প পৃষ্ঠা ৭৭
- Bengali Word পুতুল English definition [পুতুল্] (বিশেষ্য) ১ মানুষ পশুপাখি ইত্যাদির প্রতিমূর্তি। ২ প্রতিমা (পুতুল পূজা)। □ (বিশেষণ) (আলঙ্কারিক) সাক্ষীগোপাল; অচেতন নিঃসাড় জড় পদার্থবৎ। পুতুল খেলা (বিশেষ্য) ১ (শিশুদের) পুতুল নিয়ে খেলা। ২ (আলঙ্কারিক) ছেলেখেলা; শিশুসুলভ গুরুত্বশূন্য ব্যাপার (একি পুতুল খেলা পেয়েছ)। পুতুল নাচ (বিশেষ্য) খেলাবিশেষ যাতে সুতার সাহায্যে পুতুল দ্বারা জীবন্ত মানুষ বা জীবজন্তুর ন্যায় অঙ্গভঙ্গি রূপ ক্রীড়া দেখানো হয়। {(তৎসম বা সংস্কৃত) পুত্রিকা>(প্রাকৃত)পুত্তলিআ>; (তৎসম বা সংস্কৃত) পুত্র>(প্রাকৃত)পুতুল্ল}
- Bengali Word পুত্তল, পুত্তলক English definition [পুত্তল্, পুত্তলক্] (বিশেষ্য) ১ তৃণপত্রাদি নির্মিত মৃতের প্রতিমূর্তি; পর্ণনর। ২ পুতুল। {(তৎসম বা সংস্কৃত) পুত্ত+□ লা+অ(ক)}
- Bengali Word পুত্তলি, পুত্তলী, পুত্তলিকা English definition [পুত্তোলি, পুত্তোলি, পুত্তোলিকা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পুতুল। ২ মৃত্তিকা-নির্মিত জীবজন্তুর প্রতিমূর্তি। পুত্তলিপূজা (বিশেষ্য) মূর্তিপূজা। {(তৎসম বা সংস্কৃত) পুত্রিকা>(প্রাকৃত)পুত্তলিআ>}
- Bengali Word পুত্তিক, পুত্তিকা English definition [পুত্তিক্, পুত্তিকা] (বিশেষ্য) ১ উইপোকা। ২ মৌমাছি। {(তৎসম বা সংস্কৃত) পুৎ+□ তন্+অ(ড)+ক(কন্), +আ(টাপ্)}
- Bengali Word পুত্র, পুত্ত্র English definition [পুত্ত্রো] (বিশেষ্য) ১ তনয়; নন্দন; ছেলে; পুরুষ সন্তান। ২ পুত্রবৎ স্নেহের পাত্র; পুত্রস্থানীয় ব্যক্তি। পুত্রক (বিশেষ্য) ১ পুত্র; ছেলে। ২ স্নেহের পাত্র। পুত্রবান বিণ। পুত্রকা, পুত্রিকা (বিশেষ্য) ১ (স্ত্রীলিঙ্গ) কন্যা। ২ পুতুল। পুত্রকাম (বিশেষণ) পুত্রাভিলাষী। পুত্রকামা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পুত্রবধূ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পুত্র বা পুত্রাস্থানীয় ব্যক্তির স্ত্রী; ছেলের বৌ। পুত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ কন্যা; তনয়া; নন্দিনী; মেয়ে। ২ কন্যাস্থানীয়া স্ত্রীলোক বা বালিকা। পুত্রীয় (বিশেষণ) পুত্রসংক্রান্ত; পুত্রের জন্য। পুত্রেষ্টি (বিশেষ্য) পুত্র কামনায় অনুষ্ঠিত যজ্ঞবিশেষ। পুত্রেষ্টি (বিশেষ্য) পুত্র কামনায় অনুষ্ঠিত যজ্ঞবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পুৎ+□ ত্রৈ+অ(ক)}
- Bengali Word পুদিনা English definition [পুদিনা] (বিশেষ্য) এক প্রকার গন্ধযুক্ত শাক (বনতুলসী পুদিনা ও মৌরির জঞ্জাল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) পুদিনাহ্}
