প পৃষ্ঠা ৯১
- Bengali Word পেয়াদা English definition ⇒ পিয়াদা
- Bengali Word পেয়ার ১, পিয়ার ১ English definition [পেয়ার্] (বিশেষ্য) এক জোড়া বা তার যে কোনো একটি। {(ইংরেজি) pair}
- Bengali Word পেয়ার ২, পিয়ার ২ English definition [পেয়ার, পিয়ার] (বিশেষ্য) ১ আদর; সোহাগ; স্নেহ (কর্তাদের পেয়ারের মানুষ-মনোজ বসু)। ২ প্রেম; প্রীতি। পেয়ারা, পিয়ারা (বিশেষ্য) ১ প্রিয়পাত্র; ভালোবাসার পাত্র। ২ প্রণয়ী; প্রিয়। পেয়ারি, পিয়ারী, প্যারী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রণয়িনী; প্রেমপাত্রী। {(তৎসম বা সংস্কৃত) প্রিয়>}
- Bengali Word পেয়ারা ১ English definition [পেয়ারা] (বিশেষ্য) বর্ষা ও শরৎকালীন ফলবিশেষ। {(পর্তুগিজ) pera}
- Bengali Word পেয়ারা ২, পেয়ারী English definition ⇒ পেয়ার২
- Bengali Word পেয়ালা English definition ⇒ পিয়ালা
- Bengali Word পৈ পৈ English definition ⇒ পই পই
- Bengali Word পৈঘর English definition ⇒ পৈধর
- Bengali Word পৈছা, পইছা, পৈছাঁ, পঁইছা English definition [পোইছা, পোইছা, পোইছাঁ, পোঁইছা] (বিশেষ্য) স্ত্রীলোকের মণিবন্ধের প্রাচীন অলঙ্কারবিশেষ। {(হিন্দি) পৌছি}
- Bengali Word পৈঠল (ব্রজবুলি) English definition [পোইঠল] (ক্রিয়া) প্রবেশ করল (পৈঠল হিয়া মাহা মোরি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রবেশ>}
- Bengali Word পৈঠা English definition [পোইঠা] (ক্রিয়া) প্রবেশ করা। পৈঠানো (ক্রিয়া) প্রবেশ করানো। {(তৎসম বা সংস্কৃত) প্রবিষ্ট>(প্রাকৃত)পইট্ঠ>}
- Bengali Word পৈঠা, পঁইঠা, পৈঁঠা English definition [পোইঠা, পোঁইঠা, পোঁইঠা] (বিশেষ্য) দরজার সিঁড়ি; সোপান (শেওলা পিছল পৈঠা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধবলগিরির পৈঠা পরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) প্রতিষ্ঠা>}
- Bengali Word পৈতা, পইতা English definition [পোইতা] (বিশেষ্য) উপবীত। পৈতাধারী (বিশেষণ) উপবীত আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পবিত্র>; (তৎসম বা সংস্কৃত) উপবীত>}
- Bengali Word পৈতান ১ English definition [পোইতান্] (বিশেষ্য) ১ পৈঠা; সোপান; সিঁড়ি। ২ যেখানে পা রাখা হয়; পায়ের দিক (আমির হোছেনে তবে পৈতানে বসিয়া রসুলের দুই পদ লইল তুলিয়া-সৈয়দ সুলতান)। {পৈঠান>}
- Bengali Word পৈতান ২, পইতান English definition [পোইতান্] (ক্রিয়া) প্রত্যয় করা (কে কয় এগুলা কথা কে আর পৈতায়-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) প্রত্যয়>}
- Bengali Word পৈতামহ English definition [পোইতামহো] (বিশেষণ) পিতামহসংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পিতামহ+অ(অণ্)}
- Bengali Word পৈতৃক, পৈত্র, পৈত্র্য English definition [পোইত্তৃক্, পোইত্ত্রো, পোইত্ত্র] (বিশেষণ) ১ পিতৃ-পিতামহাদি সম্বন্ধীয়। ২ পিতৃপিতামহাদি থেকে প্রাপ্ত (পৈতৃক সম্পত্তি, পৈতৃক ভিটা)। পৈতৃকভূমি (বিশেষ্য) পিতৃপিতামহের বাসভূমি; বাস্তুভিটা। পৈতৃক সম্পত্তি (বিশেষ্য) পৈতৃক বিষয়; পিতৃপিতামহাদি থেকে প্রাপ্ত সম্পত্তি। {(তৎসম বা সংস্কৃত) পিতৃ+ইক(ঠঞ্), পিতৃ+অ(অণ্)}
- Bengali Word পৈত্তাল (মধ্যযুগীয় বাংলা) English definition [পোইত্তাল্] (বিশেষ্য) আপ্যায়ন দ্রব্য (কি দি পৈত্তাল দিম-(পূর্ববঙ্গ গীতিকা))। {(তৎসম বা সংস্কৃত) প্রীতি>পৈত্ত+(বাংলা) আল}
- Bengali Word পৈত্তিক, পৈত্ত English definition [পোইত্তিক্, পোইত্তো] (বিশেষণ) ১ পিত্তবিষয়ক। ২ পিত্তদোষজনিত। {(তৎসম বা সংস্কৃত) পিত্ত+ইক(ঠঞ্), পিত্ত+অ(অণ্)}
- Bengali Word পৈত্র, পৈত্র্য English definition ⇒ পৈতৃক