ন পৃষ্ঠা ২৩
- Bengali Word নাত ১, না’ত English definition [নাত্] (বিশেষ্য) ১ হজরত মুহম্মদের (সা.) প্রশংসা। ২ নবির প্রশস্তি-গান। ৩ প্রশস্তি (জাগিবে মানুষ দিকে দিগন্তে গাহি জীবনের নাত-জসীমউদ্দীন)। {(আরবি) নাৎ}
- Bengali Word নাত ২ English definition [নাত্] (বিশেষ্য) নাতি; পৌত্র; দৌহিত্র (নাত-বউ)।
- Bengali Word নাতক English definition [নাতোক্] (বিশেষ্য) গ্রেপ্তারের হুকুম। {(আরবি) নাতক্}
- Bengali Word নাতজামাই, নাতবৌ English definition ⇒ নাতি১
- Bengali Word নাতান, নাতন, নাতোয়ান English definition [নাতান্, নাতোন্, নাতোয়ান্] (বিশেষণ) ধনী; দরিদ্র। □ (বিশেষ্য) অক্ষমতা। ২ জমিদারের খাজনা দিতে অপারগতা (আমি খাস তালুকের প্রজা, আমি কখন নাতান কখন সাতান-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। {(ফারসি) নাতুয়ান}
- Bengali Word নাতি ১, নাতী English definition [নাতি] (বিশেষ্য) পুত্র বা কন্যার ছেলে; দৌহিত্র (অশুদ্ধ প্রয়োগে পৌত্র>পুতি)। নাতনি, নাতনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পুত্র বা কন্যার মেয়ে; পৌত্রী বা দৌহিত্রী (তরুণী নাৎনীর তাতে মাতামহী হাত সেঁকে নেন-বুদ্ধদেব বসু)। নাতি জামাই, নাতজামাই (বিশেষ্য) নাতনির স্বামী। নাতি-নাতকুর (বিশেষ্য) পৌত্র প্রপৌত্র দৌহিত্র ও তার সন্তান (সে বাড়ীতে জামাই, ঝি, নাতীনাৎকুর সকলেই আসতে পারবে-মীর মশাররফ হোসেন)। নাতি-নাতনি (বিশেষ্য) পুত্র বা কন্যার ছেলেমেয়ে। নাতিবৌ, নাতবৌ (বিশেষ্য) নাতির স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) নপ্তৃ> (প্রাকৃত) নত্তি>}
- Bengali Word নাতি ২ English definition [নাতি] (বিশেষণ) ন অতি; বেশি নয়; অল্প; অনধিক; অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় (নাতিদীর্ঘ)। নাতিখর্ব (বিশেষণ) খুব বেঁটে নয়। নাতিতীক্ষ্ণ (বিশেষণ) বেশি তীক্ষ্ণ নয় এমন (দুচারটি নাতিতীক্ষ্ণ বাক্যবাণ-রাজশেখর বসু (পরশু))। নাতিদীর্ঘ (বিশেষণ) খুব দীর্ঘ বা ঢেঙ্গা নয়। নাতিদূর (বিশেষণ) বেশি দূর নয়। নাতিশীতোষ্ণ (বিশেষণ) বেশি ঠাণ্ডাও নয় গরমও নয় এরূপ; বসন্তকালের মতো (নাতিশীতোষ্ণ অঞ্চল)। নাতিশীতোষ্ণ মণ্ডল (বিশেষ্য) উত্তর বা দক্ষিণ হিমমণ্ডল ও গ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী স্থান যেখানে ঠাণ্ডা বা গরম কোনোটাই বেশি নয়; temperate zone। নাতিস্থূল (বিশেষণ) বেশি মোটা নয় এরূপ। নাতিহ্রস্ব (বিশেষণ) বেশি খাটো নয় এরূপ। {(তৎসম বা সংস্কৃত) ন+অতি}
- Bengali Word নাতী, নাতীনাৎকুর English definition ⇒ নাতি১
- Bengali Word নাথ ১ English definition [নাথ্] (বিশেষ্য) ১ স্বামী; প্রভু; অধিপতি (জগন্নাথ)। ২ রক্ষাকর্তা; পালনকর্তা; পালক; রক্ষক (অনাথের নাথ)। ৩ হিন্দু সম্প্রদায়ের উপাধিবিশেষ। নাথবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে নারীর স্বামী আছে; সধবা। নাথবান (বিশেষণ) প্রভু বা রক্ষক আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √নাথ্+অ(অচ্)}
