ন পৃষ্ঠা ১৮
- Bengali Word নাওয়া, নাহা, নাওন English definition [নাওয়া, নাহা, নায়োন্] (ক্রিয়া) স্নান করা; গোসল করা; অবগাহন করা (আমার তখনও নাওয়া হয় নাই-আবুল মনসুর আহমদ; নাওনের কালে জড়ায়ে সে ধরে-মহীউদ্দিন)। □ (বিশেষ্য) স্নান। □ (বিশেষণ) স্নাত। নাওয়ানো (ক্রিয়া) স্নান বা অবগাহন করানো; গোসল করানো (দেশশুদ্ধ লোকের মাঝে গঙ্গা ঘাটে নাওয়ানো-হেম)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। নেয়ে ওঠা (ক্রিয়া) ১ স্নান করে ওঠা। ২ ঘর্মাক্তকলেবর হওয়া। ৩ (আলঙ্কারিক) কোনো কাজের দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) স্নান>; (তুলনীয়) (ব্রজবুলি) সিনান}
- Bengali Word নাক ১ English definition [নাক্] (বিশেষ্য) নাসিকা; নাসা; ঘ্রাণেন্দ্রিয়। নাক উঁচানো, নাক বাঁকানো (ক্রিয়া) (আলঙ্কারিক) ঘৃণা প্রকাশ করা; অবজ্ঞা প্রদর্শন করা; উন্নাসিক ভাব প্রকাশ করা। নাক-উঁচু (বিশেষণ) অন্য বস্তু বা ব্যক্তিকে সহজে গ্রাহ্যের মধ্যে আনে না এমন। নাক কড়াই (বিশেষ্য) মটরের মতো দেখতে নাকের সোনার গহনাবিশেষ। নাককাটা (বিশেষণ) ১ কর্তিত নাসিকা; ছিন্ন নাসা। ২ (আলঙ্কারিক) বেহায়া; লজ্জাহীন; নির্লজ্জ (কী নাককাটা ছেলে রে বাবা)। নাক কাটা (ক্রিয়া) (আলঙ্কারিক) লজ্জা দেওয়া; অপমানিত করা (চুরি করলো ছেলে, নাক কাটলো বাপের। নাক-কান কাটা (বিশেষণ) বেহায়া; নির্লজ্জ। নাক-কান কাটা যাওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) খুব অপমানিত হওয়া; সম্ভ্রম নষ্ট হওয়া। নাক-কান বুজে সহ্য করা (ক্রিয়া) (আলঙ্কারিক) অতিশয় কষ্ট বা অপমান বোধ করা সত্ত্বেও প্রতিবাদ না করা। নাক-কান-বোজা (ক্রিয়া) (আলঙ্কারিক) প্রতিবাদ বা অভিযোগ না করা (এত সব মিথ্যে কথা শুনেও কী করে নাক কান বুজে চুপ করে রইলে?)। নাক খোঁটা (ক্রিয়া) নাকের ভিতরে নখ দ্বারা চুলকানো (তার নাক খোঁটার অভ্যাস গেল না)। নাক গলানো (ক্রিয়া) (আলঙ্কারিক) অনধিকার চর্চা করা; পরের কাজে হস্তক্ষেপ করা (আমার পাঁঠার আমি মাথাই কাটি আর লেজই কাটি তুমি নাক গলাও কেন?)। নাকছাবি (বিশেষ্য) নাকের একপার্শ্বে পরার গহনা (নাকে নাকছাবি পায়েত ঝাঁজর-জসীমউদ্দীন)। নাক ঝাড়া (ক্রিয়া) নাক থেকে শ্লেষ্মা বের করে ফেলা। নাকঝামটা (বিশেষ্য) (আলঙ্কারিক) তিরস্কার। (তুলনীয়) মুখঝামটা। নাক টেপা (ক্রিয়া) (আলঙ্কারিক) ঘৃণা প্রকাশ করা; দেবার্চনার ভান করা। নাক ডাকা (ক্রিয়া) ঘুমন্ত অবস্থায় নাক থেকে শব্দ বের হওয়া; সশব্দ নিঃশ্বাস ফেলা। নাক তোলা (ক্রিয়া) (আলঙ্কারিক) অবজ্ঞার ভাব দেখানোর জন্য নাক কুঞ্চিত করা। নাক ফোঁড়ানো/ছেদানো, নাক বিঁধানো (বিশেষ্য) গহনা পরার জন্য নাকে ছিদ্র করা। □ (ক্রিয়া) পশুর নাকে দড়ি পরাবার জন্য ছিদ্র করা। □ (বিশেষণ) নাকে ছিদ্র করা হয়েছে এমন। নাক-ফোঁড়া বলদ (বিশেষ্য) ১ নাকে ছিদ্র করা হয়েছে এমন বলদ (নাক-ফোঁড়া বলদের