প পৃষ্ঠা ৮৮
- Bengali Word পেটোয়া, পেটাও English definition [পেটোয়া, পেটাও] (বিশেষ্য) ১ প্রিয়; বিশ্বস্ত; অনুগত; বাধ্য। ২ অধীন। □ (বিশেষণ) পৃষ্ঠপোষিত। {□ পিট্+উয়া}
- Bengali Word পেট্রল, পেট্রোল English definition [পেট্ট্রোল্] (বিশেষ্য) কেরোসিন জাতীয় খনিজ তৈল। {(ইংরেজি) petrol}
- Bengali Word পেডেন্ডা English definition [প্যাডেন্ডা] (বিশেষ্য) বিদ্যাভিমানী; পণ্ডিতম্মন্য (পেডেন্ডা আর মিহি কলাবিদ খুঁটত আমার কাব্য-শামসুর রাহমান)। {(ইংরেজি) pedant}
- Bengali Word পেণ্ঠী (মধ্যযুগীয় বাংলা) English definition [পেন্ঠি] (বিশেষ্য) পাঁচন; গোচারণ; লাঠি। {পাচন+লাঠি}
- Bengali Word পেতনি, পেত্নী English definition [পেত্নি] (বিশেষ্য) ১ স্ত্রীভূত; প্রেতিনী। ২ (ব্যঙ্গার্থ) কুশ্রী বা নোংরা স্ত্রী (একেবারে পেত্নীর মতো চেহারা)। (পুংলিঙ্গ)ভূত, প্রেত। {(তৎসম বা সংস্কৃত) প্রেত/পেত্নী>}
- Bengali Word পেতল English definition ⇒ পিতল
- Bengali Word পেতা (মধ্যযুগীয় বাংলা) English definition [পেতা] (ক্রিয়া) বিশ্বাস করানো বা শান্ত করা। পেতানো, প্যাতানো (বিশেষ্য) প্রবোধ দান (রত্নাবতীরে পেতাও বৃদ্ধার প্যাতানে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রত্যায়ন>}
- Bengali Word পেতে, পেথে (মধ্যযুগীয় বাংলা) English definition [পেতে, পেথে] (বিশেষ্য) ছোট চুপড়ি। {পাতা+ইয়া>}
- Bengali Word পেত্নী English definition ⇒ পেতনী
- Bengali Word পেন ১ English definition [পেন্] (বিশেষ্য) ১ কলম; লেখনী। ২ ঝরনা কলম; fountain pen। পেনফ্রেণ্ডশিপ (বিশেষ্য) পত্রালাপে বন্ধুত্ব; পত্রমিতালি (একদিন তোমারি সাথে ছিল পেনফ্রেণ্ডশীপ-হাবীবুর রহমান)। {(ইংরেজি) pen}
- Bengali Word পেন ২, পেইন English definition [পেন্, পেইন্] (বিশেষ্য) ১ ব্যথা (বুকে পেন হচ্ছে)। ২ গর্ভবেদনা (পোয়াতির পেন উঠেছে)। {(ইংরেজি) pain}
- Bengali Word পেনশন, পেনসন English definition [পেন্শন্] (বিশেষ্য) চাকুরের অবসর ভাতা; চাকরি শেষে অবসরগ্রহণের পর প্রাপ্ত বৃত্তি বা ভাতা (বাবুরাম বাবু পেনসন লইলেন-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); শিক্ষিত ও ধর্মনিষ্ঠ ব্যক্তিদের জন্যে পেনশন মঞ্জুর করেন-মুঃ আবদুর রাজ্জাক)। পেনশনভোগী (বিশেষণ) চাকরি হতে অবসর গ্রহণের পর বৃত্তিপ্রাপ্ত (একজন পেনসনভোগী ডেপুটি ম্যাজিস্ট্রেট-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) pension}
- Bengali Word পেনসিল English definition [পেন্সিল্] (বিশেষ্য) কাঠের তৈরি এক প্রকার লেখার কলম (কাঠ পেনসিল)। ২ চিত্রকরের তুলি। উডপেনসিল (বিশেষ্য) কাঠ পেনসিল; কাগজে লেখার পেনসিল। ড্রইংপেনসিল (বিশেষ্য) ছবি আঁকার পেনসিল। শ্লেট পেনসিল (বিশেষ্য) শ্লেট পাথরে লেখার পেনসিল। {(ইংরেজি) pencil}
- Bengali Word পেনারকোড English definition ⇒ পিনালকোড
- Bengali Word পেনেট English definition (বিশেষ্য) [পেনিট্] গৌরীপট্ট, যার উপর শিবলিঙ্গ স্থাপন করা হয়। {অজ্ঞাতমূল}
- Bengali Word পেন্টেলুন, পেন্টালুন English definition [পেন্টেলুন, পেন্টালুন] (বিশেষ্য) এক প্রকার পায়জামা (ঢলঢলে পায়জামার মতো পেন্টেলুন-সুকুমার রায়)। {(ইংরেজি) pantaloons}
- Bengali Word পেন্ডাল English definition ⇒ প্যান্ডাল
- Bengali Word পেন্ডুলাম English definition [পেন্ডুলাম্] (বিশেষ্য) ঘড়ির দোলনযন্ত্র; ঘড়ির দোলক। {(ইংরেজি) pendulum}
- Bengali Word পেপার English definition [পেপার] (বিশেষ্য) কাগজ। {(ইংরেজি) paper}
- Bengali Word পেম ১ (মধ্যযুগীয় বাংলা) English definition [পেম্] (বিশেষ্য) প্রেম (পেম রসে তিলোচন-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) প্রেম>}