প পৃষ্ঠা ৯০
- Bengali Word পেশা English definition [পেশা] (বিশেষ্য) ১ বৃত্তি; ব্যবসা; জীবিকার উপায় (বেশ্যার বেহদ্দ কথা বেচে খায়-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ২ (আলঙ্কারিক) স্বভাব; অভ্যাস (সব ব্যাপারে খিটখিট করা তার একটা পেশা হয়ে দাঁড়িয়েছে)। পেশাকার, পেশাকর (বিশেষ্য) ১ বেশ্যা; গণিকা। ২ নটী। পেশাদার (বিশেষণ) বৃত্তিজীবী; ব্যবসাদার; ব্যবসায়ী; কোনো কাজ কেবল ব্যবসা হিসাবে করে এমন; professional। পেশাদারি, পেশাদারী (বিশেষ্য) পেশাদারের আচরণ বা ব্যবহার। ২ ব্যবসাদারি; দোকানদারি। ৩ ব্যবসায়বৃত্তি। □ (বিশেষণ) পেশাদার সম্বন্ধীয়। {(ফারসি) পেশাহ্}
- Bengali Word পেশানি, পেশনি English definition [পেশানি, পেশ্নি] (বিশেষ্য) কপাল; ললাট (ছিল নবীর নূর পেশানীতে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) পেশানী}
- Bengali Word পেশি, পেশী English definition [পেশি্] (বিশেষ্য) ১ দেহের মাংসপিণ্ডবিশেষ; যার সংকোচনে অঙ্গ-প্রত্যাঙ্গাদির আলোড়িত হয়; muscle। ২ খড়্গাদির কোষ বা খাপ। ৩ অণ্ড; ডিম্ব। পেশিকোষ (বিশেষ্য) অণ্ডকোষ। {(তৎসম বা সংস্কৃত) □ পিশ্+ই(ইন্)}
- Bengali Word পেশোয়া, পেশওয়া, পেসবা English definition [পেশোয়া, পেশ্ওয়া, পেশ্ওয়া] (বিশেষ্য) মহারাষ্ট্রীয় শাসক বা তাঁর বংশ। {(ফারসি) পেশবা}
- Bengali Word পেশোয়াজ, পেশওয়াজ English definition [পেশোয়াজ্, পেশ্ওয়াজ্] (বিশেষ্য) নর্তকী বা নারীদের এক প্রকার পায়জামা (নিক্পিক্ করে ক্ষীণ কাঁকল পেশোয়াজ কাঁপে টাল্মাটাল্-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) পেশরাজ}
- Bengali Word পেষক English definition [পেশক্] (বিশেষণ) পেষণ করে এমন; পেষণকারী। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word পেষণ English definition [পেশন্] (বিশেষ্য) ১ মর্দন; দলন; বাটা; চূর্ণন। পেষণি, পেষণী (বিশেষ্য) ১ শিল; নোড়া। ২ জাঁতা; পেষণযন্ত্র। ৩ হামানদিস্তা। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্+অন(ল্যুট্)}
- Bengali Word পেষা, পিষা English definition [পেশা, পিশা] (ক্রিয়া) ১ বাটা; পেষণ করা। ২ (আলঙ্কারিক) অত্যাচার করা; পীড়ন করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পেষাই (বিশেষ্য) ১ পেষণ; দলন। ২ পেষণের পারিশ্রমিক। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্+অ(ঘঞ্)}
- Bengali Word পেষানো, পিষানো English definition [পেশানো, পিশানো] (ক্রিয়া) ১ পেষণ করানো; বাটানো। ২ পীড়ন করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্+(বাংলা) আনো}
- Bengali Word পেসকোশ English definition [পেশ্কোশ্] (বিশেষ্য) ১ টাকা বা মূল্যবান দ্রব্য উপহার (পেসকোশ দিলা তায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ অবদান। {(ফারসি) পেশকাশ}
- Bengali Word পেস্ট্রি English definition [পেস্ট্রি] (বিশেষ্য) পিঠা; পুডিং ইত্যাদির সংমিশ্রণে তৈরি মিঠাই। {(ইংরেজি) pastry}
- Bengali Word পেস্তা English definition [পেস্তা] (বিশেষ্য) কাবুলের এক প্রকার বাদামজাতীয় ফল। {(ফারসি) পিস্তাহ্}
- Bengali Word পোঁছা ১, পুঁচা English definition [পোঁছা, পুঁছা] (ক্রিয়া) ১ মুছে ফেলা; মোছা। ২ ঘর্ষণ করে দাগ বা সংলগ্ন পদার্থ উঠিয়ে ফেলা। □ (বিশেষ্য) সম্মার্জন। □ (বিশেষণ) সম্মার্জিত। পোঁছানো (ক্রিয়া) মোছানো; পরিষ্কার করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) পুস্ত>(প্রাকৃত)পুত্থ>পুংছ>}
- Bengali Word পোঁটলা, পোটলা English definition [পোঁট্লা, পোটলা] (বিশেষ্য) বড় পুটুলি; গাঁটরি; বোঁচকা। পোঁটলা পুটলি, পোঁটলা পুঁটলী (বিশেষ্য) ছোট ও বড় বোঁচকা (থার্ড ক্লাসের যাত্রীরা পোঁটলা পুঁটলী লইয়া পাগলের মতো-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। পোটলি, পুটলি (বিশেষ্য) পোটলার চেয়ে ছোট আকারের বোঁচকা। {(তৎসম বা সংস্কৃত) পোট্টলি>}
- Bengali Word পোঁটা English definition [পোঁটা] (বিশেষ্য) ১ নাড়ি; অন্ত্র (মাছের পোঁটা)। ২ শ্লেষ্মা; শিকনি (নাকের পোঁটা)। ৩ (আল., অনাদরে) ছোট ছেলে। {ধ্বন্যাত্মক}
- Bengali Word পোলো ১ English definition ⇒ পলো
- Bengali Word পেড়া ১, প্যাড়া, পেঁড়া, প্যাঁড়া English definition [প্যাড়া, প্যাড়া, প্যাঁড়া, পেঁড়া] (বিশেষ্য) বেত্রাদি নির্মিত পেটিকাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পেটক>}
- Bengali Word পেড়া ২, প্যাড়া, পেঁড়া, প্যাঁড়া English definition [প্যাড়া, প্যাড়া, প্যাঁড়া, প্যাঁড়া] (বিশেষ্য) ক্ষীরের তৈরি মিষ্টান্ন। {(তৎসম বা সংস্কৃত) পিণ্ড>}
- Bengali Word পেয় English definition [পেয়ো] (বিশেষ্য) দুধ, পানি প্রভৃতি পানযোগ্য দ্রব্য। □ (বিশেষণ) পান করা যায় এমন; পানযোগ্য; পানীয় (পেয় নাই, নদীর জল অসহ্য লবণাত্মক-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) □ পা+য(যৎ)}
- Bengali Word পেয়াজ, পেয়াজি, পেয়াজী English definition ⇒ পিয়াজ