প পৃষ্ঠা ৭৯
- Bengali Word পুরাপুরি English definition ⇒ পুরা২
- Bengali Word পুরাবৃত্ত, পুরাবিৎ English definition ⇒ পুরা১
- Bengali Word পুরারি English definition [পুরারি] (বিশেষ্য) ত্রিপুর নামক অসুরের শত্রু; মহাদেব; শিব। {(তৎসম বা সংস্কৃত) পুর+অরি}
- Bengali Word পুরি, পুরী ১ English definition [পুরি] (বিশেষ্য) আটার তৈরি লুচি। ডালপুরি, ডাইলপুরি (বিশেষ্য) ডালের পুর দেওয়া আটার লুচি। {(তৎসম বা সংস্কৃত) পুরিকা>}
- Bengali Word পুরিল, পুরিত, পুরীল (মধ্যযুগীয় বাংলা) English definition [পুরিলো, পুরিতো, পুরিলো] (বিশেষণ) পূর্ণ (পুরিত মতী; কপটে তোর পুরীল মতী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণ>}
- Bengali Word পুরিয়া English definition [পুরিয়া] (বিশেষ্য) ১ মোড়ক। ২ গুঁড়া ওষুধের মোড়ক। {(তৎসম বা সংস্কৃত) পুটিকা>}
- Bengali Word পুরী ২ English definition [পুরি] (বিশেষ্য) ১ ভবন; গৃহ; আলয়; আবাস (রাজপুরী)। ২ নগরী; শহর (পুরী আলোকিত)। ৩ এক সম্প্রদায়ের সন্ন্যাসীদের উপাধি (ঈশ্বরপুরী)। □ (বিশেষণ) উড়িষ্যা প্রদেশের সমুদ্র তীরবর্তী তীর্থ নগরী (পুরীধাম); জগন্নাথধাম। {(তৎসম বা সংস্কৃত) □ পৃ+ই=পুর+ঈ(ঙীপ্)}
- Bengali Word পুরীষ English definition [পুরিশ্] (বিশেষ্য) বিষ্ঠা; মল; গু (তুমি এই বৃষভের পুরীষ ভক্ষণ কর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) □ পৃ…+ঈষ(ঈষন্)}
- Bengali Word পুরু English definition [পুরু] (বিশেষণ) ১ মোটা; স্থূল (রাজকর্মকারেরা পুরু সোনার পাত দিয়েই সেই প্রকাণ্ড মন্দির আগাগোড়া মুড়ে দিতে লাগল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ভাঁজযুক্ত (পাঁচ পুরু)। {(তৎসম বা সংস্কৃত) □ পৃ…+উ}
- Bengali Word পুরুখ (ব্রজবুলি) English definition [পুরুখো] (বিশেষ্য) পুরুষ (সকল পুরুখ নারী নহে গুণবন্ত-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পুরুষ>}
- Bengali Word পুরুত, পুরুৎ English definition ⇒ পুরোহিত
- Bengali Word পুরুব, পুরূব (মধ্যযুগীয় বাংলা) English definition [পুরুব] (বিশেষণ) পূর্ব; আগের (পুরুব জানায়িআ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব>}
- Bengali Word পুরুষ English definition [পুরুশ্] (বিশেষ্য) ১ নর; পুংজাতীয় জীব (নারী পুরুষ)। ২ মানুষ; মনুষ্য। ৩ আত্মা। ৪ ঈশ্বর; পরমেশ্বর; পরব্রহ্ম; পরমপুরুষ। ৫ বংশের ধারা (সাত পুরুষের ভিটা)। ৬ যার দ্বারা ব্যক্তির বোধ প্রকাশ পায়; person (উত্তম পুরুষ, প্রথম পুরুষ)। ৭ পুরুষজাতীয় (পুরুষ সিংহটা)। পুরুষকার (বিশেষ্য) ১ পৌরুষ। ২ মানুষের স্বাভাবিক উদ্যম। পুরুষত্ব (বিশেষ্য) ১ পৌরুস। ২ উদ্যম; উৎসাহ; প্রেরণা। ৩ তেজ; বীর্য। ৪ পুরুষের রতিশক্তি (পুরুষত্বহানি)। পুরুষ-পরম্পরা (বিশেষ্য) পুরুষানুক্রম; বংশানুক্রম। পুরুষপুঙ্গব, পুরুষব্যাঘ্র, পুরুষশার্দুল, পুরুষসিংহ, পুরুষ-প্রধান (বিশেষ্য) মনুষ্যশ্রেষ্ঠ; পুরুষোত্তম। পুরুষপ্রকৃতি (বিশেষ্য) ১ স্ত্রী ও পুরুষ। ২ সাংখ্যদর্শন অনুযায়ী চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিক প্রকৃতি। ৩ ঈশ্বর ও মায়া। ৪ পুরুষের স্বভাব। ৫ পুরুষের মতো স্বভাবযুক্ত। পুরুষসুলভ (বিশেষণ) পুরুষোচিত; পুরুষের যোগ্য; মরদের উপযুক্ত। পুরুষাঙ্গ (বিশেষ্য) শিশ্ন; পুরুষ বা পুং প্রাণীর জননেন্দ্রিয়; পুংলিঙ্গ। পুরুষাদ্য (বিশেষ্য) ১ হিন্দুমতে পরব্রহ্ম। ২ হিন্দুদেবতা বিষ্ণু। ৩ জিনবিশেষ। পুরুষানুক্রমে (ক্রিয়াবিশেষণ) পুরুষ বা বংশপরম্পরায়; বংশানুক্রমে। পুরুষার্থ (বিশেষ্য) ধর্ম, অর্থ, কাম, ও মোক্ষ-পুরুষের প্রয়োজনীয় এই চতুর্বর্গ। পুরুষোচিত (বিশেষণ) পুরুষের যোগ্য বা উপযুক্ত। পুরুষোত্তম (বিশেষণ) শ্রেষ্ঠপুরুষ; পুরুষপ্রধান। □ (বিশেষ্য) হিন্দুমতে পরব্রহ্ম; বিষ্ণু; জগন্নাথদেব (পুরাণ পরুষোত্তম চতুর্ভুজ গরুড়-বাহন-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পুর+□ পৃ …+উষ(কুষন্)}
- Bengali Word পুরুষালি, পুরুষালী English definition [পুরুশালি] (বিশেষণ) পুরুষসুলভ; পুরুষের ভাব; পুরুষোচিত (স্ত্রীলোকের পুরুষালি চেহারা)। {(তৎসম বা সংস্কৃত) পুরুষ+ (বাংলা) আলি, আলী}
- Bengali Word পুরুষ্টু English definition [পুরুশ্টু] (বিশেষণ) পরিপুষ্ট; হৃষ্টপুষ্ট; নাদুসনুদুস; গোলগাল; পুষ্ট শব্দের কথ্য রূপ (পুরুষ পাঁঠার মত ঘোঁৎ ঘোঁৎ করে পাদ্রী সাহেবরা গাঁয়ে ঢুকে ক্ষুধাতুর চাষাকে এই রকম উপদেশ দেয় বটে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্ট>}
- Bengali Word পুরোগ, পুরোগামী (-মিন্) English definition [পুরোগ, পুরোগামী] (বিশেষণ) ১ অগ্রগামী। ২ নায়ক-প্রধান। পুরোগত (বিশেষণ) অগ্রে গমন করেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পুরস্+□ গম্+অ(ড)+, ইন্(ণিনি)]
- Bengali Word পুরোডাশ English definition [পুরোডাশ্] (বিশেষ্য) যজ্ঞের পশু মাংস বা ঘৃত; এক প্রকার পিষ্টকজাতীয় খাদ্য যা যজ্ঞাদিতে ব্যবহৃত হতো। {(তৎসম বা সংস্কৃত) পুরস্+□ দাশ্+0(ণ্বিন্)+অ(ঘঞ্)}
- Bengali Word পুরোধা, পুরোধাঃ(-ধাস্) English definition (বিশেষ্য) ১ পুরোহিত; যজ্ঞের বা পূজার পুরোহিত; পূজক; যাজক। ২ অগ্রগামী; অগ্রপথিক। {(তৎসম বা সংস্কৃত) পুর্স্+ □ ধা+ অস্(অসি)}
- Bengali Word পুরোবর্তী (-র্তিন্) English definition [পুরোবোর্তি] (বিশেষণ) অগ্রে বা সম্মুখে অবস্থিত। {(তৎসম বা সংস্কৃত) পুরস্+□ বৃৎ+ইন্(ণিনি)}
- Bengali Word পুরোভূমি English definition [পুরোভুমি] (বিশেষ্য) ১ সম্মুখবর্তী ভূমি। ২ চিত্র বা দৃশ্যাবলির সম্মুখের অংশবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পুরস্+ভূমি}