প পৃষ্ঠা ৪৫
- Bengali Word পাছ English definition [পাছ্] (বিশেষ্য) পশ্চাদ্ভাগ; পিছন। পাছদুয়ার (বিশেষ্য) বাড়ির পিছন দরজা; খিড়কি। পাছে (ক্রিয়াবিশেষণ) ১ পরে; পশ্চাৎ; পিছনে। ২ আশঙ্কায় (সে নদী পথে গেল না পাছে নৌকাডুবি হয়)। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>}
- Bengali Word পাছা English definition [পাছা] (বিশেষ্য) ১ নিতম্বদেশ। ২ নৌকার পশ্চাদ্ভাগ। পাছাপেড়ে (বিশেষণ) পাছার উপরে পরে এমন পাড়যুক্ত; মধ্যের পাড়সহ তিন পাড়যুক্ত (পাছাপেড়ে শাগি)। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>}
- Bengali Word পাছানা, পহচানা English definition [পাছানা, পাহ্চানা] (ক্রিয়া) চেনা (এরূপ যৌবন পাছানা জাইবে তুলি চাহা মোর মুখে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(প্রাকৃত)পচ্চহি আণ>}
- Bengali Word পাছানো English definition [পাছানো] (ক্রিয়া) পিছিয়ে পড়া। ২ পিছে হটা। {পাছ+আনো}
- Bengali Word পাছাড় English definition [পাছাড়্] (বিশেষ্য) পশ্চাৎ থেকে জাপটে ধরে আছাড় দান; মল্লযুদ্ধ। {(ফারসি) পাসার}
- Bengali Word পাছাড়ি English definition [পাছাড়ি] (বিশেষণ) পিচনের; পশ্চাদ্বর্তী (আগাড়ি পাছাড়ি দড়ি-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) ১ ঘোড়ার পিছনের পা বাঁধার দড়ি। ২ পাছড়া; পাটের তৈরি মোটা কাপড় বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাদ্বর্তী> পিছাড়ি>}
- Bengali Word পাছু, পিছু, পেছু, পিছ English definition [পাছু, পিছু, পেছু, পিছ্] (বিশেষ্য) পিছন; পশ্চাৎ (পাছ থেকে)। □ (ক্রিয়াবিশেষণ) ১ পিছন বা পশ্চাৎ দিকে (পিছু হাঁটা)। ২ পশ্চাৎ থেকে (পিছু ডাকা)। ৩ পরে; পাছে; শেষে (পিছু শুনবে)। ৪ পিছে; পিছনে (পিছু লাগা)। পিছুটান (বিশেষ্য) প্রিয়জনদের প্রতি স্নেহ মমতার আকর্ষণ। পিছু নেওয়া (ক্রিয়া) অনুসরণ করা; পিছনে পিছনে যাওয়া। পিছু পিছু (ক্রিয়াবিশেষণ) পিছে পিছে; পিছনে পিছনে (মধুকর কুল পাছুপাছু ছোটে-বিচ)। পিছুলাগা (ক্রিয়া) নাছোড়বান্দা হয়ে পিছনে লাগা। ২ উত্ত্যক্ত করা; বিরক্ত করা। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>}
- Bengali Word পাছুআন, পাছুয়ান (মধ্যযুগীয় বাংলা) English definition [পাছুয়ান্] (বিশেষণ) পশ্চাদ্গামী; পিছনের (সারথি ইহা পাছুআন-কাশীরাম দাস)। (বিপরীতার্থক শব্দ) আগুয়ান। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ> পাছু+ (বাংলা) আন}
- Bengali Word পাছুড়ি (মধ্যযুগীয় বাংলা) English definition [পাছুড়ি] (বিশেষ্য) ঘোড়ার পিছনের পা বাঁধার দড়ি (আগুড়ি, পাছুড়ি দড়ি-ঘনরাম চক্রবর্তী)। আগুড়ি (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>পাছ+(বাংলা) উড়ি}। ⇒ পাছাড়ি
