প পৃষ্ঠা ৯৩
- Bengali Word পোঁছা ৩, পোঁচা English definition [পোঁছা, পোঁচা] (বিশেষ্য) অপেক্ষাকৃত বৃহদাকার মাছের লেজের অংশবিশেষ (চিতল মাছের পোঁছা)। ২ হাতের কব্জি থেকে প্রান্তভাগ অবধি অংশ (এঁটো হাতেই হাতের পোঁছায় গায়ের মাথায় কাপড় গোছায়-সত্যেন্দ্রনাথ দত্ত; সমিন্দির ঝ্যামর চাকালি মোর তেমনি হাতের পোঁচা-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) পুচ্ছ>}
- Bengali Word পোঁত English definition [পোঁত্] (বিশেষ্য) ১ প্রোথিত অংশের পরিমাণ। ২ প্রোথন (তিন হাতে পোঁত)। {(তৎসম বা সংস্কৃত) প্রোথিত>}
- Bengali Word পোঁতা ১ English definition [পোঁতা] (ক্রিয়া) ১ প্রোথিত করা; ভূগর্ভে নিহিত করা। ২ রোপণ করা (চারা পোঁতা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) প্রোথিত>}
- Bengali Word পোঁতা ২ English definition ⇒ পোতা
- Bengali Word পোঁদ, পোংগা, পোঙ্গা English definition [পোঁদ্, পোঙ্গা, পোঙ্গা] (বিশেষ্য) ১ মলদ্বার; গুহ্যদেশ। ২ পাছা; নিতম্বের নিম্নাংশ। পোঁদপাকা (বিশেষণ) ইঁচড়ে পাকা; অকালপক্ব। {(তৎসম বা সংস্কৃত) পর্দ>(প্রাকৃত)পংদ>}
- Bengali Word পোংগা English definition ⇒ পোঁদ
- Bengali Word পোকা, পোক English definition [পোকা, পোক্] (বিশেষ্য) ১ কীট (পোকায় কেটেছে)। ২ ক্ষুদ্র পতঙ্গবিশেষ। উইপোকা (বিশেষ্য) শ্বেত পিপীলিকা। কাঁচপোকা ⇒ পোকা। কুমরেপোকা (বিশেষ্য) মাটির বাসা নির্মাণকারী ভিমরুল আকৃতির পোকবিশেষ। গাঁধি পোকা, গান্ধি পোকা (বিশেষ্য) অতি দুর্গন্ধযুক্ত পোকাবিশেষ, যা শরীরে লাগলে ঘা হয়ে যায়। গুটিপোকা ⇒ গুটি। গুবরে পোকা (বিশেষ্য) চাল গম ইত্যাদি নাশকারী এক প্রকার কীট। জুনিপোকা ⇒ জোনাকি। ঝিঁঝিঁ পোকা ⇒ ঝিঁঝিঁ। টিপপোকা (বিশেষ্য) কালো রঙের কঠিন পাখাওয়ালা পোকাবিশেষ। বইয়ের পোকা ⇒ বই। শুঁয়া পোকা (বিশেষ্য) সূক্ষ্মমুখ, কাঁটাওয়ালা ও লোমযুক্ত শরীর এবং বহু পা-বিশিষ্ট এক প্রকার কীট। শ্যামা পোকা ⇒ শ্যামা১। সোনা পোকা (বিশেষ্য) উজ্জ্বল ময়ূরকণ্ঠী বর্ণের কীট যার পক্ষ কেটে টিপ তৈরি করা হয়। পোকা ধরা (ক্রিয়া) পোকা লাগা। পোকা পড়া (ক্রিয়া) পচে পোকা ধরা। লোক না পোক-পোকার মতো তুচ্ছ। {(তৎসম বা সংস্কৃত) পুত্তিকা>; (তৎসম বা সংস্কৃত) পুলক>}
- Bengali Word পোক্ত English definition [পোক্তো] (বিশেষণ) দৃঢ়; মজবুত (বুকের পাটা শক্ত, সকল কাজে পোক্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পরিপক্ব; পরিণত; অভিজ্ঞ (পাকাপোক্ত লোক)। {(ফারসি) পুখ্তাহ}
- Bengali Word পোখরাজ English definition [পোখ্রাজ্] (বিশেষ্য) এক জাতীয় মণি; পুষ্পরাগমণি; topaz (জড়ো করিলাম, পোখরাজ আর ইয়াকুত ভরা দিন-ফররুখ আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্পরাগ>}
- Bengali Word পোখরি (মধ্যযুগীয় বাংলা) English definition [পোখরি] (বিশেষ্য) পুকুর; পুষ্পরিণী (নিয়র পোখরি-খব)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্করিণী/পুষ্করী>}
- Bengali Word পোগণ্ড, পৌগণ্ড English definition [পোগন্ডো, পোউগন্ডো] (বিশেষ্য) ১ পাঁচ থেকে পনেরো বছরের অনধিক শিশু বা বালক; অপোগণ্ড। ২ পঙ্গু; বিকলাঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) পৌগণ্ড}
- Bengali Word পোঙ্গা English definition ⇒ পোঁদ
- Bengali Word পোছল (ব্রজবুলি) English definition [পোছল] (ক্রিয়া) মুছল; পুছে ফেলল (বদন পোছল-বিদ্যাপতি)। {□ পুছ্>}
- Bengali Word পোছা English definition ⇒ পুছা
- Bengali Word পোট, পট English definition [পোট্, পট] (বিশেষ্য) মনের মিল; সদ্ভাব। {□ পুট্+অ}
- Bengali Word পোটফোলিও, পোর্টফোলিও English definition [পোট্ফোলিয়ো, পোর্ট্ফোলিও] (বিশেষ্য) ১ অবাঁধা কাগজপত্রাদি রাখার জন্য ব্যবহৃত আধারবিশেষ। ২ ব্যাগ। ৩ মন্ত্রীর কর্মভার; দপ্তর। {(ইংরেজি) portfolio}
- Bengali Word পোটম্যান্টো, পোর্টম্যান্টো English definition [পোট্ম্যান্টো, পোর্ট্ম্যান্টো] (বিশেষ্য) টিন; লোহার পাত বা চামড়ার সিন্দুক বা বাক্স। {(ইংরেজি) portmanteau}
- Bengali Word পোটলা English definition ⇒ পোঁটলা
- Bengali Word পোণা English definition ⇒ পোনা
- Bengali Word পোত English definition [পোত্] (বিশেষ্য) নৌকা; কিশতি; জাহাজ প্রভৃতি যান (বিমানপোত, সমুদ্রপোত, বাষ্পীয় পোত)। {(তৎসম বা সংস্কৃত) □ পূ+ত(তন্)}