- Bengali Word নাথ ২ English definition [নাথ্] (বিশেষ্য) নাকের দড়ি; নাঁকফোঁড়া রশি। নাথহরি (বিশেষ্য) নাকফোঁড়ার যোগ্য পশু। {(তৎসম বা সংস্কৃত) নস্ত(নাক)>}
- Bengali Word নাথা ১ (মধ্যযুগীয় বাংলা) English definition [নাথা] (বিশেষ্য) পাত্রাদি মার্জনা করার ছিন্ন বস্ত্রখণ্ড; ময়লা ভেজা নেকড়া (সে মোহোর ঘৃতভাণ্ডের নাথা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) নক্তক>}
- Bengali Word নাথা ২, নাথি, নাথী English definition [নাথা, নাথি, নাথী] (বিশেষ্য) লাথি; পদাঘাত। নাথানোথা, নাথানুথা (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) লাথি, কিল, চাপড় ইত্যাদি (প্রাণভয়ে দ্বিজগণ দেখায় পইতা পরানে না মারে দানা মারে নাথানোথা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; নাথানুথা কিলগুঁতা হিড়িক জুতার-ঘনরাম চক্রবর্তী)। {লাথি>}
- Bengali Word নাদ ১ English definition [নাদ্] (বিশেষ্য) ১ গর্জন (বজ্রনাদ)। ২ শব্দ; রব (প্রাণ আকুল ভৈল বাঁশীর নাঁদে-বড়ু চণ্ডীদাস)। ৩ উচ্চমধুর ধ্বনি (বংশীনাদ)। নাদবিন্দু (বিশেষ্য) চন্দ্রবিন্দু। নাদিত (বিশেষণ) ধ্বনিত; শব্দিত; নিনাদিত। নাদী(-দিন্) (বিশেষণ) ১ গর্জন করে এমন; গর্জনকারী। ২ ধ্বনি করে এমন; শব্দকারী। নাদিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √নদ্+অ(ঘঞ্)}
- Bengali Word নাদ ২ English definition ⇒ লাদ
- Bengali Word নাদন, নাদনা English definition [নাদোন্, নাদ্না] (বিশেষ্য) ১ মোটা লাঠি বা খুঁটি (নাদনাটা ঘাড়ে করে নাও)। ২ মোটা লাঠির প্রহার (দুই জনে যা জাবনা পায়, দশগুণ তার নাদনা খায়-কাজী নজরুল ইসলাম)। নাদনবাড়ি (বিশেষ্য) মোটা লাঠি। {(তৎসম বা সংস্কৃত) নদ্ধ>}
- Bengali Word নাদনি English definition [নাদ্নি] (বিশেষ্য) একপ্রকার বোঝাই নৌকা। {(হিন্দি) লাদনা, লাদনী}
- Bengali Word নাদা ১ English definition [নাদা] (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) গর্জন করা; ভীষণ জোরে শব্দ করা (নাদে কাদম্বিনী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নাদ+আ>}
- Bengali Word নাদা ২, নান্দ (মধ্যযুগীয় বাংলা) নান্দা English definition [নাদা, নান্দো, নান্দা] (বিশেষ্য) ১ বড় জ্বালা; গামলা; বিরাট পাত্রবিশেষ (এক বৃহৎকায় বৃষ আসিয়া কলুর বলদের সেই খোল বিচালি পরিপূর্ণ নাদায় মুখ দিয়া জাবনা খাইতেছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ পেট মোটা ফাঁদালো মুখ পুরু কলস (নান্দে নান্দে মদ্যপান গঙ্গার গভরে-বৃন্দাবন দাস)। নাদাপেটা (বিশেষ্য), (বিশেষণ) যার পেট জালার মতো; বিশ্রীভাবে পেটমোটা। নাদাপেটী (স্ত্রীলিঙ্গ)। নাদাপেটা হাঁদারাম (বিশেষ্য) যেমন মোটা পেট তেমন মোটা বুদ্ধি; কিম্ভূতকিমাকার। {(তৎসম বা সংস্কৃত) নন্দা>}
- Bengali Word নাদান English definition [নাদান্] (বিশেষণ) বোকা; নির্বোধ; অজ্ঞান; অবুঝ (নাদান লাড়কি মেরা নাহি জানে ভালো বুরা, না বুঝিয়া করিল তকসির-সৈয়দ হামজা; কাপড়চোপড় দেখে বড়ই নাদান বলে মনে হয়-আসকার ইবনে শাইখ)। নাদানি (বিশেষ্য)। {(ফারসি) নাদান}
- Bengali Word নাদি English definition ⇒ লাদ