ন পৃষ্ঠা ৪৪
- Bengali Word নিযোক্তা English definition ⇒ নিয়োক্তা
- Bengali Word নিযোজ্য English definition ⇒ নিয়োজ্য
- Bengali Word নির English definition ⇒ নিঃ
- Bengali Word নিরংশ English definition [নিরঙ্শো] (বিশেষণ) ১ (জ্যোতির্বিজ্ঞান) রাশির প্রথম ও শেষ দিন; সংক্রান্তি। ২ যে সম্পত্তির অংশভাগী নয়। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অংশ}
- Bengali Word নিরংশু English definition [নিরঙ্শু] (বিশেষণ) জ্যোতিহীন; নিষ্প্রভ (সুধাংশু নিরংশু যথা সে রবির তেজে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অংশু}
- Bengali Word নিরক্ষ English definition [নিরোক্খো] (বিশেষ্য) ১ বিষুবরেখা; শূন্য ডিগ্রিবিশিষ্ট অক্ষরেখা; equator। ২ দিবারাত্রি সমান হয় এমন স্থান; বিষুবরেখার উপরিস্থ দেশ। নিরক্ষরেখা, নিরক্ষবৃত্ত (বিশেষ্য) যে কাল্পনিক গুরুবৃত্তের সাহায্যে পৃথিবীর উত্তরার্ধ ও দক্ষিণার্ধ বিভক্ত করা হয়েছে; বিষুবরেখা। নিরক্ষীয় (বিশেষণ) নিরক্ষরেখা সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অক্ষ’ বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরক্ষর English definition [নিরক্খোর্] (বিশেষণ) লিখতে পড়তে জানেন না এমন; অক্ষরজ্ঞানহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অক্ষর}
- Bengali Word নিরক্ষর English definition [নিরক্খোর্] (বিশেষণ) লিখতে পড়তে জানেন না এমন; অক্ষরজ্ঞানহীন। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অক্ষর}
- Bengali Word নিরক্ষরেখা, নিরক্ষীয় English definition ⇒ নিরক্ষ
- Bengali Word নিরখা (পদ্যে ব্যবহৃত) English definition [নিরখা] (ক্রিয়া) বিশেষ করে দেখা; নিরীক্ষণ করা। নিরখিয়া (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) বিশেষভাবে বা নিপুণভাবে বা সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে দেখে; নিরীক্ষণ করে। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+√ঈক্ষ্}
- Bengali Word নিরঙ্কুশ English definition [নিরোঙ্কুশ্] (বিশেষণ) ১ বাধাহীন; স্বাধীন; মুক্ত; বন্ধনহীন (আমরা নিরঙ্কুশ কেমন দেখুন দিকি-মনোজ বসু)। ২ অনিবার্য। ৩ স্বেচ্ছাচারী। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অঙ্কুশ}
- Bengali Word নিরজন (পদ্যে ব্যবহৃত) English definition [নিরোজন্] (বিশেষণ) নির্জন; কোলাহলশূন্য (দ্বিপ্রহর নিরজন ক্ষীণকণ্ঠ কাঁদে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নির্জন}
- Bengali Word নিরঞ্জন English definition [নিরন্জোন্] (বিশেষ্য) ১ নিষ্কলঙ্ক; বিশুদ্ধ; পবিত্র। ২ হিন্দুমতে ব্রহ্ম; ভগবান; ধর্মঠাকুর; শূন্যদেবতা। ৩ হিন্দুদের প্রতিমা বিসর্জন। ৪ আল্লাহ (অলখ নিরঞ্জন)। □ (বিশেষণ) কলঙ্কহীন; শুদ্ধ; নির্মল। নিরঞ্জনা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ নির্মলা। ২ পূর্ণিমা তিথি। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অঞ্জন}
- Bengali Word নিরত English definition [নিরতো] (বিশেষ্য) ব্যাপৃত; নিযুক্ত; নিবিষ্ট (আমি আত্মসুখে নিরত হইয়া তাহাদের অবস্থার প্রতি ক্ষণমাত্রও দৃষ্টিপাত করি না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষণ) অনুরক্ত; আসক্ত। নিরতা (স্ত্রীলিঙ্গ)। নিরতি (বিশেষ্য) অতিশয় অনুরক্তি; অত্যন্ত আসক্তি (শুধু দ্যুতিহীন নিরতি স্তদ্ধীভূত প্রতীক্ষা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) নি+√রম্+ত(ক্ত)}
- Bengali Word নিরতিশয় English definition [নিরোতিশয়্] (বিশেষণ) অত্যধিক; অত্যন্ত; অতিরিক্ত; সুপ্রচুর (আমার চিত্তে নিরতিশয় ঔৎসুক্য জন্মিতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অতিশয়}
- Bengali Word নিরত্যয় English definition [নিরোত্তয়] (বিশেষণ) ১ নাশরহিত; অবিনাশী; ক্ষয়হীন; অক্ষয়। ২ দোষহীন; নির্দোষ। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অত্যয়}
- Bengali Word নিরন্তর English definition [নিরন্তর্] (বিশেষণ) ১ অবিরাম; একটানা (নিরন্তর প্রশান্ত অম্বরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিরবচ্ছিন্ন; ছেদহীন □ (ক্রিয়াবিশেষণ) অবিরত; সর্বদা; নিত্য; নিয়ত (তারা দেখুক নিরন্তর-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অন্তর}
- Bengali Word নিরন্ন English definition [নিরন্নো] (বিশেষণ) অন্নসংস্থানহীন; অন্নহীন; খাদ্যহীন; ক্ষুধাময়; অতিশয় দরিদ্র। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অন্ন; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরপত্য English definition [নিরপত্তো] (বিশেষণ) সন্তানহীন; নিঃসন্তান। নিরপত্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অপত্য; বহুব্রীহি সমাস}
- Bengali Word নিরপরাধ, নিরপরাধী (অশুদ্ধ) English definition [নিরপোরাধ্, নিরপোরাধি] (বিশেষণ) ১ নির্দোষ; অপরাধ করেনি এমন; অপরাধশূন্য; কোনো পক্ষেই নেই এমন। ২ স্বাধীন; স্বতন্ত্র; কারো মুখাপেক্ষী নয় এমন। ৩ (দর্শন শাস্ত্র) অনন্যসম্বন্ধ; অন্যসম্পর্কশূন্য; categorical। নিরপরাধা (সংস্কৃত), নিরপরাধিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+অপরাধ}