ন পৃষ্ঠা ২৬
- Bengali Word নাবড়((মদ্যযুগীয় বাংলা) ) English definition [নাবোড়্] (বিশেষণ) শঠ; ধূর্ত (ঠক, ঠেঁটা, নাবড় ছেবড় লোকে রটে-ঘনরাম চক্রবর্তী)। নাবড়ি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) লম্পট>}
- Bengali Word নাভি English definition [নাভি] (বিশেষ্য) ১ উদরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্ষুদ্র আবর্ত; নাই (আঞ্চলিক); নাড়ি নাড়ি কাটার চিহ্নযুক্ত স্থান। ২ চাকার মাঝের অংশ বা হাঁড়ি। নাভিকণ্টক, নাভিগোলক (বিশেষ্য) আবর্ত; গোঁড়। নাভিকমল, নাভিপদ্ম (বিশেষ্য) ১ পদ্মের মতো নাভি। ২ নাভির মধ্যস্থ তৃতীয় চক্র; মণিপুর চক্র। নাভিকূপ (বিশেষ্য) নাভিস্থল; নাভিদেশ। নাভিচক্র (বিশেষ্য) নাভিতে অবস্থিত মণিপুর চক্র। নাভিচ্ছেদ (বিশেষ্য) সদ্যোজাত শিশুর নড়ি কাটা। নাভিপুট (বিশেষ্য) নাভিমূল; গোঁড়; নাভিকুণ্ডল (দেখিনু বধূলো নাভিপুটে তোর ফুটেছে পদ্মফুল-সত্যেন্দ্রনাথ দত্ত)। নাভিশ্বাস (বিশেষ্য) মৃত্যুকালীন নাভিদেশ থেকে ঊর্ধ্ব দিকে শ্বাসের টান; শেষ অবস্থা; মুমূর্ষু অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) √নহ্+ই(ইঞ্)}
- Bengali Word নাম English definition [নাম্] (বিশেষ্য) ১ যে শব্দ দ্বারা কোনো বস্তু বা ব্যক্তিকে নির্ধারণ করা যায়; আখ্যা; অভিধা; সংজ্ঞা (জিনিসের নাম; তার নাম কি?)। ২ খ্যাতি; প্রসিদ্ধি; যশ (নামডাক, দেশে তার বেশ নাম আছে)। ৩ উল্লেখ। ৪ পরিচয় (নামহীন)। ৫ উপাস্যের নাম (নাম জপা)। ৬ প্রতিপত্তি (দাদার নামে চলে গেলে)। ৭ দোহাই; শপথ (খোদার নামে বলছি)। ৮ অজুহাত (কাজের নামে)। ৯ যৎসামান্য; অতি অল্প (নামমাত্র মূল্য দিয়েছি)। ১০ শব্দমাত্র (নামেই নেতা)। ১১ বাহ্য পরিচয় (নামেই সব, কাজে কিছু না)। ১২ বিভক্তিহীন শব্দ; প্রাতিপাদিক। নামকরণ (বিশেষ্য) ১ নবজাত শিশুর একাদশ বা দ্বাদশ দিনে নাম রাখার সংস্কার বিশেষ। ২ আখ্যান; নামপ্রদান। নাম করা (ক্রিয়া) ১ নাম নেওয়া; নাম স্মরণ বা উল্লেখ করা। ২ নাম জপ করা। ৩ খ্যাতি অর্জন করা (লেখাপড়ায় নাম করেছে)। নাম-করা (বিশেষণ) বিখ্যাত (নাম-করা লোক)। নাম কাটা (ক্রিয়া) নাম কেটে তালিকা থেকে বাদ দেওয়া; বরখাস্ত করা। নামকাটা (বিশেষণ) নাম কাটা গিয়েছে এমন; বহিষ্কৃত (চাণক্য তায় দ্যায় না আমল, অর্থশাস্ত্রে নেহাৎ সে নামকাটা-সত্যেন্দ্রনাথ দত্ত)। নামকাটা সেপাই (বিশেষ্য) ১ নাম কেটে খারিজ করা সেপাই। ২ দলছাড়া হয়েও যে দলের প্রতীক ধারণ করে; তাড়িয়ে দেওয়ার পরও যে সেপাই সাজে। নামগন্ধ (বিশেষ্য) ১ নাম ও গন্ধ। ২ সামান্যতম চিহ্ন বা অস্তিত্ব। ৩ সামান্য সংস্রব; অত্যল্প