প পৃষ্ঠা ৪৭
- Bengali Word পাটনেত English definition [পাট্নেত্] (বিশেষ্য) চীনাংশুক; খুব মিহি রেশমি কাপড়। {(তৎসম বা সংস্কৃত) পট্ট+নেত্র>}
- Bengali Word পাটব English definition [পাটব্] (বিশেষ্য) ১ নৈপুণ্য; পটুতা; দক্ষতা। ২ স্বাস্থ্য; সুস্থতা। □ (বিশেষণ) পটু; দক্ষ; নিপুণ। পাটবিক বিণ। {(তৎসম বা সংস্কৃত) পটু+অ(অণ্)}
- Bengali Word পাটরানি, পাটরানী English definition [পাট্রানি] (বিশেষ্য) (রাজ্যাধিপতির) প্রাধানা মহিষী, পাটে অর্থাৎ সিংহাসনে অধিষ্ঠিতা রানী। {(তৎসম বা সংস্কৃত) পট্ট+ রাজ্ঞী>}
- Bengali Word পাটল English definition [পাটোল্] (বিশেষণ) ১ ইটের মতো রং; পাটকিলে; ফিকে লাল (মেটো পথ দিয়ে ধূলি উড়াইয়া চলিল পাটল গাই-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী; কদম্ব রেণু শিহরিয়া উঠে নতুন পাটল মেঘে-জসীমউদ্দীন)। ২ গোলাপি রং (চিত্রিত পাটল তনুর আমন্ত্রণের মতো-হাবীবুর রহমান)। পাটলা, পাটলি, পাটলী (বিশেষ্য) ১ পারূল গাছ। ২ পারুল ফুল। {(তৎসম বা সংস্কৃত) পাটল+অ(অচ্)}
- Bengali Word পাটা English definition [পাটা] (বিশেষ্য) ১ পট্ট; তক্তা; ফলক। ২ ভূমির ক্রয় বা পত্তনি দলিল; পাট্টা। ৩ বক্ষের বিস্তৃতি; বিশাল বক্ষ (কবাট বিশাল পাটা গগনে লাগিল ছটা মূলার সমান দন্তগুলি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৪ সাহস (এত বড় বুকের পাটা)। ৫ বাটনা বাটবার শিল; পেষণশিলা। পাটাতন (বিশেষ্য) কাষ্ঠ বংশাদি নির্মিত মাচা; তক্তায় তৈরি নৌকার মেঝে; জাহাজের ডেক; flooring of planks (তুফান বাড়িতে তোলপাড় করে কিশতির পাটাতন-ফররুখ আহমদ)। বুকের পাটা (বিশেষ্য) ১ বুকের বিস্তৃতি; বিশাল বক্ষঃস্থল। ২ সাহস; হিম্মত (কত বড় বুকের পাটা)। {(তৎসম বা সংস্কৃত) পট্টক>}
- Bengali Word পাটারি English definition [পাটারি] (বিশেষ্য) গ্রামে জমিদারের খাজনা আদায়কারী কর্মচারী। {(তৎসম বা সংস্কৃত) পটু+(বাংলা) ওয়ার+ঈ= পাটোয়ারী>পাটারি}
- Bengali Word পাটালি, পাটালী English definition [পাটালি] (বিশেষ্য) পাটার মতো চওড়া জমাট গুড়; নতুন গুড়ের বরফি (লালুর মা লালুকে বাড়ীতে লইয়া গিয়া মুড়ি ও পাটালী খাইতে দিল-কাজী আবদুল ওদুদ)। □ (বিশেষণ) তক্তার মতো জমাট খেজুরের গুড় (পাটালি গুড়)। {(তৎসম বা সংস্কৃত) পট্ট>+ আলি, আলী}
- Bengali Word পাটি ১, পাটী English definition [পাটি] (বিশেষ্য) ১ শৃঙ্খলা; প্রণালি (পরিপাটি কাজ)। ২ শ্রেণি; সারি (দন্তপাটি)। ৩ জোড়ার একটি (এক পাটি জুতা)। ৪ জুতা; পাদুকা (বাবু সেজে পাটির উপর রেখে পাটি-ঈশ্বর গুপ্ত)। ৫ কেশবিন্যাস (দু’সন্ধ্যা চিরুণী ধরি পাড়ে মোহন পাটি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৬ ঘরের কাজ; গৃহকর্ম (সংসারের পাটি)। ৭ অঙ্ক দ্বারা সংখ্যা নির্দেশ করে গণনা। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক্তি>পট্টি>পাটি}
- Bengali Word পাটি ২ English definition [পাটি] (বিশেষ্য) ১ জলজ ডাঁটা প্রায় গাছের বা তৃণের মোতরার দ্বারা প্রস্তুত মসৃণ মাদুরবিশেষ (সিলেটের শীতল পাটি)। ২ বিশেষ সম্প্রদায়ের পাড়া বা পল্লি (চৌদিকে কোঁচের পাটী কোঁচ বধু ভিক্ষা দেয় আনি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পট্টি>}
