প পৃষ্ঠা ৪৬
- Bengali Word পাঞ্জর English definition [পান্জর্] (বিশেষ্য) ১ পঞ্জর; পাঁজর। ২ শরীর; দেহ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্জর>}
- Bengali Word পাঞ্জা, পাঁজা English definition [পান্জা, পাঁজা] (বিশেষ্য) হিন্দু সম্প্রদায়ের পদবিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পানজ}
- Bengali Word পাঞ্জা, পান্জা English definition [পান্জা] (বিশেষ্য) ১ দস্তখত বা সিলমোহরের পরিবর্তে আঙুলসহ করতলের ছাপ; বাদশাহগণের হাতের ছাপমারা ফরমান; ফরমান (হাতে দিয়ে পরোয়ানা এই বাদশাহী পাঞ্জার ছাপ-ফের তারে ডেকে আনা-মোহিতলাল মজুমদার; লিখাইয়া পাঞ্জা ফরমানের নকল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ করতল; থাবা। ৩ দুই করতল প্রসারিত করে জড়িয়ে ধরা (করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা-কাজী নজরুল ইসলাম)। ৪ পাঁচ ফোঁটাযুক্ত তাস। ৫ পদচিহ্ন দেখে যারা বনে হাতির সন্ধান করে (খোঁট ধরি পাঞ্জা লয়রে হাতীর খরব-(পূর্ববঙ্গ গীতিকা).) । পাঞ্জা কষা বা লড়া, পাঞ্জা ঠোকা (ক্রিয়া) পরস্পরের পাঁচটি আঙ্গুল বন্ধ করে কব্জির শক্তি পরীক্ষা করা (স্বভাব বুকে পাঞ্জা ঠোকার নাই প্রয়াস-আবুল ফারাহ মুঃ আবদুল হক ফরিদী)। {(ফারসি) পানজাহ}
- Bengali Word পাঞ্জাব, পঞ্জাব ১ English definition [পান্জাব্, পন্জাব্] (বিশেষ্য) ভারতের একটি প্রদেশ। ২ পঞ্চ নদ। পাঞ্জা(বিশেষ্য), পাঞ্জাবী (বিশেষ্য) পাঞ্জাবের অধিবাসী বা ভাষা। □ (বিশেষণ) পাঞ্জাব দেশ সম্পর্কিত বা পাঞ্জাবে জাত। পশ্চিম পাঞ্জাব (বিশেষ্য) পাকিস্তানের প্রদেশ-বিশেষ। {(ফারসি) পানজাহ + (ফারসি) আব; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অপ}
- Bengali Word পাঞ্জাবি ১, পাঞ্জাবী English definition [পান্জাবি] (বিশেষ্য) প্রধানত বাঙালিরা পরেন এমন সুপরিচিত জামা; পাঞ্জা তথা হাতের তালু অবধি বিস্তৃত আস্তিনবিশিষ্ট ঢিলা-ঢালা জামা; কামিজ (এও তো তাজ্জব কী বাৎ-পাঞ্জাবী পরলে বাঙালীকে চেনা যায়-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) পানজাহ +(বাংলা) ই, ঈ}
- Bengali Word পাঞ্জাবি ২ English definition [পান্জাবি] (বিশেষ্য) পাঞ্জাবের ভাষা বা মানুষ। {(তৎসম বা সংস্কৃত) পাঞ্জাব+ই}
- Bengali Word পাঞ্জেগানা English definition [পান্জেগানা] (বিশেষণ) পাঁচ ওয়াক্তের নামাজ; দিনের পাঁচ বারের নামাজ (পাঞ্জেগানা নামাজ ছেড়ো না-শাহেদ আলী)। {(ফারসি) পানজগানাহ্ }
- Bengali Word পাঞ্জেরি, পঞ্জেরী English definition [পান্জেরি, পন্জেরি] (বিশেষ্য) নৌকা বা জাহাজের অগ্রভাগে অবস্থিত আলোকদিশারি; যে নৌ-কর্মচারী নৌকার মাস্তুলে উঠে চারদিকের দৃশ্য, আবহাওয়া, চর ইত্যাদি বিষয়ে মাঝিকে সংকেত দান করেন (রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী-ফররুখ আহমদ)। {(ফারসি) পান্জারহ্}
- Bengali Word পাট ১ English definition [পাট্] (বিশেষ্য) ১ বাংলাদেশের ‘সোনালি আঁশ’ নামে খ্যাত এক রকম তন্তু যা থেকে চট, বস্তা, কার্পেট, সুতা ইত্যাদি তৈরি হয়; কোষ্টা গাছ; উক্ত গাছের আঁশ; jute। ২ রেশম। ৩ রেশমি কাপড় (পরিধান পাট-বড়ু চণ্ডীদাস)। ৪ পাটের মোটা সুতায় তৈরি থলে বা বস্তা (পাটে ভরি নিল খই-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৫ স্তর; ভাঁজ; থাক (এক পাট সাদা খদ্দরে, এক পাট সাদা সিল্কে সমান হল না লাবণ্যে ও স্পর্শে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ কাষ্ঠাসন; পিঁড়ি (পাট চড়ি