সম্পর্ক। নাম গান (বিশেষ্য) উপস্যের নামজপ; স্ততি। নামগ্রহ (বিশেষ্য) নাম ধরে ডাকা বা আহ্বান। নামগ্রহণ (বিশেষ্য) ১ নাম নেওয়া। ২ নাম করা। ৩ নাম ডাকা। নাম জপা (ক্রিয়া) উপাস্যের নাম বারবার স্মরণ করা। নাম ডাক (বিশেষ্য) যশ প্রতিপত্তি; খ্যাতি। নাম ডাকা (ক্রিয়া) ১ নাম ধরে ডাকা। ২ উপস্থিত হতে বলা। নাম ডুবানো, নাম ডোবানো (ক্রিয়া) সুনাম বা যশ নষ্ট করা (বাবার নাম ডুবানো)। নামত, নামতঃ (অব্যয়) নামেমাত্র; কেবল নামে। নামত্যাগ (বিশেষ্য) নিজের নাম পরিত্যাগ। নাম ধর (বিশেষণ) নামধারী; আখ্যাধারী। নাম ধরা (ক্রিয়া) নাম উচ্চারণ করা; নাম করে বলা (জানহ স্বামীর নাম নাহি ধরে নারী-ভারতচন্দ্র রায়গুণাকর)। নামধাতু (বিশেষ্য) বিশেষ্য বিশেষণ পদ প্রত্যয়াদি যোগে ক্রিয়ায় পরিণত হলে নামধাতু হয় (জুতানো, বেতানো)। নামধাম (বিশেষ্য) নাম ও বাসস্থানের পরিচয়; নাম ও ঠিকানা। নামধারী (বিশেষণ) ১ নামযুক্ত; নামবিশিষ্ট। ২ নামমাত্র আছে কিন্তু গুণ নেই। নামধেয় (বিশেষ্য) নাম; আখ্যা; সংজ্ঞা-বাচক শব্দ; নামযুক্ত। নাম-নিশানা (বিশেষ্য) ১ নামধাম পরিচায়ক চিহ্ন; নিদর্শন। ২ নামগন্ধ। নাম নেওয়া/নাম লওয়া (ক্রিয়া) স্মরণ করা। নামবাচক (বিশেষণ) নাম বোঝায় এমন (নামবাচক বিশেষ্য)। □ (বিশেষ্য) ব্যক্তি বা বস্তুবিশেষের সংজ্ঞা প্রকাশক শব্দ। নাম বাচিকা (স্ত্রীলিঙ্গ)। নামমাত্র (বিশেষ্য) কেবল নামই সার-আসল কাজে কিছু নয়। □ (বিশেষণ) অতি সামান্য; যৎকিঞ্চিৎ (নামমাত্র টাকায় জামাটি খরিদ করা হয়েছে)। নামমুদ্রা (বিশেষ্য) যে মুদ্রা বা আংটিতে নাম খোদা আছে; নামাঙ্কিত সিলমোহর। নামযজ্ঞ (বিশেষ্য) উপাস্যের নাম কীর্তন রূপ যজ্ঞ। নাম রওয়া/নাম রহা (ক্রিয়া) সুনাম স্থায়ী হয়ে থাকা (গোলাম ইনাম চায় ইনাম সে যাহে রহে নাম-ভারতচন্দ্র রায়গুণাকর)। নাম রটা (ক্রিয়া) সুনাম বা দুর্নাম চতুর্দিকে প্রচারিত হওয়া। নাম রাখা (ক্রিয়া) ১ নামকরণ করা (সন্তানের নাম রাখা)। ২ পূর্বগৌরব অক্ষুণ্ন রাখা (বাপদাদার নাম রাখা)। ৩ স্থায়ী যশ লাভ করা (স্কুল দিয়ে তিনি নাম রেখে গেলেন)। নাম লেখানো (ক্রিয়া) ১ ভর্তি হওয়া। ২ দলে শামিল হওয়া। নামশেষ (বিশেষ্য) মৃত্যু; মরণ। □ (বিশেষণ) মৃত। নাম শোনানো (ক্রিয়া) উপাস্যের নাম শোনানো। নাম সঙ্কীর্তন (বিশেষ্য) নামগান; নামকীর্তন। নাম স্মরণ (বিশেষ্য) নাম মনে করা; প্রাতঃকালে এবং বিপদে উপাস্যের নাম চিন্তা ও উচ্চারণ। নাম হওয়া (ক্রিয়া) খ্যাতি লাভ করা; সুনাম প্রচারিত হওয়া। নামে কাটা, নামে বিকানো (ক্রিয়া) প্রকৃতপক্ষে যোগ্য না হলেও নাম খ্যাতি বা উপাধির বলে আদৃত হওয়া বা প্রচলিত হওয়া। নামে গোয়ালা কাঁজি ভক্ষণ-গোয়ালার জন্য দুধ সহজলভ্য সত্ত্বেও দুধ না খেয়ে কাঁজি খায় অর্থাৎ নামমাত্র সার কাজে কিছু নয়। নামে নামে (ক্রিয়াবিশেষণ) প্রত্যেকের নাম করে বা ধরে; প্রতিজনে (নামে নামে মিষ্টি ভাগ করা হয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) √ম্না+মন্(মনিন্)=নামন্>; (ফারসি) নাম্}
