প পৃষ্ঠা ৭৩
- Bengali Word পীত ২ English definition [পিত্] (বিশেষ্য) ১ পিত্ত। ২ লজ্জা শরম ঘৃণা প্রভৃতি (তোমার দেহত কাহ্নঞিঁ না বসে কি পীত-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পিত্ত>}
- Bengali Word পীতর, পিতর (মধ্যযুগীয় বাংলা) English definition [পিতর] (বিশেষ্য) পিতৃপুরুষগণ; পিতা-পিতামহগণ (তার পানী না দেয় পীতরে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পিতরঃ>}
- Bengali Word পীতল English definition ⇒ পিতল
- Bengali Word পীধন (মধ্যযুগীয় বাংলা) English definition [পিধন্] (পীধন পীয়নবাস-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) পরিধান>}
- Bengali Word পীন English definition [পিন্] (বিশেষণ) স্থূল; পুষ্ট (দিনে দিনে পয়োধর ভৈগেল পীন-বিদ্যাপতি)। পীনস্তনী (বিশেষ্য) সুপুষ্ট ও উন্নত স্তন-বিশিষ্টা নারী (আঁটিয়া কাঁচলি পীনস্তনী-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ প্যায়্+ত(ক্ত)}
- Bengali Word পীনস English definition ⇒ পিনস
- Bengali Word পীনালকোড English definition ⇒ পিনালকোড
- Bengali Word পীনোন্নত English definition [পিনোন্নতো] (বিশেষণ) স্থূল ও উচ্চ (পীনোন্নত পয়োধর)। {(তৎসম বা সংস্কৃত) পীন+উন্নত; (কর্মধারয় সমাস)}
- Bengali Word পীবর English definition [পিবর্] (বিশেষণ) পীন; সুপুষ্ট; সমুন্নত (ধকধকে রত্নাবলী কুচ যুগ মাঝে পীবর-মাইকেল মধূসূদন দত্ত)। পীবরা, পীবরী (বিশেষণ) স্থূলাঙ্গী। {(তৎসম বা সংস্কৃত) □ পীব্+বর(বরচ্)}
- Bengali Word পীযূষ, পীযুষ English definition [পিজুশ্] (বিশেষ্য) অমৃত; সুধা (নূতন অধর পিযূষ পিয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত; সেই আল্লারই স্নেহ পিযুষ ক্ষরিত হয়-এয়াকুব আলী চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) □ পীয্+ঊষ(উষন্)}
- Bengali Word পীর, পির English definition [পির্] (বিশেষ্য) মুসলিম দীক্ষাগুরু; পুণ্যাত্মা (পীরের মোকামে দেয় সাঁজ-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। পীর পয়গম্বর (বিশেষ্য) পীর ও নবী; মুসলমান সাধু মহাপুরুষ। পীর-পরস্তি (বিশেষ্য) পীরপূজা (প্রচলিত গুরুদের প্রভাবে মুসলমানদের মধ্যে পীর পরস্তীর প্রবর্তন হয়-মান্নান)। পীরোত্তর (বিশেষ্য) পীরের উদ্দেশ্যে প্রদত্ত নিষ্কর ভূমি। পীরের দরগা (বিশেষ্য) পীরের সমাধি স্থান এবং সেখানে নির্মিত ধর্ম প্রতিষ্ঠান। পীরের শিন্নি (বিশেষ্য) পীরের উদ্দেশ্যে নিবেদিত চিনি, ময়দা, দুধ, কলা প্রভৃতির মিশ্রণে তৈরি বস্তু। পীর পাঁচ (বিশেষ্য) নদী ও সাগরে মাঝি ও নাবিকরা বদর প্রমুখ যে পাঁচ জন পীরকে স্মরণ করে। {(ফারসি) পীর}
- Bengali Word পীরালী English definition ⇒ পিরালি
- Bengali Word পীরিত English definition ⇒ পিরিত
- Bengali Word পীল English definition ⇒ পিল২
- Bengali Word পীলসুজ English definition ⇒ পিলসুজ
- Bengali Word পীলিহা (মধ্যযুগীয় বাংলা) English definition [পিলিহা] (বিশেষ্য) প্লীহা বৃদ্ধি নামক রোগ (শোলঙ্গে পীলিহা কাটে-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্লীহা>}
- Bengali Word পীলু English definition [পিলু] (বিশেষ্য) ১ হাতি। ২ এক প্রকার কীট। ৩ পীলু নামক গাছ। {(তৎসম বা সংস্কৃত) □ পীল+উ(কু)}
- Bengali Word পীলুপর্ণী English definition [পিলুপোর্নি] (বিশেষ্য) মুর্বা নামক লতা। {(তৎসম বা সংস্কৃত) পীলুপর্ণী}
- Bengali Word পীলুড়ি, পিলড়ি English definition [পিলুড়ি, পিলোড়ি] (বিশেষ্য) কোনো এক পক্ষের রাজা ও গজ বিশিষ্ট থাকলে যে দাবখেলা চলে। {(তৎসম বা সংস্কৃত) পীলু+(বাংলা) ড়ি}
- Bengali Word পীড়ক English definition [পিড়ক্] (বিশেষ্য) পীড়ন করে যে, পীড়নকারী; অত্যাচারী। পীড়িকা (বিশেষ্য) সর্বাঙ্গে দুষ্ট ব্রণাদির উদ্ভব। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্+অক(ণ্বুল্)}