প পৃষ্ঠা ৭৫
- Bengali Word পুঁঠি, পুঁঠী English definition ⇒ পুঁটি১
- Bengali Word পুঁতি English definition [পুঁতি] (বিশেষ্য) ছিদ্রযুক্ত কাচের টুকরাবিশেষ, যা দিয়ে হার প্রস্তুত হয় (পুঁতির মালা)। {(তৎসম বা সংস্কৃত) প্রোত>}
- Bengali Word পুঁথি, পুথি English definition [পুঁথি, পুথি] (বিশেষ্য) ১ পুস্তক; গ্রন্থ (রত্নভরা খুঙ্গী পুঁথি ঘোড়ার হানায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ হস্তলিখিত পুস্তক; হাতে লেখা প্রাচীন বই; manuscript। পুঁথিগত (বিশেষণ) পুস্তকস্থ; পুস্তকাদিতে নিবদ্ধ। পুঁথিগত বিদ্যা (বিশেষ্য) যে বিদ্যা পুঁথিতেই সীমাবদ্ধ; মুখস্থ না থাকলে যা বিদ্যার্থীর কোনো কাজে লাগে না। পুঁথি বাড়ানো (ক্রিয়া) অনাবশ্যকভাবে বর্ণনা বাড়িয়ে বা ফেনিয়ে তোলা। পুঁথিশালা (বিশেষ্য) গ্রন্থাগার; লাইব্রেরি; library। পাঁজি পুঁথি (বিশেষ্য) পঞ্জিকা; পুস্তিকা ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) পুস্তিকা>; (প্রাকৃত)পুত্থিয়া>}
- Bengali Word পুঁড়া English definition [পুঁড়া] (বিশেষ্য) ধান প্রভৃতি রাখার কড়ের তৈরি বৃহৎ পাত্র (দিবে হে বীচের পুঁড়া-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পুটিকা>(প্রাকৃত)পুড়িআ}
- Bengali Word পুং English definition [পুঙ্] (বিশেষ্য) ১ পুরুষজাতীয় প্রাণী; পুরুষ জীব (পুং বাচক)। ২ জাতিতে পুরুষ; স্ত্রী জাতীয় নহে (পুং শিশু)। পুংলিঙ্গ (বিশেষ্য) ১ শব্দের পুরুষবাচকত্ব। ২ পুরুষ-চিহ্ন; শিশ্ন। □ (বিশেষণ) পুরুষবাচক। পুংশ্চলী (বিশেষ্য) বেশ্যা; কুলটা; ব্যভিচারিণী। পুংচিহ্ন (বিশেষ্য) পুরুষের শিশ্ন। পুংসবন (বিশেষ্য) গর্ভের তৃতীয় মাসারম্ভে পু্ত্র সন্তান কামনায় হিন্দুদের পালনীয় সংস্কারবিশেষ। পুংস্কোকিল (বিশেষ্য) পুরুষজাতীয় কোকিল। পুংস্ত্ব (বিশেষ্য) ১ পুরুষত্ব; পৌরুষ। ২ বীর্য; রেতঃ; শুক্র; শৌর্য। ৩ পুংলিঙ্গতা। {(তৎসম বা সংস্কৃত) পুমস্>}
- Bengali Word পুকুর English definition [পুকুর্] (বিশেষ্য) পুষ্করিণী; ক্ষুদ্র জলাশয়। পুকুর চুরি (বিশেষ্য) (আলঙ্কারিক) আগাগোড়া ফাঁকি বা বেমালুম চুরি; অসম্ভব রকমের বিরাট চুরি। পুকুর ঝালানো (ক্রিয়া) পুষ্করিণী থেকে পাঁক এবং আবর্জনাদি তুলে ফেলে নতুন পানি আনা। পুণ্যি পুকুর (বিশেষ্য) পুণ্য কামনায় হিন্দু মেয়েদের আচরিত ব্রতবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পুষ্কর>}
- Bengali Word পুখরী (মধ্যযুগীয় বাংলা) English definition [পুখরি] (বিশেষ্য) পুষ্করিণী (পুখরী পিতিঠা কৈল বেদ হুঙ্কারিয়া-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {পুষ্কর>}
- Bengali Word পুঙ্খ English definition [পুঙ্খো] (বিশেষ্য) বাণের পক্ষযুক্ত অংশ; বাণমূল। পুঙ্খানুপুঙ্খ (বিশেষণ) সূক্ষ্মাতিসূক্ষ্ম; তন্ন তন্ন; পাতিপাতি। পুঙ্খানুপুঙ্খভাবে (ক্রিয়াবিশেষণ) সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে; তন্ন তন্ন করে; পাতিপাতি করে। {(তৎসম বা সংস্কৃত) পুমস্+□ খন্+অ(ড)}