- Bengali Word নামক English definition [নামোক্] (বিশেষণ) নামে পরিচিত (শের শাহ নামক বাদশাহ)। {(তৎসম বা সংস্কৃত) নাম+ক(যুক্ত)}
- Bengali Word নামজাদা, নামযাদা English definition [নাম্জাদা] (বিশেষণ) প্রসিদ্ধ; বিখ্যাত; খ্যাতনামা (চোহান রাজপুত কত নামজাদা মিয়া-ঘনরাম চক্রবর্তী)। {ফারসি}
- Bengali Word নামঞ্জুর English definition [নামোন্জুর্] (বিশেষণ) বাতিল; অগ্রাহ্য; প্রত্যাখ্যাত; অস্বীকৃত (দরখাস্ত নামঞ্জুর হইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নামঞ্জুরি (বিশেষ্য)। {(ফারসি) না+ (আরবি) মঞ্জুর}
- Bengali Word নামতা English definition [নাম্তা] (বিশেষ্য) গুণনের ধারাবাহিক তালিকা; multiplication table। নামতার কোটা (বিশেষ্য) নামতার ঘর। {(তৎসম বা সংস্কৃত) নামপত্র>}
- Bengali Word নামদা English definition [নাম্দা] (বিশেষ্য) ঘোড়ার জিনের নিচের লোমের গদি। {(ফারসি) নম্দা}
- Bengali Word নামনা English definition [নাম্না] (বিশেষ্য) বটাদি বৃক্ষের ঝুরি (নাবাল ডালের নামনা ধরে দুলছে কাকাতুয়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) লম্বা> (প্রাকৃত) লংব>লাম>নাম+না}
- Bengali Word নামলা English definition [নাম্লা] (বিশেষণ) বিলম্বে জাত; যথাসময়ের পরে জন্ম হয়েছে এমন; নাবি (আমার একাট নামলা বেটা আছে-বুড়ো বয়সের ছেলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) লম্ব>নাম+লা}
- Bengali Word নামা ১ English definition [নামা] (ক্রিয়া) ১ অবরতণ করা; ঊর্ধ্ব থেকে নিম্নে আগমন করা (গাছ থেকে নামা)। ২ ভিতর থেকে বের হওয়া (গাড়ি থেকে নামা)। ৩ নত হওয়া; ঝুলে পড়া (ছাদ নেমে গেছে)। ৪ নিজেকে লিপ্ত করা (তর্কে নামা)। ৫ কমে যাওয়া (জ্বর নামা, দর নামা)। ৬ আবির্ভাব বা উপস্থিত হওয়া (বর্ষা নামা, শীত নামা)। ৭ বিলুপ্ত হওয়া; অস্ত যাওয়া; ঢলে পড়া (সূর্য নেমেছে পাটে)। ৮ হীন হওয়া (সে অনেক দূর নেমে গেছে)। ৯ রান্না হওয়া (ভাত নেমেছে)। ১০ দাস্ত হওয়া (পেট নামা)। ১১ অবতীর্ণ হওয়া (আসরে নামা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। নামানো (ক্রিয়া) ১ অবতরণ করানো। ২ কমানো; হ্রাস করা। ৩ রন্ধন শেষ হওয়া। ৪ অখ্যাতি করা; নিন্দা করা। ৫ আরম্ভ করানো। ৬ ঝরানো। ৭ প্রবৃত্ত করানো (কাজে নামানো)। ৮ তাড়ানো (ভূত নামানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঘাড়ের ভূত নামানো (ক্রিয়া) ১ ভূতের প্রভাব থেকে মুক্ত করা। ২ (আলঙ্কারিক) বিশেষ জেদ খাটিয়ে অন্যায় আবদার থেকে বিরত করা। {(তৎসম বা সংস্কৃত) √লম্ব (গতি)>+ (বাংলা) আ}
