প পৃষ্ঠা ৭৮
- Bengali Word পুরন্ত English definition [পুরন্তো] (বিশেষণ) পুষ্ট; পরিপুষ্ট; নিটোল; সমগ্র; সম্পূর্ণ (নতুন পাতা লেগেছে, আর দেখতে দেখতে সমস্ত বন যেন পুরন্ত বাড়ন্ত হয়ে উঠেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {□ পুর্+অন্ত}
- Bengali Word পুরন্দর English definition [পুরন্দর্] (বিশেষ্য) ইন্দ্র; নগর-বিনাশক (হেঁটে কম্পে বাসুকি উপরে পুরন্দর-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) পুর+দারি+অ(খচ্)}
- Bengali Word পুরন্ধ্রী, পুরন্ধ্রি English definition [পুরোন্ধ্রি] (বিশেষ্য) গৃহিণী। ২ পতিপুত্রবতী নারী। {(তৎসম বা সংস্কৃত) পুর+□ ধৃ+ই(কি)}
- Bengali Word পুরব English definition ⇒ পূর্ব
- Bengali Word পুরবী English definition ⇒ পূরবী
- Bengali Word পুররক্ষী English definition [পুরোরোক্খি] (-ক্ষিন্) (বিশেষ্য) ১ চৌকিদার। ২ কোটাল; নগরপাল; নগররক্ষক। {পুর+□ রক্ষ্+ইন্(ইনি)}
- Bengali Word পুরশ্চরণ English definition [পুরোশ্চরোন্] (বিশেষ্য) বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মন্ত্র, জপ, হোম, তর্পণ, অভিষেক ও ব্রাহ্মণ-ভোজন দ্বারা হিন্দুদের ইষ্ট দেবতার অর্চনা (কৈলা পুরশ্চরণ কতেক কত জপ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {পুরঃ+ □ চর্+অন(ল্যুট্)}
- Bengali Word পুরস্কার English definition [পুরোশ্কার্] (বিশেষ্য) ১ বখশিশ; পারিতোষিক। ২ অর্চনা; অভ্যর্থনা; সম্মান প্রদর্শন; সমাদর। পুরস্কৃত (বিশেষণ) ১ পুরস্কারপ্রাপ্ত। ২ সমাদৃত। {(তৎসম বা সংস্কৃত) পুরস্+□ কৃ+অ(ঘঞ্)}
- Bengali Word পুরহর English definition [পুরোহর্] (বিশেষ্য) ত্রিপুর বা পুর নামক অসুর বিনাশকারী; শিব। {(তৎসম বা সংস্কৃত) পুর+হর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word পুরা ১ English definition [পুরা] (অব্যয়) পূর্বে; পুর্বকালীন; প্রাচীন; অতীত। পুরাকাল (বিশেষ্য) প্রাচীনকাল; অতি প্রাচীনকাল। পুরাতত্ত্ব, পুরাবৃত্ত (বিশেষ্য) প্রাচীনকালের বৃত্তান্ত বা ইতিবৃত্ত; প্রাচীন ইতিহাস; বহুকাল পূর্বের ঘটনা বলে প্রসিদ্ধ। পুরাতত্ত্ববিদ, পুরাবিৎ (বিশেষ্য) পুরাতত্ত্বে জ্ঞানী ব্যক্তি {(তৎসম বা সংস্কৃত) পূর্ব>}
- Bengali Word পুরা ২, পুরো English definition [পুরা, পুরো] (বিশেষ্য) সম্পূর্ণ; সমগ্র; অখণ্ড (আর আট দশটি কবিতা হইলেই তাহার একশোটা পুরা হয়-সুকুমার রায়)। □ (ক্রিয়াবিশেষণ) পূর্ণভাবে; পুরাপুরি। পুরাদস্তুর (ক্রিয়াবিশেষণ) পূর্ণমাত্রায়; সম্পূর্ণরূপে; পরিপূর্ণভাবে। পুরোপুরি (বিশেষণ) সম্পূর্ণ; পরিপূর্ণ। □ (ক্রিয়াবিশেষণ) সম্পূর্ণরূপে; পুরোপুরিভাবে। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণ>}
