ন পৃষ্ঠা ৪২
- Bengali Word নিবেদক English definition [নিবেদক্] (বিশেষণ) নিবেদনকারী; দরখাস্তকারী; জ্ঞাপনকারী; আরজ-গুজার। {(তৎসম বা সংস্কৃত) নি+√বেদি+অক(ণ্বুল্)}
- Bengali Word নিবেদন English definition [নিবেদন্] (বিশেষ্য) ১ জ্ঞাপন; জানানো। ২ আবেদন; আরজ। ৩ বিনীত বা নম্র উক্তি; বক্তব্য। ৪ সমর্পণ (আত্মনিবেদন)। ৫ উৎসর্গ; ত্যাগ; বিসর্জন। নিবেদনীয়, নিবেদ্য (বিশেষণ) ১ নিবেদনের যোগ্য; আবেদনের উপযুক্ত। ২ সমর্পণের যোগ্য। নিবেদিত (বিশেষণ) জ্ঞাপিত; বিনীত-ভাবে উক্ত; নিবেদন করা হয়েছে এমন; সমর্পিত। নিবেদিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি+ √বেদি+অন(ল্যুট্)}
- Bengali Word নিবেশ English definition [নিবেশ্] (বিশেষ্য) ১ বিন্যাস; সন্নিবেশ; স্থাপন; কোনো কিছুর উপর মন নিবিষ্ট করা (সত্যি মানায় না বাসবদাকে এই নম্র নিবেশে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ গৃহ; আলয়; স্থান। ৩ শিবির স্থাপন। ৪ প্রবেশ। ৫ উপবেশন। {(তৎসম বা সংস্কৃত) নি+√বিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিবেশক English definition [নিবেশক্] (বিশেষণ) ১ বিন্যাসকারী; নিবেশকারী; স্থাপক; সন্নিবেশক। ২ গ্রন্থভুক্ত করে এমন; recorder। {(তৎসম বা সংস্কৃত) নি+√বিশ্+অক(ণ্বুল্)}
- Bengali Word নিবেশন English definition [নিবেশণ] (বিশেষণ) ১ স্থাপন। ২ উপবেশন। ৩ প্রবেশ। ৪ অবস্থান; স্থান। ৫ গৃহ; আলয়। ৬ গ্রন্থভুক্তি। {(তৎসম বা সংস্কৃত) নি+√বিশ্+অন(ল্যুট্)}
- Bengali Word নিবেশিত English definition [নিবেশিতো] (বিশেষণ) ১ নিবিষ্ট; সংক্রমণ করা হয়েছে এমন। ২ স্থাপিত; বিন্যস্ত। ৩ প্রবিষ্ট; প্রবেশিত। করিতে দাও তোমার মৃণাল বলয় তোমাকে ফিরিয়া দিই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) নি+√বিশ্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word নিবো নিবো English definition ⇒ নিবা
- Bengali Word নিবড়, নিবড়ন English definition [নিবড়্, নিবড়ন্] (বিশেষ্য) নিষ্পাদন; সমাপ্তিকরণ। □ (ক্রিয়া) শেষ করা বা হওয়া; সমাপন করা। {(তৎসম বা সংস্কৃত) নির্বাহ}
- Bengali Word নিভৃত English definition [নিভৃতো] (বিশেষণ) ১ গোপন; অপ্রকাশিত; অন্তরালবর্তী; একান্ত (নিভৃত এ চিত্ত মাঝে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নির্জন; জনহীন; বিজন। {(তৎসম বা সংস্কৃত) নি+√ভৃ+ত(ক্ত)}
- Bengali Word নিম ১ English definition [নিম্] (বিশেষ্য) একপ্রকার তিক্তফল; নিম নামক গাছ। নিমঘি (বিশেষ্য) নিমের রস ও ঘি সহযোগে তৈরি একপ্রকার ঔষধ। {(তৎসম বা সংস্কৃত) নিম্ব>নিম}
- Bengali Word নিম ২, নীম English definition [নিম্] (বিশেষণ) ১ অর্ধেক; ঈষৎ; অল্প; প্রায় (নিমরাজি)। ২ আনাড়ি; অল্প শিক্ষিত (নিম মোল্লা; নিম হাকিম)। {(ফারসি) নীম}
