ন পৃষ্ঠা ৪১
- Bengali Word নিবসতি, নিবসন English definition [নিবশোতি, নিবশোন্] (বিশেষ্য) অবস্থান; বাসস্থান; নিবাস; গৃহ। {(তৎসম বা সংস্কৃত) নি+√বস্+অতি(অতিচ্), অন(ল্যুট্)}
- Bengali Word নিবহ English definition [নিবহো] (বিশেষ্য) সমস্ত; সমূহ; সকল; রাশি। {(তৎসম বা সংস্কৃত) নি+√বহ্+অ(অপ্)}
- Bengali Word নিবা (প্রাচীন বাংলা) English definition [নিরা] (বিশেষ্য), (বিশেষণ) নির্জল উপবাস বা উপবাসী। {(তৎসম বা সংস্কৃত) নিরম্বু>}
- Bengali Word নিবা, নেবা, নিভা, নেভা English definition [নিবা, নেবা, নিভা, নেভা] (ক্রিয়া) ১ নির্বাপিত হওয়া (আগুন নেবা)। ২ (আলঙ্কারিক) শেষ হওয়া; অবসিত হওয়া (দীপ্তি নিবল)। □ (বিশেষ্য), (বিশেষণ) নির্বাপিত। নিবুনিবু, নিবো নিবো (বিশেষ্য) নির্বাপিত-প্রায়; জ্বলার প্রায় অবসান; প্রায় নির্বাপিত। □ (বিশেষ্য) নেবার উপক্রম (নিবুনিবু করা)। নিবন্ত, নিভন্ত (বিশেষণ) নিবে যাচ্ছে এমন; নির্বাপিত হওয়ার উপক্রম (নিবন্ত দিনের আলোয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; পশ্চিমে নিভন্ত আজ আলোকের চুম্বনের জ্বালা-বিষ্ণু দে)। নিভানো, নিবানো, নেবানো, নিবনো (ক্রিয়া) নির্বাপিত করা; নিবিয়ে ফেলা; নিভানো।□ (বিশেষ্য), (বিশেষণ) একই অর্থে। নিবুনিবু, নিবোনিবো (বিশেষণ) নির্বাপিতপ্রায়; জ্বলার প্রায় অবসান; প্রায় নির্বাপিত। {(তৎসম বা সংস্কৃত) নির্বাণ>}
- Bengali Word নিবাত English definition [নিবাত্] (বিশেষণ) বায়ুহীন; বায়ুশূন্য; বাতাস না থাকায় স্থির; অচঞ্চল (নিবাতপ্রদীপ)। □ (বিশেষ্য) বায়ুভেদ; বাতাসের প্রচণ্ড ঝাপট। {(তৎসম বা সংস্কৃত) নি(নিরুদ্ধ)+বাত}
- Bengali Word নিবান, নিবানো English definition ⇒ নিবা
- Bengali Word নিবাপ English definition [নিবাপ্] (বিশেষ্য) হিন্দুশাস্ত্র অনুসারে পিতা ও পূর্বপুরুদের উদ্দেশ্যে পিণ্ডদান। {(তৎসম বা সংস্কৃত) নি+√বপ্+অ(ঘঞ্)}
- Bengali Word নিবার English definition ⇒ নিবারণ
- Bengali Word নিবার ২ English definition [নিবার] (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) ১ নিবারণ করা; বারণ করা; নিষেধ করা (যা লো তুই সৌদামিনী গতি নিবার কুমারে সই-মাইকেল মধুসূদন দত্ত)। ২ দূর করা; ঘুচানো। ৩ রোধ করা; বন্ধ করা। {(তৎসম বা সংস্কৃত) নি+√বারি}
- Bengali Word নিবারক English definition [নিবারক] (বিশেষণ) নিবারণ করে এমন; নিবারণকারী। {(তৎসম বা সংস্কৃত) নি+√বারি+অক(ণ্বুল্)}