- Bengali Word পুরা ৩ English definition ⇒ পোরা
- Bengali Word পুরাঙ্গনা English definition [পুরাঙ্গনা] (বিশেষ্য) পুরনারী; কুলনারী; পুরবাসিনী। {(তৎসম বা সংস্কৃত) পুর+অঙ্গনা}
- Bengali Word পুরাণ English definition [পুরান্] (বিশেষ্য) ১ প্রাচীন কাল থেকে পুরুষানুক্রমে প্রবহমান কাহিনী, বিশেষত কোনো জাতির আদি ইতিহাস সম্পৃক্ত বিশ্বাস, ধারণা ও নৈসর্গিক ঘটনাবলির ব্যাখ্যা; অতিকথা; মিথ; myth। ২ পুরাকালের হিন্দু সম্প্রদায়ের প্রসিদ্ধ ব্যক্তি ও সমাজ ধর্ম ইত্যাদি অবলম্বনে সংস্কৃতে রচিত আখ্যায়িকা বা কথা; mythology (বিষ্ণুপুরাণ, ভাগবত পুরাণ)। □ (বিশেষণ) ১ পুরাতন; পুরাকালীন; প্রাচীন। ২ অনাদি (পুরাণ পুরুষ)। পুরাণকর্তা, পুরাণকৃত, পুরাণকার (বিশেষ্য) পুরাণ রচনা করেছেন যিনি। পুরাণ-পুরুষ (বিশেষ্য) হিন্দু মতে পরমাত্মা; পরব্রহ্ম। পুরাণপ্রসিদ্ধি (বিশেষ্য) ১ পুরাণশাস্ত্রে খ্যাত। ২ অতি প্রাচীন খ্যাতি। {(তৎসম বা সংস্কৃত) পুরা+তন(ষ্টন)}
- Bengali Word পুরাতন English definition [পুরাতন্] (বিশেষণ) ১ প্রাচীন (পুরাতন কাল)। ২ বৃদ্ধ; প্রবীণ (পুরাতন লোক)। ৩ সেকেলে; অপ্রচলিত (পুরাতন ফ্যাশন)। ৪ দীর্ঘদিন ধরে চলে আসছে এমন; মামুলি; গতানুগতিক (পুরাতন প্রথা)। ৫ অভিজ্ঞ; পাকা; দক্ষ (পুরাতন কর্মচারী)। ৬ দাগি (পুরাতন চোর)। পুরাতনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পুরা+তন(ট্যু, তুট্)}
- Bengali Word পুরাদস্তুর English definition ⇒ পুরা১
- Bengali Word পুরাধ্যক্ষ English definition [পুরাদ্ধোক্খো] (বিশেষ্য) নগরাধ্যক্ষ। □ (বিশেষণ) গৃহকর্তা; তত্ত্বাবধায়ক; তত্ত্বাবধানকারী। {(তৎসম বা সংস্কৃত) পুর+অধ্যক্ষ}
- Bengali Word পুরানা English definition [পুরানা] (বিশেষণ) ১ পুরাতন। ২ প্রাচীন; বৃদ্ধ; প্রবীণ (পুরানা ব্যক্তি)। ৩ অভিজ্ঞ; দৃক্ষ (পুরানা চাকর)। ৪ দাগি; বহুকাল হতে (পুরানা পাপী)। {(তৎসম বা সংস্কৃত) পুরাতন>}
- Bengali Word পুরানো ১, পূরানো, পুরনো, পুরনো, পোরানো English definition [পুরানো, পুরানো, পুরনো, পুরনো, পোরানো] (ক্রিয়া) ১ পূর্ণ করা; ভরা; মিটানো; সম্পূর্ণ করা (আশা পুরানো)। □ (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণ>}
- Bengali Word পুরানো ২ English definition ⇒ পুরনো