প পৃষ্ঠা ৭৬
- Bengali Word পুটকি English definition [পুট্কি] (বিশেষ্য) (অশ্লীল) মলদ্বার; পায়ু। পুটকি মারা (ক্রিয়া) (অশ্লীল) পায়ুমেহন। {(তৎসম বা সংস্কৃত) পুটক>}
- Bengali Word পুটকিত English definition [পুটোকিতো] (বিশেষণ) ১ আচ্ছাদিত। ২ সংহত (পুটকিত শিরজট বিঘটিত সুবিকট-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পুটক+ইত(ইত্চ)}
- Bengali Word পুটকিনী English definition [পুটোকিনি] (বিশেষ্য) পদ্মিনী। {(তৎসম বা সংস্কৃত) পুটক+ইক(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word পুটলি English definition ⇒ পুঁটলি
- Bengali Word পুটিং English definition [পুটিঙ্] (বিশেষ্য) ১ খড়ি চূর্ণের সঙ্গে তিসির তেল এবং ধুনা মিশ্রণে প্রস্তুত পলাস্তারা বা প্রলেপ। {(ইংরেজি) putty}
- Bengali Word পুটিকা English definition [পুটিকা] (বিশেষ্য) ১ কৌটা। ২ পুলি; পুরিয়া। {(তৎসম বা সংস্কৃত) পুটি+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word পুটিত English definition [পুটিতো] (বিশেষণ) ১ মুচি প্রভৃতিতে পক্ব; অগ্নিতে সিদ্ধ বা পক্ব; roasted। ২ আবৃত; আচ্ছাদিত। ৩ গ্রথিত; গ্রন্থনযুক্ত। ৪ মর্দিত; নিষ্পেষিত। {(তৎসম বা সংস্কৃত) □ পুট্+ত(ক্ত)}
- Bengali Word পুটী English definition [পুটি] (বিশেষ্য) ১ ঠোঙা। ২ কৌপিন; আচ্ছাদন। ৩ পানের খিলি। {(তৎসম বা সংস্কৃত) পুট+ঈ(ঙীপ্)}
- Bengali Word পুটুলি English definition ⇒ পুঁটলি
- Bengali Word পুঠি English definition [পুঠি] (বিশেষ্য) ক্ষুদ্র পুঁটি মাছ। {(তৎসম বা সংস্কৃত) প্রোষ্ঠী>}
- Bengali Word পুডিং English definition [পুডিঙ্] (বিশেষ্য) দুধ ডিম চিনি প্রভৃতির দ্বারা প্রস্তুত সুস্বাদু মিষ্টান্নবিশেষ। {(ইংরেজি) pudding}
- Bengali Word পুণ্ডরীক English definition [পুন্ডোরিক্] (বিশেষ্য) শ্বেতকমল; সাদা পদ্ম। পুণ্ডরীকাক্ষ (বিশেষ্য) পদ্মের ন্যায় অক্ষি অর্থাৎ চোখ যার; হিন্দুদেবতা কুষ্ণ; বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) □ পুণ্ড্র+ঈক(ঈকক্)}
- Bengali Word পুণ্ড্র, পুণ্ড্রক, পৌণ্ড্র English definition [পুন্ড্রো, পুন্ড্রক্, পোউন্ড্রো] (বিশেষ্য) ১ এক প্রকার ইক্ষু। ২ তিলক; ফোঁটা। ৩ বাংলার প্রাচীন জনপদ বা জাতির নাম। {(তৎসম বা সংস্কৃত) □ পুণ্ড্+র(রক্)}
