প পৃষ্ঠা ৪৪
- Bengali Word পাগলাই (মধ্যযুগীয় বাংলা) English definition [পাগ্লাই] (বিশেষ্য) পাগলের ভাব; উম্মাদের মতো আচরণ (পাগলাই না করিব-কৃষ্ণদাস কবিরাজ)। {(তৎসম বা সংস্কৃত) পাগল+(বাংলা) আ}
- Bengali Word পাগাল English definition [পাগাল্] (বিশেষ্য) ইস্পাত (বুড়োরা কয়, ছেলে নয় ও পাগাল লোহা যেন-জসীমউদ্দীন)। {পাকা> +আল?}
- Bengali Word পাগড়ি, পাগড়ী, পাগ English definition [পাগ্ড়ি, পাগ্ড়ি, পাগ্] (বিশেষ্য) উষ্ণীয়; আমামা; শিরস্ত্রাণ; শিরোবিষ্টন বস্ত্র; মাথায় জড়ানোর কাপড় (রাজসভা যাইয়া মাথায় ফেলে পাগ-ঘনরাম চক্রবর্তী; ফেলিয়া বন্দুক জামা পাগ তলবার-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) প্রগ্রহ>(প্রাকৃত)প্রগ্গহ> (হিন্দি) পাগ, পাগড়ী}
- Bengali Word পাঙাশ English definition ⇒ পাঙ্গাশ১ ও পাঙ্গাশ২
- Bengali Word পাঙ্খা English definition [পাঙ্খা] (বিশেষ্য) পাখা; ব্যজনী (উইড়া যাওয়ার সাধ ছিল, পাঙ্খা দেয় নাই বিধি-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>}
- Bengali Word পাঙ্গাশ ১, পাঙাশ ১ English definition [পাঙ্গাশ, পাঙাশ্] (বিশেষ্য) আড়টেংরা জাতীয় এক প্রকার মাছ। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গাশ>}
- Bengali Word পাঙ্গাশ ২, পাঙাশ ২ English definition [পাঙ্গাশ্, পাঙাশ্] (বিশেষণ) পাংশুবর্ণ; ফ্যাকাসে; ছাইরঙা; রক্তহীনতায় পাণ্ডুর (চোখের সামনে ভেসে উঠল একটা পাঙাশ মূর্তি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পাংশু>}
- Bengali Word পাঙ্ক্তেয় English definition [পাঙ্ক্তেয়ো] (বিশেষণ) ১ পঙ্ক্তিতে বা সমশ্রেণিতে স্থান পাওয়ার উপযুক্ত। ২ এক পঙ্ক্তিতে বা এক সারিতে আহার করবার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক্তি+এয় (ঢক্)}
- Bengali Word পাচক English definition [পাচোক্] (বিশেষণ) হজমি; পরিপাক করায় এমন; জীর্ণকারক। □ (বিশেষ্য), (বিশেষণ) রাঁধুনে; যে রাঁধে; সূপকার। পাচক-রস (বিশেষ্য) পাকস্থলীজাত রস যা হজমে সাহায্য করে; gastric juice। পাচিকা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রন্ধনকারিণী; রাঁধুনি। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word পাচতি, পাচতী (মধ্যযুগীয় বাংলা) English definition [পচোতি/পাচ্তি] (বিশেষ্য) ধাত্রী; ধাই (সাধুর কিঙ্করী ডাক আনিল পাচাতি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {অজ্ঞাতমূল}
- Bengali Word পাচন ১ English definition [পাচোন্] (বিশেষ্য) ১ আগাছা তুলে ফেলবার অস্ত্রবিশেষ; নিড়ানি। ২ গরু ঘোড়া প্রভৃতির তাড়াবার দণ্ডবিশেষ; নড়ি; ছোটলাঠি। {(তৎসম বা সংস্কৃত) প্রাজন>}
- Bengali Word পাচন ২, পাঁচন English definition [পাচোন্, পাঁচোন্] (বিশেষণ) পরিপাককারী; জীর্ণকারক; হজমি। □ (বিশেষ্য) বিবিধ ওষধি, লতা, মূলাদির ক্বাথ; পাঁচ রকম গাছ-গাছড়া সিদ্ধ করে প্রস্তুত ঔষধ। পাচনযন্ত্র (বিশেষ্য) পরিপাকযন্ত্র; জীর্ণকারক যন্ত্র; digestive organ। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word পাচনবাড়ি, পাঁচনবাড়ি, পাচনি, পাঁচনি English definition [পাচোন্বাড়ি, পাঁচোন্বাড়ি, পাচোনি, পাঁচোনি] (বিশেষ্য) গবাদি পশুর জন্য ব্যবহৃত তাড়নদণ্ড বিশেষ; নড়ি (পাঁচনীর আশীর্বাদে মানুষ করি ঠেঙ্গিয়ে বলদ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) প্রাজন>+(তৎসম বা সংস্কৃত) বেষ্ট(বাঁশ)>(প্রাচীন বাংলা) বেট্ট>বাটি>বাড়ি}
- Bengali Word পাচলা (মধ্যযুগীয় বাংলা) English definition [পাচ্লা] (বিশেষ্য) ১ রন্ধন উপকরণ। ২ উপচার; পূজার উপকরণ (ধূপদীপ নানাবিধ নৈবেদ্য পাচলা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্(রান্না করা)>+(বাংলা) লা}
- Bengali Word পাচার English definition [পাচার্] (বিশেষ্য) ১ গোপনে অপসারণ; চুপিচুপি সুরয়ে ফেলা; চুরি করে নিঃশেষকরণ (গল্পটা শুনেছে নিশ্চই কোন ইংরেজের কাছ থেকে, আর সেটা পাচার করে দিলে আপনার উপর দিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ এক পিঠ থেকে উল্টা পিঠ পর্যন্ত (পাচার বিঁধ)। {(তুলনীয়) (হিন্দি) পছাড়া}
- Bengali Word পাচিকা English definition ⇒ পাচক
- Bengali Word পাচিত English definition [পাচিতো] (বিশেষণ) রাঁধা; ভাজা; ভর্জিত; অগ্নিপক্ব। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word পাচিল English definition ⇒ পাঁচিল
- Bengali Word পাচ্য English definition [পাচ্চো] (বিশেষণ) ১ রন্ধনযোগ্য; পাকযোগ্য। ২ পরিপাক বা হজমসাধ্য (সহজপাচ্য)। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্+য(ণ্যৎ)}
- Bengali Word পাচড়ানো English definition [পাছ্ড়ানো] (ক্রিয়া) ১ আছাড় দেওয়া; আছাড় দিয়ে ভূপাতিত করা। ২ ছাগাদি জবাই করার সময়ে মাটিতে ফেলা। □ (বিশেষ্য) কুলা দ্বারা শস্যাদি ঝাড়া (কুলোতে ডাল পাছড়াচ্ছিল কমলা-গুণময় মান্না)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {পাচড়া+আনো}