প পৃষ্ঠা ৪৯
- Bengali Word পাণ্ডুলিপি, পাণ্ডুলেখ, পাণ্ডুলেখ্য English definition [পান্ডুলিপি, পান্ডুলেখো, পান্ডুলেক্খো] (বিশেষ্য) ১ হাতে লেখা কাগজ; মুদ্রিত পুস্তকাদির আদর্শ; manuscript। ২ খসড়া; মুসাবিদা (তিনি রাজস্ব বিষয়ে এক উৎকৃষ্ট পাণ্ডুলেখ্য প্রস্তুত করেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পাণ্ডু+লিপি, লেখ, লেখ্য}
- Bengali Word পাণ্ডে English definition [পান্ডে] (বিশেষ্য) পাঁড়ে; হিন্দুস্থানি ব্রাহ্মণের পদবিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পণ্ডিত>}
- Bengali Word পাণ্ড্য English definition [পান্ডো] (বিশেষ্য) ১ দক্ষিণ ভারতের একটি প্রাচীন দেশ (জনপদ)। ২ পাণ্ড্য নামক জাতি। ৩ পাণ্ড্য দেশের রাজা; পাণ্ড্য দেশের অধিবাসী। ৪ পাণ্ড্য সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) পাণ্ডু+ য(ড্যপ্)}
- Bengali Word পাত ১ English definition [পাত্] (বিশেষ্য) ১ পতন; ক্ষরণ (রক্তপাত)। ২ নিক্ষেপ; ফেলা; স্থাপন। ৩ বিনাশ; নিপাত; ক্ষয়; ধ্বংস (দেহপাত)। ৪ সংঘটন (ঘটিবে তাহলে বিষম বিপদপাত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) □ পত্+অ(ঘঞ্)}
- Bengali Word পাত ২ English definition [পাত্] (বিশেষ্য) ১ বৃক্ষ বা পুস্তকাদির পাতা (কলার পাতা)। ২ পাতা; চোখের আবরক ত্বক (এই নীরব নিশীথ রাতে শুধু জল আসে আঁখিপাতে-কাজী নজরুল ইসলাম)। ৩ ধাতুর চাদর (লোহা বা সোনার পাত)। ৪ ভোজনপাত্র রূপে ব্যবহৃত কলাপাতা বা থালা (নুন নেবু তো মা পাতেই দেয়-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। পাত ওঠা (ক্রিয়া) অন্ন ওঠা। পাত করা (ক্রিয়া) আহারের স্থান বা আয়োজন করা। পাতখোল (বিশেষ্য) অর্ধদগ্ধ মাটির পাতবিশেষ। পাতগালা (বিশেষ্য) গালার পাতলা পাত। পাতচাটা (বিশেষণ) উচ্ছিষ্ট ভোজন করে এমন; উচ্ছিষ্টভোজী। □ (বিশেষ্য), (বিশেষণ) অতি হীনভাবে অনুগ্রহ করে এমন; অতিশয় খোসামুদে। পাতড়া, পাৎড়া (বিশেষ্য) ১ উচ্ছিষ্ট পাতা; এঁটো পাতা। ২ হীনভাবে পরের বাড়ি অন্ন গ্রহণ করা। পাততাড়ি, পাত্তাড়ি (বিশেষ্য) ১ লিখন কার্যে ব্যবহৃত তালপাতা বা কলাপাতার আঁটি। ২ জিনিসপত্রের সমষ্টি। পাততাড়ি গুটানো (ক্রিয়া) ১ (আলঙ্কারিক) পাট তোলা; পলায়ন করা; জিনিসপত্র গুছিয়ে নিয়ে সরে পড়া। ২ (আলঙ্কারিক) দোকান বা প্রতিষ্ঠান তুলে দেওয়া। পাতলাগা (বিশেষ্য) গাছের পাতার ন্যায় গালার পাতলা পাতবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পত্র>}
- Bengali Word পাতক English definition [পতোক্] (বিশেষ্য) পাপ; দুষ্কৃতি; ধর্মবিরোধী কার্য (মাতৃরক্তপাতের তুল্য পাতক বলিয়া স্বীকার করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। পাতকী (-কিন্) (বিশেষ্য), (বিশেষণ) পাপী; দুষ্কৃতিকারী (আমি যেন ব্রহ্ম হত্যা পিতৃহত্যায় পাতকী হই-রবীন্দ্রনাথ ঠাকুর)। পাতককিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মহাপাতক (বিশেষ্য) অতি বড় পাপের কাজ। {(তৎসম বা সংস্কৃত) □ পত্+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word পাতকুয়া, পাতকুয়ো English definition [পাত্কুয়া, পাত্কুয়ো] (বিশেষ্য) কাঁচা কুয়া; ছোট কুয়া; ক্ষুদ্র কূপ (আমাদের প্রাঙ্গণের পাতকুয়ার মধ্যে ফেলিয়া দিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর; খেলা কত্তে কত্তে তিনি পাতকোর ভিতর পড়ে যান-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) কূপ; পাতাল+কূপ>}
