প পৃষ্ঠা ৮৯
- Bengali Word পেম ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [পেম্] (ক্রিয়া) পান করব (সাপ খাম বিষ পেম-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ পা>}
- Bengali Word পেমিল (ব্রজবুলি) English definition [পেমিলো] (ক্রিয়া) নিমীলিত হলো (ইন্দিবর পবনে পেমিল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রা+□ মীল্+ইল>}
- Bengali Word পেরনো, পেরোনো, পেরানো English definition [পেরোনো, পেরোনো, পেরানো] (ক্রিয়া) ১ পার হওয়া (পেরাণ না যায়-ঘনরাম চক্রবর্তী)। ২ অতিবাহিত হওয়া (দশদিন পেরিয়েছে)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {পার+আনো}
- Bengali Word পেরু English definition [পেরু] (বিশেষ্য) ১ দক্ষিণ আমেরিকার একটি দেশ। ২ বৃহদাকার মোরগ জাতীয় পাখিবিশেষ; turkey। {(পর্তুগিজ) peru}
- Bengali Word পেরুভীয় English definition [পেরভিয়ো] (বিশেষণ) পেরু দেশের অধিবাসী। {(ইংরেজি) Peruvian}
- Bengali Word পেরেক English definition [পেরেক্] (বিশেষ্য) লোহার ক্ষুদ্র কাঁটা বা কীলক; তারকাঁটা; জলই। {(পর্তুগিজ) pergo}
- Bengali Word পেরেশান, পারেশান English definition [পেরেশান, পারেশান] (বিশেষণ) উদ্বগ্ন; চিন্তিত (নতুন অভাব-অভিযোগের তাড়ানায় পেরেশান থাকতে হয়-জগলুল হায়দার আফরিন)। পেরেশানি (বিশেষ্য) উদ্বেগ; চিন্তা (ভদ্রলোককে এতো পেরেশানীতে ফেলেছো-মুফাখখারুল ইসলাম)। {(ফারসি) পেরেশান}
- Bengali Word পেলব English definition [পেলব্] (বিশেষণ) ১ অতি কোমল; ললিত; সুকুমার; নাজুক; delicate (প্রতি অঙ্গের পরতে পরতে মর্তমাটির পেলব ছোঁয়া কত নিবিড় আনন্দ হয়ে জড়িয়ে আছে-আ.ন.ম. বজলুর রশীদ)। ২ মৃদু। ৩ কৃশ; ক্ষীণ; slender। ৪ ভঙ্গুর; ভঙ্গপ্রবণ। ৫ লঘু (চারু ওষ্ঠে চিকন সোনার পেলব বাঁধন টুটি শব্দের বুদ্বুদ ওঠে ফুটি-সুফী মোতাহার হোসেন)। পেলবতা (বিশেষ্য) ১ কোমলতা; লালিত্য। ২ কৃশতা; ক্ষীণতা। ৩ লঘুতা। {(তৎসম বা সংস্কৃত) □ পিল্+অব(অবন্)}
- Bengali Word পেলা ১, প্যালা English definition [প্যালা] (বিশেষ্য) ১ নৃত্যগীতাদির আসর বা অনুষ্ঠানে শ্রোতৃবর্গ কর্তৃক শিল্পীদের প্রদত্ত অর্থাদি পুরস্কার। ২ ঠেকনা; ঠেস; অবলম্বন; prop (জৌর আড়, জৌয়ের পেলা জৌয়ের কপাট-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রেরিত> (প্রাকৃত)পেল্লিঅ>}
- Bengali Word পেলা ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [পেলা] (ক্রিয়া) ১ ধাক্কা বা জোরে ঠেলা দেওয়া। ২ ফেলা (হৃদের কাষ্ণুলী রাধা যমুনাত পেলা-বড়ু চণ্ডীদাস)। ৩ উদ্গিরণ করা (ক্ষেণে ক্ষেণে ক্ষেণে পেলে অতিশয় চপলা-ভবানী, চণ্ডী কাব্য)। {(তৎসম বা সংস্কৃত) পীড়ন বা □ পেল্>}
- Bengali Word পেলানো (মধ্যযুগীয় বাংলা) English definition [পেলানো] (ক্রিয়া) ফেলে বা ঠেলে দেওয়া; অবহেলা করা (কেহ্নে পেলায়সি হাসে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {□ পেল্+আনো}
- Bengali Word পেলেগ English definition ⇒ প্লেগ
- Bengali Word পেলেনেলে English definition [পেলেনেলে] (অসমাপিকা ক্রিয়া) পালন ও লালন করিয়ে (এখন একে পেলেনেলে মানুষ কর-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {পালন-লালন>}
- Bengali Word পেল্লয়, পেল্লায় English definition [পেল্লয়্, পেল্লায়্] (বিশেষণ) বিশাল; বিরাট; মস্ত (পেল্লয় কাণ্ড)। {(তৎসম বা সংস্কৃত) প্রলয়>}
- Bengali Word পেশ English definition [পেশ্] (বিশেষ্য) সামনে রাখা; উপস্থাপন; সম্মুখে স্থাপন; নিবেশ (আমার যা কিছু বক্তব্য আপনার কাছে পেশ করলাম)। পেশ ইমাম (বিশেষ্য) যিনি নামাজে ইমামতি করেন। পেশ করা (ক্রিয়া) নিবেদন করা; আরজ করা (তিন হাজার পাউণ্ড পেশ করিয়া বলিলেন-মাওলানা মুস্তাফিজুর রহমান)। পেশকার (বিশেষ্য) বিচারকের সামনে আদালতের কাগজপত্রাদি উপস্থাপিত করে এবং তা সংরক্ষণ করে এমন কর্মচারী বিশেষ (আমি না হয় পেশকার হ’য়ে সেটা পেশ ক’রে দেবো-কাজী নজরুল ইসলাম)। পেশকারি, পেশকারী (বিশেষ্য) পেশকারের কর্ম বা পদ। পেশগি (বিশেষ্য) যা অগ্রিম ব্যতিব্যস্ত; বিব্রত। {(ফারসি) পেশ্}
- Bengali Word পেশওয়া English definition ⇒ পেশোয়া
- Bengali Word পেশওয়াজ English definition ⇒ পেশোয়াজ
- Bengali Word পেশকশ English definition ⇒ পেসকোশ
- Bengali Word পেশবা English definition ⇒ পেশোয়া
- Bengali Word পেশল English definition [পেশল্] (বিশেষণ) ১ মনোহর; সুন্দর; মনোরম। ২ প্রচুর পেশিযুক্ত; পেশিবহুল; শক্তিমান; বলিষ্ঠ (কঁধের কাছটা কত পেশল-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ পেশ্+ল(লচ্)}