রূপবতী প্রদক্ষিণ করে পতি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৭ সিংহাসন; রাজতন্ত্র (কীর্তি শুনি নৃপগণে তেজিবেক পাট-সৈয়দ আলাওল)। ৮ পীঠস্থান; তীর্থস্থান (দশাশ্বমেধের ঘাট চৌষট্টি যোগিনী পাট নানা স্থানে নানা মহাস্থান-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৯ অস্তাচল (সূর্য পাটে যাব নেমে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ১০ চ্যাপটা বস্তুর এক জোড়ার একটি (একপাট চটি বিছানায়-দ্বিজেন্দ্রলাল রায়)। ১১ চওড়া তক্তা; পাটা; ফলক (ধোপার পাটেও তাহাকে নিয়া ধইল-শেখ ফয়জুল্লাহ)। □ (বিশেষণ) ১ রাজকীয়; রাজার ব্যবহারের (বন-জঙ্গল ভাঙ্গিয়া পাটহাতী শীতকে পিঠে করিয়া ছুটিয়া গেলে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ প্রধানা (পাটরানী)। {(তৎসম বা সংস্কৃত) পট্ট>}
- Bengali Word পাট ২ English definition [পাট্] (বিশেষ্য) পারিপাট্য সাধন (মুগ, মুসুরী, ছোলা কলা ধান কফলানো হচ্ছে মাঠের পাট করে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিত্যনৈমিত্তিক গৃহকর্ম (লাজ পেয়ে যত ধেয়ে করে পাট-ঘনরাম চক্রবর্তী)। ৩ চাকরানিগিরি; দাসীবৃত্তি; কাজকর্ম (পাট করি পরের পালিব পরিবার-ঘনরাম চক্রবর্তী)। ৪ নিত্যদিনের কর্মের রীতি বা ধরা (পাট তোলা)। {(তৎসম বা সংস্কৃত) পাট্টি>}
- Bengali Word পাট ৩ English definition [পাট্] (বিশেষ্য) পাতকুয়ায় ব্যবহৃত পোড়া মাটির বেষ্টনী; চাক। {(তৎসম বা সংস্কৃত) পাটকা>}
- Bengali Word পাট ৪, পার্ট English definition [পাট্, পার্ট্] (বিশেষ্য) অভিনেতা বা অভিনেত্রীর অভিনয়ে সংলাপ। {(ইংরেজি) part}
- Bengali Word পাটক English definition [পাটোক্] (বিশেষ্য) পাড়; কূল; উপকূল। ২ পাশাখেলায় দান বা গুটি চালনা। ৩ বাদ্যযন্ত্র বিশেষ; বাদ্যধ্বনি। ৪ গ্রামার্ধ; গ্রামের অর্ধেক। {(তৎসম বা সংস্কৃত) পাটি+অক(ণ্বুল্)}
- Bengali Word পাটকিলে English definition ⇒ পাটকিলে
- Bengali Word পাটকিলে, পাটকিল English definition [পাট্কিলে, পাটকিল্] (বিশেষণ) ইটের রংযুক্ত; পাটল বর্ণযুক্ত (তবুও সেখানে আমি নিয়ে যাব এক পাটকিলে ঘোড়া-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) পাটখণ্ড>}
- Bengali Word পাটকেল, পাটকিল English definition [পাট্কেল্] (বিশেষ্য) ইষ্টকখণ্ড; ইটের টুকরা (সিন্দুর অভাবে পরে পাটকেল গুড়ী-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পাটলখণ্ড>?}
- Bengali Word পাটখড়ি English definition [পাট্খোড়ি] (বিশেষ্য) পাট গাছের উপরের পাট নামক ছাল তুলে নেওয়ার পর ডাঁটাসহ যে শুকনা গাছ (উননের পরে রয়েছে কড়াই-নীচে পাটখড়ি জ্বলে-বন্দে আলী মিয়া)। {পাট+খড়ি}
- Bengali Word পাটন English definition [পাটোন্] (বিশেষ্য) নগর; জনবসতি; দেশ; অঞ্চল; জনপদ (যাইতে পারি রাজা সিংহল পাটন-কৃত্তিবাস ওঝা)। ৩ বাণিজ্য। {(তৎসম বা সংস্কৃত) পট্টন অথবা পত্তন>}
- Bengali Word পাটনা English definition [পাট্না] (বিশেষ্য) ভারতের বিহার প্রদেশের অন্তর্গত বিখ্যাত নগর; প্রাচীন পাটলীপুত্র। পাটনাই (বিশেষণ) ১ পাটনায় উৎপন্ন বা প্রস্তুত। ২ পাটনা সংক্রান্ত {(তৎসম বা সংস্কৃত) পাটলীপুত্র>}
- Bengali Word পাটনি, পাটুনী English definition [পাট্নি, পাটুনি] (বিশেষ্য) খেয়াঘাটের মাঝি; পাথরঘাটার ঠিকাদার মাঝি (সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনী-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পট্টন(পত্তন)>+(বাংলা) ই, ঈ}