- Bengali Word পাটিগণিত, পাটীগণিত English definition [পাটিগোনিত্] (বিশেষ্য) অঙ্কবিদ্যা; অঙ্কশাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) পাটি+গণিত}
- Bengali Word পাটিসাপটা English definition [পাটিশাপ্টা] (বিশেষ্য) এক প্রকার পিঠা বা পিষ্টক। পাটির মতো জড়ানো হয় বলে এবং এক পিঠ অন্য পিঠকে সাপটে ধরে বলে এ নাম। {পাটি+সাপটা}
- Bengali Word পাটী English definition ⇒ পাটি১
- Bengali Word পাটুনী English definition ⇒ পাটনি
- Bengali Word পাটুয়া English definition [পাটুয়া] (বিশেষণ) দক্ষ; পটু; নিপুণ। ২ ধারালো; তীক্ষ্ণ (পাটুয়া কোদাল-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) ১ কলা বা সুপারি গাছের পাতার গোড়ার দিককার অংশ, যা কাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকে। ২ কলা গাছের বাকল; পেটো। ৩ কলার ছোটা; দড়ির বিকল্প হিসেবে ব্যবহৃত কলাগাছের বাসনা। {(তৎসম বা সংস্কৃত) পটু.; (তৎসম বা সংস্কৃত) পাটব>পাটওয়া>পাটুয়া}
- Bengali Word পাটেশ্বরী English definition [পাটেশ্শোরি] (বিশেষ্য) প্রধান মহিষী; রাজার মূখ্য পত্নী; পাটরানী; পট্টমহিষী (সেই কন্যা হৈল জান মুখ্য পাটেশ্বরী-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) পাট+ঈশ্বরী}
- Bengali Word পাটোল (মধ্যযুগীয় বাংলা) English definition [পাটোল্] (বিশেষ্য) রেশমি বস্ত্র (পিন্ধিয়া-পাটোলে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পট্ট>}
- Bengali Word পাটোলিপুত্র English definition [পাটোলিপুত্ত্রো] (বিশেষ্য) প্রাচীন মগধ, আধুনিক পাটনা, তবে এই নামের প্রাচীন নগরীটি অষ্টম শতকের মধ্যভাগে গঙ্গা নদীর প্লাবনে ধ্বংসপ্রাপ্ত হয়। {(তৎসম বা সংস্কৃত) পাটালিপুত্র}
- Bengali Word পাটোয়ার English definition [পাটোয়ার্] (বিশেষ্য) ১ কর সংগ্রাহক কর্মচারী; খাজনা আদায় করে এরূপ কর্মচারী (উনকোটি নাগ লইয়া দিলা পাটোয়ার-বিজয় গুপ্ত)। ২ ঘুনসি, মালা ইত্যাদি গ্রন্থিশিল্প প্রস্তুতকারী। □ (বিশেষণ) অতিশয় হিসেবি। পাটোয়ারি (বিশেষণ) পাটোয়ার সুলভ প্রকৃতিবিশিষ্ট (পাটোয়ারি বুদ্ধি)। {(তৎসম বা সংস্কৃত) পটু+ওয়ার+(বাংলা) ই, ঈ}
- Bengali Word পাট্টা, পাটা English definition [পাট্টা, পাটা] (বিশেষ্য) ১ ভূমির ক্রয়-বিক্রয় সংক্রান্ত দলিল; পত্তন বিষয়ক প্রমাণপত্র বিশেষ (যৌবনেও আমার আর দাবি-দাওয়া নাই মিয়াদি পাট্টার মিয়াদ ফুরাইয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ ভাঁজ; পাট (দোপাট্টা)। ৩ ঘন স্তর; চাপ (গালপাট্টা)। {(তৎসম বা সংস্কৃত) পট্টক>পাট্টা}
- Bengali Word পাঠ English definition [পাঠ্] (বিশেষ্য) ১ পঠন; অধ্যয়ন। ২ আবৃত্তি। ৩ পঠিতব্য বিষয় (পাঠ নেওয়া)। পাঠক (বিশেষ্য), (বিশেষণ) ১ পাঠকর্তা; আবৃত্তিকারী। ২ ছাত্র। ৩ কথক; পুরাণ পাঠকারী। পাঠগৃহ (বিশেষ্য) অধ্যয়ন গৃহ; পাঠকক্ষ। পাঠগ্রহণ (বিশেষ্য) শিক্ষকের নিকট থেকে পাঠ্য বিষয় সম্পর্কে উপদেশ বা নির্দেশ গ্রহণ; পড়া বুঝে নেওয়া। পাঠচক্র (বিশেষ্য) যারা একসঙ্গে কোনো বিষয় পড়ে; study circle। পাঠ নিবিষ্ট (বিশেষণ) অধ্যয়নরত; পাঠমগ্ন (এই নতপৃষ্ঠ পাঠবিশিষ্ট অদ্ভুত লোকটি-রবীন্দ্রনাথ ঠাকুর)। পাঠমন্দির (বিশেষ্য) ১ পড়ার ঘর; অধ্যয়নগৃহ। ২ বিদ্যালয়; বিদ্যাপীঠ। পাঠশালা (বিশেষ্য) ১ বিদ্যালয়। ২ প্রাথমিক বিদ্যালয়। {(তৎসম বা সংস্কৃত) □ পঠ্+অ(ঘঞ্)}