- Bengali Word পুন, পুনঃ English definition [পুনো, পুনোহ্] অব্য, (ক্রিয়াবিশেষণ) পুনরায়; আবার; ফের; দ্বিতীয় বার। পুনঃপুন অব্য, (ক্রিয়াবিশেষণ) বারবার; উপর্যুপরি; মুহুর্মুহু। পুনরধিকার (বিশেষ্য) হারানো বিষয়াদি পুনরায় অধিকার। পুনরপি অব্য, (ক্রিয়াবিশেষণ) পুনশ্চ; পুনরায়। পুনরাগমন (বিশেষ্য) ১ প্রত্যাগমন। ২ প্রত্যাবর্তন; ফিরে আসা। পুনরাবৃত্ত (বিশেষণ) ১ প্রত্যাবৃত্ত। ২ পুনরায় কথিত; আবার ঘটেছে বা করা হয়েছে এমন। পুনরাবৃত্তি (বিশেষ্য) ১ পুনরায় পাঠকরণ বা কথন; পুনরুক্তি। ২ পুনঃকরণ; অনুবৃত্তি। ৩ প্রত্যাবর্তন। পুনরায় অব্য, (ক্রিয়াবিশেষণ) আবার; ফের; পুনর্বার। পুনরুক্ত (বিশেষণ) পুনরায় উক্ত বা কথিত। পুনরুক্তি (বিশেষ্য) পুনরায় কথন; পুনর্বার যা বলা হয়। পুনরুজ্জীবিত (বিশেষণ) পুনর্বার সজীবতাপ্রাপ্ত; পুনরায় জীবন লাভ করেছে এমন। পুনরুত্থান (বিশেষ্য) ১ পুনরায় উত্থান; কেয়ামত; ইসলাম ও খ্রিস্ট ধর্মানুসারে মৃত্যুর পর কবর থেকে মৃতের আত্মার উত্থান; resurrection। ২ পুনর্জাগরণ বা উন্নতি লাভ। পুনরুত্থিত (বিশেষণ) আবার উঠেছে এমন। পুনরুৎপত্তি, পুনরুদ্ভব, পুনর্জন্ম (বিশেষ্য) ১ পুনরায় জন্ম। ২ হিন্দু; বৌদ্ধ প্রভৃতি ধর্মবিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর পুনর্বার উৎপত্তি বা জন্মলাভ। পুনরুৎপন্ন, পুনরুদ্ভূত, পুনর্জাত (বিশেষণ) মৃত্যুর পর পুনরায় উৎপন্ন হয়েছে বা জন্মলাভ করেছে এমন। পুনর্জীবন (বিশেষ্য) ১ পুনরায় জীবন লাভ। ২ নবজীবন। ৩ মরণের পরে পুনর্জন্ম। পুনর্নব (বিশেষ্য) নখ। পুনর্নবা (বিশেষ্য) এক-প্রকার শাক। পুনর্বসতি (বিশেষ্য) পুনরায় বসতি স্থাপন; নতুন বসতি; rehabilitation। পুনর্বসু (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) একটি নক্ষত্রের নাম। পুনর্বার (ক্রিয়াবিশেষণ) আবার; ফের; পুনরায়। পুনর্বাসন (বিশেষ্য) স্থায়ী বাসভূমি ত্যাগকারীকে পুনরায় বাসস্থান প্রদান বা পুনর্বসতিকরণ। পুনর্বিচার (বিশেষ্য) যার বিচার হয়ে গিয়েছে এরূপ বিষয়ের নতুন করে বিচার; সানি-বিচার। পুনর্ভব (বিশেষ্য) ১ পুনর্বার উৎপন্ন; পুনরায় জাত। ২ পুনর্জন্ম (মৃত্যুর নেপথ্যে শুধু পুনর্ভব, ভাবনা দুর্ভর-মোহিতলাল মজুমদার)। পুনর্ভূ (বিশেষ্য) স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বার বিবাহিতা; বাগদত্তা নারীর অপরের সাথে বিয়ে। পুনর্মিলন (বিশেষ্য) বিরহ অবস্থায় পুনরায় মিলন বা সাক্ষাৎ লাভ। পুনর্মূষিক (বিশেষ্য) পূর্বের হীন অবস্থা প্রাপ্তি। পুনর্মূষিকোভব-১. ‘হিতোপদেশ’ গ্রন্থের গল্পবিশেষে উক্ত; অর্থ: পুনরায় ইঁদুর হও। ২ (আলঙ্কারিক) পুনর্বার (ইতঃপূর্বের) হীন অবস্থা প্রাপ্ত হও। পুনর্যাত্রা (বিশেষ্য) ১ আবার যাওয়া বা আসা। ২ উল্টারথ নামক হিন্দু ধর্মানুষ্ঠান। পুনশ্চ অব্য, (ক্রিয়াবিশেষণ) পুনরায়; পুনর্বার; আবারও। {(তৎসম বা সংস্কৃত) পুনর্>}
- Bengali Word পুনমি, পুনমী (মধ্যযুগীয় বাংলা), পুণিম (ব্রজবুলি) English definition [পুনোমি, পুনোমি, পুনিম] (বিশেষ্য) পূর্ণিমা। {(তৎসম বা সংস্কৃত) পুর্ণিমা>}
- Bengali Word পুনি, পুনী, পুনু (মধ্যযুগীয় বাংলা) ব্রজবুলি.) English definition [পুনি, পুনি, পুনু] (অব্যয়) পুনঃ; পুনরায় (পুনি বহে খর বাএ; পুনি বাহ্নাঞিঁ তোর বড়ই খাঁখার-বড়ু চণ্ডীদাস)। {পুনঃ>}
