ন পৃষ্ঠা ২০
- Bengali Word নাগলতা, নাগলোক, নাগসিন্দুর English definition ⇒ নাগ২
- Bengali Word নাগা ১ English definition [নাগা] (বিশেষ্য) ১ উলঙ্গ সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। ২ ভারতের পর্বতবিশেষ। ৩ নাগা পর্বতবাসী জাতিবিশেষ। ৪ (মধ্যযুগীয় বাংলা) আটক (যখন পাকিবে খন্দ পাতিবে বিষম দ্বন্দ্ব দরিদ্রের ধানে দিবে নাগা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নগ্ন>}
- Bengali Word নাগাত, নাগাদ, লাগায়েৎ English definition [নাগাত্, নাগাদ্, লাগায়েত্] (অব্যয়) ১ হতে; থেকে (সোমবার নাগাত জ্বর)। ২ পর্যন্ত; অবধি (ঢাকা নাগাদ যাব; সন্ধ্যা লাগয়েৎ শক্তি পাইতে পারি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।ইস্তক নাগাত (অব্যয়) আগাগোড়া; আদ্যন্ত; প্রথম থেকে শেষ অবধি। {(আরবি) লাগায়াত}
- Bengali Word নাগাধিপ, নাগাধিপতি English definition [নাগাধিপ্, নাগধিপোতি] (বিশেষ্য) ১ নাগরাজ। ২ ঐরাবত। {(তৎসম বা সংস্কৃত) নাগ+অধিপ, অধিপতি}
- Bengali Word নাগাধিপা English definition [নাগাধিপা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মনসা। {(তৎসম বা সংস্কৃত) নাগ+অধিপা}
- Bengali Word নাগান্তক English definition [নাগান্তক্] (বিশেষ্য) ১ সর্পভুক; গরুড়। ২ ময়ূর। ৩ সিংহ। {(তৎসম বা সংস্কৃত) নাগ+অন্তক; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নাগারা English definition ⇒ নাকারা ও নাগরা২
- Bengali Word নাগাল English definition [নাগাল্] (বিশেষ্য) সামীপ্য; সংস্পর্শ; নৈকট্য (বিবেকের জ্ঞান যার পেল না নাগাল-রখা)। নাগাল পাওয়া (ক্রিয়া) ১ নৈকট্য লাভ করা (তার নাগাল পাওয়া ভার)। ২ আপন হিসাবে পাওয়া (বন্ধুর নাগাল পেলাম না-গান)। {(ফারসি) নাগূল অথবা (বাংলা) লাগ ((তৎসম বা সংস্কৃত) লগ্ন>লগ্গ>লাগ)>নাগ+আল=নাগাল}
- Bengali Word নাগাড়, লাগাড় (বিরল) English definition [নাগাড়্, লাগাড়্] (বিশেষণ) ১ বিরতিহীন; অবিরাম; একটানা (নাগাড় দশ দিন বৃষ্টি)। ২ অবিশ্রান্ততা; ক্রম (তবু দাওয়াতের নাগাড় মরিত না-আবুল মনসুর আহমদ)। নাগাড়ে (ক্রিয়াবিশেষণ) অবিশ্রান্তভাবে; ক্রমাগত; বিরামহীনভাবে; লাগাতার (এক নাগাড়ে দিন পনের কেটে গেল-মুহম্মদ আবদুল হাই)। {লাগা(=নাগ)+আড়}
- Bengali Word নাগিনী, নাগী English definition ⇒ নাগ২
- Bengali Word নাগেন্দ্র English definition [নাগেন্দ্রো] (বিশেষ্য) ১ নাগরাজ; ঐরাবত। ২ সর্পরাজ; অনন্ত নাগ; বাসুকি। {(তৎসম বা সংস্কৃত) নাগ+ইন্দ্র; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নাগেশ English definition [নাগেশ্] (বিশেষ্য) ১ নাগরাজ। ২ সর্পরাজ; অনন্ত নাগ; বাসুকি।{(তৎসম বা সংস্কৃত) নাগ+ইন্দ্র; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নাগেশ ২ English definition [নাগেশ্] (বিশেষ্য) ১ নাগরাজ। ২ সর্পরাজ অনন্ত বা বাসুকি। ৩ শিবলিঙ্গ। ৪ বিখ্যাত বৈয়াকরণ। {(তৎসম বা সংস্কৃত) নাগ+ঈশ’; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নাগেশ্বর English definition ⇒ নাগ২
- Bengali Word নাগড়া English definition ⇒ নাগরা১ ও নাগরি
- Bengali Word নাঙ English definition ⇒ নাং
- Bengali Word নাঙল English definition ⇒ লাঙল
- Bengali Word নাঙ্গা, নাঙা English definition [নাঙ্গা, নাঙা] (বিশেষণ) ১ নগ্ন; উলঙ্গ; (নাংগা তলোয়ার চমকিয়া উঠে ঝক্ঝক্-হবীবুল্লাহ বাহার)। ২ খোলা; অনাবৃত (ফরিয়াদ করে আকাশে তুলিয়া নাঙ্গা শির-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নগ্ন>}
- Bengali Word নাচ ১ English definition ⇒ নাছ
- Bengali Word নাচ ২ English definition [নাচ্] (বিশেষ্য) ১ নর্তন; নৃত্য; ললিত অঙ্গভঙ্গি। ২ হাস্যকর অঙ্গভঙ্গি; লম্ফ; ঝম্প; লাফালাফি; চাঞ্চল্য। নাচওয়ালি/ওয়ালী (বিশেষ্য) নর্তকী; বাইজি। নাচঘর (বিশেষ্য) যে স্থানে নাচা হয়; নৃত্যশালা; রঙ্গমঞ্চ। নাচন (বিশেষ্য) ১ নৃত্য; নৃত্যকরণ (খোকার নাচন)। ২ হাস্যকর অঙ্গভঙ্গি। নাচন-কোঁদন (বিশেষ্য) নাচা ও লাফালাফি; আস্ফালন। নাচুনি, নাচুনী, নাচনী (বিশেষ্য), (বিশেষণ) ১ নর্তকী; নৃত্যে পটু; নৃত্যকারিণী (ইন্দ্রের নাচনী তায় যৌবনগর্বিণী-ঘনরাম চক্রবর্তী; হায়! চতুরা নাচুনীরা-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ২ যে মেয়ে সহজেই উল্লসিত হয়ে ওঠে (নাচুনি বুড়ি)। নাচিয়ে (বিশেষণ) নাচে এমন; নৃত্যকারী (মৃদঙ্গের তাল পেলে নাচিয়ে বুড়ীকে ঠেকানো যায় না-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষ্য) নর্তক। নাচুনে (বিশেষণ) নাচে এমন; নৃত্যকারী। নাচতে গিয়ে ঘোমটা-কপট বা বৃথা লজ্জা। নাচতে না জানলে উঠান বাঁকা-নিজের অপটুতা ও অজ্ঞতার জন্য অন্যের উপর দোষারোপ। {(তৎসম বা সংস্কৃত) নৃত্য> (প্রাকৃত) ণচ্চ>}