মতো-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। নাক বাঁকানো (ক্রিয়া) (আলঙ্কারিক) ঘৃণার ভাব দেখানো; নাক সিটকানো। নাক বেঁধা (ক্রিয়াবিশেষণ) নাক ফোঁড়ানো (নাক-বেঁধা পশুর মতোই মনে হয় নিজেকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নাক মলা (ক্রিয়া) নাক মলে অন্যায় কোনো কাজ ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞা করা। নাক মলা কান মলা (ক্রিয়া) (আলঙ্কারিক) বিতৃষ্ণায় আর দুঃখে কোনো বিষয়ে প্রতিজ্ঞা করা। নাকসাট (বিশেষ্য) ১ নাক ঝাড়া। ২ নাকের শব্দ; নাকের গর্জন (বলিতে বলিতে বাঘা দাগা দিল গিয়া লেজটা নাচায়ে লম্ফে নাকসাট দিয়া-ঘনরাম চক্রবর্তী)। নাক সিটকানো (ক্রিয়া) (আলঙ্কারিক) নাসিকা কুঞ্চিত করে ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। নাকানি-চোবানি, নাকানি-চুবানি (বিশেষ্য) ১ নাকে মুখে জল প্রবেশ; জলে ডোবা বা নিমজ্জন। □ (ক্রিয়া) ১ অত্যন্ত হয়রান করা বা হওয়া যাতে নাকের জল ও চোখের জল এক হয় (টাকার সাগরে নাকানিচুবানি হয়েছে খুব-সৈয়দ হামজা)। ২ (আলঙ্কারিক) কাজের নিদারুণ চাপে নিঃশ্বাস ফেলার সময় না পাওয়া। নাকে কাঁদা, নাকে কান্না (বিশেষ্য) ১ নাকি সুরে কাঁদা (এই আবার নাকে কাঁদতে শুরু করলো)। ২ (আলঙ্কারিক) কৃত্রিম ক্রন্দন (ওসব নাকে কান্নায় মন ভিজবে না)। নাকে খত (বিশেষ্য) (আলঙ্কারিক) মাটিতে নাক ঘষে অন্যায় কোনো কাজ ভবিষ্যতে না করার অঙ্গীকার (ভূমে হাঁটু পাতি কেহ নাকে দেয় খত-ঘনরাম চক্রবর্তী)। নাকে-চোখে কথা, নাকে মুখে কথা (বিশেষ্য) বাচালতা। নাকে দড়ি দিয়ে ঘোরানো (ক্রিয়া) কাউকে নিজের আয়ত্তে এনে ইচ্ছেমতো কাজ করানো; নিজের খুশিতে কাউকে খাটানো। নাকে-মুখে গোঁজা (ক্রিয়া) তাড়াতাড়ি আহার করা। নাকে সরষের তেল দিয়ে ঘুমানো (ক্রিয়া) নিশ্চিন্ত হওয়া; নিরুদ্বেগ অবস্থায় দিন কাটনো। নাকের ওপর রেলগাড়ি (বিশেষ্য) খাঁদা নাক। নাকের জলে চোখের জলে এক হওয়া বা করা (ক্রিয়া) ভীষণ লাঞ্ছনা পাওয়া বা করা। নিজের নাক কেটে পরের যাত্রা করা (ক্রিয়া) নিজের যথেষ্ট ক্ষতি করেও পরের অনিষ্ট করা। {(তৎসম বা সংস্কৃত) নাসিকা; নক্র>নক্ক>নাক}
- Bengali Word নাক ২ English definition [নাক্] (বিশেষ্য) স্বর্গ; আকাশ; নভস্তল। {(তৎসম বা সংস্কৃত) ন+অক}
- Bengali Word নাকচ English definition [নকোচ্] (বিশেষণ) ১ রদ; রহিত; বর্জিত; বাতিল (এক কথায় তিনি তার আবেদন নাচক করে দিলেন)। ২ অব্যবহার্য; অকেজো। {(আরবি) নাকিস}
- Bengali Word নাকসাট (মধ্যযুগীয় বাংলা) English definition ⇒ নাক
- Bengali Word নাকা ১ English definition [নাকা] (বিশেষণ) নাসিকাজাত; খোনা; নাকি; অনুনাসিক উচ্চারণ; নাসিক্যবর্ণ ঙ, ঞঁ,-প্রভাবিত উচ্চারণে যে কথা বলে। {নাক+আ}
- Bengali Word নাকা ২, নাকাল, নাগাল, নাহাল English definition [নাকা, নাকাল্, নাগাল্, নাহাল্] (অব্যয়) মতো; সদৃশ; ন্যায় (তোমার নাকা কাজের লোক কোথায় পাওয়া যাবে)। {(আরবি) নকল}