- Bengali Word পুঙ্গ English definition [পুঙ্গ] (বিশেষ্য) সমূহ। {(তৎসম বা সংস্কৃত) পুং+□ গম্+অ}
- Bengali Word পুঙ্গি English definition [পুঙ্গি] (বিশেষ্য) (অশ্লীল) ১ যোনি। ২ গণিকা (পুঙ্গির পুত)। {(প্রাকৃত)পংদ}
- Bengali Word পুচকে English definition [পুচ্ছো] (বিশেষ্য) ১ লাঙ্গুল; লেজ। ২ কলাপ (ময়ূরপুচ্ছ)। ৩ পশ্চাদ্ভাগ; পেছনের অংশ। {(তৎসম বা সংস্কৃত) □ পুচ্ছ্+অ(অচ্)}
- Bengali Word পুচ্ছিঅ (প্রাচীন বাংলা) English definition [পুচ্ছিয়] (অসমাপিকা ক্রিয়া) জিজ্ঞাসা করে (গুরু পুচ্ছিঅ জান-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) □ প্রচ্ছ্>}
- Bengali Word পুছনো English definition ⇒ পুছানো
- Bengali Word পুছসি ((প্রাচীন বাংলা), (ব্রজবুলি)) English definition [পুছসি] (ক্রিয়া) জিজ্ঞাসা করছ (কি কহসি কি পুছসি-বিদ্যাপতি)। {ম(বাংলা) ও ব্র. : পুছই (জিজ্ঞাসা করে), পুছসি (জিজ্ঞাসা করছ), পুছমি (জিজ্ঞাসা করি), পুছহ (জিজ্ঞাসা করো বা করছ), পুছিউ (জিজ্ঞাসা করি), পুছিহ (প্রশ্ন কোরো, পুছো), পুছো (জিজ্ঞাসা করি), পুছন্তি (প্রশ্ন করলেন), পুছারি, পুছেরি (জিজ্ঞাসা করা, ঐছন করল পুছেরি-জ্ঞানদাস), পুচ্ছিঅ, পুছিআঁ (জিজ্ঞাসা করে)-শব্দগুলো দেখা যায়}
- Bengali Word পুছা, পোছা English definition [পুছা, পোছা] (ক্রিয়া) ১ জিজ্ঞাসা করা (সখীরে পুছই কৈছে সুরত বিহার-বিদ্যাপতি)। ২ গ্রাহ্য করা; পরোয়া করা (ওকে কেউ পোছে না)। ৩ মার্জন; পরিষ্করণ; ঝাড়পোঁছ। {(তৎসম বা সংস্কৃত) □ প্রচ্ছ্>(প্রাকৃত)পুছ>}
- Bengali Word পুছানো, পুছনো English definition [পুছানো, পুছনো] (বিশেষ্য) ১ প্রশ্নকরণ। ২ মার্জন; পরিষ্কারকরণ (পাড়ার এক পাশে নিকানো পুছানো ছোট খড়ের ঘর দু’তিনখানা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) □ প্রচ্ছ্>(প্রাকৃত)পুচ্ছ>}
- Bengali Word পুঞ্জ English definition [পুন্জো] (বিশেষ্য) স্তূপ; রাশি; জমিয়ে তোলা দ্রব্যের সমাবেশ; সমূহ। পুঞ্জিত, পুঞ্জীভূত (বিশেষণ) জমে উঠেছে এমন; সঞ্চিত; রাশিভূত; স্তূপীভূত (পুঞ্জিত ফুলের শোভা-সত্যেন্দ্রনাথ দত্ত)। পুঞ্জীকৃত (বিশেষণ) জমানো হয়েছে এমন; স্তূপীকৃত; রাশীকৃত। {(তৎসম বা সংস্কৃত) পুমস্+□ জি+অ(ড)}
- Bengali Word পুঞ্জি English definition ⇒ পুঁজি
- Bengali Word পুট ১ English definition [পুট্] (বিশেষ্য) ১ আধার; পাত্র; কোষ; অঞ্জলি (করপুট)। ২ কৌটা। ৩ পত্রনির্মিত পাত্র বা ঠোঙ্গা; ঠোসা (পর্ণপুট)। ৩ পত্রনির্মিত পাত্র বা ঠোঙ্গা; ঠোসা (পর্ণপুট)। ৪ পত্র নির্মিত পাত্র বা ঠোসা (পর্ণপুট)। ৪ যা দিয়ে ধরা যায়; যা দিয়ে ঢাকা যায় (চঞ্চুপুট)। ৫ ঔষধ পাকের পাত্রবিশেষ (পুটপাক)। পুটপাক (বিশেষ্য) মাটি, গোবর প্রভৃতি দ্বারা নির্মিত পাত্রে বিশেষ নিয়মে তাপ প্রয়োগ করে কবিরাজি ওষুধ তৈরি করা। পুটক (বিশেষ্য) আধার; পাত্র; কোষ; ঠোঙ্গা; পত্রাদি নির্মিত পাত্র। {(তৎসম বা সংস্কৃত) □ পুট্+অ(ক)}
- Bengali Word পুট ২ English definition [পুট্] (বিশেষ্য) স্কন্ধ থেকে শিরদাঁড়া অবধি অঙ্গ; ঐ পরিমাণ অঙ্গের দৈর্ঘ্য্ {(তৎসম বা সংস্কৃত) পৃষ্ঠ>}