- Bengali Word নামা ২ English definition [নামা] (বিশেষণ) নামধারী; নামযুক্ত; নামে খ্যাত (খ্যাতনামা, অজ্ঞাতনামা)। নাম্নী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নামন্> (তৎসম বা সংস্কৃত) নামা}
- Bengali Word নামাঙ্ক English definition [নামাঙ্কো] (বিশেষ্য) নামের চিহ্ন; অক্ষর। নামাঙ্কিত (বিশেষণ) ১ নাম অঙ্কিত বা খোদিত আছে এমন। ২ নামযুক্ত। ৩ স্বাক্ষরিত। {(তৎসম বা সংস্কৃত) নাম+অঙ্ক}
- Bengali Word নামাজ, নামায, নমাজ English definition [নামাজ্, নামায, নমাজ্] (বিশেষ্য) ইসলাম ধর্মমতে ফজর জোহর আসর মাগরিব ও এশা-দৈনিক এই পাঁচ বার অবশ্য করণীয (ফরজ) এবাদত বা উপাসনা; সালাত। নামাজ পড়া (ক্রিয়া) কোরানের আয়াত দোয়া ইত্যাদি আবৃত্তি করে বিধিবদ্ধভাবে এবাদত বা উপাসনা করা। নামাজি, নমাযী, নামাজী, নামাযী (বিশেষণ) নামাজ পড়ে এমন। বেমানাজি (বিশেষণ)। নামাজগাহ (বিশেষ্য) নামাজ পড়াবার স্থান; মসজিদ। {(ফারসি) নামাজ; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) নমস্}
- Bengali Word নামানুমাসন English definition [নামানুশাশোন্] (বিশেষ্য) শব্দের নির্দেশক বা জ্ঞাপক শাস্ত্র; অভিধান। {(তৎসম বা সংস্কৃত) নাম+অনুশাসন; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নামানো English definition ⇒ নামা
- Bengali Word নামাবলি, নামাবলী English definition [নামাবোলি] (বিশেষ্য) ১ হরিনামের বা দেবতাদের নামের ছাপযুক্ত চাদর (পদী পিসী কুলীনের মেয়ে, প্রাতঃস্নান করে নামাবলী গায়ে দেয়, হাতে তুলসীর মালা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ নামের তালিকা। {(তৎসম বা সংস্কৃত) নাম+আবলি, আবলী; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word নামি, নামী English definition [নামি] (বিশেষণ) ১ নামধারী; নামযুক্ত। ২ প্রসিদ্ধ; মশহুর; নামজাদা; খ্যাত (নামি লোক)। {(ফারসি) নামহ; (তৎসম বা সংস্কৃত) নাম+ (বাংলা) ই}
- Bengali Word নামোচ্চারণ English definition [নামোচ্চারোন্] (বিশেষ্য) নাম মুখে আনা। {(তৎসম বা সংস্কৃত) নাম+উচ্চারণ}
- Bengali Word নামোল্লেখ English definition [নামোল্লেখ্] (বিশেষ্য) নামোচ্চারণ; নাম প্রকাশ। {(তৎসম বা সংস্কৃত) নাম+উল্লেখ}