প পৃষ্ঠা ৫৩
- Bengali Word পানা ৪ English definition [পানা] (বিশেষ্য) আশ্রয়। {(ফারসি) পানাহ}
- Bengali Word পানা ৫ English definition [পানা] তুল্যার্থবাচক বাংলা তদ্বিত প্রত্যয় (চাঁদপানা)। {(তৎসম বা সংস্কৃত) প্রায়>পারা>}
- Bengali Word পানাই English definition ⇒ পানই
- Bengali Word পানানো English definition [পানানো] (ক্রিয়া) ১ গাভীর স্তন দুগ্ধে পূর্ণ করার জন্য বাছুর দ্বারা স্তন আকর্ষণ (বাছুর না পানালে দুধ পেতে কোথা-দীনবন্ধু মিত্র)। ২ দোহন। ৩ লোহার অস্ত্রাদিতে পাইন ধরানো। ৪ অস্ত্রাদি ধার করবার সময়ে পানি দিয়ে ভিজানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(প্রাকৃত)পণ্হঅ>}
- Bengali Word পানাসক্ত English definition [পানাশক্তো] (বিশেষণ) সুরাপানে আসক্ত; সুরাসক্ত; মদ্য পনানুরক্ত; মদ্যপ। {(তৎসম বা সংস্কৃত) পান+আসক্ত}
- Bengali Word পানি English definition [পানি] (বিশেষ্য) জল; বারি। পানাসক্তকচু (বিশেষ্য) অল্প পানিতে জন্মে এমন এক ধরনের কচু। পানি ঘোলা করা (ক্রিয়া) (আলঙ্কারিক) অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করা (ও চাইছিল না যে সেসব অনাসৃষ্টি কথা বলে পানি ঘোলা করে-সরদার জয়েনউদ্দীন)। পানিফল, পানফল (বিশেষ্য) সিঙ্গাড়া; তিন কাঁটাযুক্ত জলে জাত এক প্রকার ফল (কুল পানীফল কাঁটা যে সকল সলিল বেড়িয়া আছে-চণ্ডীচরণ মুনশী)। পানিবদ্ধতা (বিশেষ্য) পানির অচলতা বা স্থিরতা; water-logging (জমির উপর অতিরিক্ত পানি জমিয়া থাকার নাম পানিবদ্ধতা-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। পানিবসন্ত, পানবসন্ত (বিশেষ্য) জলবসন্ত; গুটিকা রোগ; chicken pox। পানি ভাঙা/ভাঙ্গা (বিশেষ্য) প্রসবের পূর্বে জলীয় স্রাব। {(তৎসম বা সংস্কৃত) পানয়ি>; (হিন্দি) পানি}
- Bengali Word পানিকোউড়্ English definition পান্কোউটি] (বিশেষ্য) কালো রঙের হাঁসজাতীয় মৎস্য শিকারি পাখি (চুপ চুপ ওই ডুব দ্যায় পানকৌটি-সত্যেন্দ্রনাথ দত্ত; দূরে পানিকৌড় মাছের আশায় ঘন ঘন দেয় ডুব-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) পানীয়>পান+কৌড়ি}
- Bengali Word পানীয় English definition [পানিয়ো] (বিশেষণ) পানযোগ্য; পানোপযোগী; পেয়; পান করা হয় এমন। □ (বিশেষ্য) পানযোগ্য দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) □ পা+অনীয়(অনীয়র্)}
- Bengali Word পানে English definition [পানে] (অব্যয়) দিকে; প্রতি; অভিমুখে। {(তৎসম বা সংস্কৃত) প্রবণ>}
- Bengali Word পান্তা English definition [পান্তা] (বিশেষ্য) পানিতে ভিজানো বাসি ভাত (পান্তা আনতে লবণ ফুরায়-দ্বিজেন্দ্রলাল রায়)। পান্তা-বাতাস (বিশেষ্য) বাসি বাতাস (পান্তা বাতাসে নেবু ফুলের গন্ধ মাখানো-সত্যেন্দ্রনাথ দত্ত)। পান্তা ভাতে ঘি (আলঙ্কারিক) অকারণে উৎকৃষ্ট বস্তুর অপচয়। {(তৎসম বা সংস্কৃত) পানীয়>পানি+তা}
- Bengali Word পান্তি ১ English definition [পান্তি] (বিশেষণ) উচ্চ কিনারাযুক্ত থালা। {(তৎসম বা সংস্কৃত) প্রান্ত>+ই}
- Bengali Word পান্তি ২, পানতি English definition [পান্তি] (বিশেষ্য) পানবিক্রেতা হিন্দু সম্প্রাদায়ের উপাধি। {(তৎসম বা সংস্কৃত) পান+তি}
