ন পৃষ্ঠা ৬৪
- Bengali Word নীহারিকা English definition [নিহারিকা] (বিশেষ্য) মহাকাশে অবস্থিত নক্ষত্রপুঞ্জ; আকাশে দৃশ্যমান নক্ষত্রসদৃশ বহুবিস্তৃত বাষ্পীয় পদার্থ; nebula। {(তৎসম বা সংস্কৃত) নীহার+ইক(সাদৃশ্যে)+আ(টাপ্)}
- Bengali Word নীড় English definition [নিড়্] (বিশেষ্য) ১ কুলায়; পাখির বাসা। ২ বাসা; স্থান। ৩ (আলঙ্কারিক) আশ্রয় (পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) নি+ঈড়্+অ(ঘঞ্)}
- Bengali Word নীয়মান English definition [নিয়োমান্] (বিশেষণ) নিয়ে যাওয়া হচ্ছে এমন; নীত হচ্ছে এমন (দ্রুত বেগে নীয়মান হইতেছেন-রাজশেখর বসু (পরশু)। নীয়মানা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √নী+মান(শানচ্)}
- Bengali Word নুকি English definition [নুকি] (বিশেষ্য) ১ লুকানো; লুক্কায়িত। ২ গোপন; গুপ্ত (ও নুকি করতঁহি দেহা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) লুক্কায়িত>}
- Bengali Word নুটি English definition [নুটি] (বিশেষ্য) সুতা, আঁশ, লোম প্রভৃতির জড়ানো আঁটি। {(তৎসম বা সংস্কৃত) লোষ্ট্র>}
- Bengali Word নুদি English definition [নুদি] (বিশেষ্য) ভুঁড়ি; পেটের চামড়ায় চর্বির ভাঁজ। {(তৎসম বা সংস্কৃত) তুন্দি>}
- Bengali Word নুন English definition [নুন্] (বিশেষ্য) লবণ। নুন আনতে পান্তা ফুরোয়-অত্যন্ত দারিদ্র্যের মধ্যে থাকা; একটা অভাব পূরণ হবার আগেই আরেকটি অভাব উপস্থিত হওয়া। নুন খাওয়া (ক্রিয়া) ১ উপকার লাভ করা। ২ প্রদত্ত অন্ন খেয়ে অনুগত হওয়া। নুন শোধা (ক্রিয়া) প্রত্যুপকার করা। {(তৎসম বা সংস্কৃত) লবণ>}
- Bengali Word নুনিয়া English definition [নুনিয়া] (বিশেষ্য) ১ লবণ প্রস্তুতকারী জাতি। ২ শাকবিশেষ। ৩ পুরীতে সমুদ্রে সাঁতার দিতে পটু একটি জাতি। {নুন+ইয়া}
- Bengali Word নুনু (কথ্য.) English definition [নুনু] (বিশেষ্য) বালকের যৌনাঙ্গ। {(তুলনীয়) মেথিলি. নেনা (বালক)}
- Bengali Word নুন্নুড়ি English definition ⇒ নুড়নুড়ি
- Bengali Word নুপুর English definition [নুপুর্] (বিশেষ্য) ঘুঙুর; মঞ্জির; শিঞ্জিনী; পায়ের অলঙ্কারবিশেষ (নূপুর বাজে তার রিমঝিমি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ন্যূন+√পূরি+অ(অণ্)}
- Bengali Word নুর, নূর English definition নুর, নূর [নুর্] (বিশেষ্য) ১ জ্যোতি; আলোক (হিদায়েতের নূর আজ আমায় পথ দেখিয়ে দিলে-এস. ওয়াজেদ আলী)। ২ দাড়ি (মোর ওমর বহুত হ’ল নুর (বিশেষ্য) পেকে গেল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। নুরমহল (বিশেষ্য) আলোর মহল (আজ থেকে নাম নুরমহল-সত্যেন্দ্রনাথ দত্ত)। নুরানি, নূরানী (বিশেষ্য) উজ্জ্বল; স্বর্গীয় আলোকপ্রাপ্ত (মওতের দেখা পাব অথবা আমার জিন্দিগানী প্রমুক্ত জ্ঞানের স্পর্শে হবে আজ রওশন নূরানী-ফররুখ আহমদ)। {(আরবি) নুর}
- Bengali Word নুরি, নুরী English definition [নুরি] (বিশেষ্য) মালয়ের শুক বা তোতা পাখি (নুরীর পুচ্ছে-দেবেন্দ্রনাথ সেন)। {(মালয়ালম) নুরী}
- Bengali Word নুলা, নুলো English definition [নুলা, নুলো] (বিশেষ্য) বিড়ালের থাবা। □ (বিশেষণ) ১ বিবশ; ঠুঁঠা (তোমার এই মারহাট্টা হাড়ের দুষ্টু আঙ্গুলগুলোকে একেবারে ভেঙ্গে নুলো করে দিতে হয়-কাজী নজরুল ইসলাম)। ২ বিকল, ছিন্ন বা ক্ষুদ্র হাতবিশিষ্ট। {লুলা>}
- Bengali Word নুসকা, নুসখা, নোখসা English definition [নুশ্কা, নুশ্খা, নোশ্খা] (বিশেষ্য) ব্যবস্থাপত্র; prescription (হাকিম সাহেব তার নাড়ি দেখে যথারীতি এক নুসকো লিখে দিলেন-জগলুল হায়দার আফরিক)। {(আরবি) নুস্খাহ}
- Bengali Word নুহ, নূহ English definition [নুহ্] (বিশেষ্য) একজন নবি, সেমিটিক পুরাণ অনুসারে যার সময়ে পৃথিবীতে মহাপ্লাবন অনুষ্ঠিত হয়েছিল (চলে গেল ‘হাওয়া’ ‘আদম’ ‘শিশ’ ও ‘নূহ’ নবি জ্বলিয়া নিভিল কত রবি-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) নুহ}
- Bengali Word নুড়নুড়ি, নুন্নুড়ি English definition [নুড়্নুড়ি, নুন্নুড়ি] (বিশেষ্য) ১ আলজিভ; আলজিহ্বা; উপজিহ্বা। ২ ঘণ্টার জিহ্বা বা দোলক; ঘুন্টি। {(তৎসম বা সংস্কৃত) নড়্+নড়্>নন্নড়>}
- Bengali Word নুড়া, নুড়ো, লুড়া English definition [নুড়া, নুড়ো, লুড়া] (বিশেষ্য) খড়ের আঁটি; তৃণের গুচ্ছ; শুষ্ক নল-খাগড়া প্রভৃতির আঁটি (উমার মুখ চাঁদের চূড়া বুড়ার দাড়ী শণের নুড়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। নুড়ামুখ (বিশেষ্য) শুষ্ক তৃণগুচ্ছের মতো মুখ (তাই হইয়াছে নুড়ো মুখ যত বুড়োর তল্পীবাহ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) লোষ্ট্র>}
- Bengali Word নুড়ি English definition [নুড়ি] (বিশেষ্য) ১ পাথরের ছোট টুকরা। ২ ছোট পাথর; প্রস্তরখণ্ড। {(তৎসম বা সংস্কৃত) লোষ্ট্র>}
- Bengali Word নুড়ো, নুড়োমুখ English definition ⇒ নুড়া