- Bengali Word পাতখোল English definition [পাত্খোল্] (বিশেষ্য) কিছু পরিমাণে দগ্ধ মাটির পাত্র বা পাত (প্রচুর পায়েস পাতখোল-ঘনরাম চক্রবর্তী)। {পাতলা+খোলা>}
- Bengali Word পাতঞ্জল English definition [পাতোন্জল্] (বিশেষণ) পতঞ্জলি রচিত। পাতঞ্জলি দর্শন (বিশেষ্য) পতঞ্জলি-কৃত দর্শন শাস্ত্র বা যোগদর্শন। {(তৎসম বা সংস্কৃত) পতঞ্জলি+অ(অণ্)}
- Bengali Word পাততাড়ি, পাত্তাড়ি English definition [পাত্তাড়ি] (বিশেষ্য) তাল পাতার বা পত্রের গুচ্ছ। ২ পাঠশালায় ছাত্র-ছাত্রীদের লেখার জন্যে রক্ষিত তালপাতাসমূহের গোছা। পাততেড়ে (বিশেষণ) পাঠশালার যে ছাত্র-ছাত্রীদের পাততাড়ি আছে। পাততাড়ি গুটানো (ক্রিয়া) ১ পাঠশেষে লিখিত তালপাতাগুলো গুছিয়ে তাড়া বাঁধা। ২ (আলঙ্কারিক) কাজ শেষ করে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে প্রস্থান করা। ৩ কাজ সমাধা করা। {(তৎসম বা সংস্কৃত) পত্র>পাতা+তাড়ি}
- Bengali Word পাতন English definition [পাতোন্] (বিশেষ্য) ১ অধঃক্ষেপণ; নিক্ষেপ। ২ চুয়ানো; ক্ষরণ; পরিস্রবণ। ৩ বকযন্ত্র দ্বারা নিষ্কাশন; distillation। ৪ বিছিয়ে দেওয়া। ৫ নিপাত-করণ; বিনাশন। {(তৎসম বা সংস্কৃত) □ পাতি+অন(ল্যুট্)}
- Bengali Word পাতল English definition ⇒ পাতলা
- Bengali Word পাতলা, পাতল English definition [পাত্লা, পাতোল্] (বিশেষণ) ১ ঘন বা গাঢ় নয় এমন; তরল দ্রব্য (পাতলা দুধ)। ২ সূক্ষ্ণ; পুরু বা মোটা নয় এমন (পাতলা কাগজ)। ৩ সরু, চিকন (পাতলা সুতা বা বেত)। ৪ জমাট নয় এমন; অগভীর (রাত শেষে অন্ধকার পাতলা হয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৫ ফিনফিনে (পাতলা দেহ)। ৬ ফিনফিনে (পাতলা কাপড়)। ৭ লঘু; হালকা; ভারী নয় এমন (পাতলা শোলা)। {(তৎসম বা সংস্কৃত) পত্র>পাত+লা}
- Bengali Word পাতলী (মধ্যযুগীয় বাংলা) English definition [পাতলি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কৃশাঙ্গিনী (কোঅলী পাতলী বালী সুন বনমালী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পত্র>পাত+লা}
- Bengali Word পাতশা, পাতশাহ, পাদশাহ (মধ্যযুগীয় বাংলা) English definition [পাত্শা, পাত্শাহ্, পাদ্শাহ্] (বিশেষ্য) বাদশাহ; সম্রাট; নৃপতি; রাজাধিরাজ (মহাবদজঙ্গ দিলা পাতসা খেতাব-ভারতচন্দ্র রায়গুণাকর; পাৎসাহার মোহর মাথায় রাখি-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পাতশাহি, পাদশাহি (বিশেষ্য), (বিশেষণ) বাদশাহি, রাজকীয় (পাতসাহী সরঞ্জাম ভূত দিয়া সব লুঠাইব-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষ্য) রাজত্ব। {(ফারসি) বাদশাহ্ }