- Bengali Word পাছে English definition [পাছে] (ক্রিয়াবিশেষণ) ১ পরে; পরবর্তীকালে; পরে যদি (পাছে তুমি বকো এই ভয়ে আমি খেলতে যাইনি); যদি ক্ষতিকর বা অনভিপ্রেত কিছু ঘটে এই ভয়ে বা আশঙ্কায়; ভেবে; বিবেচনায় (ভাই মোর দায় তোর পাছে চোর ভাগে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ পশ্চাদ্ভাগে; পিছনে; পিছে। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>}
- Bengali Word পাছড়া, পাছুড়ি English definition [পাছ্ড়া, পাছ্ড়ি] (বিশেষ্য) উত্তরীয় বস্ত্র; গায়ের চাদর; দোপাট্টা (পাটের পাছুড়ি দিল সকল শরীর-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) প্রচ্ছদপট>}
- Bengali Word পাজাম English definition ⇒ পায়জামা
- Bengali Word পাজি, পাজী English definition [পাজি] (বিশেষ্য) উদ্ধত; ঠেটা; ঝগড়াটে; নচ্ছার; দুষ্ট; পামর; নীচ; ইতর (পাজী না হইলে এরূপ কথা মুখে আনো না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। পাজির পা ঝাড়া (বিশেষণ) পাজির হদ্দ; অতিশয় পাজি। {(ফারসি) পাজী}
- Bengali Word পাজেব, পাযেব English definition [পাজেব্] (বিশেষ্য) পায়ের অলঙ্কারবিশেষ। {(ফারসি) পাজ্বেব্}
- Bengali Word পাঞ্চ English definition [পান্চো] (বিশেষণ) পাঁচ (এ হাত মোর পাঞ্চলাখ দানে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ; (ফারসি) পন্জ}
- Bengali Word পাঞ্চজন্য English definition [পান্চজোন্নো] (বিশেষ্য) শ্রীকৃষ্ণের শঙ্খের নাম। ‘পঞ্চজন’ নামের দৈত্যের অস্থি দিয়ে নির্মিত বলে এ শঙ্খের নাম পাঞ্চজন্য। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চজন+অ(ঞ্য)}
- Bengali Word পাঞ্চবার্ষিক English definition [পান্চোবার্শিক্] (বিশেষণ) ১ পঞ্চবর্ষীয়। ২ প্রতি পাঁচ বছর অন্তর ঘটে বা প্রকাশিত হয় এমন; পঞ্চবর্ষস্থায়ী। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চবর্ষ+ইক(ঠক্)}
- Bengali Word পাঞ্চভৌতিক English definition [পান্চোভোউতিক্] (বিশেষণ) ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম-এই পঞ্চভূত দ্বারা গঠিত বা উৎপন্ন; পঞ্চভূত সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চভূত+ইক(ঠক্)}
- Bengali Word পাঞ্চাল English definition [পান্চাল] (বিশেষ্য) ১ পঞ্চাল দেশীয়; রোহিলাখণ্ড অঞ্চলের। ২ পঞ্চাল দেশ বা আধুনিক বেরিলি সংক্রান্ত। ৩ পঞ্চাল দেশজাত। পাঞ্চালী (বিশেষ্য) ১ পাঞ্চাল রাজকুমারী দ্রৌপদী। ২ কাষ্ঠ প্রভৃতি দ্বারা নির্মিত পুতুল। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাল+অ(অণ্)}
- Bengali Word পাঞ্জতন, পাকপাঞ্জতন English definition [পান্জোতন্, পাক্পান্জোতন্] (বিশেষ্য) পাঁচ শ্রেষ্ঠ ব্যক্তি:হজরত মুহম্মদ (সা.); হজরত আলী (রা.); হজরত ফাতিমা (রা.); হজরত হাসান (রা.); ও হজরত হুসাইন (রা.)। {(ফারসি) পানজতন}