ন পৃষ্ঠা ৬২
- Bengali Word নিয়োজক English definition [নিয়োজক্] (বিশেষণ) ১ নিয়োগকর্তা; নিয়োগ করেন এমন। ২ প্রবর্তক। নিয়োজন (বিশেষ্য) ১ নিয়োগকরণ; কর্মে প্রতিষ্ঠাকরণ। ২ প্রবর্তন। নিয়োজয়িতা (বিশেষণ) ১ নিযোক্তা; নিয়োজক। ২ প্রবর্তক। নিয়োজিত (বিশেষণ) ১ নিযুক্ত। ২ প্রবৃত্ত। নিয়োজ্য, নিযোজ্য (বিশেষণ) ১ কোনো কাজে নিযুক্ত করা যায় এমন; নিযুক্ত করার যোগ্য। ২ প্রযোজ্য। {(তৎসম বা সংস্কৃত) নি+√যুজ্+অন(ল্যুট্)}
- Bengali Word নিয়ৎ English definition ⇒ নিয়ত১, নিয়তি
- Bengali Word নিয়ড় English definition [নিয়ড়্] (বিশেষ্য) নিকট; কাছে; সমীপ (ছাওলা করিয়া কোলে এমাম হুসেন বিবির নিয়ড়ে যায় বিষাদিত মন-হেমু)। {(তৎসম বা সংস্কৃত) নিকট>নিঅউ>নিয়ড়}
- Bengali Word নি’মত English definition ⇒ নিয়ামত
- Bengali Word নীচ, নিচ (অশুপ্র), নিচু English definition [নিচ্, নিচ, নিচু] (বিশেষ্য) ১ নিম্নস্থান (ক্রমশ নীচে যাও)। □ (বিশেষণ) ১ অত্যন্ত খারাপ; হীন; ইতর; নিকৃষ্ট (অতি নীচ)। ২ নিচু; নিম্ন; নাবাল। নীচতা, নীচত্ব (বিশেষ্য) হীনতা; ইতরামি। নীচযোনি (বিশেষ্য) ১ নীচজাতি; নিম্ন শ্রেণির জীব; যার নিচু কুলে জন্ম। □ (বিশেষণ) ১ হীনকুলে জাত। ২ মনুষ্য ভিন্ন অন্য নীচ প্রাণিকুলে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) নি+√চি+অ(ড)}
- Bengali Word নীঝর (ব্রজবুলি) English definition [নিঝর্] (বিশেষ্য) নির্ঝর; ঝরনা; জলপ্রবাহ (অবিরত নয়নে বারি ঝর নীঝর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) নির্ঝর>}
- Bengali Word নীট English definition ⇒ নিট১ ও নিট২
- Bengali Word নীত ১ English definition [নিত্] (বিশেষ্য) ১ রীতি; নিয়ম; পদ্ধতি। ২ নীতি। ৩ ব্যবহার; আচরণ। {(তৎসম বা সংস্কৃত) নীতি>নীত>}
- Bengali Word নীত ২ English definition [নিতো] (বিশেষণ) ১ নিয়ে যাওয়া হয়েছে এমন; আনীত; চালিত। ২ অতিবাহিত; যাপিত। ৩ গৃহীত। {(তৎসম বা সংস্কৃত) √নী+ত(ক্ত)}
- Bengali Word নীতি English definition [নিতি] (বিশেষ্য) ১ যা কোনো লক্ষ্যে নিয়ে যায়। ২ হিতাহিত সম্পর্কে উপদেশ (নীতিকথা)। ৩ ন্যায়সঙ্গত; সমাজের কল্যাণকর বিধান। ৪ ন্যায়-অন্যায় কর্তব্য-অকর্তব্য ইত্যাদি বিচার। ৫ বিদ্যা; শাস্ত্র (রাজনীতি, ধর্মনীতি)। ৬ প্রথা; আচার (দুর্নীতি)। ৭ প্রণালি; রীতি। নীতিকথা, নীতিবাক্য বি হিতোপদেশ; সুনীতিবিষয়ক বিবৃতি। নীতিজ্ঞ (বিশেষণ) ১ ভালোমন্দ ন্যায়-অন্যায় প্রভৃতি বিষয়ে জ্ঞানযুক্ত (নীতিজ্ঞরা বলেন মন্ত্রণা ষট কর্ণে প্রবিষ্ট হইলে অপ্রকাশিত থাকে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ নীতিশাস্ত্রে গভীর জ্ঞান আছে এমন। নীতিজ্ঞান (বিশেষ্য) নীতিবোধ। নীতিবাগীশ (বিশেষণ) ১ নীতিকথা-বিশারদ; নীতি সম্পর্কে একনিষ্ঠ। ২ (ব্যঙ্গার্থ) নীতিনিষ্ঠা