ন পৃষ্ঠা ৬৫
- Bengali Word নুয়া English definition ⇒ নোয়া
- Bengali Word নূতন English definition [নুতন্] (বিশেষণ) নব্য; অভিনব; নবীন; তরুণ; নতুন; নোতুন। নতুনত্ব (বিশেষ্য) অভিনবত্ব। {(তৎসম বা সংস্কৃত) নব+তন(তনপ্)}
- Bengali Word নূর, নূরমহল, নূরানী English definition ⇒ নূর
- Bengali Word নৃ English definition [নৃ] (বিশেষ্য) ১ নর; পুরুষ। ২ মনুষ্য। নৃ-কুলবিদ্যা (বিশেষ্য) মানব জাতিতত্ত্ব; বিভিন্ন মানব জাতি সম্পর্কিত বিজ্ঞান; ethnology। নৃতত্ত্ব, নৃ-বিদ্যা (বিশেষ্য) মনুষ্য সম্বন্ধীয় বিজ্ঞান; anthropology। নৃমণি (বিশেষ্য) ১ নরশ্রেষ্ঠ (নৃমণি সে ছিল নরকূলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ রাজা; মহারাজা। নৃমুণ্ড (বিশেষ্য) মানুষের মস্তক বা মাথা (নৃমুণ্ডের আবছায়া-জীবনানন্দ দাশ)। নৃ-মুণ্ডমালিনী (বিশেষ্য) হিন্দু দেবী কালী। ২ নরমুণ্ডসমূহ গ্রথিত মাল্যধারণকারিণী। নৃ-যজ্ঞ (বিশেষ্য) অতিথিসৎকার নামক যজ্ঞ। নৃ-লোক (বিশেষ্য) পৃথিবী; ধরা; ধরণী; ধরিত্রী। {(তৎসম বা সংস্কৃত) √নী+ঋ}
- Bengali Word নৃত্ত English definition [নৃত্ত] (বিশেষ্য) রসভাবশূন্য নৃত্য। {(তৎসম বা সংস্কৃত) √নৃত্+ত(ক্ত)}
- Bengali Word নৃত্য English definition [নৃত্তো] (বিশেষ্য) নাচ। নৃত্যপটীয়সী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) নাচতে পটু এমন। নৃত্যপর (বিশেষণ) নৃত্যরত; নাচছে এমন; নর্তনাসক্তা। নৃত্যপরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। নৃত্যশালা (বিশেষ্য) নাচঘর; নাচের জন্য তৈরি রঙ্গমঞ্চ। {(তৎসম বা সংস্কৃত) √নৃত্+য(ক্যপ্)}
- Bengali Word নৃপ, নৃপতি English definition [নৃপো, নৃপোতি] (বিশেষ্য) ভূপতি; নরপতি; রাজা; বাদশাহ। নৃপবর, নৃপমণি (বিশেষ্য) শ্রেষ্ঠ নৃপতি; শ্রেষ্ঠ রাজা বা বাদশাহ। নৃপাসন (বিশেষ্য) রাজার আসন; সিংহাসন; বাদশাহি তখ্ত। {(তৎসম বা সংস্কৃত) নৃ+√পা+অ(ক), নৃ+পতি}
- Bengali Word নৃবিদ্যা, নৃমণি, নৃমুণ্ডু, নৃমুণ্ডুলিনী, নৃযজ্ঞ, নৃলোক English definition ⇒ নৃ
- Bengali Word নৃশংস English definition [নৃশঙ্শো] (বিশেষণ) ১ নির্দয়; ক্রূর; নিষ্ঠুর (আমি নির্মম, আমি নৃশংস-কাজী নজরুল ইসলাম)। ২ হিংস্র; হিংসক। নৃশংসতা (বিশেষ্য) ১ নরহিংসা। ২ নিষ্ঠুরতা। {(তৎসম বা সংস্কৃত) নৃ+√শন্স্+অ(অন্)}
- Bengali Word নৃসিংহ English definition ⇒ নর১
- Bengali Word নে English definition ⇒ নেও১
- Bengali Word নেং, নেঙ English definition [ন্যাঙ্] (বিশেষ্য) ভগ্নপদ। {(তৎসম বা সংস্কৃত) লঙ্গ; (ফারসি) নঙ্গ্}
- Bengali Word নেংচানো, নেঙচানো English definition [ন্যাঙ্চানো] (ক্রিয়া) খোঁড়ানো। {(ফারসি) নঙ্গ্}
- Bengali Word নেংটা, লেংটা, ন্যাংটা, ল্যাংটা English definition [ন্যাঙ্টা, ল্যাঙ্টা, ন্যাঙটা, ল্যাঙটা] (বিশেষণ) ১ উলঙ্গ। ২ নিঃস্ব; পরিধানের বস্ত্র পর্যন্ত নেই এমন। নেংটার/ন্যাংটার নেই বাটপাড়ের ভয়-নিঃস্ব ব্যক্তির কোনো কিছু অপহৃত হওয়ার আশঙ্কা থাকে না। {(তৎসম বা সংস্কৃত) নগ্ন>}
- Bengali Word নেংটি ১, লেংটি English definition [নেঙটি, লেঙটি] (বিশেষ্য) কৌপীন; ছিন্ন মলিন বস্ত্র; টেনা। নেংটি পরা (ক্রিয়া) ১ কৌপীনের মতো করে কাপড় পরা। ২ একেবারে রিক্ত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) নগ্নাট>}
- Bengali Word নেংটি ২, নেংটী, নেংটে English definition [নেঙ্টি, নেঙ্টী, নেঙ্টে] (বিশেষ্য) ছোট; ক্ষুদ্র (কতিপয় নেংটে ইঁদুর ও আরসোলা-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) লিঙ্গালিকা>লেঙ্টিয়া>}
- Bengali Word নেংলা, ন্যাংলা English definition [ন্যাংলা] (বিশেষণ) অতিশয় কৃশ; খুব সরু; লম্বা ও কৃশ; লিকলিকে; হ্যাংলা। {(তৎসম বা সংস্কৃত) লঙ্গ; (ফারসি) নঙ্গ্}
- Bengali Word নেংড়া, ল্যাংড়া English definition [ন্যাঙ্ড়া, ল্যাঙ্ড়া] (বিশেষণ) খোঁড়া; খঞ্জ। (ল্যাংড়ার কথ্যরূপ)। {(তৎসম বা সংস্কৃত) লঙ্গ; (ফারসি) নঙ্গ্}
- Bengali Word নেআঅ (মধ্যযুগীয় বাংলা) English definition [নেয়াঅ] (বিশেষ্য) তর্কবিতর্ক; বাদবিতণ্ডা (আশেষ নেআঅ জুড়ি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়>}
- Bengali Word নেআলী (মধ্যযুগীয় বাংলা) English definition [নেয়ালি] (বিশেষ্য) নবমল্লিকা। {(তৎসম বা সংস্কৃত) নবমল্লিকা>}