- Bengali Word পাতা ১ (-তৃ) English definition [পাতা] (বিশেষণ) পালক; পালনকর্তা; রক্ষক; রক্ষাকারী (বিশ্বপাতা আমার প্রভূ-আমার পাতা-এয়াকুব আলী চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) □ পা+তৃ}
- Bengali Word পাতা ২ English definition [পাতা] (বিশেষ্য) ১ পত্র (গাছ পাতা বা বইয়ের পাতা)। ২ গ্রন্থপত্র; বইয়ের পৃষ্ঠা (চারের পাতা)। ৩ নেত্রপল্লব (চোখের পাতা)। ৪ গাছের যে পাতা ভোজনপাত্র হিসেবে ব্যবহৃত হয় (কলাপাতা বিছিয়ে খাও)। ৫ পাতার মতো বিন্যাস বা গুছানো বা শৃঙ্খলাবদ্ধ (পাতা কাটা চুল)। পাতা করা, পাত করা (ক্রিয়া) ভোজনের জন্য পাতা বা থালা দেওয়া; আহারের জন্য আসন করা। পাতাকুড়ানি, পাতকুড়ুনি (বিশেষণ) উচ্ছিষ্ট পাতা বা জ্বালানি পাতা সংগ্রহ করে যে নারী অন্নসংস্থান করে; অত্যন্ত দরিদ্র। পাতাচাটা (বিশেষণ) অন্যের উচ্ছিষ্ট লেহন করে বা চেটে বেড়ায় এমন; অত্যন্ত হীনভাবে অপরের অনুগ্রহ প্রার্থনা করে এমন। চোখের পাতা (বিশেষ্য) চোখের উপরিস্থিত চর্মের আবরণ বা ঢাকনি; আঁখি পল্লব। পায়ের পাতা (বিশেষ্য) পায়ের তলা; পদতল। মাথা পেতে নেওয়া (ক্রিয়া) শিরোধার্য করা। হাতপাতা (ক্রিয়া) সাহায্য প্রার্থনা করা; ভিক্ষা চাওয়া। {(তৎসম বা সংস্কৃত) পত্র>(প্রাকৃত)পত্ত>}
- Bengali Word পাতা ৩ English definition [পাতা] (ক্রিয়া) ১ বিছানো (শয্যা পাতা)। ২ প্রতিষ্ঠা বা স্থাপন করা; গড়ে তোলা (এসব নদীর ধারে কত নগরী কত গ্রাম কত মাঠ-ঘাট-জমি জমা রাজ্য পেতে কত রকমের মানুষরা রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ নিবন্ধ করা (কান পাতা, আড়ি পাতা)। ৪ সম্মুখে নুইয়ে দেওয়া (পিঠ পাতা)। ৫ তৈরি বা রচনা করে রাখা (ফাঁদ পাতা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পাতএ (ব্রজবুলি) (ক্রিয়া) পাতে। পাতসি (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) স্থাপন করছে (রাধা পাতসি সম্বন্ধ-বড়ু চণ্ডীদাস)। পাতলো (ব্রজবুলি) (ক্রিয়া) পাতলাম। আড়ি পাতা (ক্রিয়া) লুকিয়ে কারো কথা শোনা (আড়ি পাতা বন্ধ করো)। ওত পাতা (ক্রিয়া) আক্রমণাত্মক ভঙ্গিতে থাকা বা অবস্থান করা। ঘাড় পাতা (ক্রিয়া) ভার গ্রহণে সম্মত হওয়া। জালপাতা (ক্রিয়া) জাল বিস্তার করা; ষড়যন্ত্র করা; ক্ষতিকর ষড়যন্ত্র জাল বিস্তার করা। পিঠ পাতা (ক্রিয়া) প্রহার গ্রহণের জন্যে পিঠ এগিয়ে দেওয়া। পাতানো (ক্রিয়া) ১ অন্যের দ্বারা বিস্তারিত করে নেওয়া। ২ পরস্পরের সম্বন্ধ স্থাপন করা (বন্ধুত্ব পাতানো, সই পাতানো)। □ (বিশেষণ) ১ অন্যের দ্বারা বিছিয়ে নেওয়া হয়েছে এমন। ২ জন্মগত নয় বরং কৃত্রিমভাবে স্থাপিত (পাতানো সম্পর্ক)। {(তৎসম বা সংস্কৃত) □ পাতি>}
- Bengali Word পাতাল English definition [পাতাল্] (বিশেষ্য) ১ হিন্দুপুরাণে উল্লিখিত ত্রিভুবনের সর্বনিম্নস্থ ভুবন। ২ সর্পলোক; নাগলোক। ৩ ভূগর্ভ। ৪ নরক। পাতালপুরী (বিশেষ্য) ভূগর্ভে নির্মিত গুপ্তগৃহ। {(তৎসম বা সংস্কৃত) □ পত্+আল(আলঙ্)}
- Bengali Word পাতাসি, পাতাসী English definition [পাতাসি] (বিশেষ্য) ১ ক্ষুদ্র ও অত্যন্ত পাতলা বাঁশপাতা মাছ। ২ কৃশদেহ নারী। (তুলনীয়) বাতাসি। {পাতা+সাদৃশ্যার্থক}