ন পৃষ্ঠা ২২
- Bengali Word নাজিল English definition ⇒ নাজেল
- Bengali Word নাজীর English definition ⇒ নাজির
- Bengali Word নাজুক ১, নাযুক English definition [নাজুক্] (বিশেষণ) ১ সুকুমার; রম্য; পেলব; আঘাত সহ্য করতে পারে না এমন (হাজার নাজুক কুমারীর মুখ ভাসায়ে লহুর স্রোতে-ফররুখ আহমদ)। ২ সহজেই বিগড়ে যেতে পারে এমন; সঙ্গিন (নাজুক অবস্থা)। ৩ সূক্ষ্ম; ভঙ্গুর। {(ফারসি) নাজুক্}
- Bengali Word নাজুক ২ English definition [নাজুক] (বিশেষণ) লাজুক; সংবেদনশীল। {লাজুক>}
- Bengali Word নাজেল, নাজিল, নাযিল English definition [নাজেল্, নাজিল্, নাযিল] (বিশেষ্য) অবতরণ (আয়াতটি নাজেল হওয়া-মআখাঁ)। □ (বিশেষণ) অবতীর্ণ; উপস্থিত; আবির্ভাব (হযরত মুহম্মদের উপর নাযিল হয়েছিল-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। {(আরবি) নাজিল}
- Bengali Word নাজেহাল English definition [নাজেহাল্] (বিশেষণ) ১ হয়রান; পেরেশান; নাকাল; জব্দ (প্রজাকে নাজেহাল করতে চাও তো কর উচ্ছেদের মামলা-প্রথম চৌধুরী)। ২ অতিশয় লাঞ্ছিত বা বিপন্ন (নাজেহাল বদহাল করে একেবারে গঙ্গা পার করে দেওয়া তাঁর ইচ্ছা-মীর মশাররফ হোসেন)। ৩ দুর্দশাগ্রস্ত (আমীর ওমরাহ্ সাবইকে সে করছে নাজেহাল-আকবরউদ্দীন)। {(ফারসি) নাজুক; (আরবি) হাল}
- Bengali Word নাঞি, নাঞী (মধ্যযুগীয় বাংলা) English definition [নায়িঁ] (অব্যয়) নাই; নেই; না। {(তৎসম বা সংস্কৃত) নাহিঁ>}
- Bengali Word নাঞ্ছন English definition [নান্ছন্] (বিশেষ্য) লাঞ্ছন; গীবত; নির্যাতন (কাল নাঞ্ছন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) লাঞ্ছন>}
- Bengali Word নাট ১ English definition [নাট্] (বিশেষ্য) ১ নৃত্য; নাচ (বিশ্রাম দিবস আট, শুন গীত দেখ নাট, আসরে করহ অধিষ্ঠান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ অভিনয়; নাট্য প্রদর্শন (নবীন তরঙ্গ তুলে করচ কত নাট-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৩ রঙ্গ; কৌতুক। ৪ রঙ্গমঞ্চ; অভিনয়ের স্থান; প্রেক্ষাগৃহ (‘ধন্য হরি ভাবের নাটে, ধন্য হরি রাজ্যপাটে’)। নাটমন্দির (বিশেষ্য) মন্দির সংলগ্ন গৃত্যগীতোৎসবের গৃহ বা প্রশস্ত স্থান। নাটমহল (বিশেষ্য) রঙ্গালয়; নাট্যশালা। নাটে গুরু (বিশেষ্য) অভিনয়ের আচার্য। ২ (ব্যঙ্গার্থ) প্ররোচক; অনিষ্টের মূল। {(তৎসম বা সংস্কৃত) √নট্+অ(ঘঞ্)}
- Bengali Word নাট ২ (বিরল) English definition [নাট্] (বিশেষ্য) ভাঁজ-ভাঙা ও এলোমেলো; মলিন; লাট (নূতন কাপড় নাট করলে ফেরত নেবে না)। {(তৎসম বা সংস্কৃত) নষ্ট>}
