। ২ (ব্যঙ্গার্থ) অত্যল্প পরিমাণ দ্রব্য। ৩ তুচ্ছ; অতি সামান্য; পশুর নাকের দড়ি। নস্যদানি (ক্রিয়া) নস্য রাখার কৌটা বা পাত্র। {(তৎসম বা সংস্কৃত) নাসিকা+য(যৎ)}
- Bengali Word নস্যা English definition [নোশ্শা] (বিশেষ্য) ১ বলদ প্রভৃতির নাকের দড়ি। ২ নাক। {(তৎসম বা সংস্কৃত) নস্য+আ(টাপ্)}
- Bengali Word নস্যাৎ English definition [নোশ্শাত্] (বিশেষ্য) ১ যদি না থাকে। ২ বাতিল; লোপ। ৩ তুচ্ছ; মিথ্যা বলে প্রমাণিত (সকল প্রমাণ নস্যাৎ হয়ে গেল)। নস্যাৎ করা (ক্রিয়া) ১ নস্যের মতো নিঃশেষিত করা বা হাঁচি দিয়ে উড়িয়ে ছিটিয়ে হাওয়া করে দেওয়া। ২ (আলঙ্কারিক) অস্তিত্বহীন করা। ৩ তুচ্ছ জ্ঞানে উপেক্ষা করা; বাতিল করা। {(তৎসম বা সংস্কৃত) ন+স্যাৎ}
- Bengali Word নস্যি English definition ⇒ নস্য
- Bengali Word নহ, নও English definition [নহো, নও] (ক্রিয়া) না হওে (নহ মাতা নহ কন্যা নহ বধূ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {না হও>}
- Bengali Word নহবত, নহবতখানা English definition ⇒ নওবত