- Bengali Word পান্তী English definition [পান্তি] (বিশেষণ) পঙ্ক্তি; সারি; শ্রেণি (কনক চম্পক কুসুম পান্তী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পঙ্ক্তি>}
- Bengali Word পান্তুয়া, পানতোয়া English definition [পান্তুয়া, পানতোয়া] (বিশেষ্য) চিনির রসে ভিজানো ঘিতে কড়া ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টান্নবিশেষ (দুটো চিনে মাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে-সৈয়দ মুজতবা আলী)। {(হিন্দি) পান্তুয়া}
- Bengali Word পান্থ English definition [পান্থো] (বিশেষ্য) পথিক; পথ পর্যটনকারী; পথ পরিভ্রমণকারী (কেন পান্থ এ চঞ্চলতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। পান্থনিবাস, পান্থশালা (বিশেষ্য) পথিকদের বিশ্রামস্থল; সরাই; চটি; ধর্মশালা। পান্থপাদপ (বিশেষ্য) মাদাগাস্কার দ্বীপে উৎপন্ন একপ্রকার বৃক্ষ যার মধ্যে নির্মল পানি সঞ্চিত থাকে। {(তৎসম বা সংস্কৃত) পথিন্+অ(ণ)}
- Bengali Word পান্না English definition [পান্না] (বিশেষ্য) বহুমূল্য প্রস্তরবিশেষ; মরকত; emerald। {(তৎসম বা সংস্কৃত) পর্ণ>; (তুলনীয়) (হিন্দি) পান্না>}
- Bengali Word পান্সী English definition ⇒ পানসি
- Bengali Word পাপ English definition [পাপ্] (বিশেষ্য) ১ কলুষ; দুষ্কৃতি। ২ অন্যায়; অধর্ম; শাস্ত্রবিরুদ্ধ কর্ম; গুনাহ। ৩ পাপিষ্ঠ ব্যক্তি; পাপাত্মা (নন্দী বলে তব নিন্দা করিয়াছে পাপ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৪ আপদ; জঞ্জাল (পাপ গেলে বাঁচি)। ৫ অশুভ; অমঙ্গল (পাপগ্রহ)। ৬ পাপজনক; পাপিষ্ঠ (পাপমুখে কি আর বলব)। পাপকৃৎ (বিশেষণ) পাপকারী; পাপিষ্ঠ। পাপগ্রহ (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) শনি ইত্যাদি অশুভ গ্রহ। পাপঘ্ন, পাপহর (বিশেষণ) পাপনাশক; পাপদূরকারী। পাপপুণ্য (বিশেষ্য) পাপ ও পুণ্য। পাপবুদ্ধি, পাপমতি (বিশেষ্য) দুর্মতি; অধর্মবুদ্ধি। পাপভাক, পাপজ (বিশেষণ) পাপী; পাপকারী; পাপিষ্ঠ (তাঁহাকে পাপভাক হইতে হয়, ইহা শ্রুতির কথা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। পাপভাগী (-গিন্) (বিশেষণ) ১ পাপী। ২ পাপের ফলগ্রাহী; পাপের অংশীদার। পাপযোগ (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) তিথি, বার প্রভৃতির অশুভ সম্মেলন। পাপযোনি (বিশেষ্য) অন্ত্যজ; নীচকুলজাত। পাপাচার (বিশেষণ) দুরাচার; পাপকারী; পাপিষ্ঠ। □ (বিশেষ্য) পাপাচরণ। পাপাচারী(-রিন্) (বিশেষণ) পাপিষ্ঠ; দুরাচার; অধর্মচারী। পাপাত্মা (বিশেষণ) পাপাত্মা; পাপচিত্ত; পাপিষ্ঠ। পাপিষ্ঠ (বিশেষণ) অতিশয় পাপী; মহাপাপী। পাপিষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পাপী(-পিন্) (বিশেষণ) পাপকারী; অধার্মিক; পাপাচারী। পাপিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পাপীয়সী (বিশেষণ) পাপিষ্ঠা; মহাপাপকারিণী; পাপচারিণী। {স.□ পা+প+অ(অচ্)}
- Bengali Word পাপাচার, পাপাচারী, পাপাত্মা, পাপাশয় English definition ⇒ পাপ
- Bengali Word পাপিষ্ঠ, পাপী, পাপীয়সী English definition ⇒ পাপ