- Bengali Word নিমক, নেমক English definition [নিমক্, নেমক্] (বিশেষ্য) লবণ; নুন। নিমক খাওয়া (ক্রিয়া) অন্যের দেওয়া খাবার খাওয়া; অন্যের নিকট উপকৃত হওয়া। নিমকদান (বিশেষ্য) নুনের পাত্র; লবণাধার। নিমক মহল (বিশেষ্য) যে জমিতে লবণ উৎপাদন করা হয়। নিমক হারাম (বিশেষণ) উপকারীর উপকার অস্বীকার করে এমন; অকৃতজ্ঞ; কৃতঘ্ন (এয়ছাই বেওফা দেও নিমকহারাম-সৈয়দ হামজা)। নিমক হারামি বি। নিমক হালাল (বিশেষণ) উপকারীর উপকার স্বীকার করে এমন; কৃতজ্ঞ। নিমক হালালি (বিশেষ্য) কৃতজ্ঞতা (একেই কি বলে কৃতজ্ঞতা নিমকহালালি-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) নমক}
- Bengali Word নিমকি English definition [নিম্কি] (বিশেষ্য) ঘিয়ে বা তেলে ভাজা লবণমিশ্রিত ময়দার খাবার। নিমকিন (বিশেষণ) ১ লাবণ্যযুক্ত (আমার এক ফাজিল বন্ধু বলেছেন, কি নিমকিন চেহারা-কাজী নজরুল ইসলাম)। ২ লবণাক্ত। {(ফারসি) নমকীন}
- Bengali Word নিমখুন English definition [নিম্খুন্] (বিশেষণ) অর্ধখুন; প্রায় হত্যা (সাধ করে আজ বরবাদ করে দিলে সবাই, নিমখুন কেউ, কেউ জবাই-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) নীমখুন}
- Bengali Word নিমগন English definition ⇒ নিমগ্ন
- Bengali Word নিমগ্ন English definition [নিমগ্নো] (বিশেষণ) জলমগ্ন; পানিতে ডুবে গেছে এমন; নিমজ্জিত। □ (বিশেষ্য) নিবিষ্ট; একাগ্র; আসক্ত; আবিষ্ট; আচ্ছন্ন; অনন্যমনা। নিমগ্না (স্ত্রীলিঙ্গ)। নিমগন (বিশেষণ) নিমজ্জিত (এতে নিষেধিনু তারে তবু শুনিল না বাধা মম, পাপ পঙ্কে হল নিমগন-কায়কোবাদ)। নিমগনা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√মস্জ্+ত(ক্ত)}
- Bengali Word নিমচা English definition [নিম্চা] (বিশেষ্য) ক্ষুদ্র অসি বা তরবারি; খঞ্জর; a scimitar। {(ফারসি) নিমচা}
- Bengali Word নিমজ্জন English definition [নিমজ্জোন্] (বিশেষ্য) ১ আচ্ছন্ন; নিবিষ্ট হওয়া; নিমর্গন। ২ ডুবে যাওয়া; অবগাহন; জলমগ্নকরণ। নিমজ্জমান (বিশেষণ) ডুবে যাচ্ছে এমন (বুড়ি বললে প্রায় নিমজ্জমান কণ্ঠে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নিমজ্জমানা (স্ত্রীলিঙ্গ)। নিমজ্জিত (বিশেষণ) ১ ডুবে গেছে এমন; জলমগ্ন। ২ আচ্ছন্ন; নিবিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) নি+√মস্জ্+অন(ল্যুট্)}
- Bengali Word নিমন্ত্রণ, নেমন্তন্ন English definition [নিমন্ত্রোন্, নেমন্তোন্নো] (বিশেষ্য) ১ দাওয়াত; ভোজনে আহ্বান। ২ কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান; আমন্ত্রণ (একদিন ভোজের নেমন্তন্ন পেয়ে মহা খুশী-ছদরুদ্দীন)। নিমন্ত্রিত (বিশেষণ) কোনো অনুষ্ঠানে আদরে আহ্বান করা হয়েছে এমন; নিমন্ত্রণ পেয়েছে এমন; আহূত মেহমান; নবাগত; অতিথি; অভ্যাগত। {(তৎসম বা সংস্কৃত) নি+√মন্ত্র্+অন(ল্যুট্)}
- Bengali Word নিমন্ত্রয়িতা, নিমন্ত্রাতা English definition [নিমন্ত্রোয়িতা, নিমন্ত্রাতা] (বিশেষণ) নিমন্ত্রণ করে এমন; নিমন্ত্রণকর্তা; নিমন্ত্রণকারী; মেজবান; স্বাগতিক। নিমন্ত্রয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√মন্ত্র্+ণিচ্+তৃ(তৃচ্)}