প পৃষ্ঠা ৫২
- Bengali Word পাদান, পাদানি English definition [পাদান্, পাদানি] (বিশেষ্য) শকটাদিতে ওঠানামার সময়ে পা দেওয়ার স্থান; footboard। {(ফারসি) পায়াদান}
- Bengali Word পাদুকা English definition [পাদুকা] (বিশেষ্য) ১ খড়ম। ২ জুতা। {(তৎসম বা সংস্কৃত) □ পদ্+ণিচ্+উক+আ(টাপ্)}
- Bengali Word পাদোদক, পাদক English definition [পাদোদক্, পাদোক্] (বিশেষ্য) পূজনীয় ব্যক্তির পা ধোয়া জল; চরণামৃত। {(তৎসম বা সংস্কৃত) পাদ+উদক}
- Bengali Word পাদোন English definition [পাদোন্] (বিশেষণ) পৌনে; তিন-চতুর্থাংশ। {(তৎসম বা সংস্কৃত) পাদ+ঊন}
- Bengali Word পাদ্য English definition [পাদ্দো] (বিশেষ্য) চরণ প্রক্ষালনের জল; পা ধোয়ার পানি (পাদ্য অর্ঘ্য লয়ে বস এই কুশাসনে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) পাদ+য(যৎ)}
- Bengali Word পাদ্রি, পাদরি, পাদ্রী English definition [পাদ্রি] (বিশেষ্য) খ্রিস্টান ধর্মযাজক বা পুরোহিত। {(পর্তুগিজ) padre}
- Bengali Word পান ১, পাণ English definition [পান্] (বিশেষ্য) তাম্বুল। পান থেকে চুন খসা (আর.) (ক্রিয়া) যৎসামান্য ত্রুটি হওয়া। পান সাজা (ক্রিয়া) মসলা সংযোগে পানের খিলি তৈরি করা। পানের বরজ (বিশেষ্য) পান জন্মানোর আচ্ছাদিত ও সুবিন্যস্ত ক্ষেত। {(তৎসম বা সংস্কৃত) পর্ণ>}
- Bengali Word পান ২, পাইন English definition [পান্, পাইন্] (বিশেষ্য) ১ ঝালা; যে নিকৃষ্ট ধাতু গলিয়ে ধাতু দ্রব্য জোড়া লাগানো হয়; alloy। ২ ইস্পাত প্রভৃতি ধাতুতে প্রয়োজনীয় কাঠিন্য দান। পান দেওয়া (ক্রিয়া) ধাতুর কাঠিন্য বা স্থিতিস্থাপকতা সাধন (ইস্পাতকে উত্তপ্ত করিয়া পরে ঠাণ্ডা পানিতে ডুবাইয়া কোমল করাকে পান দেওয়া বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। পান মরা (ক্রিয়া) মিশ্রিত খাদের জন্য গলানো সোনারুপার গহনার ওজন হ্রাস পাওয়া। {(তৎসম বা সংস্কৃত) □ পৈ>পায়না>?}
- Bengali Word পান ৩ English definition [পান্] (বিশেষ্য) ১ তরলদ্রব্য গলাধঃকরণ (দুগ্ধ পান)। ২ মদ্যপান; সুরাপান। পানগোষ্ঠী, পানগোষ্ঠিকা মদ্যপানের আড্ডা; মদ্যপায়ীদের মিলনস্থান। পানদোষ (বিশেষ্য) মদ্যপানরূপ দোষ; মদ্যাসক্তি। পানপাত্র (বিশেষ্য) মদ ইত্যাদি পান করার পাত্র। পানশালা (বিশেষ্য) মদ্যপানের ঘর; দোকান বা আড্ডা; শুঁড়িখানা (পারস্যেরই পানশালাতে নিদ্রাতুর-আবুল ফারাহ মুঃ আবদুল হক ফরিদী)। পানশৌণ্ড (বিশেষণ) মদ্যপানে অতিশয় আসক্তি; অপরিমিত মদ্যপান করে এমন। {(তৎসম বা সংস্কৃত) □ পা+অন(ল্যুট্)}
- Bengali Word পানই, পানাই (মধ্যযুগীয় বাংলা) English definition [পানোই, পানাই] (বিশেষ্য) পাদুকা; খড়ম (মোজা পানই আর জিন নিরসয়ে অনুদিন-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) উপানহ্}
- Bengali Word পানক English definition [পানক্] (বিশেষ্য) ১ ওষুধ। ২ পানীয়; শরবত। {(তৎসম বা সংস্কৃত) পান+ক(কন্)}
- Bengali Word পানজা English definition ⇒ পাঞ্জা
- Bengali Word পানতি English definition ⇒ পান্তি১
- Bengali Word পানফল, পানবসন্ত English definition ⇒ পানি
- Bengali Word পানস English definition [পানোশ্] (বিশেষণ) ১ কাঁঠাল থেকে তৈরি। ২ পনস বা কাঁঠাল সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) পনস্+অ(অণ্)}
- Bengali Word পানসি, পানসী, পান্সি English definition [পান্শি] (বিশেষ্য) এক প্রকার ছই-ঢাকা ছোট নৌকা; হালকা সরু নৌকা (পাপড়ি ওজন পানসি কাদের সেই হাওয়াতেই পাল পেলে-সত্যেন্দ্রনাথ দত্ত; আমার জীবন নয় সুখের পানসি ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাবে-শামসুর রাহমান)। {(ইংরেজি) pinnace}
- Bengali Word পানসে English definition [পান্শে] (বিশেষণ) জলো; স্বাদহীন; ফিকে রঙের (একটা কে ফিকে জলো পানসে মেয়ে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(হিন্দি) পনসা}
- Bengali Word পানা ১ English definition [পানা] (বিশেষ্য) চিনিমিশ্রিত পানি; শরবত (দেখ মধুর রসের বলে গল্প যেন একদম চিনির পানা করে তুলিসনে-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) পানক>}
- Bengali Word পানা ২ English definition [পানা] (বিশেষ্য) শৈবাল জাতীয় এক প্রাকর জলজ উদ্ভিদ (কলঙ্ক পানায় সদা লাগে গায়-বড়ু চণ্ডীদাস)। পানা পুকুর (বিশেষ্য) শৈবালজাতীয় জলজ উদ্ভিদবিশিষ্ট পুকুল। (অদূরে একটি পানা পুকুর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অদূরে একটি পানা পুকুর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পর্ণ>}
- Bengali Word পানা ৩ English definition [পানা] (বিশেষ্য) প্রস্থ; বিস্তার (কাপড়ের পানা)। {(ফারসি) পানাহ্}