- Bengali Word নাটক English definition [নাটোক্] (বিশেষ্য) ১ অভিনয় উপযোগী রচনা; দৃশ্যকাব্য। ২ অভিনেতা। □ (বিশেষণ) নর্তক (নাচিছে নাটক গাহিছে গায়ক-ভারতচন্দ্র রায়গুণাকর)। নাটকী (স্ত্রীলিঙ্গ)। নাটকিত (বিশেষণ) নাটক আকারে রচিত। নাটকীয় (বিশেষণ) ১ নাটকোচিত; নাটকসুলভ (নাটকীয় ভঙ্গি)। ২ নাটক সম্পর্কিত। ৩ কৃত্রিম হাবভাব-যুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √নট্+অক(ণ্বুল্)}
- Bengali Word নাটা ১ English definition [নাটা] (বিশেষ্য) কাঁটাগাছের গোলাকার ক্ষুদ্র ক্ষুদ্র ফলবিশেষ; করঞ্জা ফল। {(তৎসম বা সংস্কৃত) লতাকরঞ্জ>}
- Bengali Word নাটা ২ English definition [নাটা] (বিশেষণ) ১ খাটো; বেঁটে। ২ বর্তুলাকার (ছুঁচোল মুখ, নাটা চোখ দেখে এতক্ষণে রিদয় বুঝলে এটা শেয়াল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নত>}
- Bengali Word নাটা ৩, নাটাই English definition [নাটা, নাটাই] (বিশেষ্য) যে চরকিতে বা শলাকায় সুতা জড়ানো হয় (বুকে বাণ বাজিয়া নাটাই হেন ঘুরে-কৃত্তিবাস ওঝা)। নাটানো (ক্রিয়া) ১ নাটাইতে সুতা জড়ানো। ২ নাটাইয়ের মতো ঘুরপাক খাওয়া। ৩ ক্লান্ত হওয়া; নাট খাওয়া। {(তৎসম বা সংস্কৃত) নর্তকী> (প্রাকৃত) ণট্টঈ>}
- Bengali Word নাটাপাচা, ন্যাটাপ্যাচা English definition [নাটাপাচা, ন্যাটাপ্যাচা] (বিশেষণ) শিথিল ও বিশৃঙ্খল অবস্থাযুক্ত; অবসন্ন। {নাটা+প্যাঁচ>}
- Bengali Word নাটিকা English definition [নাটিকা] (বিশেষ্য) ১ ক্ষুদ্র নাটক। ২ নর্তকী; নাটকারিণী। নাটিত (বিশেষণ) ১ অভিনীত। ২ নাচানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নাটক+আ(টাপ্)}
- Bengali Word নাটুকে English definition [নাটুকে] (বিশেষণ) ১ নাটক-রচয়িতা; নাট্যকার (নাটুকে রামনারায়ণ)। ২ নাটকীয়। নাটুকেপনা (বিশেষ্য) অভিনেত্রীসুলভ হাবভাব। {(তৎসম বা সংস্কৃত) নাটক+ (বাংলা) ইয়া>নাটুকে}
- Bengali Word নাটুয়া, নাটোয়া English definition [নাটুয়া, নাটোয়া] (বিশেষ্য), (বিশেষণ) নট; অভিনেতা; নর্তক। {(তৎসম বা সংস্কৃত) নাট+ (বাংলা) উয়া}
- Bengali Word নাটের গুরু English definition ⇒ নাট১
- Bengali Word নাট্য English definition [নাট্টো] (বিশেষ্য) ১ নাচ; গান; বাজনা। ২ অভিনয়; নাট্যপ্রদর্শন। ৩ নৃত্য। ৪ নাটক। নাট্যকলা (বিশেষ্য) নাচ গান বাজনার বিদ্যা; অভিনয় বিদ্যা; নট হওয়ার বিদ্যা। নাট্যকার (বিশেষ্য) নাটক লেখক। নাট্যমন্দির, নাট্যরঙ্গ, নাট্যশালা, নাট্যগৃহ (বিশেষ্য) নাচঘর; রঙ্গমঞ্চ; রঙ্গালয়; থিয়েটার; প্রেক্ষাগৃহ। নাট্যচার্য (বিশেষ্য) অভিনয় শিক্ষার গুরু। নাট্যাভিনয় (বিশেষ্য) নাটকের অভিনয়। {(তৎসম বা সংস্কৃত) নট+য(ঞ্য)}