প পৃষ্ঠা ৭৪
- Bengali Word পীড়ন English definition [পিড়ন্] (বিশেষ্য) ১ অত্যাচার; জুলুম; নির্যাতন। ২ চাপ। ৩ সমাদরে গ্রহণ (পাণিপীড়ন)। □ (বিশেষণ) পেষণ; মর্দন। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্+অন(ল্যুট্)}
- Bengali Word পীড়া English definition [পিড়া] (বিশেষ্য) ১ ক্লেশ; যন্ত্রণা; কষ্ট; বেদনা (অত্যন্ত পীড়া অনুভব করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ব্যাধি (পীড়াগ্রস্ত)। পীড়াদায়ক, পীড়াজনক (বিশেষণ) ১ ক্লেশকর; যন্ত্রণাদায়ক। ২ রোগ উৎপাদক। ৩ পীড়িত; অসুস্থ; রোগগ্রস্ত; অত্যাচারিত; নির্যাতিত। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্+অ(অঙ্)+আ(টাপ্)}
- Bengali Word পীড়া, পিঁড়া English definition ⇒
- Bengali Word পীড়াপীড়ি, পিড়াপীড়ি English definition [পিড়াপিড়ি] (বিশেষ্য) ১ পুনঃপুন বিশেষভাবে অনুরোধ-উপরোধ। ২ বার বার বিশেষ চাপ প্রদান। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্+(বাংলা) আ+অনু. পীড়ি}
- Bengali Word পীড়িত English definition [পিড়িতো] (বিশেষণ) ১ রোগগ্রস্ত; অসুস্থ। ২ ক্লেশপ্রাপ্ত। ৩ পিষ্ট; মর্দিত। ৪ অত্যাচারিত; নির্যাতিত। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্+ত(ক্ত)}
- Bengali Word পীড়িয়া English definition [পিড়িয়া] (অসমাপিকা ক্রিয়া) কষ্ট দিয়ে (জলে তারে ডুবাইয়া পীড়িয়া মরমে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্>}
- Bengali Word পীয়নু, পীয়ল (ব্রজবুলি) English definition [পিয়নু, পিয়ল] (ক্রিয়া) পান করলাম। {(তৎসম বা সংস্কৃত) □ পী>}
- Bengali Word পীয়ল English definition [পিয়ল্] (বিশেষ্য) (বিশেষণ) পীতবর্ণ; পিঙ্গাবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গল}
- Bengali Word পীয়ার English definition ⇒ পিয়ার২
- Bengali Word পুঁই, পুই English definition [পুঁই, পুই] (বিশেষ্য) পুঁইশাক; শাকরূপে ভক্ষ্য এক প্রকার লতাকৃতি গাছ (লাল পুঁই এর লতা নুয়ে পড়ে জড়িয়ে ধরে পায় গো-কাজী নজরুল ইসলাম)। পুঁইয়ে, পুয়ে (বিশেষণ) পুঁই ডাঁটার ন্যায় লতানো (পুঁয়ে সাপ)। পুঁয়ে পাওয়া (ক্রিয়া) শুকিয়ে ডাঁটার মতো ক্ষীণ হতে থাকে শিশুর এমন রোগ হওয়া। {(তৎসম বা সংস্কৃত) পূতিকা>}
- Bengali Word পুঁচকে, পুটকে English definition [পুঁচ্কে, পুট্কে] (বিশেষণ) অত্যন্ত ছোট; অপরিণত (পুঁচকে ছোড়া)। {(তৎসম বা সংস্কৃত) পুচ্ছ+ক}
- Bengali Word পুঁছা, পুঁছান, পুঁছানো English definition ⇒ পোঁছা১
- Bengali Word পুঁজ, পূয English definition [পুঁজ্, পুজ] (বিশেষ্য) ফোড়া, পাকা ব্রণ বা ক্ষতাদি থেকে নির্গত ক্লেদ বা দূষিত রক্ত। {(তৎসম বা সংস্কৃত) পূয}
- Bengali Word পুঁজি, পূঁজি, পুঞ্জি English definition [পুঁজি, পুঁজি, পুন্জি] (বিশেষ্য) ১ পুঞ্জিভূত ধনরাশি। ২ মূলধন; capital (অনেকের পুঁজিপাটা শেষ হইয়া গেল-মাহবুব-উল-আলম)। ৩ সম্বল। ৪ সঞ্চয়। ৫ পুঞ্জ; রাশি (তোমার কোলে ফুলের পুঁজি-রবীন্দ্রনাথ ঠাকুর)। পুঁজিপাটা (বিশেষ্য) ১ স্থাবর-অস্থাবর সম্পত্তি (নিয়েছে পুঁজিপাটা ভিটেতে শ্যাকুল কাঁটা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সঞ্চিত ধনসম্পদ জমানো সম্পত্তি (আমারও পুঁজিপাটা এই আফিঙ্গের ডেলা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পুঞ্জ>}
- Bengali Word পুঁটলি, পুঁটুলি, পুটলি, পুটুলি English definition [পুঁট্লি, পুঁটুলি, পুট্লি, পুটুলি] (বিশেষ্য) ক্ষুদ্র গাঁঠরি; বোঁচকা। {(তৎসম বা সংস্কৃত) পোট্টলি>}
- Bengali Word পুঁটি ১, পুঁটী, পুঁঠি, পুঁঠী English definition [পুঁটি, পুঁটি, পুঁঠি, পুঁঠি] (বিশেষ্য) এক প্রকার ছোটমাছ। পুঁটি মাছের প্রাণ (বিশেষ্য) ১ (আলঙ্কারিক) পুঁটি মাছের মতো স্বল্পপ্রাণ বা ক্ষীণজীবী ব্যক্তি; অল্প ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। ২ হীনচেতা ব্যক্তি। চুনোপুঁটি (বিশেষ্য) ১ ক্ষুদ্র মৎস্যবিশেষ। ২ (আলঙ্কারিক) প্রতিপত্তিশূন্য সামান্য ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) প্রোষ্ঠী>(প্রাকৃত)পুট্ঠী>}
- Bengali Word পুঁটি ২, পুটী ২ English definition [পুঁটি, পুটী] (বিশেষ্য) ছোট মেয়ের আদরের ডাকনাম। {(তৎসম বা সংস্কৃত) পুত্রিকা>}
- Bengali Word পুঁটুলি English definition ⇒ পুঁটলি
- Bengali Word পুঁটে ১ English definition [পুঁটে] (বিশেষ্য) ১ পুঁটি মাছের মতো ছোটো; ক্ষুদ্রাকার (আজকাল অনেক পুঁটে তেলকেও প্রতিমা আনতে দেখা যায়-কালীপ্রসন্ন সিংহ)। ২ ছোট ছেলের আদরের ডাকনাম। {পুঁটি+ইয়া>}
- Bengali Word পুঁটে ২ English definition [পুঁটে] (বিশেষ্য) ১ বালা জাতীয় অলঙ্কারের মুখ। ২ ঘুন্টি। {(তৎসম বা সংস্কৃত) পুটিকা>}