- Bengali Word নিবারণ, নিবার English definition [নিবারোন্, নিবার্] (বিশেষ্য) ১ মানা; নিষেধ; বারণ। ২ প্রশমন; প্রশমিতকরণ; দূরীকরণ। (যক্ষ্মা-নিবারণ)। নিবারণীয়, নিবার্য (বিশেষণ) নিবারণযোগ্য; দমনীয়; যা নিষেধ বা বারণ করতে হবে। নিবারিত (বিশেষণ) নিরস্ত; নিবৃত্ত; নিবারণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নি+√বারি+অন(ল্যুট্), (প্রাকৃত) ণিবার}
- Bengali Word নিবারিত, নিবার্য English definition ⇒ নিবারণ
- Bengali Word নিবাস English definition [নিবাশ্] (বিশেষ্য) ১ বাস; অবস্থান; বসিত। ২ আবাস; গৃহ; বাসস্থান; সাকিন; আশ্রম। নিবাসী(-সিন্) বিন বাস করে এমন; অধিবাসী। নিবাসিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√বস্+অ(ঘঞ্)}
- Bengali Word নিবাসন English definition [নিবাশোন্] (বিশেষ্য) অন্তর্বাস; কৌপীন; ধুতি। {(তৎসম বা সংস্কৃত) নি+বাস}
- Bengali Word নিবিষ্ট English definition [নিবিশ্টো] (বিশেষণ) ১ মনোযোগী; মগ্ন। ২ প্রবিষ্ট। ৩ বিন্যস্ত; সংস্থাপিত। নিবিষ্টা (স্ত্রীলিঙ্গ)। নিবিষ্টতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) নি+√বিশ্+ত(ক্ত)}
- Bengali Word নিবিড় English definition [নিবিড়্] (বিশেষণ) ১ ঘন; গহন; গভীর; দুর্ভেদ্য। ২ নিশ্ছিদ্র; ফাঁক নেই এমন (নিবিড়ভাবে বোনা কাপড়)। ৩ জমাট; সান্দ্র; বদ্ধ (নিবিড় আঁধার)। ৪ দৃঢ় (নিবিড় নীবিবন্ধ)। ৫ গাঢ় (নিবিড় আলিঙ্গন)। ৬ স্থূল; মোটাসোটা (নিবিড় নিতম্ব)। নিবিড়তা (বিশেষ্য) ঘনত্ব; গভীরতা; গহনত্ব ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) নি+বিড়্(বিড়চ্)+অ(অচ্)}
- Bengali Word নিবীত English definition [নিবিতো] (বিশেষ্য) ১ উড়ুনি; আচ্ছাদন-বস্ত্র; উত্তরীয়।। ২ পৈতা; মালার আকারে ধৃত ষজ্ঞসূত্র (গলায় তোমার নাগের নিবীত-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) আবৃত; আচ্ছাদিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√অজ্+ত(ক্ত)-(অজ্>বী)}
- Bengali Word নিবু নিবু English definition ⇒ নিবা
- Bengali Word নিবৃত English definition [নিবৃতো] (বিশেষণ) পরিখাদি বেষ্টিত; আবৃত। □ (বিশেষ্য) উড়ুনি; উত্তরীয়। {(তৎসম বা সংস্কৃত) নি+√বৃ+ত(ক্ত)}
- Bengali Word নিবৃত্ত English definition [নিব্বৃত্তো] (বিশেষণ) ১ বিরত; ক্ষান্ত; পরিহার করেছে এমন (ইতস্তত করিয়া নিবৃত্ত রহিল-শামসুদ্দীন আবুল কালাম)। ২ প্রত্যাবৃত্ত। নিবৃত্তি (বিশেষ্য) ১ অবসান (লোকের এ বিষয়ে সংশয় নিবৃত্তি হওয়া সহজ নহে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ক্ষান্তি; বিরতি; বিরাম। ৩ বৈরাগ্য; সন্ন্যাস (নিবৃত্তি মার্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√বৃত্+ত(ক্ত)}