- Bengali Word পুণ্য English definition [পুন্নো] (বিশেষ্য) ১ সৎকর্ম; ধর্মানুষ্ঠান। ২ সওয়াব; সৎকর্মহেতু শুভফল যাতে মৃত্যুর পরে আত্মার শান্তি হয়। □ (বিশেষণ) ১ পবিত্র (পুণ্যতীর্থ)। ২ ধার্মিক; ধর্মপরায়ণ; পুণ্যবান (পুণ্যাত্মা)। পুণ্যক (বিশেষ্য) পুণ্যলাভের জন্য পালনীয় ব্রত; পুণ্যার্থ উপবাসাদি। পুণ্যকর্মা (বিশেষ্য) পুণ্যকর্ম অনুষ্ঠানাদির জন্য শুভ সময়। পুণ্যকীর্তি (বিশেষণ) পুণ্যকর্ম সম্পাদনের নিমিত্ত খ্যতিসম্পন্ন। পুণ্যক্ষয় (বিশেষ্য) সঞ্চিত পুণ্যের হ্রাস বা বিনাশ। পুণ্যক্ষেত্র (বিশেষ্য) পুণ্যভূমি; পবিত্রস্থান; তীর্থ। পুণ্যতোয়া (বিশেষণ) (নদী সম্বন্ধীয়) পবিত্র জলে পূর্ণ; পূতসলিলা। পুণ্যদ (বিশেষণ) পুণ্যদাতা; পুণ্যজনক। পুণ্যদর্শন (বিশেষণ) দেখলে পুণ্যলাভ হয় এমন; দর্শনে পবিত্রতা জন্মে এমন। পুণ্যফল (বিশেষ্য) সৎকর্মের মঙ্গলজনক ফল। পুণ্যবল (বিশেষ্য) পুণ্যকর্ম করায় যে শক্তিলাভ হয়েছে। পুন্যবান (বিশেষণ) ১ পুণ্যশীল। ২ ধার্মিক। পুণ্যবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পুণ্যযোগ (বিশেষ্য) ১ পবিত্র জগৎ। ২ যে লোকে পাপ নেই; স্বর্গ; বেহেস্ত। পুণ্যশীল (বিশেষণ) পুণ্যকার্য সম্পাদনের প্রকৃতিবিশিষ্ট। পুণ্যশীল (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পুণ্যশ্লোক (বিশেষণ) ১ পুণ্যকীর্তি; যশস্বী। ২ পবিত্রচরিত্র; পূতচরিত্র। পুণ্যসঞ্চয় (বিশেষণ) পুণ্যকর্ম সম্পাদনের দ্বারা পরলোকে কল্যাণ লাভের অধিকার অর্জন। {(তৎসম বা সংস্কৃত) পূ+ উন্য(ডুণ্য)}
- Bengali Word পুণ্যাত্মা English definition [পুন্নাত্তাঁ] (বিশেষণ) পুণ্যবান; পূতচিত্ত; ধার্মিক। {(তৎসম বা সংস্কৃত) পুণ্য+আত্মা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word পুণ্যাহ English definition [পুন্নাহো] (বিশেষ্য) ১ পুণ্যকর্ম সম্পাদনের পক্ষে শুভ দিন (প্রতি অমাবস্যা হয় প্রভুর পুণ্যাহ-রাজশেখর বসু (পরমু))। ২ জমিদারি প্রথায় বৎসরের সূচনায় প্রজাদের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীকী খাজনা আদায়ের অনুষ্ঠান। {(তৎসম বা সংস্কৃত) পুণ্য+অহ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word পুণ্যি English definition [পুন্নি] (বিশেষ্য) পুণ্য। পুণ্যি পুকুর (বিশেষ্য) সৎ ও উৎকৃষ্ট সাংসারিক জীবন লাভের উদ্দেশ্যে হিন্দু কুমারীদের ব্রত বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পুণ্য>}
- Bengali Word পুতলি, পুতলী English definition [পুত্লি] (বিশেষ্য) ১ পুতুল। ২ মূর্তি। ৩ নয়নতারা। ৪ সন্তান (চেয়ে দেখ খাটে শুয়ে সোনার পুতলি-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পুত্রিকা>}
- Bengali Word পুতি English definition [পুতি] (বিশেষ্য) পুত্র। নাতিপুতি (বিশেষ্য) পুত্র, পৌত্র প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) পুত্র>(প্রাকৃত)পুত্ত>}
- Bengali Word পুতুপুতু English definition [পুতুপুতু] (অব্যয়) প্রতিপালনে বিশেষভাবে যত্ন ও মাতার আতিশয্যব্যঞ্জক। {পুত+উ+পুত+উ}