ন পৃষ্ঠা ২৫
- Bengali Word নাপ্পি, ঙাপ্পি, নাপফি-পোঁচা English definition [নাপ্পি, ঙাপ্পি, নাপ্ফি-পোঁচা] (বিশেষ্য) বাংলাদেশের পাহাড়িদের ও বার্মার অধিবাসীদের ব্যবহার্য তীব্র গন্ধযুক্ত চাটনি জাতীয় খাবার-ছোটো ছোটো মাছ, বিশেষত খোসা-ছাড়ানো চিংড়ি মাছের সাথে নানা রকম মশলা মিশিয়ে এটি তৈরি করা হয়। {বর্মি.}
- Bengali Word নাফরমান English definition [নাফর্মান্] (বিশেষণ) অবাধ্য; আদেশ অমান্যকারী; ফরমান অমান্যকারী; ঈশ্বরের আদেশ লঙ্ঘনকারী। নাফরমানি, নাফরমানী (বিশেষ্য) অবাধ্যতা; আদেশ অমান্যকরণ (আল্লারে পাওয়া যায় না করিয়া তাঁহার নাফরমানি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) না+ফরমান}
- Bengali Word নাফরা English definition [নাফ্রা] (বিশেষ্য) কুমড়া ইত্যাদি দিয়ে প্রস্তুত লাবড়া জাতীয় তরকারি (প্রভু বলে বিস্তর, নাফরা মোরে দেহ-বৃব)। {লাবড়া>}
- Bengali Word নাফা English definition [নাফা] (বিশেষ্য) ১ লাভ; মুনাফা। ২ উপকার। {(আরবি) নফা}
- Bengali Word নাফানী (মধ্যযুগীয় বাংলা) English definition [নাফানি] যৌবনগর্বিতা (সে বলে নাফানী আলা না জান আপনা, চাঁদে দেখি দেখিয়াছি তোর সতীপনা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) লম্ফন>লাফানি>}
- Bengali Word নাব ১ English definition [নাবো] (বিশেষ্য) নৌকা; নাও (নাব ডোলাব অহীরে-বিদ্যাপতি)। {(ফারসি) নাব; (তৎসম বা সংস্কৃত) নৌ}
- Bengali Word নাব ২(আঞ্চলিক) English definition [নাবো] (ক্রিয়া) অবতরণ করো। {নামো>}
- Bengali Word নাবতাক্ষেণী English definition [নাব্তাক্খেনি] (বিশেষ্য) জাহাজ নির্মাণের স্থান। {নাব+তাক্ষেণী/তষণ+ঈ}
- Bengali Word নাবাই(আঞ্চলিক) English definition [নাবাই] (বিশেষ্য) ১ অবতরন; নিম্নে গমন (পাহাড় পর্বত চড়াই নাবাই গাছপালা ঘন কুয়াশায় জাপসা হয়ে মিলিয়ে গেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ জলস্রোতের ভাটির দিক; নদীর প্রবাহের সম্মুখের দিক। উজান বিপরীতার্থক শব্দ। ((তুলনীয়) চড়াই উৎরাই)। {নামা>নাবা+ই}
- Bengali Word নাবাধ্যক্ষ English definition [নাবাদ্ধোক্খো] (বিশেষ্য) নৌসৈন্যর অধ্যক্ষ। {(তৎসম বা সংস্কৃত) নৌ+অধ্যক্ষ}
- Bengali Word নাবাল English definition [নাবাল্] (বিশেষণ) নিচু; নিম্ন (একটা নাবাল জমির ধারে ঝুরি বিশাল বটগাছ চারিধারে ঝুরি গাড়িয়া বসিয়া আছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষ্য) নিম্নগামী; ঢালু। {(তৎসম বা সংস্কৃত) নিম্নতল>নামাল>}
- Bengali Word নাবালক, নাবালিগ, নাবালেগ English definition [নাবালাক্, নাবালিগ্, নাবালেগ্] (বিশেষণ) অপ্রাপ্তবয়স্ক; আইন অনুসারে ১৮ বছরের কম বয়স্ক; minor (নাবালেগের অভিভাবকরা সচরাচর যা করে থাকেনবোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। নাবালিকা, নাবালেগ (স্ত্রীলিঙ্গ)। বিপরীতার্থক শব্দ সাবালক, সাবালিগ। {(ফারসি) নাবালিগ}
- Bengali Word নাবি, নাবী English definition [নাবি] (বিশেষ্য) ১ বিলম্বে জাত; দেরিতে হয় এমন; যথাসময়ের পরে জাত; বিলম্বিত (নাবি ক্ষেতে আজো জাগে নাই শীর্ষ শিশু সব চারা তারবন্দে আলী মিয়া)। ২ নৌকার সারি; জাহাজের বহর। {(তৎসম বা সংস্কৃত) √নম্>নামা>নাব+ই, ঈ}
- Bengali Word নাবিক English definition [নাবিক্] (বিশেষ্য) ১ নৌকা, জাহাজ প্রভৃতির চালক; দাঁড়ি-মাঝি; কর্ণধার (নাবিকেরা তরী তীর লগ্ন করিলে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ সমুদ্রযাত্রায় অভিজ্ঞ ব্যক্তি। ৩ নৌসংক্রান্ত; নৌবিষয়ক। নাবিকবিদ্যা (বিশেষ্য) নৌচালনা বিদ্যা; জাহাজ প্রভৃতি জলযান চালানো বিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) নৌ+ইক(ঠক্)}
- Bengali Word নাবী English definition ⇒ নাবি
- Bengali Word নাবুদ English definition [নাবুদ্] (বিশেষণ) অস্তিত্বহীন; ফওত; ধ্বংস। নাস্তানাবুদ, নেস্তনাবুদ ⇒ নাস্তানাবুদ। {(ফারসি) নাবুদ}
- Bengali Word নাবুড়ি English definition [নাবুড়ি] (বিশেষ্য) ১ নাবড়ের স্বভাব বা প্রকৃতি। ২ শঠতা; দুষ্টামি ও নষ্টামি। ৩ কুপরামর্শ; অনিষ্ট চিন্তা সঙ্কেত নাবুড়ি কিন্তু নমিছে কোটানো-ঘনরাম চক্রবর্তী)। {নাবড়+ই>}
- Bengali Word নাবুড়ি English definition ⇒ নাবড়
- Bengali Word নাব্য ১ English definition [নাব্বো] (বিশেষণ) ১ নৌকা জাহাজ ইত্যাদি চালানোর পক্ষে যোগ্য বা অনুকূল; navigable। ২ নৌকা দ্বারা উত্তরণযোগ্য (নাব্য নদী)। {(তৎসম বা সংস্কৃত) নৌ+য=নাব্য}
- Bengali Word নাব্য ২ English definition [নাব্বো] (বিশেষণ) নূতনত্ব। {নব+য(ষ্যঞ্)}