প পৃষ্ঠা ৪৮
- Bengali Word পাঠন ১ English definition [পাঠোন্] (বিশেষ্য) দেশ; নগর (বাণিজ্যে চলিল শেষে দক্ষিণা পাঠন-ক্ষেমানন্দ দাস)। {(তৎসম বা সংস্কৃত) পট্টন, পত্তন>}
- Bengali Word পাঠন ২, পাঠনা English definition [পাঠোন্, পঠোনা] (বিশেষ্য) পড়ানো; শিক্ষাদান; অধ্যাপনা; teaching। পঠনপাঠন (বিশেষ্য) পড়া এবং পড়ানো। {(তৎসম বা সংস্কৃত) □ পাঠি+অন(ল্যুট্)}
- Bengali Word পাঠান English definition [পাঠান্] (বিশেষ্য) পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের মুসলমান গোত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পশ্তু>পখ্তুন>পট্টোন>}
- Bengali Word পাঠানো English definition [পাঠানো] (ক্রিয়া) প্রেরণ করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ডেকে পাটানো (ক্রিয়া) লোক পাঠিয়ে ডাকা। বলে পাঠানো (ক্রিয়া) লোক পাঠিয়ে সংবাদ দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) প্র+ □ স্থা+ণিচ্=প্রস্থান>অথবা প্রেরণ/প্রস্থাপন> পাঠান; (তুলনীয়) (হিন্দি) পঠানা}
- Bengali Word পাঠান্তর English definition [পাঠান্তর্] (বিশেষ্য) পাঠ্য বা লিখিত বিষয়ের ভিন্নরূপ; ভিন্ন বা স্বতন্ত্র পাঠ; variation of texts। {(তৎসম বা সংস্কৃত) পাঠ+ অন্তর; (নিত্য সমাস)}
- Bengali Word পাঠাভ্যাস English definition [পাঠাব্ভাশ্] (বিশেষ্য) পাঠ্যবিষয় প্রস্তুত বা চর্চাকরণ; বিদ্যানুশীলন। {(তৎসম বা সংস্কৃত) পাঠ+অভ্যাস; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পাঠার্থী (-র্থিন্) English definition {পাটার্থি} (বিশেষ্য), (বিশেষণ) বিদ্যার্থী ছাত্র; পড়তে চায় এমন। পাঠার্থিনী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পাঠ+ অর্থী/অর্থিনী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পাঠিকা English definition [পাঠিকা] (বিশেষ্য) ১ পড়ে এমন নারী; পাঠকারিণী (সংবাদ-পাঠিকা)। ২ ছাত্রী। {(তৎসম বা সংস্কৃত) □ পঠ্+অক(ণ্বুল্)+আ(টাপ্)}
- Bengali Word পাঠ্য English definition [পাট্ঠো] (বিশেষণ) ১ পাঠযোগ্য; পঠনীয়; পড়ার যোগ্য। ২ পাঠ করতে হয় বা হবে এরূপ (পাঠ্যপুস্তক)। {(তৎসম বা সংস্কৃত) □ পঠ্+য(ণ্যৎ)}
- Bengali Word পাঠ্যাবস্থা English definition [পাট্ঠাবোস্থা] (বিশেষ্য) ছাত্রাবস্থা; ছাত্রজীবন। {(তৎসম বা সংস্কৃত) পাঠ্য+অবস্থা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word পাণ English definition ⇒ পান
- Bengali Word পাণি English definition [পানি] (বিশেষ্য) হস্ত; হাত (সবার ধরিনু পদে পাণি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। পাণিগ্রহণ, পাণিগ্রহ, পাণিপীড়ন, পাণিবদ্ধ (বিশেষ্য) বিবাহ; পরিণয়। পাণিপ্রার্থী (বিশেষণ) বিবাহের অভিলাষী (এঁরা দুজনেই তো আপনার পাণিপ্রার্থী-রাজশেখর বসু (পরমু))। {(তৎসম বা সংস্কৃত) □ পণ্+ই(ইণ্)}
- Bengali Word পাণিনি English definition [পানিনি] (বিশেষ্য) খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের সংস্কৃত ব্যাকরণ প্রণেতা। ২ পাণিনি রচিত ব্যাকরণ। পাণিনীয় (বিশেষণ) ১ পাণিনি সম্বন্ধীয়। ২ পাণিনি কথিত বা রচিত। ৩ পাণিনি সম্মত। {(তৎসম বা সংস্কৃত) পণিন্+অ(অণ্)+ই(ইঞ্)}
- Bengali Word পাণ্ডব, পাণ্ডবেয় English definition [পান্ডোব্, পান্ডোবেয়ো] (বিশেষ্য) যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব-পাণ্ডুরাজের এই পঞ্চপুত্র। পাণ্ডব বর্জিত (বিশেষণ) ১ পাণ্ডবদের দ্বারা পরিত্যক্ত; নিকৃষ্ট বলিয়া পাণ্ডবগণ যে স্থানে যান নাই এমন। পাণ্ডবসখা, পাণ্ডবসখ (বিশেষ্য) কৃষ্ণ। পাণ্ডবীয় (বিশেষণ) ১ পাণ্ডসম্বন্ধীয়। ২ পাণ্ডবদের। {(তৎসম বা সংস্কৃত) পাণ্ডু+অ(অণ্), এয়(ঢক্)}
- Bengali Word পাণ্ডা ১ English definition [পান্ডা] (বিশেষণ) তীর্থস্থানের পূজারি। □ (বিশেষ্য) উদ্যোক্তা সর্দার; পেশিজীবী দরের চাঁই। {(তৎসম বা সংস্কৃত) পণ্ডিত>}
- Bengali Word পাণ্ডা ২ English definition [পান্ডা] (বিশেষ্য) চীনের বনাঞ্চলে জাত কচি বংশদণ্ডভোজী এক প্রকার সংবেদনশীল ভালুকজাতীয় বিরল প্রজাতির প্রানী। {নে. পাণ্ডা}
- Bengali Word পাণ্ডাল, প্যাণ্ডেল English definition [পান্ডাল্, প্যান্ডেল্] (বিশেষ্য) সভাদির মঞ্চ। {(ইংরেজি) pandal; (তামিল) pantal}
- Bengali Word পাণ্ডিত্য English definition [পাণ্ডিত্তো] (বিশেষ্য) বিদ্যাবত্তা; জ্ঞান; মনীষা। ২ নৈপুণ্য; বিচক্ষণতা। ৩ অভিজ্ঞতা। {(তৎসম বা সংস্কৃত) পণ্ডিত+য(য্যঞ্)}
- Bengali Word পাণ্ডু ১ English definition [পান্ডু] (বিশেষ্য) যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেবের পিতা। {(তৎসম বা সংস্কৃত) পাণ্ডু+মৎ(মতুপ্)-প্রত্যয় লোপে}
- Bengali Word পাণ্ডু ২, পাণ্ডুর English definition [পান্ডু, পান্ডুর্] (বিশেষ্য) ১ শুক্ল-পীতবর্ণ। ২ সাদা রং। ৩ ন্যবা রোগ; জণ্ডিস। □ (বিশেষণ) ১ শুক্ল-পীতবর্নযুক্ত (সিল্ক মসৃণ সাদা আর ছোট পাণ্ডু ললাট-বিষ্ণু দে)। ২ ফ্যাকাশে; পাংশুটে; পাংশুবর্ণবিশিষ্ট (চম্পা আজি পাণ্ডু হাসি হাসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ পণ্ড্+ই(কু), পাণ্ডু+র}