- Bengali Word পুন্নাগ English definition [পুন্নাগো] (বিশেষ্য) ১ শ্বেতপদ্ম। ২ নাগকেশর জাতীয় পুষ্পবৃক্ষ। ৩ শ্বেতহস্তী। ৪ নরশ্রেষ্ঠ; পুরুষ-প্রধান। {(তৎসম বা সংস্কৃত) পুং+নাগ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word পুন্নাম নরক English definition [পুন্নাম্ নরোক্] (বিশেষ্য) হিন্দু বিশ্বাসমতে ‘পুৎ’ নামক নরকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পুৎ+নাম+নরক, পুত্রহীন হলে এ নরকে যেতে হয়}
- Bengali Word পুব, পূব English definition [পুব্] (বিশেষ্য) ১ পূর্বদিক (ঘোড়া ছুটিয়ে গেলো পুব থেকে পশ্চিমে-হাবীবুর রহমান)। ২ পূর্বদিকের। পুবালি, পূবালী (বিশেষণ) পূর্বদিক থেকে যা আসে বা প্রবাহিত হয়। {(তৎসম বা সংস্কৃত) □ পা+উম্স্(ডুম্সুন্)}
- Bengali Word পুমান English definition [পুমান্] (বিশেষ্য) ১ পুরুষ। ২ পুংলিঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) √পা+উম্স্(ডুম্সুন্)}
- Bengali Word পুর ১ English definition [পুর্] (বিশেষ্য) ১ আলয়; ভবন; গৃহ; নিকেতন (তোরা যাবি রাজার পুরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নগর, গ্রাম, শহর ইত্যাদি (হস্তিনাপুর)। পুরদ্বার (বিশেষ্য) গৃহের বা নগরের দ্বার; gate। পুরনারী (বিশেষ্য) ১ অন্তঃপুরবাসিনী স্ত্রীলোক; অন্তঃপুরিকা; পুরমহিলা; পুরস্ত্রী (পুরনারীদের পরান জানিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কুলনারী। পুরবাসী (বিশেষণ) ১ নগরবাসী। ২ গৃহবাসী; গৃহস্থ। পুরবাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ পৃ …+ক্বিপ্}
- Bengali Word পুর ২, পুর English definition [পুর্] (বিশেষ্য) পিঠা ইত্যাদির ভিতরে পোরা হয় এমন বস্তু (নারকেলের পুর)। {(তৎসম বা সংস্কৃত) পুট>}
- Bengali Word পুরঃসর English definition [পুরোশ্শরো] (বিশেষণ) অগ্রসর; অগ্রবর্তী। □ (ক্রিয়াবিশেষণ) পূর্বক; অগ্রে করে (সবিশেষ সমাদর পুরঃসর নানাবিধ সুস্বাদুমিষ্টান্ন ও সুরস পানীয় প্রদান করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পুরস্+□ সৃ+অ(ট)}
- Bengali Word পুরকায়স্থ English definition [পুরোকায়োস্থো] (বিশেষ্য) হিন্দু পদবিশেষ। {পুর+কায়স্থ}
- Bengali Word পুরতঃ English definition [পুরতহ্] (অব্যয়) সম্মুখে; সামনে; অগ্রে; আগে। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+অতস্(অতসুচ্)}
- Bengali Word পুরনারী English definition [পুরোনারি] (বিশেষ্য) অন্তঃপুরিকা। {পুর+নারী}
- Bengali Word পুরনো, পুরানো English definition [পুরোনো] (বিশেষণ) ১ প্রাচীন; সেকেলে; বহুকালস্থায়ী (পুরনো জ্বর)। ২ পুরাতন (পুরনো জমানা)। ৩ প্রাচীন; বৃদ্ধ; প্রবীণ (পুরনো ব্যক্তি)। ৪ অভিজ্ঞ; দক্ষ (পুরনো চাকর)। ৫ দাগি; বহুকাল থেকে (পুরনো পাপী)। {(তৎসম বা সংস্কৃত) পুরাতন>}