ন পৃষ্ঠা ৩৫
- Bengali Word নিগমিত English definition [নিগোমিতো] (বিশেষণ) সংঙ্ঘবদ্ধ; মিলিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√গম্+ই(ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word নিগরণ English definition [নিগরোন্] (বিশেষ্য) ভোজন; ভক্ষণ; গলাধঃকরণ। {(তৎসম বা সংস্কৃত) নি+√গৃ+অন(ল্যুট্)}
- Bengali Word নিগাবান, নিগাহবান English definition [নিগাবান্, নিগাহ্বান] (বিশেষ্য) দেখা শোনা করে যে; তত্ত্বাবধায়ক; পাহারাদার; রক্ষী। নিগামানি, নিগাবানি, নিগাহবানি (বিশেষ্য) তত্ত্বাবধান; দেখাশোনা; পাহারাদারি। {(ফারসি) নিগাহ্বান}
- Bengali Word নিগার English definition [নিগার্] (বিশেষ্য) অশ্বেতাঙ্গ; কাফ্রি; কৃষ্ণাঙ্গ; কালা আদমি। {(ইংরেজি) nigger-কালো দানা; Niger-Negro}
- Bengali Word নিগাহ, নঘিা English definition [নিগাহ্, নিঘা] (বিশেষ্য) ১ নজর; দৃষ্টি; লক্ষ। ২ মনোযোগ; অভিনিবেশ। ৩ তত্ত্বাবধান; পরিচালন; খবরদারি। {(ফারসি) নিগাহ্}
- Bengali Word নিগাহবান, নিগাহ্বানী English definition ⇒ নিগাবান
- Bengali Word নিগীর্ণ English definition [নিগির্নো] (বিশেষণ) গিলিত; গলাধঃকৃত; ভক্ষিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√গৃ+ত(ক্ত)}
- Bengali Word নিগূঢ় English definition [নিগুঢ়ো/নিগুড়ো] (বিশেষণ) গোপন; অপ্রকাশ্য; আবৃত; একান্ত গুপ্ত; জটিল; রহস্যময়; দুর্জ্ঞেয়; অত্যন্ত গভীর (তদপেক্ষা গুরুতর এবং নিগূঢ় প্রভেদও-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নি+গুহ্+ত(ক্ত}
- Bengali Word নিগূঢ় ২ English definition [নির্গুঢ়ো] (বিশেষণ) ১ অত্যন্ত গূঢ়; অত্যন্ত দুর্জ্ঞেয়। ২ অধ্যধিক রহস্যপূর্ণ। ৩ বিশেষ গোপনীয়। ৪ অতিশয় জটিল। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+গূঢ়; প্রাদি.}
- Bengali Word নিগৃহীত English definition [নিগ্গৃহিতো] (বিশেষণ) ১ পীড়িত; ক্লেশিত; শসিত; দণ্ডিত। ২ কঠোরভাবে গৃহীত এমন; ধৃত; আয়ত্ত। {(তৎসম বা সংস্কৃত) নি+√গ্রহ্+ত(ক্ত)}
- Bengali Word নিগ্রহ English definition [নিগৃগ্রোহো] (বিশেষ্য) ১ শাস্তি; দণ্ড; শাসন; দমন। ২ অত্যাচার; নিপীড়ন; উৎপীড়ন; কষ্ট; প্রহার; তাড়না। ৩ অপমান; কোয়ার; বিড়ম্বনা; ভর্ৎসনা (একক্ষণের জন্যও রাজদণ্ডে নিগ্রহ ভোগ করিতে হইতে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ সংযম। নিগ্রাহক (বিশেষণ) নিগ্রহকারী; শাসক; অত্যাচারী; উৎপীড়ক। {(তৎসম বা সংস্কৃত) নি+√গ্রহ্+অ(অপ্)}
- Bengali Word নিগড় English definition [নিগড়্] (বিশেষ্য) লোহার শিকল; বেড়ি; শৃঙ্খল; বন্ধন (ছন্দ যেন নিগড় না হয়ে নূপুরকাঞ্চী হয়ে বাজতে থাকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। নিগড়িত (বিশেষণ) শৃঙ্খলিত; বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) নি+√গড়্+অ(অণ্)}
- Bengali Word নিঘণ্টু English definition [নিঘোন্টু] (বিশেষ্য) ১ সূচিপত্র; নির্ঘন্ট। ২ কোষগ্রন্থ; অভিধান। ৩ যাস্ক রচিত বৈদিক শব্দ সংগ্রহবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নি+√ঘন্ট্+উ; নি+√ঘটি+উ}
- Bengali Word নিঘা English definition ⇒ নিগাহ
- Bengali Word নিঘিন্ন, নিঘিন্নে English definition ⇒ নিঘৃণ
- Bengali Word নিঘুম, নির্ঘুম English definition [নিঘুম্, নির্ঘুম্] (বিশেষণ) ঘুমহারা; নিদ্রাহীন (নিঘুম রাতের বাঁশের বাঁশীর সুরে-জসীমউদ্দীন)। {নি+ঘুম; নির্+ঘুম}
- Bengali Word নিঘৃণ, নির্ঘৃণ English definition [নিগ্ঘৃনো, নির্ঘৃনো] (বিশেষণ) ১ ঘৃণাহীন। ২ দয়াহীন; নির্দয় (নিতান্ত নিঘৃণ ও কাপুরুষের কর্ম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) নির্+ঘৃণা>}
- Bengali Word নিঘ্ন English definition [নিঘ্নো] (বিশেষণ) ১ অনুগত; বাধ্য। ২ আশ্রিত। ৩ নির্ভর; ভরসা (প্রতি জনের নিঘ্ন-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {নি+√হন্+অ(ঘঞ্)}
- Bengali Word নিঙ্গাড়ি, নিঙাড়ি English definition [নিঙ্গাড়ি, নিঙাড়ি] (অসমাপিকা ক্রিয়া) নিংড়ে; আর্দ্র বস্ত্র চেপে জল নিষ্কাশন করে (চলে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি পরাণ সহিত মোর-চণ্ডীদাস)। {⇒নিংড়ানো}
- Bengali Word নিঙ্গড়ান English definition ⇒ নিংড়ানো