সম্পর্কে দাম্ভিক; নীতি সম্পর্কে শুচিবাইগ্রস্ত। নীতিবিরুদ্ধ, নীতিবিরোধী(-ধিন্) (বিশেষণ) ১ অন্যায়। ২ শুচিবাইগ্রস্ত নীতিবিরুদ্ধ, নীতিবিরোধী(-ধিন্) (বিশেষণ) ১ অন্যায়। ২ সমাজের অহিতকর নিয়ম। ৩ নীতিশাস্ত্রবিরোধী। নীতিশাস্ত্র (বিশেষ্য) নীতিবিষয়ক গ্রন্থ; ন্যায়-অন্যায় কর্তব্যাকর্তব্য প্রভৃতি বিষয়ক বিচার সম্পর্কিত শাস্ত্র; ethics। নীতিসঙ্গত, নীতিসম্মত (বিশেষণ) নীতিশাস্ত্র অনুমোদিত; সমাজের পক্ষে মঙ্গলজনক বিধান অনুসারে। {(তৎসম বা সংস্কৃত) √নী+তি(ক্তি)}
- Bengali Word নীদ English definition ⇒ নিদ্রা
- Bengali Word নীপ English definition [নিপো] (বিশেষ্য) ১ কদম ফুলের গাছ। ২ কদম ফুল (আমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায় নীপ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √নীপ+প}
- Bengali Word নীবার English definition [নিবার্] (বিশেষ্য) উড়িধান; তৃণধান্য (পচে পাখীদের চঞ্চুচ্যুত নীবার ধানের শীষ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নি+√বৃ+অ(ঘঞ্)}
- Bengali Word নীবি, নীবী English definition [নিবি] ১ নারীদের কটিদেশের বস্ত্রে যে গ্রন্থি দেওয়া হয়; কটিবন্ধন (একটু হয়েছে শ্লথ বন্দিনীর বন্ধন নীবির-আজহারুল ইসলাম)। ২ সঞ্চয়; পুঁজি; মূলধন। নীবিবন্ধ (বিশেষ্য) কটিদেশে পরিধেয় বস্ত্রের বাঁধন (নীবিবন্ধ খসি পড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নী+√ব্যে+ই(ইন্)}
- Bengali Word নীম English definition ⇒ নিম২
- Bengali Word নীর English definition [নির্] (বিশেষ্য) ১ পানি; জল; বারি। ২ রস। নীরজ (বিশেষ্য) পদ্ম। □ (বিশেষণ) পানিতে উৎপন্ন; জলজাত। নীরজা১ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নীরদ১ (বিশেষ্য) মেঘ; জলদ (ঘনায় গহন নীরদ সঘন নয়ন মন ভরি-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) জলদায়ক। নীরদবরন (বিশেষণ) মেঘের মতো রং এমন; ধূসরবর্ণ। নীরদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নীরধি (বিশেষ্য) বারিধি; সাগর। {(তৎসম বা সংস্কৃত) √নী+র(রক্)}
- Bengali Word নীরক্ত English definition [নিরক্তো] (বিশেষণ) রক্তহীন (কল্পনার দ্রাক্ষাবনে মধু চুষি নীরক্ত অধরে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+রক্ত}
- Bengali Word নীরজ, নীরজা ১ English definition ⇒ নীর
- Bengali Word নীরজা ২, নীরজাঃ English definition [নিরোজা, নিরোজাহ্] (বিশেষণ) ১ ধূলিশূন্য; রজোহীন। ২ পরাগশূন্য। ৩ রজোগুণবর্জিত। ৪ ঋতুমতী নয় এমন; রজোহীনা হয়েছে এমন; অরজঃস্বলা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+রজাঃ; বহুব্রীহি সমাস}
- Bengali Word নীরত English definition [নিরতো] (বিশেষণ) নিবৃত্ত; বিরত। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+রত}