- Bengali Word নাকানি চুবানি ১, নাকানি চোবানি English definition ⇒ নাক১
- Bengali Word নাকারচি English definition [নাকর্চি] (বিশেষ্য) ঢুলি; ঢোলবাদক। {(আরবি) নককার+ তুর্কি চী}
- Bengali Word নাকারা, নাকাড়া English definition [নাকারা, নাকাড়া] (বিশেষ্য) ঢাকজাতীয় বাদ্যযন্ত্র (বিনা মেঘে বজ্ররবের মত উঠল বেজে কাড়া-নাকাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। নাকারাখানা (বিশেষ্য) ঢাক জাতীয় বাদ্যযন্ত্র যে স্থানে রাখা হয় (নাকরাখান নবৎ বাজল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) নককারাহ}
- Bengali Word নাকাল English definition [নাকাল্] (বিশেষণ) ১ ক্লান্ত; শ্রান্ত (গুরু উরু ভারে তনু নাকাল-কাজী নজরুল ইসলাম)। ২ হয়রান (তিনি নাকাল হইয়াছেন-রাজশেখর বসু (পরশু))। ৩ বিব্রত (তারই জোরে তিনি স্বামীকে এতটা নাকাল করতেন-ডাঃ লুৎফর রহমান)। ৪ নিগৃহীত (অত্যন্ত নাকাল হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ জব্দ (শেয়াল এমন নাকাল আর কখনো হয়নি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ধকল; নাকানিচুবানি (কর্তার বের নাকালটা বিস্তারিত করিয়া বল দেখি-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। {(আরবি) নাকাল}
- Bengali Word নাকাড়া English definition ⇒ নাকারা
- Bengali Word নাকি ১, নাকী(বিরল) English definition [নাকি] (বিশেষণ) নাক থেকে উচ্চারিত; নাসিকাজাত; অনুনাসিক; খোনা (নাকি সুরে কথা)। নাকি কান্না (বিশেষ্য) ১ খোনা সুরে কাঁদা। ২ মায়াকান্না; কৃত্রিম ক্রন্দন। {নাক+ই}
- Bengali Word নাকি ২ English definition [নাকি] (অব্যয়) সন্দেহ অনুমান প্রশ্ন প্রভৃতি ভাবসূচক (পাগল নাকি?)। {(তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) কিংনু}
- Bengali Word নাকিস English definition ⇒ নাকেস
- Bengali Word নাকী English definition ⇒ নাকি১
- Bengali Word নাকুয়া, নাকু English definition [নাকুয়া, নাকু] (বিশেষণ) ১ নাকযুক্ত; উন্নতনাসিক। ২ অনুনাসিক (নাকুয়া কথা)। ৩ যে নাকি সুরে কথা বলে (নাকুয়া লোক)। {নাক+উয়া্}
- Bengali Word নাকেস, নাকিস English definition [নাকেশ্, নাকিশ্] (বিশেষ্য) ১ অঙ্গহীন; অসম্পূর্ণ। ২ অভাববিশিষ্ট। ৩ মুল্যহীন। নাকেস আকেল (বিশেষণ) অল্পবুদ্ধি; বোকা (তারা নাকেস আকেল-আবুল মনসুর আহমদ)। {(আরবি) নাকিস}
- Bengali Word নাক্ষত্র, নাক্ষত্রিক English definition [নাক্খোত্ত্রো, নাক্খোত্ত্রিক্] (বিশেষণ) ১ নক্ষত্রসংক্রান্ত; তারকা সম্বন্ধীয়। ২ নক্ষত্রের গতিবিধি দিয়ে নির্ধারিত (নাক্ষত্র বৎসর)। নাক্ষত্রিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নক্ষত্র+অ(অণ্), ইক(ঠঞ্)}
- Bengali Word নাকড়া, নাকড়াখানা, নাকরা, নাকরাখানা English definition ⇒ নাকারা